অর্থনীতি কাকে বলে?,অর্থনীতি প্রকারভেদ, অর্থনীতি সংজ্ঞা ,অর্থনীতি পরিভাষা, অর্থনীতি তত্ত্ব ও অর্থনীতি প্রবক্তা,অর্থনীতি সকল কমন প্রশ্ন উত্তর, অর্থনীতি বিষয়ে প্রশ্ন উত্তর,অর্থনীতি বিভাগ প্রশ্ন উত্তর, অর্থনীতি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, জানা অজানা সকল উত্তর অর্থনীতি নিয়ে

প্রশ্ন সমাধান: অর্থনীতি কাকে বলে?,অর্থনীতি প্রকারভেদ, অর্থনীতি সংজ্ঞা ,অর্থনীতি পরিভাষা, অর্থনীতি তত্ত্ব ও অর্থনীতি প্রবক্তা,অর্থনীতি সকল কমন প্রশ্ন উত্তর, অর্থনীতি বিষয়ে প্রশ্ন উত্তর,অর্থনীতি বিভাগ প্রশ্ন উত্তর, অর্থনীতি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, জানা অজানা সকল উত্তর অর্থনীতি নিয়ে,

অর্থনীতি, প্রকারভেদ, সংজ্ঞা ও পরিভাষা, তত্ত্ব ও প্রবক্তা

অর্থনীতিঃ
Economics শব্দটি গ্রিক Oikonomia থেকে এসেছে যার অর্থ গৃহস্থালি পরিচালনা;
অর্থনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন;
১৮৭০ থেকে ১৯১০ পর্যন্ত কিছু তত্ত্বের সমষ্টি হিসেবে নব্য বুনিয়াদি অর্থনীতি বা প্রান্তিক অর্থনীতি গড়ে উঠে;
পুঁজি অর্থনীতির নিয়ন্ত্রক সরকার;
মনীষীদের সংজ্ঞাঃ
*) আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ – অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান।
*) আলফ্রেড মার্শাল – অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে – মার্শাল অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে অভিহিত করেন।
*) এল রবিন্স – অর্থনীতি মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে।
জনকঃ
*) অর্থনীতি – অ্যাডাম স্মিথ;
*) আধুনিক অর্থনীতি – পল স্যামুয়েলসন – ();
অর্থনীতির বিভিন্ন মতবাদঃ
*) ক্লাসিকাল মতবাদ – অ্যাডাম স্মিথ – ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল, জে বি সে, ওয়াকার প্রমুখ – অ্যাডাম স্মিথকে অর্থনীতি, আধুনিক অর্থনীতি, ক্ল্যাসিকালঅর্থনীতির জনক বলা হয়। *) নিও-ক্লাসিকাল মতবাদ – আলফ্রেড মার্শাল। *) আধুনিক মতবাদ – লায়নেল রবিন্স – তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; *) অর্থনীতিকে ২ ভাগে (ব্যষ্টিক ও সামষ্টিক) ভাগ – র‍্যাগনার ফ্রেশ। অর্থনীতি সংক্রান্ত তত্ত্ব ও প্রবক্তাঃ *) শ্রম বিভাগ তত্ত্ব, লেইস ফেয়ার নীতি – এড্যাম স্মিথ; *) খাজনা তত্ত্ব, তুলনামূলক খরচ তত্ত্ব – ডেভিড রিকার্ডো; *) সামাজিক চয়ন তত্ত্ব – অমর্ত্য সেন; *) মজুরের উদ্বৃত্ত মূল্য তত্ত্ব – কাল মার্কস; *) স্বাভাবিক মুনাফা, ভোক্তার উদ্বৃত্ত তত্ত্ব – আলফ্রেড মার্শাল; *) ম্যালথাসবাদ – টমাস ম্যালথাস; *) কাম্য জনসংখ্যা তত্ত্ব – ডালটন; *) মজুরি তহবিল তত্ত্ব – জেএস মিল; *) মজুরি নির্ধারণ তত্ত্ব – ল্যাসলেকে; *) গ্রেশাম বিধি – স্যার টমাস গ্রেশাম; *) সুদের নগদ পছন্দ তত্ত্ব – লর্ড কিনস; *) অর্থের পরিমান তত্ত্ব – আরভিং ফিশার; *) অভাব সাম্যের তত্ত্ব – হ্যান্স সিংগার; *) দারিদ্র্যের দুষ্টচক্র – র‍্যাগনার নার্কস; *) বিশ্বগ্রাম – মার্শাল ম্যাকলুহান; অর্থনীতি বিষয়ক গ্রন্থ ও লেখকঃ *) অ্যাডাম স্মিথ – The Wealth of Nations; *) আলফ্রেড মার্শাল – Principles of Economics; *) আকবর আলী খান – আজবজবর আজব অর্থনীতি; প্রকারভেদঃ বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে, যথা – ০১) পুঁজিবাদী অর্থব্যবস্থা; ০২) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা; ০৩) ইসলামী অর্থব্যবস্থা এবং; ০৪) মিশ্র অর্থব্যবস্থা; পুঁজিবাদী অর্থব্যবস্থাঃ পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে – *) সম্পদের ব্যক্তিগত মালিকানা; *) স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা; *) বেসরকারি উদ্যোগ; *) ভোক্তার স্বাধীনতা; *) অবাধ প্রতিযোগিতা ইত্যাদি; *) পুঁজি অর্থনীতির নিয়ন্ত্রকজনগন;
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাঃ
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে –
*) সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, যৌথ সামাজিক মালিকানা;
*) ব্যক্তিগত উদ্যোগের অভাব;
*) কেন্দ্রীয় পরিকল্পনা;
*) সুষম উন্নয়ন;
*) কাজ অনুযায়ী বণ্টন ও সামর্থ্য অনুযায়ী কাজ;
বৈশিষ্ট্য নয়ঃ
*) স্বয়ংক্রিয়মূল্যব্যবস্থা; ইসলামী অর্থব্যবস্থাঃ *) সুদ মুক্ত; মিশ্র অর্থব্যবস্থাঃ *) মিশ্র অর্থনীতিতে সম্পদেরব্যক্তিগত_ও রাষ্ট্রীয় মালিকানা থাকে;

বাংলাদেশেরঅর্থনৈতিকব্যবস্থার ধরণ হচ্ছে মিশ্র;

মুক্তবাজার অর্থনীতিঃ
মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে –
*) প্রতিযোগিতামূলক বাজার, পণ্যের অবাধ প্রবাহ;
*) যে কোন উদ্যোক্তা কর্তৃক বাজারে মূলধন সরবরাহ, পুজির অবাধ প্রবাহ;
*) আমদানি রপ্তানির অবাধ প্রবাহ;
*) চাহিদা ও যোগানের অনিয়ন্ত্রিত হ্রাস-বৃদ্ধি;
বৈশিষ্ট্য নয়ঃ
*) সরকারিহস্তক্ষেপেমূল্য নিয়ন্ত্রণ;
*) শুল্ক-অশুল্কবাঁধা; ১৯৯১সালের_১ জুলাই এদেশে মুক্তবাজার অর্থনীতি যা চালু হয়;

বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ;

অর্থনীতির পর্যায়ঃ
*) প্রাথমিক – মধু_সংগ্রহ;
*) মাধ্যমিক –
*) তৃতীয় –

*) চতুর্থ –

অর্থবছরঃ

Government_fiscal_policy is related to tax;

*) দেশ – শুরু – শেষ;
*) বাংলাদেশ, পাকিস্তান – ১জুলাই – ৩০জুন;
*) ভারত, জাপান – ১ এপ্রিল – ৩১ মার্চ;
*) যুক্তরাষ্ট্র – ১_অক্টোবর – ৩০ সেপ্টেম্বর;

*) যুক্তরাজ্য – ৬ এপ্রিল – ৫ এপ্রিল;

অর্থনীতি সংশ্লিষ্ট সংজ্ঞা ও পরিভাষা

সূচিপত্রঃ
সামষ্টিক অধ্যায়ঃ
*) সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি;
*) দেশজ উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগ;
*) মূল্য, মজুরি ও কর্মসংস্থান;
*) রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা;
*) মুদ্রা ব্যবস্থাপনা ও আর্থিক বাজার উন্নয়ন;
*) বহিঃ খাত;
.
খাতভিত্তিক অধ্যায়ঃ
*) কৃষি;
*) শিল্প;
*) রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা;
*) বিদ্যুৎ ও জ্বালানী;
*) পরিবহণ ও যোগাযোগ;
অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ভিত্তিক অধ্যায়ঃ
*) মানবসম্পদ উন্নয়ন;
*) দারিদ্র্য বিমোচন;
*) বেসরকারি খাত উন্নয়ন;
*) পরিবেশ ও উন্নয়ন;

*) পরিসংখ্যান পরিশিষ্ট;

সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিঃ
*) অর্থনীতি –
*) Microeconomics/ব্যষ্টিক অর্থনীতি – Microeconomics is the study of economic tendencies, or what is likely to happen when individuals make certain choices or when the factors of production change. অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ একজন ভোক্তা/ক্রেতার আচরণ, একটি দ্রব্য/উপাদানের দাম নির্ধারণ, একটি ফার্ম/শিল্পের ভারসাম্য বিশ্লেষণ ইত্যাদি আলোচনা;
*) Macroeconomics/সামষ্টিক অর্থনীতি – The branch of economics concerned with large-scale or general economic factors, such as interest rates and national productivity. অর্থনীতির যে শাখায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা না করে গোটা দেশের অর্থব্যবস্থার সামগ্রিক আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ জিডিপি, জিএনপি, মোট সঞ্চয়, বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে আলোচনা;
বাজারঃ
*) Market/বাজার – অর্থনীতিতেবাজারহচ্ছে একটি দ্রব্য, তার ক্রেতা বিক্রেতা ও মূল্য;
*) মুক্ত বাজার/Free market/Market economy – The free market is an economic system based on supply and demand with little or no government control.
*) Non-market/Planned economy –
বাণিজ্যঃ
*) Free Trade/অবাধ বাণিজ্য – ২ বা ততোধিক দেশের মধ্যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ/নিয়ন্ত্রণ ছাড়াই যে বাণিজ্য;
*) Protected Trade/সংরক্ষিত বাণিজ্য – বৈদেশিক প্রতিযোগিতার হাত থেকে দেশের শিল্পকে রক্ষার জন্য আন্তর্জাতিক বাণিজ্যে বিধি নিষেধ আরোপ করে যে বাণিজ্য;
অন্যান্যঃ
*) সম্পদ – শ্রম, মূলধন, ভূমি ইত্যাদি সম্পদ। চিকিৎসকেরদক্ষতাঅর্থনীতিতে সম্পদ নয়;
.
Macro Economics/সামষ্টিক অর্থনীতিঃ
*) GNP (Gross National Product)/মোট জাতীয় উৎপাদন – The_final_output of goods and services produced in an economy. এতে দেশজ ও প্রবাসী আয় সন্নিবেশ করা হয়। তবে হিসাব করার সময় মধ্যবর্তী দ্রব্য সেবা বাদ দিয়ে কেবল চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম হিসাব করা হয়। সুতরাং এক বছরের GDP + বিদেশ থেকে প্রাপ্ত সম্পদ এবং সেবার মোট আর্থিক মূল্য (Remittance, রপ্তানি আয়, বৈদেশিক সাহায্য এবং অনুদান) = GNP.

GNP_is_usually bigger among GNP, GDP, NNP;

*) GDP (Gross_Domestic_Product)/মোট দেশজ উৎপাদন – #The_market_value of goods and services produced within a country in a fiscal year. এতে দেশের অভ্যন্তরে বিদেশি বিনিয়োগ থেকে উৎপন্ন দ্রব্য হিসেব করা হয় কিন্তু প্রবাসীদের সৃষ্ট উৎপাদন হিসেব করা হয় না;
*) NNP (#Net_National_Product)/নিট জাতীয় উৎপাদন – উৎপাদনকালীন যন্ত্রপাতি ক্ষয়, সময় ও শক্তি ক্ষয় প্রভৃতি অপচয়জনিত ক্ষয়ক্ষতিগুলো মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। নিট জাতীয় উৎপাদন = মোট জাতীয় উৎপাদন – ক্ষয়ক্ষতিজনিত অবচয়। #Income_of_the expatriates is included in the calculation of NNP;
*) NDP (Net Domestic Product) –
*) NI (National Income) – GNP থেকে অবচয় (Depreciation) বাবদ ব্যায়িত অর্থ বাদ দিলে যা থাকে তাকে National Income বলে;
*) Per Capita Income/মাথাপিচু আয় – মোট জাতীয় উৎপাদনকে (GNP) দেশের #মোট_জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিচু আয় পাওয়া যায়। মাথাপিচু আয় একটি দেশের জনগণের জীবনযাত্রার মান নির্দেশ করে। #Development_status_of BD can be best measured in terms of per capita income;

*) Growth Rate/প্রবৃদ্ধির হার – গত বছরের আয়ের তুলনায় বর্তমান বছরের আয়ের যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির শতকরা হারকে প্রবৃদ্ধির হার বলে;

দেশজ উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগঃ

*) FDI (Foreign Direct Investment) – Foreign direct investment (FDI) is an investment made by a firm or individual in one country into business interests located in another country.

মূল্য, মজুরি ও কর্মসংস্থানঃ

রাজস্ব নীতি ও ব্যবস্থাপনাঃ
*) Tax/কর – A tax (from Latin taxo) is a mandatory financial charge or some other type of levy imposed upon a taxpayer by a governmental organization. রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকার জনগণের নিকট হতে বাধ্যতামূলক যে অর্থ আদায় করে। এর বিনিময়ে করদাতা প্রত্যক্ষ কোন সুবিধা দাবি করতে পারেনা;
*) Direct tax/প্রত্যক্ষ কর – A tax, such as income tax, which is levied on the income or profits of the #person who pays it, rather than on goods or services.
*) Indirect tax – A tax levied on goods and services rather than on income or profits.
*) TIN (#Taxpayer_Identification_Number) – TIN is an identifying number used for tax purposes.

*) VAT (Value Added Tax) – A tax on the amount by which the value of an article has been increased at each stage of its production or distribution.

মুদ্রা ব্যবস্থাপনা ও আর্থিক বাজার উন্নয়নঃ
*) Financial System – The financial system of Bangladesh is comprised of three broad fragmented sectors, Formal Sector, Semi-Formal Sector, Informal Sector;
*) Financial Market – A financial market is a market in which people trade financial securities and derivatives. It consists of Money Market, Taka Treasury Bond market, Capital market and Foreign Exchange Market;
.
*) Money Market/মুদ্রাবাজার – The trade in short-term loans between banks and other financial institutions. Money Market is a market for #short_term_fund, যে বাজারে ঋণ হিসেবে অর্থের লেনদেন হয়. Money Market এর #অভিভাবকবাংলাদেশব্যাংক;
*) Monetary Policy/মুদ্রানীতি – The control of the demand for, and supply of, money as a means of controlling the economy. Actions taken by a government/central bank to control the amount of money in an economy and how easily available it is, for example by changing the interest rate. Actions of a central bank or other committees that determine the size and rate of growth of the money supply, which will affect interest rates. যে নীতির সাহায্যে অর্থের যোগান নিয়ন্ত্রণ করা হয় তাকে মুদ্রানীতি বলে। #মুদ্রানীতিপরিচালকবাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করে। #৬মাসপরপর বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে। So #4_times_a year is the monetary policy in Bangladesh issued. The recently declared MP of #BD_is_accommodative. মুদ্রানীতির অন্তর্ভুক্ত হচ্ছে, ব্যাংক হার নীতি, #Open_Market_Operation/খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি;
*) Money/অর্থ/মুদ্রা – যা বিনিময়ের মাধ্যম ও দেনা-পাওনা মেটানোর জন্য সকলের কাছে গ্রহণযোগ্য;
*) Value of Money/অর্থের মূল্য – অর্থের ক্রয়ক্ষমতাকে অর্থের মূল্য বলে। নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমান দ্রব্যসামগ্রী কর‍্য করে যায় তাকে ঐ অর্থের মূল্য বলে। জিনিসের দাম বাড়লে অর্থের মূল্য কমে;
.
*) Inflation/মুদ্রাস্ফীতি – মুদ্রাস্ফীতি বাজারের একটি অবস্থা। বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রীর দাম যদি বেড়ে যায় এবং অর্থের মূল্য যদি কমে যায় সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে;
বৈশিষ্ট্যঃ
সাধারণ মূল্যস্তর বৃদ্ধি;
মুদ্রার সরবরাহ বৃদ্ধি;
জাতীয় উৎপাদন হ্রাস ইত্যাদি;
কারণঃ

পণ্যেরমূল্যসূচকবৃদ্ধি;

সাধারণ দামস্তর বৃদ্ধি;
অর্থের যোগান উৎপাদিত দ্রব্যের চেয়ে বেশি;
মুদ্রা/টাকার সরবরাহ বৃদ্ধি;
Devaluation of currency;
Increase in Govt expenditure;
Increase of salary and wages;
মুদ্রাস্ফীতির #কারণ_নয়_Convertibility of Money;
ফলাফলঃ

প্রকৃতআয়হ্রাস;

Purchasing power of money decreases;
সীমিত আয়ের লোকজন বেশি ক্ষতিগ্রস্থ;
নিয়ন্ত্রণের হাতিয়াঃ
ব্যাংক হার বৃদ্ধি (Increase in Bank Rate);
নগদ জমার অনুপাত বৃদ্ধি;
খোলাবাজারে ঋণপত্র বিক্রয়;
Increase in production;
Reduction/Control of money supply;
Selling Govt Securities;
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের #হাতিয়ারনয়মুদ্রা সরবরাহ বৃদ্ধি, Reduction of reserve requirements;
*) Deflation/মুদ্রাসংকোচন – মুদ্রাসংকোচনের ফলে #অর্থেরমূল্যবাড়ে;
*) Devaluation – ডলারের বিনিময়ে টাকার মূল্যমান কমিয়ে দেওয়াকে Devaluation বলে। এর মাধ্যমে রপ্তানিকে উৎসাহিত করা হয় এবং আমদানিকে নিরুৎসাহিত করা হয়;
*) প্রকৃত সুদের হার – #নমিনালসুদেরহার ১৫% ও মুদ্রাস্ফীতির হার ১০% হলে প্রকৃত সুদের হার ৫%;
.
ব্যাংক সংক্রান্তঃ
*) Call Money – #Call_Money_is used for money borrowed or lent between Banks for a day or overnight, inter-bank short term borrowing. আন্তঃব্যাংক স্বল্পমেয়াদি ঋণপ্রদান ও গ্রহণ;
*) #কেন্দ্রীয়ব্যাংকেররেট/Bank Rate – #The_rate_at which central bank lends money to commercial banks. Bank Rate এ সুদের হার হচ্ছে ৫%। #Bank_Rate_বাড়লে সুদের হার বাড়বে;
*) Repo Rate – Repo (Repurchase) rate is the rate at which the central bank lends short-term money to the banks against securities.
*) Reverse Repo Rate – The reverse repo rate is the rate at which the banks park surplus funds with reserve banks;
*) মানি লন্ডারিং – #২০০২সালের৭ এপ্রিল বাংলাদেশে অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন পাশ হয়। এই আইনের প্রধান উদ্দেশ্য অপ্রদর্শিত আয় চিহ্নিত করা;
*) Money Market – #Market_of_short time fund;
*) LC (Letter of Credit) – ব্যাংকের মাধ্যমে আমদানিকারক কর্তৃক রপ্তানিকারককে তার পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদানের প্রত্যয়নপত্র;
*) LG (Letter of Guarantee) –
*) SLR (#Statutory_Liquidity_Ratio) – SLR for commercial banks set by #BB_is_19%;
*) CRR (#Cash_Reserve_Ratio) –
*) Treasury Bill, Wage Earners Board, Defense Saving Certificate – Instrument of government borrowing;
*) Fixed Deposit, Debentures – #Not_an_instrument of government borrowing;

*) বেল আউট (Bail Out) – কোন প্রতিষ্ঠানের দেউলিয়া, অস্বচ্ছতা প্রতিরোধের জন্য আর্থিক সাহায্য প্রদান। #বেল_আউট_Banking তথা অর্থনীতির সাথে জড়িত;

বহিঃ খাতঃ

অন্যান্যঃ
*) ZPG (Zero Population Growth) –
*) MDG (Millennium Development Goal) –
*) PRSP (Poverty Reduction Strategy Paper) –
*) ODA (Official Development Assistant) –
*) GEP (Guarantee Express Post) –
*) ECNEC (Executive Committee of National Economic Council) –
*) FOB (Free on Board) –
*) SDR (Special Drawing Right) –

*) ATM (Automated Teller Machine) –

সমাপ্ত

বাংলাদেশের অর্থনীতি, খাত/সেক্টরসমূহ, ডাটা ও অর্থনৈতিক সমীক্ষা

বাংলাদেশের অর্থনীতিঃ
১৯৯৮ সালে এশিয়ান দেশগুলোতে অর্থনৈতিক মন্দা শুরু হয়;
বাংলাদেশের অর্থবছর হচ্ছে জুলাই-জুন;
১৯৯৮ সালে এশিয়ানদের মধ্যে প্রথম অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। অমর্ত্য সেন ক্ষুধা ও দারিদ্র্য নিয়ে গবেষণা করে নোবেল পান;

১৯৯১_সালের ১ জুলাই বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়;

১৯৯৭সালেবাংলাদেশ বয়স্ক ভাতা চালু হয়;

২০১৫সালের১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকাভুক্ত করে। সুতরাং বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্য আয়ের দেশ;

ইসরাইলের সাথে বাংলাদশের অর্থনৈতিক, কূটনৈতিক, ডাক ও টেলিযোগাযোগ সম্পর্ক নেই;
বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে;
বাংলাদশের প্রাইজবন্ডের সর্বনিম্ন ইউনিট ১০০ টাকার;
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে;
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে;

বাংলাদেশ তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে;

খাত/সেক্টরসমূহঃ
দেশে এ যাবৎকালে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে কৃষি খাতে;
*) খাত –
*) কৃষি –
*) শিল্প –
*) বৈদেশিক ঋণ – #বাংলাদেশেরসর্বোচ্চঋণদাতা দেশ জাপান। IDA সহজ শর্তে ঋণ প্রদানের জন্য বিশ্বে Soft Loan Window নামে পরিচিত;

*) বৈদেশিক অনুদান – বাংলাদেশের সর্বোচ্চ সাহায্যকারী/দাতা দেশ জাপান। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাইকা;

ডাটা ও অর্থনৈতিক সমীক্ষাঃ
*) বিষয় – অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ – অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ – অনান্য তথ্য;

দরিদ্রতা ও দারিদ্র্য বিমোচন

দরিদ্রতাঃ
বাংলাদেশে দারিদ্র্যের ঊর্ধ্বসীমা ২৪.৩% এবং নিম্নসীমা ১২.৯% (সাধারণ অর্থনীতি বিভাগের প্রজ্ঞাপন ২০১৫);

ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে রংপুর/উত্তরাঞ্চলে মঙ্গা দেখা দেয়;

পরিসংখ্যানঃ
*) বিষয় – বেশি – কম – অন্যান্য তথ্য;
*) দারিদ্র্যসীমার নিচে জনসংখ্যা – ময়মনসিংহ – কুষ্টিয়া;
*) চরম দারিদ্র্যসীমার নিচে জনসংখ্যা – কুড়িগ্রাম – ();
বিভিন্ন প্রকার দারিদ্র্যঃ
দারিদ্র্য ২ প্রকার, আয় দারিদ্র্য ও মানব দারিদ্র্য;
*) প্রকার – খাদ্যগ্রহণ যত কিলোক্যালরি বা কম – অন্যান্য তথ্য;
*) Absolute Poverty/অনপেক্ষ দারিদ্র্য – ২১২২ – ();
*) Hard Core Poverty/চরম দারিদ্র্য – #১৮০৫কিক্যা – (); বিমোচনঃ *) কর্মসূচি – তথ্য; *) ক্ষুদ্রঋণ – #দারিদ্র্যবিমোচনেসফল কর্মসূচি; *) #RSS/পল্লী সমাজসসেবা কার্যক্রম – সমাজসেবা অধিদপ্তর; *) UCD/শহর সমাজ উন্নয়ন কার্যক্রম – সমাজসেবা অধিদপ্তর; *) সামাজিক নিরাপত্তা বেষ্টনী – #উদ্দেশ্যদরিদ্রদেরঅর্থনৈতিক নিরাপত্তা। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন; *) বয়স্ক ভাতা – #১৯৯৮সালে_চালু হয়;
*) সামাজিক নিরাপত্তা কর্মসূচি – দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অন্তর্ভুক্ত;
*) VGF (#Vulnerable_Group_Feeding) –

*) IRDP (#Integrated_Rural_Development Programme) –

টার্মঃ
*) PRSP (#Poverty_Reduction_Strategy Papers) – #দারিদ্র্যবিমোচনসংক্রান্ত কৌশলপত্র;

*) IPRSP (#Interim_Poverty_Reduction Strategy Paper) – ();

দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (PRSP):
বাংলাদেশে এ পর্যন্ত ১ বার পরীক্ষামূলক IPRSP এবং ২ বার PRSP গ্রহন করে;
*) ব্যাপ্তি – PRSP – অনান্য তথ্য;
*) ২০০৩ – IPRSP –
*) ২০০৬র জুন থেকে ২০০৮র জুন – PRSP-1 –

*) ২০১০র জুলাই থেকে ২০১২র জুন – PRSP-2 –

সমাপ্ত

বেসরকারি প্রতিষ্ঠান

আর্থিক প্রতিষ্ঠানঃ
গ্রামীণ ব্যাংকঃ

Grameen_Bank_is an NGO, a development bank, বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও মাইক্রো ক্রেডিট সম্মেলনের উদ্যোক্তা;

Grameen_Bank_is_regulated directly by Bangladesh Bank;

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ #মুহাম্মদইউনুসহলেন গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক;
১৯৭৬ সালে পল্লী এলাকায় #ভূমিহীনদরিদ্র জনসাধারণের মধ্যে #বিনাজামানতে আর্থিক ঋণদানের উদ্দেশ্যে চট্টগ্রামের #জোবরাগ্রামেসুফিয়াবেগমকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে এর প্রাথমিক কাজ শুরু হয়;
১৯৭৯ সালে পরীক্ষামূলক ২টি শাখা নিয়ে কার্যক্রম শুরু হয়;

১৯৮৩_সালের ১ অক্টোবর এক অর্ডিন্যান্সের মাধ্যমে গ্রামীণ ব্যাংক স্থাপিত হয়, অর্থাৎগ্রামীণ ব্যাংক কাজ আরম্ভ করে ১৯৮৩ সালে;

গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে;
গ্রামীণ ব্যাংকের ধারনা #বাংলাদেশেরবাইরে১ম_মালয়েশিয়ায় চালু হয়;
Credit Rating Agencies:

Bangladesh_Bank_issues licenses to CRAs;

#বর্তমানেবাংলাদেশে৮টি CRA আছে;

দাতা প্রতিষ্ঠানঃ
আইডিএ/IDA (International Development Association):
বাংলাদেশে সবচেয়ে বড় ঋণদাতা গোষ্ঠী আইডিএ;
বাংলাদেশে সবচেয়ে বড় ঋণদাতা দেশ জাপান;
জাপান ও জাইকাঃ
জাপান – #বর্তমানেবাংলাদেশেরবৃহৎ সাহায্যকারী, সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ দেশ জাপান। #Since_the_independent, Japan has provided highest donation to Bangladesh;

জাইকা – #জাপানেরবৈদেশিকবাণিজ্য সংস্থার নাম জাইকা;

এনজিওঃ
কেয়ারঃ

কেয়ার একটি আমেরিকান এনজিও;

পুঁজিবাজার

পুঁজি ও পুঁজিবাজার/শেয়ারবাজারঃ
পুঁজি সংগ্রহের বহিঃ উৎস হচ্ছে ব্যাংক ঋণ, ঋণপত্র ইস্যু, বন্ধকী ঋণ ইত্যাদি। #পুঁজিসংগ্রহেরবহিঃ উৎস নয় শেয়ার ইস্যু;

শেয়ারহচ্ছেকোম্পানির মূলধনের/মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ;

শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের আমন্ত্রন জানিয়ে জনগণের মাঝে #প্রসপেক্টাসপ্রচারকরা হয়;
শেয়ার হোল্ডাররা #কোম্পানিরতথ্যজানতে চাইতে পারেন এবং কোম্পানির বই দেখতে পারেন;
দেশে #মোট২টিশেয়ার বাজার আছে;

The_main_purpose of Merchant Banking is to develop Capital Market;

ইতিহাস ও পুঁজিবাজার সংক্রান্ত প্রতিষ্ঠানঃ
*) প্রতিষ্ঠাকাল – প্রতিষ্ঠান – অন্যান্য তথ্য;
*) ১৫৭১ – লন্ডন স্টক মার্কেট – #বাংলাদেশেরবেক্সিমকোফার্মার শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন হয়;
*) ১৯৮৩ – IOSCO (International Organization of Securities Commissions) – #IOSCO_তেবাংলাদেশের BSEC এ ক্যাটাগরির সদস্য; বাজারঃ *) Primary Market/প্রাথমিক বাজার – #অবলেখকপ্রাথমিকবাজারে শেয়ার ও ঋণপত্র বিক্রির দায়িত্ব পালন করে; *) Secondary Market – The term #Secondary_Market_is commonly used in stock market; *) OTC (#Over_the_Counter) Market/বিকল্প বাজার – ২০০৪ সালে CSE তে এবং #২০০৯সালেবাংলাদেশে (DSE তে) OTC মার্কেট চালু হয়; বাংলাদেশের শেয়ার বাজারে যা যা বিক্রি হয়ঃ *) Government Bond; *) Corporate Bond; *) Preferred Stock; *) Common Stock; যা বিক্রি হয় নাঃ *) #Option; বিভিন্ন প্রকার শেয়ারঃ *) Preference শেয়ার – #কোম্পানিরপ্রধানশেয়ার হোল্ডাররা এ শেয়ার ক্রয় করেন; *) Blue Chip – #Industrial_shares_considers to be a safe investment, first class quality share; *) IPO (#Initial_Public_Offerings)/গণবিক্রয় – #Stock_Market_term. #কোনকোম্পানিরপ্রথমবারের মত শেয়ার বিক্রির প্রস্তাব। #Book_Building_Method is the price discovery method of IPO; পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন টার্মঃ *) Dividends – #মালিকবাবিনিয়োগকারীদের মধ্যে বিতরণকৃত লভ্যাংশ; *) Bullish Market – #Stock_prices_usually goes up during Bullish Market; *) De-mat/ডিম্যাট – শেয়ার লেনদেনের #নতুনইলেকট্রনিক_ব্যবস্থা;
*) Brokers/Broker House – #Intermediaries_which_are agents of investors and match buyer with sellers of securities. #They_create_a platform for buying and selling shares;
*) EPS (#Earning_Per_Share) –
*) BO (#Beneficiary_Owner’s) Account –

*) Circuit Breaker – #An_obstacle_to excessive change in share price;

অন্যান্য চার্ট, টেবিল, পরিসংখ্যান, সূচক

বাংলাদেশের সূচকঃ
*) সূচকের নাম – ২০১৮ – ২০১৭ – ২০১৬ – প্রতিষ্ঠান – অনান্য তথ্য;
*) গ্লোবাল ডেমক্রেসি ব্যাংকিং সূচক – () – #১০৯তম – ()
*) অর্থনৈতিক স্বাধীনতা সূচক – () – #১৪২তম –
*) বৈশিক প্রতিযোগিতা সূচক – #৯৯তম (১৭-১৮) –
*) Ease of Doing Business – ১৭৬তম – () – () – IFC – ();
*) Cost of Doing Business – #১৭৭তম – () – () – IFC – ();
*)
*) SDG সূচক – () – #১২০তম
*) Happy Planet Index – () – () – #৮ম
*) বিশ্ব শান্তি সূচক – () – #৮৪তম
*) Sovereign Country Rating – () – #BB-/Ba3 – () – Moody’s – ();
*) Sovereign Country Rating – () – #BB – () – Standard & Poor’s (S&P) – ();
*) Corruption Concept Index – () – #১৭তম (নিচ থেকে) – () – TIB – ();
*)
*) Environmental Perfomance Index – #১৭৯তম

*) প্রাকৃতিক দুর্যোগের ঝুকিভিত্তিক World Risk Index – () – () – #৫ম –

১ম অধ্যায় – সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিঃ
সুইজারল্যান্ডের বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের বৈশ্বিক সম্পদ প্রতিবেদন ২০১৮ঃ
*) বাংলাদেশের মোট সম্পদমূল্য ২৪ হাজার কোটি ডলার;
*) ২০০০ সালের তুলনায় সম্পদ বেড়েছে ১০৪ শতাংশ;
*) বাংলাদেশিদের মাথাপিছু সম্পদমূল্য ২ লাখ টাকা;
*) ৯৭% মানুষের সম্পদ ১০ হাজার ডলারের নিচে;
*) ০.১% মানুষের সম্পদ ১ লাখ ডলারের বেশি;
.
চলতি অর্থবছরে (২০১৮-১৯) জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাসঃ
*) প্রতিষ্ঠান – পূর্বাভাস – অন্যান্য তথ্য;
*) বিশ্বব্যাংক – ৭.৩% – ();
*) আইএমএফ – ()% – ();
*) এডিবি – ৮% – কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, সিনিয়র অর্থনীতিবিদ সুন চ্যান হং;
*) সরকার – () – ();
*) পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল – ৮.২৫% – ();
.
বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনঃ
বিশ্বের সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী পাঁচ দেশের একটি হবে বাংলাদেশ। বাকি চার দেশের মধ্যে আছে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারত;
ব্যাংক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম দুর্বল খাত;
জাহিদ হোসেন ব্যাংক খাতে শঙ্কার কথা উল্লেখ করে বলেন, খেলাপি ঋণ বাড়লে ব্যাংক মূলধন ঘাটতিতে পড়ে। এতে ঘূর্ণিঝড় নয়, মেঘ ঘনীভূত হবে।
.
এডিপির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ প্রতিবেদনঃ
ব্যাপক ভোগ চাহিদা ও সরকারি বিনিয়োগের কারণে এই প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। এ ছাড়া রপ্তানি ‘পারফরম্যান্স’ প্রবৃদ্ধিতে বাড়তি অবদান রাখছে;
পাশাপাশি শিল্প খাতের সম্প্রসারণ প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে কাজ করছে;
বাংলাদেশ হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সবচেয়ে দ্রুতগতির প্রবৃদ্ধির দেশ। আট শতাংশ প্রবৃদ্ধি টেকসই করতে হবে। এ জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। বিনিয়োগ আকৃষ্ট করতে বিমানবন্দর, সড়কের বড় অবকাঠামো তৈরি করতে হবে।
আট শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসের পেছনে যেসব বিষয় কাজ করেছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো-নির্বাচন পরবর্তী পরিবেশ শান্ত থাকা; রপ্তানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি, কর আদায়ে জোর দেওয়া, বেসরকারি বিনিয়োগ পরিস্থিতির উন্নতি, স্বাভাবিক আবহাওয়া বিরাজমান।
বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলেছে এডিবি। এগুলোর মধ্যে অন্যতম হলো ব্যাংক খাতের আইনকানুন সঠিকভাবে বাস্তবায়ন; করপোরেট সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি ঋণ দেওয়ার সিদ্ধান্তে আরও সতর্কতা অবলম্বন; রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের একীভূত করা।
.
WB Business and the Law (WBL) 2019 প্রতিবেদনঃ

কর্মক্ষেত্রে নারীদের সমান অধিকার দিচ্ছে ৬ দেশ;

২য় অধ্যায় – দেশজ উৎপাদ, সঞ্চয় ও বিনিয়োগঃ

৩য় অধ্যায় – মূল্য, মজুরি ও কর্মসংস্থানঃ
*) Year – Unemployment Rate – Global unemployment rate.
*) 13 – 4.3 – 5.9
*) 14 – 4.2 – 5.8
*) 15 – 4.1 – 5.7
*) 16 – 4.2 – 5.7
*) 17 – 4.2 – 5.8

*) AVG from 1991 – 3.85 – 5.7

৪র্থ অধ্যায় – রাজস্ব নীতি ও ব্যবস্থাপনাঃ

৫ম অধ্যায় – মুদ্রা ব্যবস্থাপনা ও আর্থিক বাজার উন্নয়নঃ
ঋণ খেলাপিতে শীর্ষ ব্যাংকঃ
*) ব্যাংক – খেলাপি ঋণের পরিমাণ (মার্চ ২০১৮) (কোটি টাকায়);
*) ইসলামী – ৩৯৩১;
*) UCBL – ২২৮৭;
*) পূবালী – ২১৪৮;
*) সাউথইস্ট – ১৫৬৭;
*) এক্সিম – ১৫৫৮ [Source – BB].
Farmers Bank, which could not return depositors money due to severe cash crisis, saw a negative growth in deposits.
*) Time – Deposit Growth (%);
*) Dec 16 – 13.73;
*) Mar 17 – 14.12;
*) Jun 17 – 12.56;
*) Oct 17 – 12.21;
*) Dec 17 – 12.58;
*) Apr 18 – 12.50;
Banks’ share in total agent banking accounts:
*) Dutch-Bangla – 68%.
*) Bank Asia – 24%.
*) Al-Arafah – 6%.
*) SIBL – 1%.

*) NRBC – 1%.

৬ষ্ঠ অধ্যায় – বহিঃখাতঃ

৭ম অধ্যায় – কৃষিঃ

৮ম অধ্যায় – শিল্পঃ
*) Type – Replacement cost (invested amount) – Number of people employed.
Service:
*) Small industry – BDT 1 to 20 million – 16 to 50.
*) Medium industry – BDT 20 to 300 million – 51 to 120.
Manufacturing:
*) Small industry – BDT 7.5 to 150 million – 31 to 120.

*) Medium industry – BDT 150 to 500 million – 120 to 300.

৯ম অধ্যায় – রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাঃ

১০ম অধ্যায় – বিদ্যুৎ ও জ্বালানীঃ

১১শ অধ্যায় – পরিবহণ ও যোগাযোগঃ

১২শ অধ্যায় – মানবসম্পদ উন্নয়নঃ
Bloomberg Healthiest Country Index 2019:
*) শীর্ষ ৫ দেশ – স্পেন, ইতালি, আইসল্যান্ড, জাপান, সুইজারল্যান্ড;
.
অক্সফাম বৈষম্য কমানোর প্রতিশ্রুতির (কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি-সিআরআই) সূচকঃ
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম;
এ সূচকে বিশ্বের ১৫৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৮তম;
৩টি বিষয়ের নিরিখে সিআরআই সূচক তৈরিঃ
*) বিষয় – বাংলাদেশের অবস্থান (১৫৭ দেশ);
*) সামাজিক খাতে ব্যয় – ১৪৬;
*) করনীতি – ১০৩;
*) শ্রমিকদের অধিকার ও মজুরি – ১৪৮;
*) সামগ্রিক CRI – ১৪৮;
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, অর্থনৈতিক উন্নয়ন যেসব দেশে ঘটে, সেখানে প্রাথমিকভাবে বৈষম্য দেখা দেয়। এটা সব দেশেই ঘটে। সেই বৈষম্য নিয়ে আমরা সচেতন।
.
Corruption Rank in Bangladesh averaged 132.78 from 1996 until 2017, reaching an all time high of 162 in 2007 and a record low of 51 in 1996.
*) Year – Position of Bangladesh (among 175 countries).
*) 13 – 136
*) 14 – 145
*) 15 – 139
*) 16 – 145
*) 17 – 143 [Source – Transparency International].
.
Illiteracy rate of Bangladesh in recent years:
*) Year – Illiteracy rate (%).
*) 13 – 39
*) 14 – 38.6
*) 15 – 35.4
*) 16 – 27.7
*) 17 – () [Source – UNESCO].
.
Global Human Index (among 130 countries):
*) Country – 2016 – 2017.
*) Bangladesh – 104 – 111.
*) India – 105 – 103.
*) Pakistan – 118 – 125.
.
Number of victims in different years:
*) Year – Women – Children.
*) 2014 – 666
*) 2015 – 1048
*) 2016 – 1123

*) 2017 – 1146

১৩শ অধ্যায় – দারিদ্র্য বিমোচনঃ
Charities Aid Foundation (CAF) World Giving Index 2018:
*) শীর্ষ ৫ দেশ – ইন্দোনেশিয়া (১), অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড;

*) নিম্ন ৫ দেশ – ইয়েমেন (১৪৪), গ্রিস, চীন, ফিলিস্তিন, কম্বোডিয়া;

১৪শ অধ্যায় – বেসরকারি খাত উন্নয়নঃ

১৫শ অধ্যায় – পরিবেশ ও উন্নয়নঃ
সুইজারল্যান্ডের IQAir কর্তৃক বায়ুমান প্রতিবেদন ২০১৮ঃ
শীর্ষ দূষিত বায়ুর দেশঃ
১ – বাংলাদেশ;
২ – পাকিস্তান;
৩ – ভারত;
৪ – আফগানিস্তান;

৫ – বাহরাইন;

World:
World Population Growth:
See 1st comment.
Institute for Economics and Peace’s Global Terrorist Index 2017:
*) Rank – Country;
*) 1 – Iraq.
*) 2 – Afghanistan.
*) 3 – Nigeria.
*) 4 – Syria.
*) 5 – Pakistan.
Bangladesh’s position is 21.
The five principle source countries of refugees:
*) SL No – Name of country;
*) 1 – Syria.
*) 2 – Afghanistan.
*) 3 – South Sudan.
*) 4 – Somalia.
*) 5 – Sudan.
The five major destination countries of refugees:
*) SL No – Name of country;
*) 1 – Turkey.
*) 2 – Pakistan.
*) 3 – Lebanon.
*) 4 – Iran.

*) 5 – Uganda.

The 17 SDGs are (169 Targets):

  1. No Poverty.
  2. Zero Hunger.
  3. Good Health and Well-Being for People.
  4. Quality Education.
  5. Gender Equality.
  6. Clean Water and Sanitation.
  7. Affordable and Clean Energy.
  8. #Decent_Work_and Economic Growth.
  9. Industry, Innovation and Infrastructure.
  10. Reducing Inequalities.
  11. Sustainable Cities and Communities.
  12. Responsible Consumption and Production.
  13. Climate Action.
  14. Life Below Water.
  15. Life on Land.
  16. Peace, Justice and Strong Institutions.
  17. #Partnerships for the Goals.
    Since the LDC category was initiated, only five countries have graduated to developing country status:
    *) Country – Year.
    *) 1994 – Botswana.
    *) 2007 – Cape Verde.
    *) 2011 – Maldives.
    *) 2014 – Samoa.
    *) 2017 – Equatorial Guinea.

*) 2023/2014 – Bangladesh [Source – Committee for Development Policy Secretariat].

Development in Bangladesh:
Overall all Development projects:
*) Project – Cost – Finance.

List of top power stations in Bangladesh:
*) Name – Type – Capacity (MW).
*) Ashuganj – Oil and Gas fired Thermal – 1627.
*) Ghorasal – Oil and Gas fired Thermal – 950.
*) Meghnaghat – Gas turbines – 450.
*) Haripur – Gas turbines – 360.
*) Karnafuli – Hydroelectric – 230.
Under-construction power stations in Bangladesh:
*) Name – Type – Capacity (MW).
*) Rooppur – Nuclear – 2400.
*) Rampal – Coal fired – 1320.
*) Matarbari Power Project – Coal fired – 1200.
Flyovers in Bangladesh/Dhaka:
*) Opened – Flyover – Length (km).
*) 2004 – Mohakhali – 1.1
*) 2005 – Khilgaon – 1.9
*) 2010 – Bijoy Shoroni-Tejgaon – 0.8
*) 2013 – Zillur Rahman/Mirpur-Airport – 1.7
*) 2013 – Mayor Hanif – 11.7
*) 2013 – Kuril – 3.1
*) 2016-17 – Moghbazar-Mouchak – 8.7
Padma Bridge a a glance:
*) Official name – The Padma Multipurpose Bridge.
*) Maintained by – Bangladesh Bridge Authority.
*) Connects – Louhajong, Munshiganj to Shariatpur and Madaripur.
*) Total length – 6.150 km.
*) Width – 18.10 m.
*) Number of span – 41.
*) Constructed by – China Major Bridge Engineering Company Ltd.
*) Financier – Government of Bangladesh.
*) Construction start – 7 December 2014.
*) Construction end – December 2020 (projected).
*) Construction cost – US $ 4.0 billion.
Metro Rail at a glance:
*) Number of lines – Total 5 lines.
*) Under construction – 1 (Line 6)
*) System length – 20.10 km (Line 6)
*) Number of stations under construction – 16 (Planned 52)
*) Operation will start – 2019.
*) Operator – Dhaka Mass Transit Company Ltd.
*) Daily ridership in 2021 – 483,000 (Projected).
MRT Line 6:
Uttara North
Uttara Centre
Uttara South
Pallabi
Mirpur 11
Mirpur-10
Kazipara
Shewrapara
Agargaon
Bijoy Sarani
Farmgate
Karwan Bazar
Shahbag
Dhaka University
Bangladesh Secretariat
Motijheel
Bangabandhu Satellite-1 at a glance:
*) Mission type – Communications and Broadcasting Satellite.
*) Operator – Bangladesh Communication Satellite Company Limited.
*) Mission duration – 15 years.
*) Manufacturer – Thales Alenia Space.
*) Launch date – 11 May 2018.
*) Rocket – Falcon 9.
*) Launch site – Kennedy Space Center Launch Complex.

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

*) Contractor – SpaceX.

Sports:
FIFA WC 18:
Tournament details:
Host country – Russia.
Dates – 14 June-15 July.
Teams – 32 (from 5 confederations).
Venue(s) – 12 (in 11 host cities).
Official ball – Telstar 18 (Group stage), Telstar Mechta (Knockout).
Mascot – Zabivaka.
Final positions:
Champions – France (2nd title).
Runners-up – Croatia.
Third place – Belgium.
Fourth place – England.
Tournament statistics:
Matches played – 64
Goals scored – 169 (2.64 per match)
Top scorer(s)/Golden boot – Harry Kane (England, 6 goals).
Best player/Golden ball – Luka Modrić (Croatia).
Best young player – Kylian Mbappé (France).
Best goalkeeper/Golden gloves – Thibaut Courtois (Belgium).
Fair play award – Spain.
2018 Women’s Twenty20 Asia Cup:
Tournament details:
Dates – 3-10 June 2018.
Administrator(s) – Asian Cricket Council.
Tournament format(s) – Group stage with finals.
Host(s) – Malaysia.
Final positions:
Champions – Bangladesh (1st title).
Runners-up – India.
Tournament statistics:
Participants – 6.
Matches played – 16.
Player of the series – Harmanpreet Kaur (India).
Most runs – Harmanpreet Kaur (India, 215).
Most wickets – Nida Dar (Pakistan, 11).
Player of the final match – #Rumana_Ahmed (Bangladesh).
Point table in group stage:
*) Country – Match – W – L – Points.
*) India – 5 – 4 – 1 – 8.
*) Bangladesh – 5 – 4 – 1 – 8.
*) Pakistan – 5 – 3 – 2 – 6.
*) Sri Lanka – 5 – 2 – 3 – 4.
*) Thailand – 5 – 2 – 3 – 4.

*) Malaysia – 5 – 0 – 5 – 0.

Climate change and natural calamities:
According to recent data, 10 countries produce around 70 percent of global GHG emissions. The top 5 countries are:
*) S.L. – Country.
*) 1 – China.
*) 2 – USA.
*) 3 – India.
*) 4 – Russia
*) 5 – Germany.
Where global warming is going:
*) Place – %;
*) Ocean – 93.4%
*) Atmosphere – 2.3%
*) Continents – 2.1%
*) Others – 2.2%
‘German Watch’ has found that the most affected nations are:
*) S.L. – Country.
*) 1 – Bangladesh.
*) 2 – Myanmar.
*) 3 – Honduras.
*) 4 – Nicaragua.
*) 5 – Haiti.
The Worst Natural Disasters of 2018:
*) Disaster – Country – Month – Number of death.
*) Flooding And Mudslides – Japan – July – 100+.
*) Mount Fuego Eruption – Guatemala – June – 33.
*) Dust Storms – India – May – 125.
*) Earthquake – Papua New Guinea – February – 160.
*) Hualien Earthquake – Taiwan – February – 17 [Source – International Newspapers].
Top 5 cyclones in Bangladesh:
*) Year – Cyclone – Casualty.
*) 1970 – Bhola cyclone – 500,000.
*) 1991 – 1991 cyclone – 150,000.
*) 2007 – Sidr – 10,000.
*) 2009 – Aila – 190.

*) 2016 – Roanu – 26 [Source – Red Crescent Society].

সমাপ্তঅর্থনীতি, প্রকারভেদ, সংজ্ঞা ও পরিভাষা, তত্ত্ব ও প্রবক্তা

অর্থনীতিঃ
Economics শব্দটি গ্রিক Oikonomia থেকে এসেছে যার অর্থ গৃহস্থালি পরিচালনা;
অর্থনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন;
১৮৭০ থেকে ১৯১০ পর্যন্ত কিছু তত্ত্বের সমষ্টি হিসেবে নব্য বুনিয়াদি অর্থনীতি বা প্রান্তিক অর্থনীতি গড়ে উঠে;
পুঁজি অর্থনীতির নিয়ন্ত্রক সরকার;
মনীষীদের সংজ্ঞাঃ
*) আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ – অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান।
*) আলফ্রেড মার্শাল – অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে – মার্শাল অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে অভিহিত করেন।
*) এল রবিন্স – অর্থনীতি মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে।
জনকঃ
*) অর্থনীতি – অ্যাডাম স্মিথ;
*) আধুনিক অর্থনীতি – পল স্যামুয়েলসন – ();
অর্থনীতির বিভিন্ন মতবাদঃ
*) ক্লাসিকাল মতবাদ – অ্যাডাম স্মিথ – ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল, জে বি সে, ওয়াকার প্রমুখ – অ্যাডাম স্মিথকে অর্থনীতি, আধুনিক অর্থনীতি, ক্ল্যাসিকালঅর্থনীতির জনক বলা হয়। *) নিও-ক্লাসিকাল মতবাদ – আলফ্রেড মার্শাল। *) আধুনিক মতবাদ – লায়নেল রবিন্স – তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; *) অর্থনীতিকে ২ ভাগে (ব্যষ্টিক ও সামষ্টিক) ভাগ – র‍্যাগনার ফ্রেশ। অর্থনীতি সংক্রান্ত তত্ত্ব ও প্রবক্তাঃ *) শ্রম বিভাগ তত্ত্ব, লেইস ফেয়ার নীতি – এড্যাম স্মিথ; *) খাজনা তত্ত্ব, তুলনামূলক খরচ তত্ত্ব – ডেভিড রিকার্ডো; *) সামাজিক চয়ন তত্ত্ব – অমর্ত্য সেন; *) মজুরের উদ্বৃত্ত মূল্য তত্ত্ব – কাল মার্কস; *) স্বাভাবিক মুনাফা, ভোক্তার উদ্বৃত্ত তত্ত্ব – আলফ্রেড মার্শাল; *) ম্যালথাসবাদ – টমাস ম্যালথাস; *) কাম্য জনসংখ্যা তত্ত্ব – ডালটন; *) মজুরি তহবিল তত্ত্ব – জেএস মিল; *) মজুরি নির্ধারণ তত্ত্ব – ল্যাসলেকে; *) গ্রেশাম বিধি – স্যার টমাস গ্রেশাম; *) সুদের নগদ পছন্দ তত্ত্ব – লর্ড কিনস; *) অর্থের পরিমান তত্ত্ব – আরভিং ফিশার; *) অভাব সাম্যের তত্ত্ব – হ্যান্স সিংগার; *) দারিদ্র্যের দুষ্টচক্র – র‍্যাগনার নার্কস; *) বিশ্বগ্রাম – মার্শাল ম্যাকলুহান; অর্থনীতি বিষয়ক গ্রন্থ ও লেখকঃ *) অ্যাডাম স্মিথ – The Wealth of Nations; *) আলফ্রেড মার্শাল – Principles of Economics; *) আকবর আলী খান – আজবজবর আজব অর্থনীতি; প্রকারভেদঃ বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে, যথা – ০১) পুঁজিবাদী অর্থব্যবস্থা; ০২) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা; ০৩) ইসলামী অর্থব্যবস্থা এবং; ০৪) মিশ্র অর্থব্যবস্থা; পুঁজিবাদী অর্থব্যবস্থাঃ পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে – *) সম্পদের ব্যক্তিগত মালিকানা; *) স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা; *) বেসরকারি উদ্যোগ; *) ভোক্তার স্বাধীনতা; *) অবাধ প্রতিযোগিতা ইত্যাদি; *) পুঁজি অর্থনীতির নিয়ন্ত্রকজনগন;
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাঃ
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে –
*) সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, যৌথ সামাজিক মালিকানা;
*) ব্যক্তিগত উদ্যোগের অভাব;
*) কেন্দ্রীয় পরিকল্পনা;
*) সুষম উন্নয়ন;
*) কাজ অনুযায়ী বণ্টন ও সামর্থ্য অনুযায়ী কাজ;
বৈশিষ্ট্য নয়ঃ
*) স্বয়ংক্রিয়মূল্যব্যবস্থা; ইসলামী অর্থব্যবস্থাঃ *) সুদ মুক্ত; মিশ্র অর্থব্যবস্থাঃ *) মিশ্র অর্থনীতিতে সম্পদেরব্যক্তিগত_ও রাষ্ট্রীয় মালিকানা থাকে;

বাংলাদেশেরঅর্থনৈতিকব্যবস্থার ধরণ হচ্ছে মিশ্র;

মুক্তবাজার অর্থনীতিঃ
মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে –
*) প্রতিযোগিতামূলক বাজার, পণ্যের অবাধ প্রবাহ;
*) যে কোন উদ্যোক্তা কর্তৃক বাজারে মূলধন সরবরাহ, পুজির অবাধ প্রবাহ;
*) আমদানি রপ্তানির অবাধ প্রবাহ;
*) চাহিদা ও যোগানের অনিয়ন্ত্রিত হ্রাস-বৃদ্ধি;
বৈশিষ্ট্য নয়ঃ
*) সরকারিহস্তক্ষেপেমূল্য নিয়ন্ত্রণ;
*) শুল্ক-অশুল্কবাঁধা; ১৯৯১সালের_১ জুলাই এদেশে মুক্তবাজার অর্থনীতি যা চালু হয়;

বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ;

অর্থনীতির পর্যায়ঃ
*) প্রাথমিক – মধু_সংগ্রহ;
*) মাধ্যমিক –
*) তৃতীয় –

*) চতুর্থ –

অর্থবছরঃ

Government_fiscal_policy is related to tax;

*) দেশ – শুরু – শেষ;
*) বাংলাদেশ, পাকিস্তান – ১জুলাই – ৩০জুন;
*) ভারত, জাপান – ১ এপ্রিল – ৩১ মার্চ;
*) যুক্তরাষ্ট্র – ১_অক্টোবর – ৩০ সেপ্টেম্বর;

*) যুক্তরাজ্য – ৬ এপ্রিল – ৫ এপ্রিল;

অর্থনীতি সংশ্লিষ্ট সংজ্ঞা ও পরিভাষা

সূচিপত্রঃ
সামষ্টিক অধ্যায়ঃ
*) সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি;
*) দেশজ উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগ;
*) মূল্য, মজুরি ও কর্মসংস্থান;
*) রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা;
*) মুদ্রা ব্যবস্থাপনা ও আর্থিক বাজার উন্নয়ন;
*) বহিঃ খাত;
.
খাতভিত্তিক অধ্যায়ঃ
*) কৃষি;
*) শিল্প;
*) রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা;
*) বিদ্যুৎ ও জ্বালানী;
*) পরিবহণ ও যোগাযোগ;
অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ভিত্তিক অধ্যায়ঃ
*) মানবসম্পদ উন্নয়ন;
*) দারিদ্র্য বিমোচন;
*) বেসরকারি খাত উন্নয়ন;
*) পরিবেশ ও উন্নয়ন;

*) পরিসংখ্যান পরিশিষ্ট;

সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিঃ
*) অর্থনীতি –
*) Microeconomics/ব্যষ্টিক অর্থনীতি – Microeconomics is the study of economic tendencies, or what is likely to happen when individuals make certain choices or when the factors of production change. অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ একজন ভোক্তা/ক্রেতার আচরণ, একটি দ্রব্য/উপাদানের দাম নির্ধারণ, একটি ফার্ম/শিল্পের ভারসাম্য বিশ্লেষণ ইত্যাদি আলোচনা;
*) Macroeconomics/সামষ্টিক অর্থনীতি – The branch of economics concerned with large-scale or general economic factors, such as interest rates and national productivity. অর্থনীতির যে শাখায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা না করে গোটা দেশের অর্থব্যবস্থার সামগ্রিক আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ জিডিপি, জিএনপি, মোট সঞ্চয়, বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে আলোচনা;
বাজারঃ
*) Market/বাজার – অর্থনীতিতেবাজারহচ্ছে একটি দ্রব্য, তার ক্রেতা বিক্রেতা ও মূল্য;
*) মুক্ত বাজার/Free market/Market economy – The free market is an economic system based on supply and demand with little or no government control.
*) Non-market/Planned economy –
বাণিজ্যঃ
*) Free Trade/অবাধ বাণিজ্য – ২ বা ততোধিক দেশের মধ্যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ/নিয়ন্ত্রণ ছাড়াই যে বাণিজ্য;
*) Protected Trade/সংরক্ষিত বাণিজ্য – বৈদেশিক প্রতিযোগিতার হাত থেকে দেশের শিল্পকে রক্ষার জন্য আন্তর্জাতিক বাণিজ্যে বিধি নিষেধ আরোপ করে যে বাণিজ্য;
অন্যান্যঃ
*) সম্পদ – শ্রম, মূলধন, ভূমি ইত্যাদি সম্পদ। চিকিৎসকেরদক্ষতাঅর্থনীতিতে সম্পদ নয়;
.
Macro Economics/সামষ্টিক অর্থনীতিঃ
*) GNP (Gross National Product)/মোট জাতীয় উৎপাদন – The_final_output of goods and services produced in an economy. এতে দেশজ ও প্রবাসী আয় সন্নিবেশ করা হয়। তবে হিসাব করার সময় মধ্যবর্তী দ্রব্য সেবা বাদ দিয়ে কেবল চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম হিসাব করা হয়। সুতরাং এক বছরের GDP + বিদেশ থেকে প্রাপ্ত সম্পদ এবং সেবার মোট আর্থিক মূল্য (Remittance, রপ্তানি আয়, বৈদেশিক সাহায্য এবং অনুদান) = GNP.

GNP_is_usually bigger among GNP, GDP, NNP;

*) GDP (Gross_Domestic_Product)/মোট দেশজ উৎপাদন – #The_market_value of goods and services produced within a country in a fiscal year. এতে দেশের অভ্যন্তরে বিদেশি বিনিয়োগ থেকে উৎপন্ন দ্রব্য হিসেব করা হয় কিন্তু প্রবাসীদের সৃষ্ট উৎপাদন হিসেব করা হয় না;
*) NNP (#Net_National_Product)/নিট জাতীয় উৎপাদন – উৎপাদনকালীন যন্ত্রপাতি ক্ষয়, সময় ও শক্তি ক্ষয় প্রভৃতি অপচয়জনিত ক্ষয়ক্ষতিগুলো মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। নিট জাতীয় উৎপাদন = মোট জাতীয় উৎপাদন – ক্ষয়ক্ষতিজনিত অবচয়। #Income_of_the expatriates is included in the calculation of NNP;
*) NDP (Net Domestic Product) –
*) NI (National Income) – GNP থেকে অবচয় (Depreciation) বাবদ ব্যায়িত অর্থ বাদ দিলে যা থাকে তাকে National Income বলে;
*) Per Capita Income/মাথাপিচু আয় – মোট জাতীয় উৎপাদনকে (GNP) দেশের #মোট_জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিচু আয় পাওয়া যায়। মাথাপিচু আয় একটি দেশের জনগণের জীবনযাত্রার মান নির্দেশ করে। #Development_status_of BD can be best measured in terms of per capita income;

*) Growth Rate/প্রবৃদ্ধির হার – গত বছরের আয়ের তুলনায় বর্তমান বছরের আয়ের যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির শতকরা হারকে প্রবৃদ্ধির হার বলে;

দেশজ উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগঃ

*) FDI (Foreign Direct Investment) – Foreign direct investment (FDI) is an investment made by a firm or individual in one country into business interests located in another country.

মূল্য, মজুরি ও কর্মসংস্থানঃ

রাজস্ব নীতি ও ব্যবস্থাপনাঃ
*) Tax/কর – A tax (from Latin taxo) is a mandatory financial charge or some other type of levy imposed upon a taxpayer by a governmental organization. রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকার জনগণের নিকট হতে বাধ্যতামূলক যে অর্থ আদায় করে। এর বিনিময়ে করদাতা প্রত্যক্ষ কোন সুবিধা দাবি করতে পারেনা;
*) Direct tax/প্রত্যক্ষ কর – A tax, such as income tax, which is levied on the income or profits of the #person who pays it, rather than on goods or services.
*) Indirect tax – A tax levied on goods and services rather than on income or profits.
*) TIN (#Taxpayer_Identification_Number) – TIN is an identifying number used for tax purposes.

*) VAT (Value Added Tax) – A tax on the amount by which the value of an article has been increased at each stage of its production or distribution.

মুদ্রা ব্যবস্থাপনা ও আর্থিক বাজার উন্নয়নঃ
*) Financial System – The financial system of Bangladesh is comprised of three broad fragmented sectors, Formal Sector, Semi-Formal Sector, Informal Sector;
*) Financial Market – A financial market is a market in which people trade financial securities and derivatives. It consists of Money Market, Taka Treasury Bond market, Capital market and Foreign Exchange Market;
.
*) Money Market/মুদ্রাবাজার – The trade in short-term loans between banks and other financial institutions. Money Market is a market for #short_term_fund, যে বাজারে ঋণ হিসেবে অর্থের লেনদেন হয়. Money Market এর #অভিভাবকবাংলাদেশব্যাংক;
*) Monetary Policy/মুদ্রানীতি – The control of the demand for, and supply of, money as a means of controlling the economy. Actions taken by a government/central bank to control the amount of money in an economy and how easily available it is, for example by changing the interest rate. Actions of a central bank or other committees that determine the size and rate of growth of the money supply, which will affect interest rates. যে নীতির সাহায্যে অর্থের যোগান নিয়ন্ত্রণ করা হয় তাকে মুদ্রানীতি বলে। #মুদ্রানীতিপরিচালকবাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করে। #৬মাসপরপর বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে। So #4_times_a year is the monetary policy in Bangladesh issued. The recently declared MP of #BD_is_accommodative. মুদ্রানীতির অন্তর্ভুক্ত হচ্ছে, ব্যাংক হার নীতি, #Open_Market_Operation/খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি;
*) Money/অর্থ/মুদ্রা – যা বিনিময়ের মাধ্যম ও দেনা-পাওনা মেটানোর জন্য সকলের কাছে গ্রহণযোগ্য;
*) Value of Money/অর্থের মূল্য – অর্থের ক্রয়ক্ষমতাকে অর্থের মূল্য বলে। নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমান দ্রব্যসামগ্রী কর‍্য করে যায় তাকে ঐ অর্থের মূল্য বলে। জিনিসের দাম বাড়লে অর্থের মূল্য কমে;
.
*) Inflation/মুদ্রাস্ফীতি – মুদ্রাস্ফীতি বাজারের একটি অবস্থা। বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রীর দাম যদি বেড়ে যায় এবং অর্থের মূল্য যদি কমে যায় সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে;
বৈশিষ্ট্যঃ
সাধারণ মূল্যস্তর বৃদ্ধি;
মুদ্রার সরবরাহ বৃদ্ধি;
জাতীয় উৎপাদন হ্রাস ইত্যাদি;
কারণঃ

পণ্যেরমূল্যসূচকবৃদ্ধি;

সাধারণ দামস্তর বৃদ্ধি;
অর্থের যোগান উৎপাদিত দ্রব্যের চেয়ে বেশি;
মুদ্রা/টাকার সরবরাহ বৃদ্ধি;
Devaluation of currency;
Increase in Govt expenditure;
Increase of salary and wages;
মুদ্রাস্ফীতির #কারণ_নয়_Convertibility of Money;
ফলাফলঃ

প্রকৃতআয়হ্রাস;

Purchasing power of money decreases;
সীমিত আয়ের লোকজন বেশি ক্ষতিগ্রস্থ;
নিয়ন্ত্রণের হাতিয়াঃ
ব্যাংক হার বৃদ্ধি (Increase in Bank Rate);
নগদ জমার অনুপাত বৃদ্ধি;
খোলাবাজারে ঋণপত্র বিক্রয়;
Increase in production;
Reduction/Control of money supply;
Selling Govt Securities;
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের #হাতিয়ারনয়মুদ্রা সরবরাহ বৃদ্ধি, Reduction of reserve requirements;
*) Deflation/মুদ্রাসংকোচন – মুদ্রাসংকোচনের ফলে #অর্থেরমূল্যবাড়ে;
*) Devaluation – ডলারের বিনিময়ে টাকার মূল্যমান কমিয়ে দেওয়াকে Devaluation বলে। এর মাধ্যমে রপ্তানিকে উৎসাহিত করা হয় এবং আমদানিকে নিরুৎসাহিত করা হয়;
*) প্রকৃত সুদের হার – #নমিনালসুদেরহার ১৫% ও মুদ্রাস্ফীতির হার ১০% হলে প্রকৃত সুদের হার ৫%;
.
ব্যাংক সংক্রান্তঃ
*) Call Money – #Call_Money_is used for money borrowed or lent between Banks for a day or overnight, inter-bank short term borrowing. আন্তঃব্যাংক স্বল্পমেয়াদি ঋণপ্রদান ও গ্রহণ;
*) #কেন্দ্রীয়ব্যাংকেররেট/Bank Rate – #The_rate_at which central bank lends money to commercial banks. Bank Rate এ সুদের হার হচ্ছে ৫%। #Bank_Rate_বাড়লে সুদের হার বাড়বে;
*) Repo Rate – Repo (Repurchase) rate is the rate at which the central bank lends short-term money to the banks against securities.
*) Reverse Repo Rate – The reverse repo rate is the rate at which the banks park surplus funds with reserve banks;
*) মানি লন্ডারিং – #২০০২সালের৭ এপ্রিল বাংলাদেশে অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন পাশ হয়। এই আইনের প্রধান উদ্দেশ্য অপ্রদর্শিত আয় চিহ্নিত করা;
*) Money Market – #Market_of_short time fund;
*) LC (Letter of Credit) – ব্যাংকের মাধ্যমে আমদানিকারক কর্তৃক রপ্তানিকারককে তার পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদানের প্রত্যয়নপত্র;
*) LG (Letter of Guarantee) –
*) SLR (#Statutory_Liquidity_Ratio) – SLR for commercial banks set by #BB_is_19%;
*) CRR (#Cash_Reserve_Ratio) –
*) Treasury Bill, Wage Earners Board, Defense Saving Certificate – Instrument of government borrowing;

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment