অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year economics 4th paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন

অর্থনীতি ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
অর্থ ব্যাংকিং আন্তর্জাতিক বাণিজ্য (Finance Banking International Trade) সুপার সাজেশন
অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের
 Economics 4th paper Suggestion Degree 2nd year
Subject Code: 122203
2024 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

PDF Download অর্থনীতি ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, অর্থনীতি ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন, অর্থনীতি ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন,

ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

Economics 4th paper Degree 2nd Year Suggestion PDF 2024

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
উত্তর: যে আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে জমাকৃত অর্থের জন্য কম হারে সঞ্জয়ী সুদ প্রদান করে এবং আর্থিক হারে বিনিয়োগের নিমিত্তে সুদ ধার্য করে উদ্বত্ত সুদ মুনাফা হিসেবে লাভ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

২. করের কানুন কাকে বলে?
উত্তর: কাঠামোর উন্নয়নের জন্য যেসব নিয়মাবলী প্রয়োগ করা হয় তাকে কলেরকান বলে।

৩. ফ্রী বলতে কী বুঝ?
উত্তর: কোন বিশেষ সুবিধা লাভের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারকে যে অর্থ প্রদান করেন তাকে কি বলা হয়।

৪. প্রায় মুদ্রা কী?
উত্তর: যেসব সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থের রূপান্তর করা যায় সেগুলো কে প্রায় মুদ্রা বলে যেমন ট্রেজারি বিল চাহিদা আমানত প্রাইজবন্ড ইত্যাদি।

৫. মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে?
উত্তর: সরকার নিজ ইচ্ছায় যে নিজের মধ্যে রাহমান আন্তর্জাতিক মান থেকেই কমিয়ে দিলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।

৬. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী?
উত্তর: সামগ্রিক যোগান এর তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে দাম স্তরের বৃদ্ধি ঘটে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।

৭. তফসিলি ব্যাংক কী?
উত্তর যে ব্যাংক কতিপয় শর্তপূরণ সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হওয়ার জন্য তার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে সেই ব্যাংকই তফসিলি ব্যাংক।

৮. কৃষি ব্যাংক কী?
উত্তর: ধরনের ব্যাংক উত্তর কৃষি ব্যাংক বিশেষায়িত ব্যাংক।

৯. বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তর: বিশেষ উদ্দেশ্যে যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং সে আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ এবং ঋণ প্রদানের ব্যবস্থা থাকে তখন সে আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষায়িত ব্যাংক বলে বিশেষায়িত ব্যাংকের অনেক সময় উন্নয়ন ব্যাংক বলা হয়।

১০. অর্থের ফটকা চাহিদা বলতে কী বুঝ?
উত্তর: ব্যবসা-বাণিজ্যের জন্য মানুষ যে অর্থের প্রয়োজনীয়তা অনুভব করে তাই অর্থের ফটকা চাহিদা।

১১. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
উত্তর: মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে দেশের মুদ্রা প্রচলন নিয়ন্ত্রণ বৈদেশিক বিনিময় হার নির্ধারণ ও মূলধন বাজারের সকল কর্মকান্ড নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।

১২. কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়।

১৩. ব্যাংক হার কী?
উত্তর: যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করে তাই ব্যাংক হার।

১৪. মুশারাকা কী?
উত্তর: দুই বা ততোধিক পক্ষের মধ্যে অংশীদারি মালিকানার ভিত্তিতে বিনিয়োগ পদ্ধতি গড়ে ওঠে তাই মুশারাকা।

১৫. চরম ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: চরম ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা অ্যাডাম স্মিথ।

১৬. তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো।

১৭. লেনদেন ভারসাম্য কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল প্রকার দৃশ্যমান ও অদৃশ্যমান আমদানি এবং রপ্তানি হিসাবকে লেনদেন ভারসাম্য বলে।

১৮. বাণিজ্য শর্ত কী?
উত্তর: যে নীতিমালার দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাই বাণিজ্য শর্ত।

