অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন (International Trade and Finance ) সুপার সাজেশন
Department of : Finance & Banking & Other Department
Subject Code: 242401
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন সাজেশন,আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন, অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. আন্তর্জাতিক বাণিজ্য কি?
উত্তর : দুই বা ততোধিক দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের লেনদেন সংগঠিত হলে তখন তাকে আস্ত জাতিক বাণিজ্য বলে।

২. এম.এন. সি কি?
উত্তর : এম.এন. সি হলো মাল্টি ন্যাশনাল কর্পোরেশন (Multi National Corporation).

৩. বিনিময় হার বলতে কি বুঝায়?
উত্তর : এক দেশের প্রতি একক মুদ্রার বিনিময়ে অন্য দেশের যে পরিমাণ মুদ্রা পাওয়া যায় তাকে বিনিময় হার বলে।

৪. মুক্ত বাণিজ্য কি?
উত্তর : যখন আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ থাকে না তাকে মুক্ত বা অবাধ বাণিজ্য বলে।

৫. প্রত্যক্ষ কোটা কি?
উত্তর : পরিমাণের ভিত্তিতে কোটা প্রকাশ করলে তাকে প্রত্যক্ষ কোটা বলে।

৬. FDBP – এর পূর্ণরূপ কি?
উত্তর : Foreign Documentary Bill Purchase.

৭. আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহে প্রভাববিস্তারকারী দুইটি উপাদানের নাম লিখ।
উত্তর : ১. মুদ্রাস্ফীতি ২. বিনিময় হার।

৮. সাপটার (SAPTA) পূর্ণরূপ কি?
উত্তর : “South Asian Preferential Trade Agreement.”

৯. ফ্যাক্টর কে?
উত্তর : ব্যাংক, বিমা কোম্পানি, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যারা প্রাপ্য বিলসমূহ ক্রয় করে অর্থায়নের ব্যবস্থা করে এরাই ফ্যাক্টর।

১০. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কি?
উত্তর : প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হচ্ছে এমন এক ধরনের বিনিয়োগ যেখানে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য দেশের অর্থনীতিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষেত্রে অর্থ খাটিয়ে মুনাফা অর্জন করে।

১১. পরিবর্তনশীল বিনিময় হার বলতে কি বুঝ?
উত্তর : যখন বৈদেশিক বিনিময় বাজারে চাহিদা ও যোগান দ্বারা বিনিময় ও যোগান দ্বারা বিনিময় হার নির্ধারিত হয় তাহলে সেই বিনিময় হারকে পরিবর্তনশীল বিনিময় হার বলে।

১২. বিনিময় নিয়ন্ত্রণ কাকে বলে?
উত্তর : কোনো দেশের সরকার কর্তৃক দেশীয় বা বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবস্থার উপর বিধিনিষেধকে আরোপ করাকে বিনিময় নিয়ন্ত্রণ বলে।

১৩. আন্তর্জাতিক বাণিজ্যের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : ১. চুক্তির ভিত্তিতে বাণিজ্য ও ২. অবাধ ও সংরক্ষন বাণিজ্য।

১৪. ওপেক (OPEC) এর পূর্ণরূপ কি?
উত্তর : Organization for Petroleum Exporting Countries.

১৫. ব্যালেন্স অব পেমেন্টস কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অধিবাসীদের সাথে অন্যান্য দেশের অধিবাসীদের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের সুবিন্যাস্তভাবে লিপিবদ্ধ হিসাবকে ঐ দেশের ব্যালেন্স অব পেমেন্ট বলে।

১৬. আন্তর্জাতিক বাণিজ্যের ২টি সুবিধা লিখ।
উত্তর : ১. অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও ২. মোট উৎপাদন ও ভোগ বৃদ্ধি।

১৭. বন্ধ অর্থনীতি কী?
উত্তর : বন্ধ অর্থনীতি হলো এমন একটি অর্থনীতি যা বাইরে অর্থনীতির সাথে কোন ব্যবসায়িক ক্রিয়াকলাপ রাখে না। বন্ধ অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ যার অর্থ কোনো আমদানি দেশে আসে না এবং কোনো রপ্তানি ও দেশ ছেড়ে যায় না।

১৮. তুলনামূলক ব্যয় তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ডেভিড রিকার্ডো -১৮১৭ সাল

১৯. মুদ্রাস্ফীতি কি?
উত্তর : অর্থের যোগান বা সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু বাজারের মূল্য স্তর বৃদ্ধির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এর রকম পরিস্থিতিকেই মুদ্রাস্ফীতি বলা হয়।

২০. ASEAN এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Association of Southeast Asian Nations.

২১. মূলধন বাজেটিং কি?
উত্তর : দীর্ঘমেয়াদি সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করার জন্য বিকল্প প্রকল্পগুলো প্রস্তুতকরণ, মূল্যায়ন এবং নির্বাচন করার কৌশলকে মূলধন বাজেটিং বলে।

২২. ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কি?
উত্তর : প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হচ্ছে এমন এক ধরনের বিনিয়োগ যেখানে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য দেশের অর্থনীতিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষেত্রে অর্থ খাটিয়ে মুনাফা অর্জন করে।

২৩. নগর প্রবাহ বিশ্লেষণ কি?
উত্তর : পণ্য দ্রব্য ও সেবার উৎপাদন এবং বিক্রয়ের মাধ্যমে যে নগদ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে পরিচালন নগদ প্রবাহ বলে।

২৪. অবাধ বাণিজ্যের সংজ্ঞা দাও।
উত্তর : যখন আন্তার্জাতিক বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ থাকে না তাকে মুক্ত বা অবাধ বাণিজ্য বলে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. বাণিজ্য নীতির হাতিয়ারসমূহ সংক্ষেপে আলোচনা কর।
২. প্রত্যয়পত্রের গুরুত্ব আলোচনা কর।
৩. চলতি হিসাব ও মূলধন হিসাবের পার্থক্য লিখ।

4. Dhaka Ltd, just constructed a manufacturing plant in Ghana. The construction cost 4 50 million Ghanaian cedi. Grower intends to leave the plant open for three years. During the three years of operation, cedi cash flows are expected to be 01-50 million cedi, 01-50 million cedi and 01 million cedi, respectively. Operating cash-flows will begin on year from today and are remitted back to the parent at the end of each year. At the end of the third year, Brower expects to sell the plant for 02-50 million cedi. Grower has a required rate of return of 17 percent. It currently takes 4350 cedi to buy one US dollar, and the cedi is expected to depreciate by 4-50% percent per year. Determine the NPV for this project. Should Dhaka Ltd. build the plant?

৫. ভারসাম্য বিনিময় হার কীভাবে নির্ধারণ করা যায়?
৬. সরকারি হস্তক্ষেপের কার্যকারিতা যে বষিয় দ্বারা প্রভাবিত হয় তা বর্ণনা কর।
৭. বহুজাতিক মূলধনী বাজেট প্রক্রিয়ায় কয় প্রভেদ কেন বিবেচনা করা প্রয়োজন?
৮. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সুবিধা কি?
৯. চরম ব্যয় সুবিধা ও তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের মধ্যকার চারটি পার্থক্য উল্লেখ কর।

১০. ফ্যাক্টরিং বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
১১. ইন্টারন্যাশনাল ডাইভারসিফিকেশনের চারটি সুবিধা উল্লেখ কর।
১২. ডাইরেক্ট ইন্টারভেনশন ও ইনডাইরেক্টর ইন্টারভেনশন সম্পর্কে আলোচনা কর।
১৩. মাল্টিন্যাশনাল কেপিট্যাল বাজেটিং-এর ক্ষেত্রে বিবেচ্য চারটি ফ্যাক্টর উল্লেখ কর।
১৪. সাবসিডিয়ারি তারল্য ব্যবস্থাপনা বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।

15. Suppose, on January, 2016 Japanese Yen fell 12-25% against the US dollar. By how much has the US dollar appreciated against the Japanese Yen?

PDF Download আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব আলোচনা কর।
২. (ক) কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য কর।
(খ) শুল্ক আরোপের কারণগুলি আলোচনা কর।
(গ) SAPTA চুক্তির উদ্দেশ্য কি?
৩. (ক) বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য কর।
(খ) চলতি হিসাবের উপাদানসমূহ কি?

৪. (ক) ভারসাম্য বিনিময় হার কি?
(খ) বিনিময় হার নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন উপাদান প্রভাবিত করে তা চিত্রসহকারে বর্ণনা কর।
৫. (ক) বিভিন্ন দেশের সরকাররা কি কি ধরনের বিনিময় হার ব্যবস্থা ব্যবহার করে ?
(খ) স্থির বিনিময় হার ও পরিবর্তনশীল বিনিময় হারের তুলনা কর।
৬. (ক) প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের উদ্দেশ্য কি?
(খ) প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ যে সকল উপাদান দ্বারা প্রভাবিত হয় তা বর্ণনা কর।

৭. কাম্য নগদ প্রবাহ সৃষ্টির পথে কৌশলগুলো সংক্ষেপে বর্ণনা কর।
৮. বাণিজ্যে অর্থায়নের পদ্ধতি কি কি তা আলোচনা কর।
৯. (ক) বেসিক ট্রেড মডেলের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
(খ) আন্তর্জাতিক বাণিজ্যের পাঁচটি সুবিধা উল্লেখ কর।

১০. (ক) প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
(খ) বাণিজ্যিক কাগজের পাঁচটি সুবিধা উল্লেখ কর।
১১. (ক) আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য প্রবাহে প্রভাব বিস্তাকারী উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
(খ) আন্তর্জাতিক ক্যাশ ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে সাবসিডিয়ারি এক্সপেনসেস ও রেভিনিউ বলতে কি বুঝায়?
১২. (ক) কিভাবে বিনিময় হারের ভারসাম্য বিন্দু নির্ধারণ করা হয়? চিত্রের সব্যাখ্যা কর।

খ) Indirea group expects the exchange rate of NZD to appreciate from USD 0-35/NZD to 040/NZD in 45 days. Indira group is able to borrow USD 40 million on a short-term basis from other banks. (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)

১৩. (ক) বিনিময় হারের উপর সরকারি হস্তক্ষেপের পাঁচটি কারণ উল্লেখ কর।
(খ) স্থির বিনিময় হার পদ্ধতি এবং ভাসমান বিনিময় হার পদ্ধতির মধ্যকার পাঁচটি পার্থক্য উল্লেখ কর।
১৪. (ক) অপটিমাইজ নগদ প্রবাহ বলতে কি বুঝায়? উদাহরণ দাও
(খ) সংক্ষেপে নগদ প্রবাহ বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা কর।

15. Expected return and standard deviation of returns of two international projects A and B are given below: (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)

(খ) ব্যাংকের স্বীকৃতিপত্রের জীবন প্রবাহ আলোচনা কর।
১৬. (ক) বিনিময় হার উঠানো কিভাবে পরিমাপ করা হয়? উদাহরণসহ ব্যাখ্যা কর।

(খ) NP Ltd. plans to invest its excess cash in Indian Rupees for one year. The one-year interest rate is 21 20%. The probability of the Rupees percentage change in value during the next year is shown below:

What is the expected value of the effective yield based on this information? Given that the US interest rate for one year is 11-25%. What ii the probability that aone-Near investment in Rupees will generate a lower effective yield than could be generated if NP Lid. Simply invest do domestically.

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

International%20Trade%20and%20Finance%20%281%29
International%20Trade%20and%20Finance%20%282%29
2024 আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
International%20Trade%20and%20Finance%20%283%29
International%20Trade%20and%20Finance%20%284%29

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন সাজেশন,

International%20Trade%20and%20Finance%20%285%29
International%20Trade%20and%20Finance%20%286%29

Honors 4th year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন স্পেশাল সাজেশন 2024,Honors International Trade and Finance Suggestion 2024

PDF Download আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন সাজেশন, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment