আগামীর অনুপ্রেরণা কবি মোঃ ফিরোজ খান, আগামীর অনুপ্রেরণা কবি মোঃ ফিরোজ খান

Advertisement

আগামীর অনুপ্রেরণা কবি মোঃ ফিরোজ খান

দেশ রন্ত শেখ হাসিনা আগামীর অনুপ্রেরণা
দেশের জন্য দশের জন্য করেছেন অনেক কাজ
বিশ্ব দরবারে রেখেছেন তিনি সুনামের আভাস
এ রকম নেত্রী কজন আছে দেশকে করেছেন সাজ।

হাসিনা বিজয়ী হয়েছেন আমরা ভাগ্যবান
উন্নয়নে বিলিয়ে দিয়েছেন রক্ত আর ঘাম
কালজয়ী পদ্মা সেতু আরো আছে উড়াল সেতু
বিশ্বের কাছে পেয়েছেন তিনি হাজার সুনাম।

গরীব দুঃখী পথশিশুকে দিয়েছেন ঘরবাড়ি
শিক্ষার প্রতি হয়েছেন তিনি সুনামের এক নারী
মায়া মমতা দিয়েছেন তিনি সকল মানুষকে
রাগ করেননি কারো সাথে করেননি আড়ি।

ইসলামের প্রতি রেখেছেন তিনি কঠোর কর্মসূচি
সর্বোপরি দিয়েছেন তিনি কোর‌আনের মর্যাদা
মহান আল্লাহ ভালোবাসেন নেত্রী হাসিনাকে
খুন খারাপের প্রতি রেখেছেন কঠোর ব্যবস্থা।

বাংলাদেশের সকল মানুষ ভালোবাসেন তাকে
জীবনের বিনিময়ে দেশকে তিনি করবেন রক্ষা
নরপিশাচ মানুষের প্রতি আছে আইনের ব্যবস্থা
দেশদ্রোহী যারা আছেন তাদের নেই রক্ষা।

আগামী নির্বাচনে অনায়াসে হবেন হাসিনা জয়ী
একটাই স্বপ্ল দেশকে তিনি করবেন ডিজিটাল
হাজার বিপদে এগিয়ে যাবেন বাংলা হবে জয়ী
চলতি বছরে করেছেন উন্নয়ন ছড়িয়ে আলো।

ভালোর সঙ্গে আপোস করে চলেছেন উন্নয়নে
এভাবেই তিনি বিশ্বের কাছে হয়েছেন দেশরত্ন
বাংলাদেশ উপহার দিয়েছেন বঙ্গবন্ধু মুজিব
শেখ হাসিনা দেশকে করেছেন সন্তানের মতো যন্ত।

Advertisement

আগামীর অনুপ্রেরণা কবি মোঃ ফিরোজ খান

Advertisement 5

Advertisement 2

Advertisement 2

Advertisement 3

Leave a Comment