১৯. সংরক্ষণ বলতে কী বোঝ?
উত্তর: একটি দেশের সাথে অপর একটি দেশের বাণিজ্য তথা দ্রব্য ও সেবার আদান-প্রদানে যেসব কার্যকর ব্যবস্থা অবলম্বন এর দ্বারা নিয়ন্ত্রণ করা যায় সেগুলোর যে কোনটির অস্তিত্ব থাকলেই বাণিজ্য অবস্থাকে সংরক্ষণ বলা যায়।

২০. ডাম্পিং বলতে কি বুঝ?
উত্তর: প্রদেশ স্বাভাবিক দামের চেয়ে কম দামে কোন পণ্য রপ্তানি করে তাকে ডাম্পিং বলে।

২১. বাজার ব্যর্থতা কাকে বলে?
উত্তর: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য বিক্রয়ের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হলে তাকে বাজার ব্যর্থতা বলে।

২২. কালোটাকা কী?
উত্তর: অবৈধ উৎস হতে উপার্জিত অর্থ কালো টাকা।

২৩. তারল্য ফাঁদ কী?
উত্তর: প্রত্যাশিত সর্বনিম্ন সুদের হারে অর্থের ফটকা চাহিদা অসীম হলে তাই তারল্য ফাঁদ।

২৪. করঘাত ও করপাত কাকে বলে?
উত্তর: কর বসানোর পর নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এর আর্থিক ভার বহন করতে হয় একে করঘাত বলা হয়।

২৫. কর অপসারণ সঞ্চালন বলতে কী বুঝায়?
উত্তর: ভারতের ওপর স্থানান্তরের চেষ্টা কর অপসারণ বা সঞ্চালন বলে।

২৬. এক অক্ষর কাকে বলে?
উত্তর: দ্রব্যের প্রতি একক এর উপর নির্দিষ্ট পরিমাণ কত সালে তাকে একক কর বলে।

২৭. দুটি প্রত্যক্ষ করের নাম লেখ।
উত্তর: দুটি প্রত্যক্ষ কর হলো আয়কর ও মুনাফা কর।

৩০. পরোক্ষ কর কাকে বলে?
উত্তর: প্রাথমিকভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয় তাকে পরোক্ষ কর বলে এর চূড়ান্ত সমাজের বিভিন্ন লোকের ওপর পড়ে।

৩১. কর ভিত্তি কী?
উত্তর: ভিত্তি হলো এমন উপাদানের উপর কর আরোপ করা হয়।

৩২. প্রগতিশীল কর কাকে বলে?
উত্তর: কর ভিত্তি বারলে যদি কর হার বারে করে তবে তাকে প্রগতিশীল কর বলা হয় এক্ষেত্রে ক্রমবর্ধমান হারে বাড়ে।

৩৩. বাজেট কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট সময়ে সাধারণত সরকারের অর্থবছরের প্রত্যাশিত আয় ও পরিকল্পিত ও ব্যয়ের হিসাব কে বাজেট বলে।

৩৪. ঘাটতি বাজেট কাকে বলে?
উত্তর: যে বাজেটে এর থেকে ব্যয় বেশি সেই বাজেট ঘাটতি বাজেট বলা হয়।

৩৫. ভারসাম্য বাজেট কাকে বলে?
উত্তর: মোটেও মোট ব্যয় পরস্পর সমান হলে তাকে ভারসাম্য বাজেট বলে।

৩৬. আর্থিক নীতি কী?
উত্তর: সামষ্টিক অর্থনীতির বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সম্বন্ধে অর্থের যোগান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব নীতিমালা গ্রহণ করে তাদের সমষ্টি আর্থিক নীতি।

৩৭. ঘাটতি অর্থ সংস্থান কাকে বলে?
উত্তর: সরকারের মোট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি ব্যয় বলে এই ঘাটতি পূরণ করার জন্য যেসব পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ঘাটতি অর্থসংস্থান বলে।

৩৮. রাজস্ব ব্যয় কাকে বলে?
উত্তর: সরকার পরিচালনার খরচকে রাজস্ব ব্যয় বলে।

৩৯. কর এর সংজ্ঞা দাও।
উত্তর: সরকার রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের ব্যয় নির্বাহের জন্য নাগরিকদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে কর বলা হয়।

৪০. বিক্রয় কর কাকে বলে?
উত্তর: দ্রব্যের লেনদেনের উপর যে কর বসানো হয় তাকে বিক্রয় কর বলে।

অর্থনীতি ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন,অর্থনীতি ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024

১. প্রায় মুদ্রা কাকে বলে?
উত্তর:- যে মুদ্রার তারল্য শক্তিশালী মুদ্রার কাছাকাছি তাকে প্রায় মুদ্রা বলে।
২. নিকৃষ্ট মুদ্রা কি?
উত্তর:- গুণগত বা ধতুগত মূল্যের দিক থেকে যার মূল্য অপরের তুলনায় কম তাকে বলা হয় নিকৃষ্ট মুদ্রা।
৩. অর্থের চাহিদা কত প্রকার ও কি কি?
উত্তর:-তিন প্রকার। লেনদেন চাহিদা, সর্তকতামূলক চাহিদা ও অর্থের চাহিদা।
৪. বিহিত মুদ্রা কি?
উত্তর:- যে অর্থ সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেন করা হয় তাকে মূলধন বাজার বলে ।
৫. অর্থের লেনদেন চাহিদা কাকে বলে?
উত্তর:- মানুষ দৈনন্দিন প্রয়োজনে যে অর্থের প্রয়োজন অনুভাব করে তাকে অর্থের লেনদেন চাহিদা বলে।
৬. মূলধন বাজার কি? উত্তর:-যে বাজারে দীর্ঘকালীন ঋণপত্রের লেনদেন করা হয় তাকে মূলধন বাজার বলে ।
৭. অর্থের আধুনিক পরিমাণ তত্ত্বের জনক কে?
উত্তর:- মিল্টন ফ্রিডম্যান।
৮. ব্যাংক কাকে বলে?
উত্তর:- যে প্রতিষ্ঠানে সাধারণ জনগণের নিকট থেকে অর্থ গ্রহণ করে এবং গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলে। ***
৯. বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তর:- যে সব আর্থিক প্রতিষ্ঠান অর্থনীতির বিশেষ কোন খাতে ঋণ দানের উদ্দেশ্য স্থাপিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে।
১০. কৃষি ব্যাংক কি ধরনের ব্যাংক?
উত্তর:- বিশেষায়িত ব্যাংক।

১১. কোন ব্যাংক নিকাশঘর হিসাবে কাজ করে?
উত্তর:- কেন্দ্রীয় ব্যাংক।
১২. তফসিলী তালিকাভুক্ত ব্যাংক কি?
উত্তর:- যে ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে তফসিরী তালিকাভুক্ত ব্যাংক বলে। ***
১৩. তারল্য কি?
উত্তর:- আমানতকারী চাহিদা অনুসারে নগদ টাকা প্রদান করার ক্ষমতাকে ব্যাংকের তারল্য বলে । ***
১৪. চাদি আমানত কি?
উত্তর:- যে আমানত আমানতকারি ইচ্ছামত যে কোনো সময় আমানত উঠাতে পারে তাকে চাহিদা আমনাত বলে।
১৫. চেক কাকে বলে?
উত্তর:- যে নির্দেশনামার সাহায্যে আমানতকারি তার হিসাব থেকে যে কোনো পরিমাণ অর্থ তোলতে পারে তাকে চেক বলে ।
১৬. ঋণ নিয়ন্ত্রণ কাকে বলে?
উত্তর:- বাণিজ্যিক ব্যাংকের ঋণদান কর্মসূচি একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য যে পদক্ষেপ কেন্দ্ৰীয় ব্যাংক নেয় তাকেই ঋণ নিয়ন্ত্রণ বলে।
১৭. ব্যাংক হার নীতি কি?
উত্তর-যে নিয়ম বা নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দান কওে তাকে ব্যাংক হার নীতি বলে।।
১৮. তুলনামূলক বায় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর:- ডেভিড রিকার্ডো।
১৯. কার্জে হাসনা কি?
উত্তর:- ইসলামী ব্যাংক অগ্রাধিকার ভিত্তিতে অভাবগ্রস্ত লোকদেরকে বিশ্বাসের ভিত্তিতে ঋণ মঞ্জুর করে তাকেই কার্জে হাসনা বলে। ***
২০. বাণিজ্য শর্ত কী?
উত্তর:- যে নীতিমালর দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলে ।।
২১. কোটা কি? ***
উত্তর:- একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানি পণ্য দেশের মধ্যে কি পরিমাণ ঢুকবে তার সীমারেখা টেনে দেয়াকেই বলা হয় কোটা।
২২. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
উত্তর:- যে বাণিজ্য দেশের সীমারেখা অতিক্রম না করে দেশের বিভিন্ন অংশের মধ্যে পরিচালিত হয় তাকে

অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
২৩. বাণিজ্য হার কি?
উত্তর:-যে হারে বাণিজ্য সংগঠিত হয় তাকে বাণিজ্য হার বলে।
২৪. সংরক্ষণ কাকে বলে?
উত্তর: কোন দেশ তার শিশু শিল্প রক্ষার জন্য অন্যদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে যে বাধা আরোপ করে তাকে সংরক্ষণ বলে।
২৫. কালো টাকা কাকে বলে?
উত্তর:- মানুষের অপ্রদর্শিত আয়কেই বলা হয় কালো টাকা।
২৬. ভারসাম্য বাজেট কি?
উত্তর:- অনিয়মিত আয়ের সাথে নিয়মিত ব্যয়ের ভারসাম্য রক্ষা করে যে বাজেট হয় তাকে ভারসাম্য বাজেট বলে।।
২৭. ফিশারের অর্থের লেনদেন সমীকরণটি লিখ। উত্তর:-PT=MV=MI VI
২৮. পূর্ণরূপ লিখ: UNCTAD, SAPTA. OPEC,VAT. ***
২৯. সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা দাও ।
উত্তর:- অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় ও ঋণ স্পর্কে বিষদভাবে আলোচনা করা হয়তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।
৩০. প্রত্যক্ষ কর কাকে বলে?
উত্তর:- যে করের আপাত ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
৩১. দুটি পত্যক্ষ করের নাম লিখ।
উত্তর:- বিক্রয় কর ও আবগারী শুল্ক। ***
৩২. পরোক্ষ কর কাকে বলে?
উত্তর:- যে করের আপাত ভার ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে না তাকে পরোক্ষ কর বলে ।
৩৩. শুল্ক কী?
উত্তর:- রপ্তানি দ্রব্যের উপর আরোপিত করকে বলা হয়
শুল্ক কর ।
৩৪. ফি কাকে বলে?
উত্তর:- সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তার নিকট থেকে যে অর্থ নিয়ে থাকে তাকে ফি বলে।

৩৫. কর সঞ্চালন কি?
উত্তর:- সরকার কর আরোপের পর বক্তি বা প্রতিষ্ঠান তার কার অন্যের উপর অনেক সময় অপসারণ করতে পারে। মূলত করের এই চলমান প্রক্রিয়াকে কর সঞ্চালন বলে।
৩৬, ঘাটতি অর্থসংস্থান কি?
উত্তর:- ঘাটতি বাজেট পূরণের জন্য সরকার যে উৎস থেকে অর্থ সংগ্রহ করে তাকে ঘাটতি অর্থসংস্থান বলে। ***
৩৭. সুষম বাজেট কি?
উত্তর:- যে বাজেটে আয় ও ব্যয় সমান সেই বাজেটকে সুষম বাজেট বলে।
৩৮. ঘাটটি বাজেট কি?
উত্তর:- যে বাজেটে আয়ের থেকে ব্যয় বেশি হয় সেই বাজেটকে ঘাটতি বাজেট বলে। ***
৩৯. রাজস্ব ব্যয় কাকে বলে?
উত্তর:- সরকার পরিচালনা সহ নানাবিধ সরকারি কাজের ব্যয়কে রাজস্ব ব্যয় বলে।
৪০. রাজস্ব বাজেট কি?
উত্তর:- সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যেভ বাজেট তৈরি করা হয় তাকে রাজস্ব বাজেট বলে। ***

আরো ও সাজেশন:-

ডিগ্রী ২য় বর্ষের অর্থনীতি ৪র্থ পত্র স্পেশাল সাজেশন 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. অর্থের মূল্য ও দামের স্তরের মধ্যে সম্পর্ক কী?
২. অর্থের যোগান ধারণাটি ব্যাখ্যা কর। অথবা, অর্থের সরবরাহ বলতে কী বুঝ?
৩. খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ?
৪. মুদ্রা সংকোচন এর ধারণা ব্যাখ্যা কর।
৫. মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন এর মধ্যে পার্থক্য দেখাও।

