অনার্স ৪র্থ বর্ষের সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সমকালীন পাশ্চাত্য দর্শন, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সমকালীন পাশ্চাত্য দর্শন (Contemporary Western Philosophy) সুপার সাজেশন ২০২৪
Department of : Philosophy & Other Department
Subject Code: 241701
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন,সমকালীন পাশ্চাত্য দর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সমকালীন পাশ্চাত্য দর্শন, অনার্স ৪র্থ বর্ষের সমকালীন পাশ্চাত্য দর্শন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

সমকালীন পাশ্চাত্য দর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. হেগেলোত্তর দর্শন কী?
অথবা, সমকালীন দর্শন বলতে কী বুঝ?
উত্তর : হেগেলীয় দর্শনের প্রতিক্রিয়াস্বরূপ যেসব দর্শন গড়ে উঠেছে, সেসব দর্শনই হলো হেগেলোত্তর দর্শন বা সমকালীন পাশ্চাত্য দর্শন।

২. বস্তুবাদ অনুসারে জগতের মূল উপাদান কী?
উত্তর : বস্তুবাদ অনুসারে বস্তুই জগতের মূল উপাদান।

৩. কোন সালে সমকালীন পাশ্চাত্য দর্শনের সূচনা হয়?
অথবা, সমকালীন পাশ্চাত্য দর্শনের সূচনা হয় কত সালে?
উত্তর : সমকালীন পাশ্চাত্য দর্শনের সূচনা হয় দার্শনিক হেগেলের মৃত্যুর পর অর্থাৎ ১৮৩১ সাল থেকে।

৪. হেগেলীয় বামপন্থি কারা?
উত্তর : দুজন হেগেলীয় বামপন্থি দার্শনিকের নাম হলো ১. ক্রোচে ও ২. জেন্টিলে।

৫. হেগেলোত্তর দর্শনের তিনটি ধারার নাম লেখ।
অথবা, হেগেলোত্তর দর্শনের দুটি ধারার নাম লেখ।
উত্তর : হেগেলোত্তর দর্শনের তিনটি ধারার নাম হলো ১. বস্তুবাদী দর্শন, ২. বাস্তববাদী দর্শন এবং ৩. বিবর্তনবাদী দর্শন।

৬. শোপেন হাওয়ার কোন ধরনের দার্শনিক ছিলেন?
উত্তর : শোপেন হাওয়ার দুঃখবাদী দার্শনিক ছিলেন।

৭. দুজন ব্রিটিশ ভাববাদীর নাম উল্লেখ কর।
অথবা, দু’জন ব্রিটিশ ভাববাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর : দুজন ব্রিটিশ ভাববাদী দার্শনিকের নাম হলো ১. এফ. এইচ. ব্র্যাডলি ও ২. টি. এইচ. গ্রিন।

৮. ‘Appearance and Reality’ বই এর লেখক কে?
উত্তর : ‘Appearance and Reality’ গ্রন্থটি ফ্রান্সিস হার্বাট ব্র্যাডলি এর লেখা।

৯. কোচের ভাববাদ কোন ধরনের মতবাদ?
উত্তর : কোচের ভাববাদ হেগেলীয় বামপন্থি মতবাদ।

১০. দুইজন ইতালীয় ভাববাদীর নাম উল্লেখ কর।
উত্তর : দুইজন ইতালীয় ভাববাদীর নাম ক্রোচে ও জেন্টিল।

১১. ক্রোচের ভাববাদ কোন ধরনের মতবাদ?
উত্তর : ক্রোচের ভাববাদ নব্য ভাববাদী মতবাদ।

১২. বিবর্তনবাদ কাকে বলে?
উত্তর : যে মতবাদ অনুসারে জগতের যাবতীয় বস্তু সহজ ও সরল অবস্থা থেকে ক্রমপরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান জটিল অবস্থায় উপনীত হয়েছে তাকে বিবর্তনবাদ বলে।

১৩. মার্কসীয় দর্শনের ভিত্তি কী?
উত্তর : মার্কসীয় দর্শনের ভিত্তি হলো দ্বান্দ্বিক বস্তুবাদ।

১৪. যৌক্তিক দৃষ্টবাদের প্রবক্তা কে?
উত্তর : যৌক্তিক দৃষ্টবাদের প্রবক্তা হলেন মরিজ গ্রিক।

১৫. ভিয়েনা চক্রের উল্লেখযোগ্য দার্শনিক কারা?
অথবা, ভিয়েনা চক্রের দুইজন সদস্যের নাম লেখ।
অথবা, ভিয়েনা চক্রের দুজন দার্শনিকের নাম লেখ
উত্তর : ভিয়েনা চক্রের উল্লেখযোগ্য দার্শনিক হলেন অটো নিউরথ, রুডল্ফ কার্নাপ, ফিলিপ ফ্রাঙ্ক।

১৬. যৌক্তিক প্রত্যক্ষবাদীরা দর্শনের কোন শাখাকে অর্থহীন বলেছেন?
উত্তর : যৌক্তিক প্রত্যক্ষবাদীরা অধিবিদ্যাকে অর্থহীন বলেছেন।

১৭. যৌক্তিক প্রত্যক্ষবাদের ভিত্তি কী?
উত্তর : যৌক্তিক প্রত্যক্ষবাদের ভিত্তি হলো পরখনীতি।

১৮. স্বজ্ঞাবাদ কাকে বলে?
উত্তর : যে মতবাদ মনে করে পরমসত্তাকে স্বজ্ঞার মাধ্যমে জানা যায় তাই স্বজ্ঞাবাদ।

১৯. বিশ্লেষণী দর্শনের কয়টি ধারা ও কী কী?
অথবা, বিশ্লেষণী দর্শনের তিনটি ধারা কী কী?
উত্তর : বিশ্লেষণী দর্শনের তিনটি ধারা। যথা: ১. কেমব্রিজ আন্দোলন, ২. যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং ৩. সাধারণ ভাষাদর্শন।

২০. অস্তিত্ববাদের জনক কে?
উত্তর : অস্তিত্ববাদের জনক ডেনমার্কের চিন্তাবিদ সোরেন কিয়ার্কেগার্ড।

২১. ‘Being and Nothingness’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘Being and Nothingness’ গ্রন্থের লেখক জ্যা পল সার্থ্রে।

২২. ‘অস্তিত্ব সারসত্তার পূর্বগামী।’ – উক্তিটি কার?
উত্তর : ‘অস্তিত্ব সারসত্তার পূর্বগামী।’ — উক্তিটি জ্যা পল সার্ত্রের।

২৩. প্রয়োগবাদী কারা?
অথবা, কয়েকজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর : কয়েকজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হলো সি.এস. পার্স, পল এডওয়ার্ডস, জেমস, শিলার, ডিউঈ প্রমুখ।

২৪. বিশুদ্ধ অভিজ্ঞতা কী?
উত্তর : উইলিয়াম জেমসের মতে, জগতের সব জিনিসের সৃষ্টিমূলে রয়েছে একটি মাত্র আদিম উপাদান; আর এ মৌলিক আদিম উপাদানই হলো বিশুদ্ধ অভিজ্ঞতা।

২৫. দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর : দুজন প্রয়োগবাদী দার্শনিক হলেন জন ডিউই ও সি. এস. পার্স।

২৬. নব্য বাস্তববাদ কাকে বলে?
অথবা, নব্যবাস্তববাদ কী?
উত্তর : বিশ শতকের শুরুর দিকে ও উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শনকে হেগেলপন্থি ভাববাদ থেকে পৃথক করে একটি সুস্পষ্ট ও বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রক্রিয়ার অন্তর্ভুকির সুপারিশ চলে। এদের মতবাদকে নব্য বাস্তববাদ বলা হয়।

