অর্থের লেনদেন চাহিদার সুদহার সংবেদনশীলতা আলোচনা কর, উন্নয়নশীল দেশে ব্যাংক হার নীতির কার্যকারিতা আলোচনা কর, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ব্যাংক হার নীতির কার্যকারিতা বর্ণনা কর

প্রশ্ন সমাধান: অর্থের লেনদেন চাহিদার সুদহার সংবেদনশীলতা আলোচনা কর, উন্নয়নশীল দেশে ব্যাংক হার নীতির কার্যকারিতা আলোচনা কর, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ব্যাংক হার নীতির কার্যকারিতা বর্ণনা কর

অর্থের লেনদেন চাহিদার সুদহার সংবেদনশীলতা আলোচনা কর।

দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য লেনদেনের প্রয়োজনে মানুষ যে পরিমাণ অর্থ নগদ হিসেবে ধরে রাখতে চায় তাকে অর্থের লেনদেন চাহিদা বলে। অর্থের লেনদেন চাহিদার সাথে সুদ স্থিতিস্থাপকতা কেমন হবে এ সম্পর্কে তিন ধরনের বক্তব্য রয়েছে। নিম্নে সেগুলো আলোচনা করা হলো :

১. কেইনসীয় বক্তব্য : জে.এম. কেইনসের মতে, অর্থের লেনদেন চাহিদা এবং ফটকা চাহিদার সমন্বয়ে অর্থের মোট চাহিদা পাওয়া যায়। সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সমন্বয়ে অর্থের মোট চাহিদা পাওয়া যায়। সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদা থাকলেও অর্থের লেনদেন চাহিদার সাথে সুদের হারের কোনো সম্পর্ক নেই।

কেইনসের মতে, অর্থের লেনদেন চাহিদা আয়ের উপর নির্ভর করে। আয় বাড়লে অর্থের লেনদেন চাহিদা বাড়ে এবং আয় কমলে অর্থের লেনদেন চাহিদা কমে। ফলে সুদের হারের প্রেক্ষিতে অর্থের লেনদেন চাহিদা সম্পূর্ণ অস্থিতিস্থাপক। নিম্নের চিত্রে বিষয়টি দেখানো হলো :

10

আরো ও সাজেশন:-

উপরের চিত্রে ভূমি অক্ষে অর্থের চাহিদা ও লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হয়েছে। M হলো কেইনসীয় অর্থের চাহিদা রেখা। M চাহিদা রেখার AB অংশ লম্ব অক্ষের সমান্তরাল। যা দ্বারা সুদের হারের সাথে অর্থের লেনদেন চাহিদার শূন্য স্থিতিস্থাপকতা প্রকাশ পায়। Mi রেখার CM অংশে অর্থের চাহিদার অসীম স্থিতিস্থাপকতা প্রকাশ পায় ৷

২. বোমলের বক্তব্য : বোমলের মতে, সুদের হারের সাথে অর্থের লেনদেন চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ সুদের হার বাড়লে অর্থের প্রকৃত লেনদেন চাহিদা কমে এবং সুদের হার কমলে অর্থের প্রকৃত লেনদেন চাহিদা বাড়ে। এক্ষেত্রে অর্থের লেনদেন চাহিদার সুদ স্থিতিস্থাপক ।

৩. ফ্রিডম্যানের বক্তব্য : ফ্রিডম্যানের মতে, সুদের হার দ্বারা অর্থের লেনদেন চাহিদা খুব সামান্য মাত্রায় প্রভাবিত হয় । তাঁর মতে, সুদের হারের প্রেক্ষিতে অর্থের লেনদেন চাহিদার স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কম ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উন্নয়নশীল দেশে ব্যাংক হার নীতির কার্যকারিতা আলোচনা কর । অথবা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ব্যাংক হার নীতির কার্যকারিতা বর্ণনা কর ।

ভূমিকা : কেন্দ্রীয় ব্যাংক যে নির্দিষ্ট হারে বিল বাট্টা ও বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলা হয় ।

কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার অন্যান্য ব্যাংকের সুদের হার অপেক্ষা কম। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার প্রয়োগ করে দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারে। ব্যাংক হারের সাথে ঋণের পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। ব্যাংক হার বৃদ্ধি পেলে দেশে ঋণের পরিমাণ হ্রস পায় আবার ব্যাংক হার হ্রাস পেলে দেশে ঋণের পরিমাণ বৃদ্ধি পায় ।

উন্নয়নশীল দেশে ব্যাংক হার নীতির কার্যকারিতা : শুধু দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্যান্য অনুন্নত দেশে ব্যাংকে হার নীতির কার্যকারিতা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নাই। যদিও নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার পরিবর্তন করে থাকে তবুও অনেক ক্ষেত্রে ঋণের সুদের হার পরিবর্তন করে না। প্লাম্পট্রি মনে করেন এসকল দেশে ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক হারের সকল ঋণের পরিবর্তনের মুখে সুদের প্রচলিত হার বজায় রাখার পক্ষপাতি। তিনি এমন অবস্থা বজার রাখতে গর্বের বিষয় বলে মনে করেন।

গ্রাহকদের মন যোগাতে অনেক ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সুদের হার স্থিতিশীল রাখার ব্যাংক হারের পরিবর্তন অর্থবাজারে স্বল্পমেয়াদি কিংবা দীর্ঘমেয়াদি সুদের হার প্রভাবিত করতে ব্যর্থ হয় ।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহে গ্রাম্য মহাজন, দোকানদার প্রভৃতি মূলধন দিয়ে গ্রামে ব্যাংক ব্যবসা পরিচালনা করে । বাংলাদেশ ব্যাংকের প্রভাব মুক্ত থাকায় এরা ব্যাংক হারের পরিবর্তন তাদের উপর বিন্দুমাত্র প্রভাব সৃষ্টি করতে পারে না ।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

ব্যাংক হার নীতি কার্যকর হওয়ার জন্য নিম্নোক্ত অনুকূল পরিবেশ দরকার-

১. ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি ।

২. উপযুক্ত বিল প্রদানের পরিবেশ বা রীতি অর্থবাজার সৃষ্টি করা ।

৩. ব্যাংক হার পরিবর্তনের সাথে বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন সঠিক ও সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রয়োজনানুসারে ট্রেজারি বিলের পরিমাণ পরিবর্তন করা যায় বলে এর সাফল্য সীমিতাকার হয় ।

উপসংহার : উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায় যে, অনুন্নত দেশে ব্যাংক হারে নীতি সম্পূর্ণভাবে কার্যকর হয় না। আংশিকভাবে কার্যকর হওয়ার জন্যও উপরিউক্ত কতিপয় অনুকূল পরিবেশ দরকার হয় ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment