অনার্স ৪র্থ বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন, honors 4th year history of south asia special short suggestions, অনার্স ৪র্থ বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস ১০০% কমন সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন, honors 4th year history of south asia special short suggestions, অনার্স ৪র্থ বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ সাজেশন [bangla_year]

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ (History of South Asia 1857-1947) সুপার সাজেশন [bangla_year]
Department of : History & Other Department
Subject Code: 241501
[bangla_year] এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ সাজেশন,দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭, অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন [bangla_year] (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে [bangla_year]

দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন [bangla_year]

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি?
অথবা, উপমহাদেশের প্রথম স্বাধীনতার সংগ্রাম কাকে বলা হয়?
অথবা, ভারতবাসীর প্রথম গৌরবময় বিদ্রোহ কোনটি?
উত্তর : ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ।

২. সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
উত্তর : সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

৩. কখন ভারতে কোম্পানি শাসনের অবসান হয়?
অথবা, ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কত সালে?
উত্তর : ১৮৫৮ সালে কোম্পানি শাসনের অবসান হয়।

৪. ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর : ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

৫. কোন ঘোষণাকে ভারতবাসীর মুক্তির সনদ’ বলা হয়?
উত্তর : মহারানি ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণাকে ভারতবাসীর মুক্তির সনদ বলা হয়।

৬. আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
অথবা, কার হাত ধরে আলীগড় আন্দোলনের সূচনা হয়েছিল?
উত্তর : আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খান।

৭. লর্ড লিটন কে ছিলেন?
উত্তর : লর্ড লিটন ছিলেন ভারতবর্ষে নিযুক্ত ব্রিটিশ ভাইসরয়।

৮. ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ কে জারি করেন?
অথবা, কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন?
উত্তর : ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ লর্ড লিটন জারি করেন।

৯. স্থানীয় স্বায়ত্তশাসন আইন কত সালে পাস হয়?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসন আইন ১৮৮৫ সালের ৪ এপ্রিল পাস হয়।

১০. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?
অথবা, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ভারতের জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

১১. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

১২. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম।

১৩. ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠায় কোন ইংরেজ সিভিলিয়ান প্রধান ভূমিকা পালন করেন?
উত্তর : ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠায় অ্যালান অক্টাভিয়ান হিউম প্রধান ভূমিকা পালন করেন।

১৪. লর্ড কার্জন কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল।

১৫. বঙ্গভঙ্গের ঘোষণা কে করেন?
উত্তর : বঙ্গভঙ্গের ঘোষণা করেন লর্ড কার্জন।

১৬. বঙ্গভঙ্গের মাধ্যমে গঠিত দুটি প্রদেশের নাম কী?
উত্তর : বঙ্গভঙ্গের মাধ্যমে গঠিত দুটি প্রদেশের নাম হলো- ১ পূর্ববঙ্গ ও আসাম, ২. বাংলা বা পশ্চিমবঙ্গ।

১৭. বঙ্গভঙ্গ রদের ঘোষণা কে দিয়েছিলেন?
উত্তর : বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিয়েছিলেন পঞ্চম জর্জ।

১৮. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ।

১৯. মুসলিম লীগ কোথায় গঠিত হয়?
উত্তর : মুসলিম লীগ ঢাকায় গঠিত হয়।

২০. মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা মুহম্মদ খান।

২১. মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়?
অথবা, মার্লি-মিন্টো সংস্কার আইন কখন পাস হয়?
উত্তর : মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে পাস হয়।

২২. কোন আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য কর হয়?
উত্তর : ১৯০৯ সালের মর্লি-মিন্টো আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য করা হয়।

২৩. ১৯১৬ সাল ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?
উত্তর : ১৯১৬ সাল ভারতের ইতিহাসে লক্ষ্মৌ চুক্তির জন্য বিখ্যাত।

২৪. লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : লক্ষ্ণৌ চুক্তি ১৯১৬ সালের ৩০ ডিসেম্বর স্বাক্ষরিত হয়।

২৫. ১৯১৯ সালের ভারত শাসন আইনকে কী নামে ডাকা হয়।
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনকে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন নামে ডাকা হয়।

২৬. কোন আইনে সর্বপ্রথম হাইকমিশনার পদের সৃষ্টি করা হয়?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনে সর্বপ্রথম ‘হাই কমিশনার’ পদের সৃষ্টি করা হয়।

২৭. অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী।

২৮. ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়।

২৯. বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালের ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত হয়।

৩০. ১৯৩০-৩২ সালে লন্ডনে কতটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : ১৯৩০-৩২ সালে লন্ডনে ৩টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

৩১. অমৃতসর কোথায়?
উত্তর : অমৃতসর পাঞ্জাবে।

৩২. মহাত্মা গান্ধীর পূর্ণনাম কী?
উত্তর : মহাত্মা গান্ধীর পূর্ণনাম মোহনদাস করমচান গান্ধী।

৩৩. ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিংডন।

৩৪. কোন আইনে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইনে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়।

৩৫. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইনের উদ্দেশ্য ছিল সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন ও বার্মাকে স্বাধীনতা প্রদান।

৩৬. কৃষক প্রজা পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : কৃষক প্রজা পার্টি ১৯৩৬ সালে গঠিত হয়।

৩৭. ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ভারতের প্রথম সাধারণ নির্বাচন ১৯৩৭ সালে অনুষ্ঠিত হয়।

৩৮. বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
অথবা, বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তর : বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ. কে. ফজলুল হক।

৩৯. লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
উত্তর : লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ১৯৪০ সালের ২৩ মার্চ।

৪০. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

৪১. ১৯৪০ সাল ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?
উত্তর : ১৯৪০ সাল ভারতের ইতিহাসে লাহোর প্রস্তাবের জন্য বিখ্যাত।

৪২. ভারত ছাড় আন্দোলন কবে সংঘটিত হয়?
অথবা, ভারত ছাড় আন্দোলন কখন শুরু হয়?
উত্তর : ভারত ছাড় আন্দোলন ১৯৪২ সালের ৮ আগস্ট সংঘটিত হয়।

৪৩. মন্ত্রিমিশনের সদস্যসংখ্যা কতজন ছিল?
অথবা, মন্ত্রিমিশনে কতজন সদস্য ছিলেন?
উত্তর : মন্ত্রিমিশনের সদস্যসংখ্যা ছিল ৩ জন।

৪৪. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ?
অথবা, ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউনব্যাটেন।

৪৫. ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?
উত্তর : ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ সালের ১৮ জুলাই পাস হয়।

৪৬. ভারত স্বাধীন হয় কত তারিখে?
উত্তর : ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট।

Suggestion Honors 4th year History of South Asia 1857-1947 [year]

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. এনফিল্ড রাইফেল কী?
অথবা, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখ।
২. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখ।
অথবা, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল?
৩. ১৮৫৮ সালের ভারত শাসন আইনের ধারাগুলো আলোচনা কর।
৪. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র আলোচনা কর।
অথবা, মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের বিষয়বস্তু কী ছিল?

৫. আলীগড় আন্দোলন কী?
অথবা, আলীগড় আন্দোলন সম্পর্কে টীকা লেখ।
৬. লর্ড লিটন কে ছিলেন?
অথবা, লর্ড লিটনের পরিচয় দাও।
৭. লর্ড লিটনের দুটি সংস্কার লেখ।
অথবা, লর্ড লিটনের দুটি সংস্কার আলোচনা কর।

৮. লর্ড লিটনের সংবাদপত্র দমন আইন সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ সম্বন্ধে সংক্ষেপে লেখ।
৯. লর্ড রিপন কে ছিলেন?
অথবা, লর্ড রিপনের পরিচয় দাও।
১০. ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?