৬. কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয় কেন?
৭. কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? ব্যাখ্যা কর।
৮. সুদবিহীন ব্যাংক কি
৯. প্রচলিত ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক এর পার্থক্য কী?
১০. লেনদেন উদ্বৃত্তে ভারসাম্যহীনতা বলতে কী বুঝ?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১১. দেখাও যে, লেনদেন উদ্ভিদে সর্বদা সমতা থাকে।
১২. বাণিজ্য হার কী?
১৩. অবাধ বাণিজ্য ও সংরক্ষণের মধ্যে পার্থক্য দেখাও।
১৪. সরকারি ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য কী? অথবা, সরকারি ও বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।
১৫. করের কারণগুলো কী? অথবা, করের কারণসমূহ কী? করের কারণসমূহের একটি বিবরণ দাও।
১৬. করঘাত ও করপাত এর মধ্যে পার্থক্য কী? অথবা, করঘাত ও করপাত এর মধ্যে পার্থক্য নির্দেশ কর।

১৭. কর ও ফি এর মধ্যে পার্থক্য কী?
১৮. সুষম অসম বাজেট এর সংজ্ঞা দাও।
১৯. উদ্বৃত্ত বাজেট ঘাটতি বাজেটের মধ্যে পার্থক্য কী?
২০. সরকার ঋণ গ্রহণ করে কেন?
২১. সরকারি ব্যয় বলতে কী বুঝ?

ডিগ্রী ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন 2024

খ-বিভাগ যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও

১। অর্থের কার্যাবলি সম্পর্কে লিখ।
২। অর্থের যোগান ধারণাটি ব্যাখ্যা কর।
৩। খরচ বৃদ্ধিজনিত মুদ্রস্ফীতি বলতে কী বুঝ?
৪. অর্থের লেনদেন জনিত চাহিদা বলতে কী বুঝ?
৫. চাহিদা আকৰ্ষিত মুদ্রাস্ফীতি ও ব্যয় তাড়িত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লিখ।
৬। মুদ্রস্ফীতি এবং মুদ্রা সংকোচনের ধারণা ব্যাখ্যা কর।
৭।  মুক্ত বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ।

৮। সরকারি অর্থব্যবস্থা পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

৯। অভ্যন্তরীণ বাণিজ্য ও আর্ন্তজাতিক বাণিজ্যেও মধ্যে কার পার্থক্য বর্ণনা কর।
১০. মূল্য সংযোজন কর বলতে কী বুঝায়?
১১. কর ও পি এর মধ্যে পার্থক্য কি?
১২. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য কি?
১৩. কেন্দ্রীয় ব্যাংকের চারটি মৌলিক কাজ আলোচনা কর।

১৪. কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থাল বলা হয় কেন?
১৫. প্রচলিত ব্যাংকের সাথে ইসলামি ব্যাংকের পার্থক্য কি?

১৬. বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৭. প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৮. সরকার ঋণ গ্রহণ করে কেন?
১৯. বৈদেশিক ঋণ সর্বদা খারাপ নয় উক্তিটি ব্যাখ্যা কর।
২০. সরকারি আয়ের ও সরকারি ব্যয়ের খাতসমূহ আলোচনা কর ।
২১. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?
২২। ইসলামী ব্যাংকের বিনিয়োগ ধরণসমূহ ব্যাখ্যা কর।
২৩. সরকারি ব্যয়ের উদ্দেশ্য সমূহ আলোচনা কর ।
২৪. অর্থের সংজ্ঞা দাও। অর্থের সরবারাহ বলতে কী বুঝ?
২৫. সংরক্ষণ বাণিজ্যের পক্ষে যুক্তিগুলো উল্লেখ কর।
২৬. অর্থেও মূল্য ও দামস্তরের মধ্যে সম্পর্ক লিখ।
২৭. অবাধ বাণিজ্যের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও।
২৮. লেনদেনের ভারসাম্যেও প্রতিকূলতার কারণ উল্লেখ কর।

২৯. কারের কানুনসমূহ কি? কর প্রদানের সামর্থ নীতি ব্যাখ্যা কর।
৩০. সুষম বাজেট ও অসম বাজেটের মধ্যে পার্থক্য দেখাও।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা কর।
২. অর্থের মূল্য নির্ধারণের ফিশারীয় ভাষ্য ব্যাখ্যা কর।
৩. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ আলোচনা কর।
৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো আলোচনা কর।
৫. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা কর।

৬. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা কর। অথবা,
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারসমূহ আলোচনা কর।
৭. ইসলামী ব্যাংক কী? ইসলামী ব্যাংকের বিনিয়োগ এর ধারণসমূহ ব্যাখ্যা কর।
৮. অ্যাডাম স্মিথ এর চরম ব্যয় তত্ত্বটি সমালোচনা ব্যাখ্যা কর।
৯. আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা কর।

১০. লেনদেন উদ্ভিদটি প্রতিকূলতা দূরীকরণে মুদ্রার অবমূল্যায়নের ভূমিকা তুলে ধর।
১১. বাংলাদেশ বাণিজ্য হাড়ের প্রতিকূলতার কারণগুলো আলোচনা কর।
১২. অবাধ বাণিজ্য সুবিধাসমূহ আলোচনা কর। অথবা, অবাধ বাণিজ্যর পক্ষে যুক্তিগুলো উল্লেখ কর।
১৩. কোথায় আধুনিক অর্থনীতিতে সরকারি অর্থ ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা কর।
১৪. কর প্রদানের সামর্থ্য নীতি ব্যাখ্যা কর।

১৫. একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর।
১৬. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজেটের গুরুত্ব আলোচনা কর।
১৭. ঘাটতি ব্যয় এর পক্ষে যুক্তিসমূহ কী কী? ব্যাখ্যা কর।

১৮. সরকারি ঋণের বিভিন্ন উৎসসমূহের বর্ণনা দাও।
১৯. ‘বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয়।’- উক্তিটি ব্যাখ্যা কর।
২০. উৎপাদন বন্ধ কর্মসংস্থানের ওপর সরকারি ব্যয়ের প্রভাব ব্যাখ্যা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর 2024 অর্থনীতি ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ-বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. অর্থের লেনদেন তত্ত্বের ক্যাম্ব্রিজ সমীকরণটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
২. বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর।
৩. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি বর্ণণা কর।
৪. বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিতকঋণ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
৫. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?
৬. বাণিজ্য হার কি? বাংলাদেশের বাণিজ্য হারের প্রতিকূলতার কারণগুলো আলোচনা কর।
৭. সংরক্ষণ কি? সংরক্ষণের পক্ষে-বিপক্ষে যুক্তি দেখাও।
৮. লেনদেন উদ্বৃত্ত ডশ? লেনদেন উদ্বৃত্তের প্রতিকূলতার কারণ বর্ণনা কর ।
৯. সরকারি ব্যয়ের খাতসমূহ আলোচনা কর।
১০. ঘাটতি অর্থসংস্থান কি? গাটতি অর্থসংস্থানের উপায়গুলো বর্ণনা কর।
১১. কর প্রদানের সামর্থনীতি ব্যাখ্যা কর।
১২. করের কানুনসমূহ কি? করের কানুনসমূহের একটি বিবরণ দাও ।
১৩. ইসলামী ব্যাংক কি? ইসলামী ব্যাংকের বিনিয়োগের ধরণসমূহ ব্যাখ্যা কর।
১৪. উৎপাদন বন্টন,ভোগ ও কর্মসংস্থানের উপর সরকারি ব্যয়ের প্রভাব ব্যাখ্যা কর।
১৫. বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয়-উক্তিটির যথার্থতা যাচাই কর।
১৬. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা কর এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি আলোচনা কর।
১৭. দেখাও যে, লেনদেনের উদ্বৃত্তে সর্বদা সমতা থাকে।

১৮. দ্রব্য বিনিময় প্রথা কি? দ্রব্য বিনিময় প্রথার সুবিধা ও অসুবিধা লিখ।
১৯. একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর।
২০.একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজেটের গুরুত্ব আলোচনা কর ।
২১. কর ও ফি এর মধ্যে পার্থক্য লিখ।

Degree 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: অর্থনীতি ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024 , PDF Download অর্থনীতি ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন 2024

Leave a Comment