২৭. বাস্তববাদী কারা?
অথবা, নব্য বাস্তবাদী কারা?
উত্তর : বাস্তববাদী দার্শনিকের নাম হলো— ১. ম্যুর, ২. আলেকজান্ডার, ৩. রাসেল, ৪. মন্টেলু, ৫. মারভিন ও ৬. পেরি প্রমুখ।

২৮. জ্ঞানতাত্ত্বিক একত্ববাদ কী?
উত্তর : যে মতবাদ অনুযায়ী কোনোকিছুর মাধ্যম বা সাহায্য ছাড়া এ ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে জড়বস্তু সম্পর্কে যে জ্ঞান লাভ করা যায় তাই জ্ঞানতাত্ত্বিক একত্ববাদ।

২৯. জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদের প্রবক্তা কারা?
উত্তর : জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদের প্রবক্তা ডেকার্ট, স্পিনোজা, জন লক প্রমুখ।

৩০. দুইজন বিশ্লেষণী দার্শনিকের নাম লেখ।
উত্তর : দুইজন বিশ্লেষণী দার্শনিকের নাম – ১. জি. ই. মার ও ২. বার্ট্রান্ড রাসেল।

৩১. নিরপেক্ষ একত্ববাদ কী?
উত্তর : যে মতবাদ অনুযায়ী জড় ও মনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, এরা একই উপাদানের সমন্বয়ে গঠিত এবং উপাদানগুলো মানসিকও নয়, জড়ীও নয়ং; বরং নিরপেক্ষ তাকে নিরপেক্ষ একত্ববাদ বলে।

৩২. ভাববাদের বিরুদ্ধে মূর্যের প্রবন্ধটির নাম লেখ।
উত্তর : ভাববাদের বিরুদ্ধে ম্যূরের প্রবন্ধটির নাম ‘The Refutation of Idealism’.

৩৩. ‘Tractatus Logico Philosophicus’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Tractatus Logico Philosophicus’ গ্রন্থটির লেখক ভিটগেনস্টাইন।

৩৪. ম্যুর ও রাসেলের পূর্ণনাম ইংরেজিতে লেখ।
উত্তর : ম্যুর এর পূর্ণনাম ইংরেজিতে — George Edward Moore, রাসেলের পূর্ণ নাম ইংরেজিতে Bertrand Arthur William Russell.

৩৫. ‘The Refutation of Idealism’ – প্রবন্ধটির লেখক কে?
উত্তর : ‘The Refutation of Idealism’ প্রবন্ধটির লেখক জি. ই. ম্যুর।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

সমকালীন পাশ্চাত্য দর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. সমকালীন পাশ্চাত্য দর্শন বলতে কী বুঝ?
২. সমকালীন পাশ্চাত্য দর্শনের দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
৩. ইতালীয় ভাববাদ সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, ইতালীয় ভাববাদ বলতে কী বুঝ?

৪. ‘জগৎ ইচ্ছাশক্তির প্রকাশ।’ – শোপেনহাওয়ার অনুসারে উত্তিটি ব্যাখ্যা কর।
৫. দ্বান্দ্বিক বস্তুবাদ বলতে কী বুঝ?
৬. দ্বান্দ্বিক বস্তুবাদ হেগেলের ডায়ালেকটিক থেকে কীভাবে বিরোধী?
৭. যৌক্তিক প্রত্যক্ষবাদ বলতে কী বুঝ?
৮. সংক্ষেপে পরখনীতি আলোচনা কর। জা

৯. অধিবিদ্যার অর্থহীনতা বলতে কী বুঝ?
১০.স্বাধীনতা সম্পর্কে সার্ভের ধারণা আলোচনা কর।
অথবা, স্বাধীনতা সম্পর্কে সার্ত্রের ধারণা ব্যাখ্যা কর।
১১. অস্তিত্ববাদী দর্শনে ব্যক্তিস্বাধীনতার ধারণা ব্যাখ্যা কর।
অথবা, অস্তিত্ববাদী দর্শনে ব্যক্তিস্বাধীনতা কী?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১২. প্রয়োগবাদ কী?
১৩. সি. এস. পার্সের অর্থতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা কর।
১৪. মৌলিক অভিজ্ঞতাবাদ কী?
১৫. করণবাদ বলতে কী বুঝ?
১৬. উত্তর আধুনিকতাবাদ কী?

১৭. আধুনিকতাবাদ ও উত্তর আধুনিকতাবাদের মধ্যে পার্থক্য কর।
১৮. বিশ্লেষণী দর্শনের স্বরূপ ব্যাখ্যা কর।
১৯. রাসেলের বর্ণনাতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা কর।

PDF Download সমকালীন পাশ্চাত্য দর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. সমকালীন পাশ্চাত্য দর্শনের স্বরূপ ব্যাখ্যা কর।
২. সমকালীন পাশ্চাত্য দর্শনের প্রধান ধারাগুলো ব্যাখ্যা কর।
৩. ব্রাডলির মতানুসারে সত্তার স্বরূপ ব্যাখ্যা কর।
৪. ইতালীয় ভাববাদ কী? ক্রোচের ভাববাদ ব্যাখ্যা কর।
৫. ক্রোচের ভাববাদী দর্শনের একটি বিচারমূলক ব্যাখ্যা দাও।

৬. ব্রাডলির মতানুসারে সত্তার স্বরূপ ব্যাখ্যা কর। তিনি কীভাবে অবভাস ও সত্তার মধ্যে পার্থক্য করেন?
৭. ব্রাডলি অনুসরণে অবভাস ও সত্তার মধ্যে পার্থক্য কর।
৮. ভিয়েনা চক্র কী? ভিয়েনা চক্রের উৎপত্তি ও ক্রমবিকাশের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৯. ভিয়েনা চক্র কী? এর লক্ষ্য ও সাফল্য আলোচনা কর।
১০. ‘বাক্যের অর্থ তার পরখ করা পদ্ধতিতে নিহিত’ বলতে মরিজ শ্লিক কী বুঝিয়েছেন?

অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন ২০২৪

১১. বিবর্তনবাদ কী? হেনরি বার্গসোঁর সৃজনমূলক বিবর্তনবাদ ব্যাখ্যা কর।
অথবা, বার্গসোঁর সৃজনমূলক বিবর্তনবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১২. অস্তিত্ববাদের উৎপত্তি ও ক্রমবিকাশের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৩. অস্তিত্ববাদ কী? অস্তিত্ববাদ কীভাবে ব্যক্তিস্বাধীনতার সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
১৪. সত্য সম্পর্কে জেমসের মতবাদের একটি বিচারমূলক ব্যাখ্যা কর।
অথবা, সত্য সম্পর্কে জেমসের মতবাদের একটি বিচারমূলক ব্যাখ্যা দাও।

১৫. নব্য বাস্তববাদীরা কীভাবে ভাববাদের সমালোচনা করেন?
অথবা, ভাববাদের বিরুদ্ধে নব্য বাস্তববাদীদের যুক্তিগুলো আলোচনা কর।
১৬. নব্য বাস্তববাদ কী? নব্য বাস্তববাদকে ‘জ্ঞানতাত্ত্বিক একত্ববাদ’ বলা হয় কেন?
১৭. বিশ্লেষণী দর্শন কী? বিশ্লেষণই কি দর্শনের একমাত্র কাজ?
১৮. বিশ্লেষণী দর্শনের স্বরূপ ও গুরুত্ব আলোচনা কর।

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের সমকালীন পাশ্চাত্য দর্শন পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন

Honors 4th year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের সমকালীন পাশ্চাত্য দর্শন স্পেশাল সাজেশন 2024,Honors Contemporary Western Philosophy Suggestion 2024

PDF Download সমকালীন পাশ্চাত্য দর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, সমকালীন পাশ্চাত্য দর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ সমকালীন পাশ্চাত্য দর্শন সাজেশন, সমকালীন পাশ্চাত্য দর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment