অলিগোপলী বাজার কাকে বলে,অলিগোপলী বাজারের দুটি বৈশিষ্ট্য লিখ, অলিগোপালী বাজারের উদাহরণ দাও,যোগসাজসমূলক অলিগোপলি কি

অলিগোপলী বাজার কাকে বলে,অলিগোপলী বাজারের দুটি বৈশিষ্ট্য লিখ, অলিগোপালী বাজারের উদাহরণ দাও,যোগসাজসমূলক অলিগোপলি কি

০১. প্রশ্নঃ অলিগোপলী বাজার কাকে বলে?
উত্তরঃ যে বাজারে কয়েকটি প্রতিষ্ঠান কোন দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলী বাজার বলে।

০২. প্রশ্নঃ অলিগোপলী বাজারের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ ১. পণ্যের চাহিদা রেখা অনির্ধারিত; ও ২. মুষ্টিমেয়ে বিক্রেতা।

০৩. প্রশ্নঃ অলিগোপালী বাজারের উদাহরণ দাও।
উত্তরঃ বিশ্বে মটরগাড়ি, ইস্পাত, এ্যালুমিনিয়াম ও কম্পিউটার নির্মাণ প্রতিষ্ঠান ইত্যাদি।

০৪. প্রশ্নঃ যোগসাজসমূলক অলিগোপলি কি?
উত্তরঃ যে অলিগোপলি বাজারে বিক্রেতারা ভোক্তাদের ঠকিয়ে নিজেদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে নিজেদের সমঝোতামূলক বা ষড়যন্ত্রমূলক চুক্তিতে আবদ্ধ হয় তাকে যোগসাজসমূলক অলিগোপলি বলে ।

আরো ও সাজেশন:-

০৫. প্রশ্নঃ অলিগোপলী বাজারে বিক্রেতার সংখ্যা কত?
উত্তরঃ দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয়।

০৬. প্রশ্নঃ ডুয়োপলি বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কত?
উত্তরঃ বিক্রেতা মাত্র দু’জন ও ক্রেতা অসংখ্য ।

০৭. প্রশ্নঃ ডুয়োপসনি বাজার কি?
উত্তরঃ যে বাজারে ক্রেতার সংখ্যামাত্র দু’জন কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য তাকে ডুয়োপসনি বাজার বসে।

০৮. প্রশ্নঃ বাইলেটাবেল মনোপলি বাজার কি?
উত্তরঃ যে বাজারে ক্রেতা একজন ও বিক্রেতা একজন, তাকে বাই লেটারেল মনোপলি বাজার বলে ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

০৯. প্রশ্নঃ Oligos শব্দের অর্থ কি?
উত্তরঃ মুষ্টিমেয়

১০. প্রশ্নঃ Polis শব্দের অর্থ কি?
উত্তরঃ বিক্রেতা।

১১. প্রশ্নঃ বিজ্ঞাপন খরচ কি?
উত্তরঃ পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য একটি ফার্মকে যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে বিজ্ঞাপন খরচ বলে ।

১২. প্রশ্নঃ বৈষম্যমূলক একচেটিয়া কারবার কি?
উত্তরঃ কোন একচেটিয়া কারবারি একই পণ্য বিভিন্ন বাজারে বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রি করলে তাকে বৈষম্যমূলক একচেটিয়া কারবার বলে।

Leave a Comment