১১. বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর।
১২. সিমলা ডেপুটেশন কী
১৩. মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
১৪. ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনের পটভূমি আলোচনা কর।
অথবা, মর্লি-মিন্টো সংস্কারের কারণ কী ছিল?

১৫. খিলাফত আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে লেখ।
১৬. খিলাফত আন্দোলন ব্যর্থতার কারণ কী?
অথবা, খিলাফত আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
১৭. সংক্ষেপে বেঙ্গল প্যাক্টের বিবরণ দাও।
অথবা, বেঙ্গল প্যান্টের সংক্ষিপ্ত বিবরণ দাও।

১৮. সাইমন কমিশনের সুপারিশগুলো লেখ।
অথবা, সাইমন কমিশন রিপোর্টের উল্লেখযোগ্য সুপারিশসমূহ আলোচনা কর।
১৯. জিন্নাহর চৌদ্দ দফা কী?
অথবা, জিন্নাহর চৌদ্দ দফা উল্লেখ কর।
২০. প্রাদেশিক স্বায়ত্তশাসন কী?
২১. কৃষক প্রজা পার্টির গঠন সম্পর্কে আলোচনা কর।

২২. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব লেখ।
২৩. লাহোর প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল?
অথবা, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
২৪. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।
২৫. ক্রিপস মিশন (১৯৪২) কী?
২৬. ভারত ছাড় আন্দোলন কী?

২৭. মন্ত্রিমিশন পরিকল্পনা (১৯৪৬) কী?
অথবা, মন্ত্রিমিশন পরিকল্পনা কী?
২৮. মন্ত্রিমিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল?
২৯. অখণ্ড বাংলা আন্দোলন কী?
৩০. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

History of South Asia 1857-1947 Honors 4th Year Suggestion PDF [year]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ভারতে কোম্পানি শাসনের অবসান হয়েছিল কেন? ব্যাখ্যা কর।
২. ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা মূল্যায়ন কর।
৩. আলীগড় আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ।
অথবা, আলীগড় আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখ।
অথবা, আলীগড় আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।
৪. লর্ড লিটনের সংস্কারগুলো পর্যালোচনা কর।

৫. ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর। ১৯০৭ সনে কংগ্রেসের ভাঙন ঘটে কেন?
অথবা, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচন কর। ১৯০৭ সালে কংগ্রেসে ভাঙন ঘটে কেন?
৬. গর্ত কার্জনের সংস্কারসমূহ পর্যালোচনা কর।
অথবা, লর্ড কার্জনের সংস্কারগুলো আলোচনা কর।
৭. ভারতীয় রাজনৈতিক ঘটনাবলির ওপর বঙ্গভঙ্গের প্রভাব আলোচনা কর।
অথবা, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া ও ফলাফল সম্বন্ধে আলোচনা কর।

৮. মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর। এ দলের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল?
৯. ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কারের ধারাগুলো আলোচনা কর।
অথবা, মর্লি-মিন্টো কে ছিলেন? ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
অথবা, ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কারের ধারাগুলো পরীক্ষা কর।
১০. ১৯১৬ সালের লক্ষ্ণৌ চুক্তিতে অন্তর্ভুক্ত সাংবিধানিক দাবিসমূহ পর্যালোচনা কর।
১১. ১৯১৯ সালের ভারত শাসন আইনের ধারাগুলো ব্যাখ্যা কর।
অথবা, ১৯১৯ সালের ভারত শাসন আইনের প্রধান প্রধান ধারাগুলো পর্যালোচনা কর।

১২. ১৯১৯ সালের ভারত শাসন আইনে দ্বৈত শাসনব্যবস্থার প্রকৃতি পর্যালোচনা কর।
১৩. খিলাফত ও অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, খিলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ।
১৪. সি. আর. দাশের ভূমিকার বিশেষ উল্লেখপূর্বক ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি, শর্তাবলি ও গুরুত্ব বিশ্লেষণ কর।
অথবা, ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি ও গুরুত্ব বিশ্লেষণ কর।

১৫. গোলটেবিল বৈঠকের (১৯৩০-৩২) কারণ ও ফলাফল উল্লেখ কর।
অথবা, গোলটেবিল বৈঠক ( ১৯৩০-৩২) কোথায় অনুষ্ঠিত হয়? গোলটেবিল বৈঠকের কারণ ও ফলাফল লেখ।
অথবা, গোল টেবিল বৈঠকের (১৯৩০-৩২) কারণ ও ফলাফল পরীক্ষা কর।
১৬. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি ব্যাখ্যা কর।
১৭. ১৯৩৭ সালের নির্বাচনের বিবরণ দাও।

১৮. কৃষক প্রজা পার্টির গঠন সম্পর্কে আলোচনা কর। ১৯৩৭ সালের নির্বাচনি ইশতেহার কী ছিল?
১৯. লাহোর প্রস্তাব কী? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
২০. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল? এ প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।
২১. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।

২২. ভারত ছাড় আন্দোলনের (১৯৪২) বিভিন্ন দিক পর্যালোচনা কর।
২৩. মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২৪. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো পরীক্ষা কর।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – [year] জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download [bangla_year]

ক বিভাগ

  • কখন ভারতে কোম্পানি শাসনের অবসান হয়?
  • ব্রিটিশ ভারতের প্রথম ভাইসবয় কে ছিলেন?
  • ভার্নাকুলার প্রেস অ্যাষ্ট কে জারি করেন?
  • ইলবার্ট বিল কে প্রবর্তন করেন?
  • ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
  • ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্টায় কোন ইংরেজ সিভিলিয়ান প্রধান ভূমিকা পালন করেন?
  • বঙ্গভঙ্গের মাধ্যমে গঠিত দুটি প্রদেশের নাম লিখ?
  • কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্হানান্তরিত হয়?
  • মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
  • মুসলীম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
  • মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
  • মর্লি মন্টো সংস্কার আইন কত সালে পাস হয়?
  • কোন আইনে ভারতীয়দের সর্ব প্রথম আইন পরিষদের সদস্য করা হয়?
  • লক্ষৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  • খিলাফত আন্দোলনের একজন নেতার নাম লেখ?
  • অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
  • বেঙ্গল প্যান্ট কখন সাক্ষরিত হয়
  • 1930-32 সালে লন্ডনে কতটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল
  • গান্ধীকে মহাত্মা উপাধীতে ভূষিত করেন কে?
  • 1935 সালের ভারত শাসন আইন পাসের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন?
  • কোন আইনে বার্মাকে ভারত বর্ষ থেকে পৃথক করা হয়
  • কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  • ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্টিত হয়
  • দ্বিজাতি তও্বের প্রবক্তা কে?
  • লাহোর প্রস্তাব কে উস্হাপন করেন?
  • 1940 সাল ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?
  • ভারত ছাড় আন্দোলন কখন শুরু হয়
  • ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন?
  • মন্ত্রিমিশনের সদস্য সংখ্যা কত জন ছিল?
  • ব্রিটিশ ভারতের শেষ ভাইসবয় কে?
  • কোন আইনে মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?

PDF Download দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন [bangla_year]

খ বিভাগ

  • 1857 সালের বিদ্রোহের ফলাফল আলোচনা কর
  • 1857 সালের সিপাহি বিদ্রোহের ব্যার্থতার কারন লেখ?
  • মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপএ আলোচনা কর
  • লর্ড লিটনের সংবাদপএ দমন আইন সম্পর্কে সংক্ষেপে লিখ?
  • বঙ্গভঙ্গের রাজনৈতিক কারন আলোচনা কর?
  • মুসলিম লীগ সম্পর্কে একটি টিকা লেখ?
  • 1909 সালের মর্লি মিন্টো সংস্কার আইনে পটভূমি আলোচনা কর
  • লক্ষৌচুক্তি কী?
  • সংক্ষেপে বেঙ্গল প্যান্টের বিবরণ দাও?
  • গোল টেবিল বৈঠকের ফলা ফল কি ছিল?
  • 1932 সালের সাম্প্রদায়িক রোয়েদাদের বিষয়বস্তু ব্যাখ্যা কর
  • কৃষক প্রজা পার্টির গঠন সম্পর্কে আলোচনা কর
  • 1937 সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টির নির্বাচনি ইশতেহার কী ছিল?
  • দ্বিজাতি তও্ব কী?
  • মন্ত্রিমিশন পরিকল্পনা কী
  • মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

গ বিভাগ

  • 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর
  • 1858 সালের ভারত শাসন আইনের ধারাগুলো আলোচনা কর
  • আলীগড় আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ?
  • লর্ড লিটনের সংস্কার গুলো পর্যালোচনা কর
  • লর্ড রিপনের সংস্কাকসমূহ পর্যালোচনা কর
  • 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্টার প্রেক্ষাপট আলোচনা কর? 1907 সালে কংগ্রেসের ভাঙন ঘটে কেন?
  • লর্ড কার্জনের সংস্কারগুলো আলোচনা কর
  • 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া ও ফলাফল সম্বন্ধে আলোচনা কর
  • 1916 সালের লক্ষৌ চুক্তিতে অন্তর্ভূক্ত সাংবিধীনিক দাবিসমূহ পর্যালোচনা কর
  • 1916 সালের লক্ষৌ চুক্তিতে অন্তভূক্ত সাংবিধানিক দাবিসমূহ পর্যালোচনা কর
  • 1919 সালের ভারত শাসন আইনের ধারা গুলো ব্যাখ্যা কর৷
  • মুহাম্মদ আলীর জিন্নাহুর 14 দফা আলোচনা কর
  • ভারতের রাজনৈতিক অঙ্গনে কীভাবে মহাত্মা গান্ধীর আবির্ভাব ঘটেছিল?
  • 1935 সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর
  • 1937 সালের নির্বাচনের বিবরণ দাও?
  • 1940 সালের লাহোর প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল? এ প্রস্তাবের তাপর্য ব্যাখ্যা কর
  • 1942 সালের ক্রিপস মিশন সম্পর্কে আলোচনা কর?
  • ভারত ছার আন্দোলন বিভিন্ন দিত পর্যালোচনা কর
  • মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যসমুহ আলোচনা কর৷

অধ্যায় 1

ক বিভাগ 

  • দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্হান লিখ
  • 90 ° পূর্ব শৈলশিরা কোথায় অবস্হিত 
  • দক্ষিণ এশিয়ার মূল ভূখন্ডের সর্বশেষ দক্ষিণ প্রান্তের নাম কী?
  • Geography of south Asia গ্রন্হের লেখক কে
  • দক্ষিন এশিয়ার ভৌগোলিক অবস্হান লেখ 

খ বিভাগ 

  • সংক্ষেপে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক সীমানা বর্ণনা কর
  • দক্ষিণ এশিয়ার দেশসমূহের প্রধান জনমিতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও

গ বিভাগ 

  • দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্হানের গুরুত্ব আলোচনা কর
  • দক্ষিণ এশি়য়ার আর্থসামাজিক অবস্হার বিভিন্ন বিষয় গুলো সংক্ষেপে আলোচনা কর

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অধ্যায় 2

ক বিভাগ 

  • ভূস্বর্গ নামটি কোন রাজ্যের ডন্য প্রযোজ্য
  • ঐতিহাসিক ভাবে বিখ্যাত শ্রীলঙ্কার পাহাড়টির নাম লেখ 
  • দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র কোন টি
  • দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী

খ বিভাগ 

  • দক্ষিণ এশিয়ার ভূপ্রাকৃতিক শ্রেণিবিভাগ কর

গ বিভাগ 

  • দক্ষিণ এশিয়ার ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত কর এবং দক্ষিণএশিয়ার ভূপ্রকৃতির বিবরণ দাও

গ বিভাগ 

  • দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতি আলোচনা কর
  • নিষ্কাশন ধরন কাকে বলে? দক্ষিণ এশিয়ার পানি নিষ্কাশন ধরন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও
  • দক্ষিণ এশিয়ার বনভূমির বর্ণনা দাও

অধ্যায় 3

ক বিভাগ 

  • দক্ষিণ এশিয়ার সর্বাধিক মাথাপিছু আয় কোন দেশে
  • line of control কী

খ বিভাগ 

  • দক্ষিণ এশিয়ার কয়লা সম্পদের বর্ণনা দাও
  • জনসংখ্যার ঘনত্ব কী
  • দক্ষিণ এশিয়ার নৌ যোগাযোগ বর্ণনা কর
  • দক্ষিণ এশিয়ার রেল যোগাযোগ বর্ণনা কর
  • দক্ষিণ এশিয়ার খাদ্যশস্য উৎপাদনের সমক্ষিপ্ক বর্ণনা দাও

গ বিভাগ 

  • দক্ষিণ এশিয়ার রেলপথ বর্ণনা কর
  • দক্ষিণ এশিয়ার চা উৎপাদন ও বন্টন আলোচনা কর
  • দক্ষিণ এশিয়ার নগর বসতির বৈশিষ্ট্য বর্ণনা কর
  • দক্ষিণ এশিয়ার জনঘনত্বের ভিওিতে জনসংখ্যাপ বন্টন আলোচনা কর
  • দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বিবরণ দাও

অধ্যায় 4

ক বিভাগ 

  • খাইবার গিরিপথ কোথায় অবস্হিত
  • মার্বেল ক্যান্সার কী

গ বিভাগ 

  • আঞ্চলিক সংযোজন শীলতা কী? দক্ষিণ এশিয়ার দেশসমূহের অন্তর্গত ভারত ও বাংলাদেশের সংযোজনশীলতা ও সম্ভাবনা তুলে ধর
  • দক্ষিণ এশিয়ার আন্তঃআঞ্চলিক বাণিজ্য প্রবাহের বর্ণনা দাও
[year] দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

অধ্যায় 5

ক বিভাগ 

  • পুশব্যাক কী
  • SAARC এর পূর্ণরুপ লেখ
  • সার্কের সচিবালয় কোথায়
  • রোহিঙ্গারা কোন অঞ্চলের অধিবাসী
  • টিপাইমিখ সমস্যা কী

খ বিভাগ

  • সার্ক বাণিজ্য বৃদ্ধির অন্তরায় কী কী
  • সার্ক সৃষ্টির ইতিহাস লেখ

গ বিভাগ 

  • সার্ক এর লক্ষ্যও উদ্দেশ্য উল্লেখ পূর্বক এর কৌশলগত ও কার্যকরী সংগঠনসমূহের বর্ণনা দাও
  • সার্ক এর সফলতা ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা কর

অধ্যায় 6

ক বিভাগ 

  • ISACPA এর পূর্ণরুপ লিখ

খ বিভাগ 

  • বাংলা দেশের ভূরাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর
  • দক্ষিণ এশিয়ার দেশসমূহের সীমানা সংক্রান্ত সমস্যা সমাধানে উল্লেখ যোগ্য উদ্যেগের সংক্ষিপ্ত বর্ণনা দাও
  • দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও

গ বিভাগ 

  • বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর
  • দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যা বর্ণনা কর
  • রোহিঙ্গা সমস্যা ও দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতা বর্ণনা কর

[bangla_year] জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর [year] অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ পরীক্ষার সাজেশন, [year] অনার্স চতুর্থ বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ সাজেশন

Honors 4th year Common Suggestion [year]

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ স্পেশাল সাজেশন [year],Honors History of South Asia 1857-1947 Suggestion [year]

PDF Download দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ সাজেশন, দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment