অলিগোপলি ও ডুয়োপলি পার্থক্য, অলিগোপলি vs ডুয়োপলি পার্থক্য, অলিগোপলি ও ডুয়োপলি তুলনামূলক আলোচনা, ডুয়োপলি ও অলিগোপলি মধ্যে পার্থক্য, অলিগোপলি ও ডুয়োপলি কাকে বলে,তুলনা অলিগোপলি: অলিগোপলি ও ডুয়োপলি আলোচনা

প্রশ্ন সমাধান: অলিগোপলি ও ডুয়োপলি পার্থক্য, অলিগোপলি vs ডুয়োপলি পার্থক্য, অলিগোপলি ও ডুয়োপলি তুলনামূলক আলোচনা, ডুয়োপলি ও অলিগোপলি মধ্যে পার্থক্য, অলিগোপলি ও ডুয়োপলি কাকে বলে,তুলনা অলিগোপলি: অলিগোপলি ও ডুয়োপলি আলোচনা


#অলিগােপলি ও ডুয়ােপলি বাজারের মধ্যে পার্থক্য দেখাওঃ

ডুয়ােপলি এবং অলিগােপলি বাজার মধ্যে কিছু পার্থক্যগুলো পরিলক্ষিত হয়। নিম্নে সেগুলাে আলােচনা করা হলঃ 

১। বিক্রেতার সংখ্যাঃ 
ডুয়ােপলিতে বিক্রেতার সংখ্যা মাত্র দুজন কিন্তু অলিগােপলিতে বিক্রেতার সংখ্যা দুই বা ততােধিক তবে অনেক নয়। অর্থাৎ অলিগোপলি মুষ্টিমেয় বিক্রেতার বাজার। 

২। দ্রব্যের প্রকৃতিঃ
ডুয়ােপলিতে দ্রব্য সমজাতীয় হয়। কিন্তু অলিগােপলিতে দ্রব্য যখন সমজাতীয় হয় তখন তাকে বিশুদ্ধ অলিগােপলি বলে এবং দ্রব্য যখন ঘনিষ্ট বিকল্প হয় তখন তাকে পৃথকীকৃত অলিগােপলি বলে। 

৩। চাহিদা রেখার ধরণঃ
ভুয়ােপলিতে বাজার চাহিদা সম্পর্কে উভয় উৎপাদক সম্পূর্ণ সচেতন। তাই চাহিদা রেখার আকৃতি ও অবস্থান সম্পর্কে বিক্রেতা অনির্ধারিত। অন্যদিকে অলিগােপলি বাজারে ফার্মের চাহিদা রেখা অনির্ধারিত থাকে। কারণ সেই বাজারে প্রতিদ্বন্দ্বি ফার্মগুলাের প্রতিক্রিয়া আগে থেকে জানার উপায় নেই। 

৪। বিজ্ঞাপনঃ 
অলিগােপলিতে বিক্রয় বাড়ানাের জন্য ফার্ম দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কিন্তু ডুয়ােপলিতে বিজ্ঞাপন তেমনটা কার্যকর নয়। 

৫। দাম নেতৃত্বঃ
অলিগােপলিতে বাজারে নেতা ফার্ম একটি দাম ধার্য করে এবং অন্য ফার্মগুলাে তাকে অনুসরণ করে। অপরদিকে, ভুয়ােপলিতে দাম নেতৃত্ব পদ্ধতি তেমন মানা হয় না। 

৬। কার্টেল গঠনঃ
অলিগােপলি বাজারে চুক্তিবদ্ধ ফার্মগুলাে স্বাধীন আচরণের পরিবর্তে অনেক সময় গােষ্ঠীগত আচরণ করে। তবে ফার্মগুলো একে অপরকে ধােকা দেবার প্রবণতা থাকে, বিধায় অনেক সময় চুক্তি টেকে না। কিন্তু ডুয়ােপলিতে কার্টেল গঠিত হয় না। 

পরিশেষে বলা যায় যে, অলিগােপলি এবং ডুয়ােপলি একই ধরনের বাজর ব্যবস্থা হলেও এদের মধ্যে মূলত এই পার্থক্যগুলাে পরিলক্ষিত হয়।


ডুয়ােপলি বাজারের বলতে কি বুঝ? 

ইংরেজি Duopoly শব্দের Duo অর্থ দুজন এবং Poly অর্থ বিক্রেতা। সুতরাং ডুয়ােপলি বলতে আমরা এমন বাজার ব্যবস্থা বুঝি যেখানে কেবল মাত্র দুজন বিক্রেতা আছে। অলিগােপলি বাজারে একটি বিশেষ রূপ হল ডুয়ােপলি । অর্থাৎ কমলিগােপলি বাজারের যখন দুটো ফার্ম বা দুজন বিক্রেতা বিবেচনা করা হয় তখন দুয়ােপলি। উদ্ভব হয়। এক্ষেত্রে ফার্ম দুটি মুনাফা সর্বোচ্চ করার লক্ষ্যে একে অপরের উপর গভীরভাবে নির্ভরশীল।

তাদের উৎপাদিত দ্রব্য যদি সমজাতীয় হয় তবে নির্ভরশীলতার মাত্রা আরও গভীর হয়। অর্থাৎ অলিগােপলির মত এক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দিতা পরিলক্ষিত হয়। মােট কথা অলিগােপলি সমস্যা সমাধানের ক্ষেত্রে অর্থনীতিবিদগণ জটিলতা এড়ানোর জন্য ভুয়ােপলি বাজার ব্যবস্থা ব্যাখ্যা করার প্রায়স পান। ডুয়ােপলি বাজারের কয়েকটি উল্লেখযােগ্য মডেল হল কর্নট মডেল, স্ট্যাকাল বার্জ মডেল, এজওয়ার্থ মডেল। 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অলিগোপলি বাজার কাকে বলে?

যে বাজারে বিক্রেতা দু’য়ের অধিক কিন্তু খুব বেশি নয়, তাকে অলিগোপলি বাজার বলে।

খেয়াল করলে দেখতে পারবেন বর্তমান বিশ্বে মোটর গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, ওষুধ ও রাসায়নিক শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম এবং কম্পিউটারের ন্যায় বিভিন্ন উৎপন্ন দ্রব্যের ক্ষেত্রে অলিগোপলি বাজার পরিলক্ষিত হয়।

উইলিয়াম ফেলনার “স্বল্পের মধ্যে প্রতিযোগিতা” দ্বারা অলিগোপলিকে আখ্যায়িত করেছে।

অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি বিশেষ রূপ হলো অলিগোপলি। যে অপূর্ণ প্রতিযোগিতার বাজারে মুষ্টিমেয় বিক্রেতা থাকে তাকে অলিগোপলি বাজার বলে। মুষ্টিমেয় বলতে বিক্রেতার সংখ্যা ঠিক কত তার কোনো স্থিরতা নেই। তবে এ সংখ্যা দুয়ের চেয়ে বেশি হতে হবে। এ বাজারে বিক্রেতারা পণ্যের দাম ও যোগান নিয়ন্ত্রণ করতে পারে।

অলিগোপলি বাজারের সংজ্ঞা দিতে গিয়ে অর্থনীতিবিদ লেফটউইচ (Leftwitch) বলেন, ‘‘সেই ধরনের বাজার ব্যবস্থাকে অলিগোপলি বলা হয় যেখানে কতিপয় প্রতিদ্বন্দ্বী বিক্রেতা বা ফার্ম থাকে এবং প্রত্যেকের কার্যাবলি অপরকে প্রভাবিত করে।”

পূর্ণ অলিগোপলি বাজারে ফার্মগুলোর মধ্যে সমঝোতা থাকলে অস্বাভাবিক মুনাফা এবং সমঝোতা না থাকলে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। অন্যদিকে, অপূর্ণ অলিগোপলিতে স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা এবং দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Leave a Comment