অর্থনৈতিক ভূগোল অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের অর্থনৈতিক ভূগোল

Advertisement

অনার্স ২য় বর্ষের অর্থনৈতিক ভূগোল সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
অর্থনৈতিক ভূগোল (Economic Geography) সুপার সাজেশন
Department of : Geography and Environment & Other Department
Subject Code: 223205
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

অর্থনৈতিক ভূগোল অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের অর্থনৈতিক ভূগোল, অনার্স ২য় বর্ষের অর্থনৈতিক ভূগোল ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন অর্থনৈতিক ভূগোল সাজেশন,

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

অর্থনৈতিক ভূগোল অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক বিভাগ – অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অর্থনৈতিক ভূগোলের জনক কে?
উত্তর : অর্থনৈতিক ভূগোলের জনক George Chisholm.

বিভিন্ন প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি করে উদাহরণ দাও।
উত্তর : প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড : কৃষি কাজ।, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড : ধান থেকে চালের রূপান্তরিত প্রক্রিয়া।, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড : জুতা পালিশ।, চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড : সেবামূলক কাজ।

‘ Red Coller Worker ‘ ও ‘ Pink Coller Worker ‘ ও ‘ Blue Coller Worker ‘ ও ‘ White Coller Worker ‘ – কাদেরকে বলা হয়?
উত্তর : প্রাথমিক পর্যায় অর্থনৈতিক কর্মকান্ড – Red Coller Worker ও দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকান্ড – Blue Coller Worker ও তৃতীয় পর্যায় অর্থনৈতিক কর্মকান্ড – Pink Coller Worker ও চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকান্ড – White Coller Worker.

উন্নত মানের তুলার আঁশের দৈর্ঘ্য কত?
উত্তর : ১২.৭ মিলিমিটার থেকে ৬০মিঃ।

কোন অঞ্চলকে পৃথিবীর ধানের আঁধার বলে?
উত্তর : চীনের হোয়াংহো অঞ্চলকে ধানের আধার বলা হয়।

Advertisement

কোন শহরটিকে ” বিশ্বের সেলফিশের রাজধানী ” বলা হয় ?
উত্তর : স্টুয়ার্ট।

মিশ্র কৃষি কি?
উত্তর : যে কৃষি ব্যবস্থা একই জমিতে বাণিজ্যিক পশু পালন ও ফসল উৎপাদন করা হয় তাকে মিশ্র কৃষি বলে।

অ্যাপারেল শিল্প কি?
উত্তর : গার্মেন্টস পাপ পোশাক শিল্পের অপর নাম অ্যাপারেল শিল্প।

ASEAN – এর পূর্ণরূপ কী?
উত্তর : ASEAN – এর পূর্ণরূপ হলো : Association Of Southeast Asian Nations.

পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষ কি?
উত্তর : বিশ্বের যেসব অঞ্চলে বনভূমির বৃক্ষের পাতা বছরে কোন একটি নির্দিষ্ট ঋতুতে ঝরে যায়, সেই বনভূমিকে ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের বনভূমি বলে।

বাংলাদেশের সাদা স্বর্ণ কি?
উত্তর : বাংলাদেশের সাদা স্বর্ণ চিংড়ি।

পেট্রো রাসায়নিক শিল্প বলতে কি বুঝায়?
উত্তর : প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা ইত্যাদি থেকে পাওয়া রাসায়নিক দ্রব্যগুলো দিয়ে যে শিল্প প্রস্তুত করা হয় তাকে পেট্রোর রাসায়নিক শিল্প বলে।

Take-of Stage – শব্দটি কোন অর্থনৈতিক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
উত্তর : Take-of Stage – শব্দটি Rostow’s -এর অর্থনৈতিক তত্ত্বের সাথে সম্পর্কিত।

GNP ও GDP – নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : GNP ও GDP – নির্ণয়ের সূত্রটি হলো : GNP = R + W + P এবং GDP = C + I + G

আপেক্ষিক দূরত্ব বলতে কি বুঝায়?
উত্তর : সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্কের পরিমাপ বা দুটি স্থানের মধ্যে সংযোগ সাধন করাই হলো আপেক্ষিক দূরত্ব।

কফি ও চিনি উৎপাদনে কোন দেশ-বিশ্বাস শীর্ষস্থানীয়?
উত্তর : ব্রাজিল।

NAFTA – এর পূর্ণরূপ কী? ও এর সদস্য দেশ কতটি।
উত্তর : NAFTA – এর পূর্ণরূপ হলো : North American Free Trade Agreement এবং এর সদস্য দেশ ৩ টি।

Hard Currency কী?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যে যে মুদ্রা ব্যবহারিত হয় তাকে Hard Currency বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে।

জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি লিখ?
উত্তর : জাতীয় আয় = খাজনা + মজুরি + সুদ + মুনাফা।

কোন দেশকে ধীবরের দেশ বা মৎস্য উৎপাদনের দেশ বলা হয়?
উত্তর : নরওয়ে।

কুইনারি অর্থনৈতিক কর্মকান্ডের দুটি উদাহরণ দাও?
উত্তর : উন্নত প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা ও (GIS) জিআইএস সংক্রান্ত কাজ।

বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত?
উত্তর : বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৮)

” Geography Of Economic Behaviour ” – গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Michacl E. Eliot Hurst.

Advertisement 2

” Geography : A Modern Synthesis ” – গ্রন্থটির লেখক কে?
উত্তর : Peter Haggett.

পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কোনটি?
উত্তর : পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ উত্তর আটলান্টিক সমুদ্র পথ।

বিশ্ব ব্যাংকের অপর নাম কি?
উত্তর : বিশ্ব ব্যাংকের অপর নাম হলো International Bank For Reconstruction And Development ( IBRD).

কোন জ্বালানিতে পরিবেশ দূষিত হয় না?
উত্তর : সিএনজি ( CNG).

মডেল কোন শব্দ থেকে উদ্ভূত?
উত্তর : ইংরেজি মডেল ( Model) শব্দটির ল্যাটিন শব্দ মডুলাস ( Modulus) থেকে এসেছে। Modulus শব্দের অর্থ আদর্শ।

ইইউ এর সদর দপ্তর কোথায় এবং এর একক মুদ্রার নাম কি?
উত্তর : ইইউ এর সদর দপ্তর ব্রাসেলস এবং ইইউ এর একক মুদ্রার নাম ইউরো।

আরো ও সাজেশন:-

Advertisement 2

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

অর্থনৈতিক ভূগোল অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ বিভাগ – সংক্ষিপ্ত প্রশ্ন

  1. অর্থনৈতিক ভূগোল পাঠের উদ্দেশ্য বর্ণনা কর।
  2. অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তু / পরিধি লিখ।
  3. বাণিজ্য কাকে বলে? অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে?
  4. বিশ্বায়নের কারণ আলোচনা কর।
  5. প্রগাঢ় কৃষি পদ্ধতি ও স্বয়ংভোগী কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ লেখ।
  6. পানামা থাল পথের অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব লিখ।
  7. সম্পদ সংরক্ষণের সাধারণ পদ্ধতি লেখ।
    অথবা, সম্পদ সংরক্ষণের সাধারণ পদ্ধতি আলোচনা কর।
  8. পৃথিবীর প্রধান প্রস্তুতকারী শিল্প অঞ্চলের সমূহের নাম লেখ।
  9. আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বর্ণনা কর।
    অথবা, আন্তর্জাতিক বাণিজ্য কৌশল সংক্ষেপে আলোচনা কর।
  10. সম্পদ সংরক্ষণের সাধারণ পদ্ধতি লিখ।
  11. শিল্প স্থানীয়করণের কারণ সমূহ কি কি?
    অথবা, শিল্প স্থাপনের বৃত্তি সমূহ আলোচনা কর।
  12. অর্থনীতিতে ভোগের গুরুত্ব কি?
  13. উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির বিবরণ দাও।
    অথবা, NAFTA এর পরিচয় দাও।
  14. জিডিপি (GDP) ও (GNP) জিএনপি এর মধ্যে পার্থক্য লিখ।
  15. BIMSTEC কী? এর লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে লেখ।
  16. রাবার চাষের অনুকূল ভৌগোলিক নিয়ামক সমূহ আলোচনা কর
  17. অর্থনৈতিক কর্মকান্ডের বৈশিষ্ট্য নির্ণয় কর।
  18. ভূগোলের অন্যান্য শাখার সঙ্গে অর্থনৈতিক ভূগোলের সম্পর্ক দেখাও।
  19. (OPEC) ওপেকের লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা কর।
  20. কার্ল মার্কস এর অর্থনৈতিক প্রবৃদ্ধির স্তরসমূহ আলোচনা কর।
  21. ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আলোচনা কর।
  22. বনভূমি সংরক্ষণের উপায় সমূহ লিখ।
    অথবা, বনভূমির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
  23. অভ্যন্তরীণ মৎস্য ও সামুদ্রিক মৎস্য বলতে কী বুঝ?
  24. বাগান কৃষির বৈশিষ্ট্য বলি আলোচনা কর।
  25. শিল্প স্থানীয়করণের কারণসমূহ কি কি।
    অথবা, শিল্প স্থানীয়করণের ভৌগলিক নিয়ামক সমূহ উল্লেখ কর।
  26. অর্থনৈতিক ভূগোলের সাথে অর্থনীতির সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর

PDF Download অর্থনৈতিক ভূগোল অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

গ বিভাগ – রচনামুলক প্রশ্নমূলক প্রশ্ন

  1. অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও? অর্থনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি সমূহ আলোচনা কর।
  2. অর্থনৈতিক কর্মকান্ড কাকে বলে? অর্থনৈতিক কর্মকান্ডের শ্রেণীবিভাগ বর্ণনা কর এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়ামক সমূহ আলোচনা কর।
  3. অর্থনৈতিক ভূগোলের পরিবর্তনশীল ধারণা সমূহ বর্ণনা কর।
  4. যাযাবর পশু পালন এবং গবাদি পশুচারণের বিশ্ববন্টন আলোচনা কর।
  5. বনভূমির শ্রেণীবিভাগ কর এবং প্রত্যেক প্রকারের বিবরণ দাও।
  6. ইক্ষু অথবা রাবার উৎপাদনের অনুকূল ভৌগলিক অবস্থা ও বিশ্ব বন্টন আলোচনা কর।
  7. পৃথিবীর গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্যচারণ ক্ষেত্রের বিবরণ দাও।
  8. ধানের বিশ্ব উৎপাদন বন্টন ও বাণিজ্য আলোচনা কর।
  9. খনিজ তেল কী? খনিজ তেলের বিশ্বব্যাপী উৎপাদন ও বন্টন বর্ণনা করো।
  10. কৃষি পদ্ধতির শ্রেণীবিভাগ কর। স্বয়ংভোগী কৃষি ও বাণিজ্যিক কৃষির বিবরণ দাও।
  11. বিশ্বায়ন কি? বিশ্বায়নের সুবিধা ও অসুবিধা ও প্রভাব ব্যাখ্যা কর।
  12. ধান চাষের ও পাট চাষের এর বিশ্বব্যাপী উৎপাদন বন্টন ও বাণিজ্য আলোচনা কর।
  13. ভন থুনেনের কৃষি অবস্থান তত্ত্বটি ব্যাখ্যা কর।
  14. সেবাখাত কাকে বলে? অর্থনৈতিক বিকাশে সেবা খাতের ভূমিকা বর্ণনা কর।
  15. পরিবহন বলতে কি বুঝ? বিশ্ব বাণিজ্য প্রসারের পরিবহনের ভূমিকা আলোচনা কর।
  16. ওয়াল্টার ক্রিস্টোলারের কেন্দ্রীয় অবস্থান তত্ত্বের মূল্যায়ন কর।
  17. উন্নয়নশীল দেশের জিডিপিতে বিভিন্ন খাতের অবদান বিশ্লেষণ কর।
    অথবা, বাংলাদেশের জিডিপিতে বিভিন্ন খাতের অবদান বিশ্লেষণ কর।
  18. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি ও গুরুত্ব আলোচনা কর।
  19. কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক অবস্থা বর্ণনা কর। যে কোন একটি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্পের বর্ণনা দাও।
  20. বিশ্বের প্রধান সমুদ্রপথের নাম লেখ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সমুদ্রপথের গুরুত্ব আলোচনা কর।
  21. লৌহ ও ইস্পাত শিল্পের স্থানীয়করণের কারণসমূহ বর্ণনা কর। বিশ্বের যে কোন একটি দেশের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও।
  22. বনজ সম্পদ বলতে কি বুঝ? বনজ সম্পদ সংরক্ষণের উপায় সমূহ আলোচনা কর।
  23. মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল অবস্থাসমূহ আলোচনা কর এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্যচরণ ক্ষেত্রের বিবরণ দাও।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

2024 অর্থনৈতিক ভূগোল অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের অর্থনৈতিক ভূগোল পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনৈতিক ভূগোল সাজেশন

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Economic Geography Suggestion 2024,অর্থনৈতিক ভূগোল চূড়ান্ত সাজেশন 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment