অর্জন বনাম স্বীকৃতি

অর্জন বনাম স্বীকৃতি

শিক্ষা জানা অজানা

Google Adsense Ads

অর্জন বনাম স্বীকৃতি
আমরা সবাই কাজ করি। কাজের বাহবা সবাই চাই কিন্তু সবাই কি পাই??পাইনা। কেন পাইনা?? প্রশ্নটা নিজেকে করেছেন কখনো?

আমরা মেয়েরা রান্না করে যখন সবাইকে খেতে দেই তখন তাকিয়ে থাকি যারা খাচ্ছে তারা আমাদের রান্না সম্পর্কে কি মন্তব্য করে? কেউ যখন বলে রান্না অনেক সুস্বাদু হয়েছে এটা শুনেই অনেক খুশি হয়ে যাই।

কিন্তু একবার মনে করে দেখেনতো প্রথম যেদিন রান্না করতে গিয়েছিলেন সেদিনের অবস্থা। নিশ্চয় মসলার মাপ বুঝতে অনেকটা সময় লেগেছে। অনেকবার রান্না করে নিজেকে এক্সপার্ট করতে হয়েছে।

পৃথিবীতে কেউ আপনিতেই আপনাকে আপনার জায়গাটা ছেড়ে দেবেনা। সেটা অর্জন করতে হবে।
অর্জন কাকে বলে??

অর্জন বলতে কোন কিছু চেষ্টা করে লাভ করাকে বলে।
পৃথিবীতে সব কিছুই অর্জন করতে হয়। আর এই অর্জনের ধারাবাহিকতা যেন আজন্ম চলমান।
স্বীকৃতি কাকে বলে??

স্বীকার করাকেই স্বীকৃতি বলা হয়। তা হোক লিখিত বা মৌখিক।
অর্জন না করে স্বীকৃতির আশা করা বোকামি।এই সমাজ অনেক সময় আপনার অর্জনের স্বীকৃতি নাও দিতে পারে। তাতে আপনার অর্জন কিন্তু কমে যাবেনা বা ক্ষুণ্ণ হবেনা।

পৃথিবীতে এমন অনেক মনীষি বা বিজ্ঞানী রয়েছেন যারা তাদের জীবদ্দশায় তাদের অর্জনের স্বীকৃতি পায়নি।

যেমন বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল তার মৃত্যুর অনেক বছর পর তার কাজের স্বীকৃতি পান।

তাই স্বীকৃতির চেয়ে অর্জনের দিকে আমাদের দৃষ্টি দেয়া উচিত।
ধন্যবাদ সবাইকে।

আমি আপনাদের রিকা আপু
টাঙ্গাইলের মেয়ে
পেইজ-ইচ্ছে ঘুড়ি

H.S.C

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *