অলকানন্দা নদী লেখা :সৈকত চন্দ্র রায়

অলকানন্দা নদী লেখা :সৈকত চন্দ্র রায়

অলকানন্দা নদী।
লেখা :সৈকত চন্দ্র রায়

এই যে আমি অলকানন্দা নদীর পাশে বসে থাকি প্রত্যহ_
তিব্র রোদের উষ্ণতায় পুরে যায় আমার শরীরে অঙ্গ ও প্রত্যঙ্গ।
কখনো কখনো সহসা প্রভঞ্জন এসে স্নিগ্ধ শীতলতায় ভরিয়ে দিয়ে যায় আমার তনু;
কখনো অজস্র ঠান্ডা মেঘ ভাঙা বৃষ্টি হয়ে সমস্ত কোলাহল নিস্তব্ধ করে দেয় নিমেষেই।

ম্লান হয়ে চেয়ে থাকি_ওই যে দখিনা হাওয়ায় ঝাঁক বাধা উড়ে যাওয়া শঙ্খচিল পাখিগুলোর দিকে;
আঁ-হা-আঁ-হা’ সুরে ডাকে! কণ্ঠস্বরে ফুটে ওঠে তীক্ষ্ণ আর্তনাদের সুর,
সে প্রখর কাতর চিৎকারে, আমার বক্ষ পিঞ্জরে সুচালো সুই গেঁথে শৃঙ্খলাহীন করে দিয়েছে ততক্ষণাৎ।

তবুও আমি যেন তোমার পাশে এসে বসে থাকি, গল্প করি, অনুভব করি,চোখের জল ফেলি,অসমাপ্ত দীর্ঘ একটা উপন্যাসের কাহিনী বলি!

ওই যে তোমার বুকে প্রবাহিত হওয়া ঊর্মী তার উপরে পদ্ম ফুল শনশন পবনে আনন্দে নিত্য করে যায়!
মাঝে মাঝে মন চায় ওই পদ্ম ফুলের উপর হাতের স্পর্শ দিয়ে তোমার শরীরকে উপলব্ধি করি।

তখন আমার দিকে বিভোর দৃষ্টিতে চেয়ে বলবে তুমি-
শত জনমে জনম আঁখিভরে দেখবো তোমায় আমি, শান্তি তুমি, সুখ তুমি,আপেক্ষ তুমি, ভালোবাসা যেন তুমি, সকল কিছু উজার করে সঁপিয়া দিবো আমি।
ওহে কভু ছেড়ে যেওনা এই অলকানন্দাকে হে প্রানের খেয়া নৌকার মাঝি।

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

আপনার লেখা কোনো কবিতা অথবা মতামত আমাদের পাঠাতে ইমেল করুন : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment