অনার্স ২য় বর্ষের ব্যবসায় আইনগত পরিবেশ সাজেশন, honors 2nd year legal environment of business special short suggestions, অনার্স ২য় বর্ষের ব্যবসায় আইনগত পরিবেশ ১০০% কমন সাজেশন

অনার্স ২য় বর্ষের ব্যবসায় আইনগত পরিবেশ সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ব্যবসায়ের আইনগত পরিবেশ (Legal Environment of Business) সুপার সাজেশন
Department of : Management & Other Department
Subject Code: 222605
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

ব্যবসায়ের আইনগত পরিবেশ অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের ব্যবসায়ের আইনগত পরিবেশ, অনার্স ২য় বর্ষের ব্যবসায়ের আইনগত পরিবেশ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন ব্যবসায়ের আইনগত পরিবেশ সাজেশন

অনার্স ২য় বর্ষের ব্যবসায় আইনগত পরিবেশ সাজেশন, honors 2nd year legal environment of business special short suggestions, অনার্স ২য় বর্ষের ব্যবসায় আইনগত পরিবেশ ১০০% কমন সাজেশন

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

ব্যবসায়ের আইনগত পরিবেশ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

ক বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ক্ষতিপূরণের বা খেসারত চুক্তি কি?
উত্তর : যে চুক্তি দ্বারা একপক্ষ নিজ “আচরণ বা তৃতীয় কোন ব্যক্তির আচরণজনিত ক্ষতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি অপর পক্ষকে দেয় তবে সে চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলে।

২. শর্তহীন জামিন কাকে বলে?
উত্তর : যে ক্ষেত্রে জামিনদার কোন শর্ত আরোপ না করে মুখদেনাদারের প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করে তাকে শর্তহীন জামিন বলে।

৩. অবিরাম জামিন বলতে কি বুঝায়?
উত্তর : যে ক্ষেত্রে আমিন উপর্যুপরি কতগুলো লেনদেন পর্যন্ত প্রসারিত হয়, তাকে অবিরাম জামিন বলে।

৪. জামিনদার কে?
উত্তর : কোন তৃতীয় ব্যক্তি চুক্তির খেলাপ করলে এর পক্ষে অন্য কেউ উক্ত চুক্তির প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধ করার অঙ্গীকার করলে ঐ চুক্তিকে জামিনে চুক্তি বলা হয়। যে ব্যক্তি এরপ অঙ্গীকার করেন অর্থাৎ জামিন দেন তাকে জামিনদার বলা হয়।

৫. বিমাযোগ্য স্বার্থ কি?
উত্তর: বিমাযোগ্য স্বার্থ বলতে যে বিষয় বা সম্পদের উপর বিমা করা হবে তার উপর বিমাগ্রহীতার স্বার্থ থাকাকে বুঝায়।

৬. প্রস্তাব বলতে কি বুঝ?
উত্তর : চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছা প্রকাশকে প্রস্তাব বলে।

৭. স্বীকৃতির সংজ্ঞা দাও।
উত্তর : যার কাছে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে, সে উক্ত প্রস্তাবে সম্মতি দিলে প্রস্তাবটি স্বীকৃত হলো বলে ধরা হয়।

৮. প্রস্তাব কিভাবে স্বীকৃতি হয়?
উত্তর : নিম্নলিখিতভাবে প্রস্তাব স্বীকৃতি হয়। যথা :
ক) মৌখিকভাবে;(খ) লিখিতভাবে;(গ) আচরণের দ্বারা।

৯. ভবিষ্যত প্রতিদান কি?
উত্তর : চুক্তির কোন প্রতিদান ভবিষ্যতের জন্য নির্ধারীত থাকলে তাকে ভবিষ্যত প্রতিদান বলে।

১০. পাল্টা প্রস্তাব কি?
উত্তর : প্রস্তাব গ্রহীতা প্রস্তাব গ্রহণ না করে যদি শর্ত আরোপ বা কোনো নতুন ধরনের পরিবর্তন প্রস্তাব করে তখন তাকে পাল্টা প্রস্তাব বলে।

১১. বর্তমান প্রতিদান কি?
উত্তর : যে প্রতিদান প্রতিশ্রুতির সাথে সাথে চলতে থাকে সে প্রতিদানকে বর্তমান প্রতিদান বলে।

১২. অতীত প্রতিদান কি?
উত্তর : অতীতে সম্পাদিত কোন কাজের জন্য বা সেবার জন্য বর্তমানে যে মূল্য বা প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলে।

১৩. প্রতিদান কী?
অথবা, প্রতিদান কাকে বলে?
উত্তর : কোনো প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় এবং দেয়া হয় তাকে প্রতিদান বলা হয়।

১৪. জনস্বার্থ বিরোধী চুক্তি কি?
উত্তর : সমাজের বা রাষ্ট্রের স্বার্থের বিরোধী বা ক্ষতিকারক সম্মতি বা চুক্তিকে জনস্বার্থ বিরোধী চুক্তি বলা হয়।

১৫. দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম লিখ।
উত্তর : দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম হলো (i) ব্যক্তিগত স্বাধীনতার প্রতিবন্ধকতা; (ii) পিতামাতার অধিকারের স্বাধীনতা।

১৬. প্রতিদান কত প্রকার ও কি কি?
অথবা, প্রতিদান কত প্রকার?
উত্তর : প্রতিদান সাধারণত তিন প্রকারের যথা- ১. বর্তমান প্রতিদান; ২. অতীত প্রতিদান ও ৩. ভবিষ্যত

১৭. কোন চুক্তির ক্ষেত্রে প্রতিদান একান্ত অপরিহার্য?
উত্তর : বৈধ চুক্তির ক্ষেত্রে প্রতিদান একান্ত অপরিহার্য।

১৮. শর্তযুক্ত জামিন কি?
উত্তর : যে ক্ষেত্রে জামিন চুক্তির দ্বারা মূল দেনাদারের দায়িত্ব পালনের প্রতি করে তবে এরূপ পরিস্থিতি পালন এক ব্যি শর্ত নির্ভর হয় তবে তাকে শর্তযুক্ত জামিন বলে।

১৯. গৌণশত কি?
উত্তর : যে শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের পক্ষে আনুষঙ্গিক, যা ভঙ্গ করলে খেসারত দাবি করার অধিকার জন্যে না তাকে গৌণ শর্ত বলে।

২০. বিশ্বস্ততার জামিন কি?
উত্তর : কোন অর্থ বা সম্পত্তি সংক্রান্ত জামিন ছাড়াও কোন ব্যক্তির বিশ্বস্ততার ব্যাপারে অপর পক্ষ জামিন হলে তাকে বিশ্বস্ততার জামিন বলে।

২১. জামিনে চুক্তি কি?
উত্তর : প্রতিশ্রুতি পালনে ব্যর্থ ব্যক্তির পক্ষে দায় পরিশোধের জন্য পাওনাদারকে প্রদত্ত প্রতিশ্রুতিকে জামিনের চুক্তি বলে।

২২. মুখ্যশর্ত কী?
উত্তর : যে শর্ত চুক্তির আসল উদ্দেশ্যের জন্য অপরিহার্য তাকে মুখ্য শর্ত বলে।

২৩. দাখিল কাকে বলে?
উত্তর : আইনের ভাষায় চুক্তি পালনের প্রস্তাব কে দাখিল বলে।

২৪. প্রতিশ্রুতি কাকে বলে?
উত্তর : প্রস্তাবকের প্রস্তাব গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলে ।

২৫. কয় ভাবে চুক্তি হস্তান্তর করা যায়?
উত্তর : দু’ভাবে চুক্তি হস্তান্তর করা যায়। যথা : (i) পক্ষসমূহের কার্যক্রম দ্বারা; (ii) আইনের মাধ্যমে।

২৬. পারস্পরিক প্রতিশ্রুতিগুলোকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : পারস্পরিক প্রতিশ্রুতিগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়।

২৭. সায় বলতে কি বুঝায়?
উত্তর : কোনো চুক্তিকে আইনত বলবৎযোগ্য করতে হলে চুক্তিভুক্ত পক্ষসমূহকে কোনো কাজ করা বা বিরত থাকার বিষয়ে একমত হওয়াকে সায় বা সম্মতি বলে।

২৮. স্বেচ্ছাসায় কাকে বলে?
উত্তর : স্বেচ্ছাসায় বলতে চুক্তির বিষয় পক্ষসমূহের নির্ভর ও স্বাধীনভাবে মত প্রকাশ করাকে বুঝায়।

২৯. চুক্তি আইনে স্বেচ্ছায় সায় বলতে কি বুঝায়?
উত্তর : মিথ্যে বর্ণনা, বল প্রয়োগ, অনুচিত প্রভাব প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে সায় প্রদত্ত হলে তাকে স্বেচ্ছা সায় বলে।

৩০. বল প্রয়োগ কি?
উত্তর : কোন ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কোন কাজ উদ্ধার করা বা কাজ হতে বিত রাখাকে বল প্রয়োগ বলে।

৩১. প্রতারণা কাকে বলে?
উত্তর : কোন একপক্ষকে ঠকানো বা প্রবা উদ্দেশ্যে কোন অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে।

৩২. ক্রেতা সাবধান নীতি বলতে কি বুঝ?
উত্তর : ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হলো কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে। দ্রব্যটির গুণাগুণ, বৈশিষ্ট্য এবং দোষত্রুটি ভাল করে পরীক্ষা করে নিবে।

৩৩. চুক্তি পালন বলতে কি বোঝ?
উত্তর : চুক্তি অনুযায়ী চুক্তিভুক্ত পক্ষগুলোর কার্যসম্পাদন বা কাজ থেকে বিরত থাকা কে চুক্তি পালন বলে।

৩৪. হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দাও।
উত্তর : হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে একটি লিখিত দলিল যা আইন স্বীকৃত ব্যবসায় রীতি অনুযায়ী বিনিময়ে হস্তান্তর যোগ্য।

৩৫. হস্তান্তরযোগ্য দলিলের দুটি বৈশিষ্ট্যে লিখ।
উত্তর : হস্তান্তরযোগ্য দলিলের দুটি বৈশিষ্ট্য হলো : ১. ইহা লিখিত ও স্বাক্ষরিত হয়ে থাকে; ২. দেনা পরিশোধের জন্য নগদ অর্থের মতো ব্যবহার।

ব্যবসায়ের আইনগত পরিবেশ সাজেশন

৩৬. হস্তান্তরযোগ্য দলিল আইনে কতটি ধারা রয়েছে?
উত্তর : হস্তান্তরযোগ্য দলিল আইনে ১৩১টি ধারা রয়েছে।

৩৭. হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে উদ্ভব হয়?
উত্তর : হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১ সালে উদ্ভব হয়।

৩৮. যথাকালে ধারক কে?
উত্তর : যথাকালে ধারক বলতে এমন একজন ব্যক্তিকে বুঝায় যিনি একটি প্রত্যর্থপত্র, বিনিময় বিল বা চেক, যা বাহক বা প্রাপক মেয়াদ উত্তীর্ণ হলে আদিষ্ট পরিশোধ করবে।

৩৯. বাহক কে?
উত্তর : বাহক হলো এমন একজন ব্যক্তি যিনি হস্তান্তরের মাধ্যমে একটি হস্তান্তরযোগ্য দলিলের দখল লাভ করেন, বাহককে পরিশোধযোগ্য।

৪০ নোটারী পাবলিক কে?
উত্তর : নোটারী, পাবলিক বলতে সেই ব্যক্তিকে বুঝায় যারা সরকার কর্তৃক আইনের বিধান অনুযায়ী দায়িত্ব পালনার্থে নিয়োগপ্রাপ্ত হন।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

PDF Download ব্যবসায়ের আইনগত পরিবেশ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১. চুক্তির সংজ্ঞা দাও।
অথবা, চুক্তি আইন অনুসারে চুক্তির সংজ্ঞা দাও।
২. বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য কী?
অথবা, বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে বৈসাদৃশ্য দেখাও।
৩. বাতিল, বাতিলযোগ্য ও অবলবৎযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
৪. সম্মানার্থে স্বীকৃতি কী?
অথবা, সম্মানার্থে স্বীকৃতি কাকে বলে?

৫. প্রতিদান বলতে কি বোঝ?
অথবা, প্রতিদানের সংজ্ঞা দাও।
৬. বৈধ প্রস্তাবের আইনগত নিয়মাবলি সংক্ষেপে বর্ণনা কর।
৭. প্রস্তাব সম্পর্কিত আইনের বিধানবলি আলোচনা কর।
৮. প্রস্তাব ও স্বীকৃতির মধ্যে পার্থক্য দেখাও।
৯. “বিনা প্রতিদানে চুক্তি হয় না”—ব্যাখ্যা কর।
অথবা, ‘বিনা প্রতিদানে চুক্তি হয় না’— এই নিয়মের ব্যক্তিক্রমসমূহ আলোচনা কর।

১০. “বৈধ চুক্তি গঠনে প্রতিদানের গুরুত্ব” -এ নিয়মের ব্যতিক্রমসমূহ ব্যাখ্যা কর।
১১. চুক্তি ভঙ্গ কি?অথবা, চুক্তি ভঙ্গ বলতে কি বুঝ?
১২. চুক্তিভঙ্গ কত প্রকার ও কি কি?
অথবা, চুক্তিভঙ্গের প্রকারভেদ দেখাও।

১৩. চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ তুমি কিভাবে নির্ধারণ করবে?
অথবা, খেসারতের পরিমাণ নির্ধারণের নিয়মাবলি বর্ণনা কর।
১৪. ক্ষতিপূরণ চুক্তি কি?
অথবা, ক্ষতিপূরণ চুক্তি কাকে বলে?
১৫. ক্ষতিপূরণ চুক্তির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
১৬. ক্ষতিপূরণ ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য আলোচনা কর।
অথবা, ক্ষতিপূরণের চুক্তি ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য কি?

১৭. জামিন চুক্তির অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর।
অথবা, জামিনের চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান বা বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৮. চুক্তি পালনে অস্বীকৃতির পরিনাম কি?
১৯. চুক্তি হস্তান্তর বলতে কি বুঝায়?
অথবা, চুক্তি হস্তান্তর কাকে বলে?
২০. সায় ও সেচ্ছাসায় বলতে কি বুঝ?
অথবা, সায় ও স্বেচ্ছাসায় কাকে বলে?

2024 ব্যবসায়ের আইনগত পরিবেশ অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

২১. নির্দোষ এবং প্রতারণামূলক মিথ্যা বর্ণনার মধ্যে পার্থক্য দেখাও।
২২. মৌনতা কি প্রতারণা হতে পারে–যদি হয় তবে কখন?
২৩. নীরবতা কি প্রতারণা -যদি হয় তবে কেন?
২৪. পণ্য বিক্রয় চুক্তি কি?
অথবা, পণ্য বিক্রয় চুক্তি বলতে কি বুঝ?
২৫. পণ্য বিক্রয় চুক্তির শর্তসমূহ কি কি?
২৬. মুখ্য শর্ত ও গৌণ শর্তের সংজ্ঞা দাও।
অথবা, মূখ্য শর্ত ও গৌণ শর্ত কী?

২৭. ক্রেতা সাবধান নীতির ব্যতিক্রমসমূহ বর্ণনা কর।
অথবা, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে “ক্রেতা সাবধান নীতির” ব্যতিক্রমগুলো আলোচনা কর।
২৮. বিক্রয় চুক্তিতে কখন পণ্যের মালিকানা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়?
২৯. বিক্রয় ও বিক্রয়ের সম্মতির মধ্যে পার্থক্য কি কি?
৩০. প্রতিনিধিত্ব বলতে কি বুঝ?
অথবা, প্রতিনিধিত্বের সংজ্ঞা দাও।

৩১. প্রতিনিধি সৃষ্টির উপায়গুলো আলোচনা কর।
৩২. প্রতিনিধিত্ব সৃষ্টির পন্থা কি?
অথবা, কিভাবে প্রতিনিধিত্ব সৃষ্টি করা যায়?
অথবা, প্রতিনিধি সৃষ্টির বিভিন্ন পন্থা কি?
৩৩. প্রতিনিধির প্রতি মুখ্যব্যক্তির কর্তব্যসমূহ উল্লেখ কর।
অথবা, মুখ্য ব্যক্তির প্রতি প্রতিনিধির কর্তব্যসমূহ আলোচনা কর।
অথবা, একজন মুখ্য ব্যক্তির প্রতি প্রতিনিধির কর্তব্য বর্ণনা কর।

৩৪. প্রতিনিধির অধিকারসমূহ আলোচনা কর।
৩৫. গচ্ছিত গ্রহীতার অধিকারসমূহ আলোচনা কর।
৩৬. গচ্ছিত প্রদানের প্রকারভেদ আলোচনা কর।
অথবা, গচ্ছিত প্রদানের শ্রেণিবিভাগ দেখাও।
৩৭. বন্ধক দাতার অধিকারগুলো আলোচনা কর।
৩৮. গচ্ছিত গ্রহীতার দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
অথবা, গচ্ছিত দাতার ও গচ্ছিত গ্রহীতার দায়িত্ব ও কর্তব্য বর্ণনা কর।
৩৯. প্রত্যর্থপত্র কি?
৪০. ইস্যু বলতে কি বুঝ?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ বিভাগ : রচনামূলক প্রশ্ন

১. “সকল চুক্তিই সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়” -উক্তিটি ব্যাখ্যা কর।
২. চুক্তি আইন, ১৯৭২ অনুযায়ী মিথ্যা বর্ণনা বলতে কি বুঝ?
৩. চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য কী?
অথবা, চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও।
৪. বৈধ চুক্তি বলতে কী বুঝায়?
৫. চুক্তির অপরিহার্য উপাদানসমূহের বর্ণনা দাও।
অথবা, চুক্তির আবশ্যকীয় উপাদানসমূহ কি কি? আলোচনা কর।

৬. চুক্তি ভঙ্গের প্রতিকার না আলোচনা কর।
অথবা, চুক্তি ভঙ্গের প্রাতকার সংক্রান্ত বিধানাবলি আলোচনা কর।
অথবা, চুক্তি ভঙ্গের প্রতিকারসমূহ কি কি?
৭. চুক্তি কোন অবস্থায় একজন দেনাদার দেউলিয়া ঘোষিত হয়?
৮. দেউলিয়া ঘোষণার আদেশের ফলাফল বর্ণনা কর।
৯. জামিনে চুক্তির সংজ্ঞা দাও।

অথবা, জামিনে চুক্তি বলতে কি বুঝ?
১০. জামিনে চুক্তির প্রকারভেদ লিখ।
অথবা, জামিনে চুক্তির শ্রেণিবিভাগ বর্ণনা কর।
১১. কখন একজন জামিনদার দায় থেকে মুক্তি পায়?
১২. জামিনদার কে? জামিনদারের অধিকারগুলো আলোচনা কর।
১৩. চুক্তির পরিসমাপ্তি বলতে কী বুঝ?
১৪. চুক্তির পরিসমাপ্তির বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা কর।
অথবা, চুক্তির পরিসমাপ্তির উপায় বর্ণনা কর।

অথবা, চুক্তি পরিসমাপ্তির বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।
১৫. চুক্তি পালনের শর্তসমূহ আলোচনা কর।
অথবা, চুক্তি পালনের শর্তসমূহ কি কি?
১৬. সম্পূর্ণ চুক্তি পালনে অস্বীকৃতির ফলাফল আলোচনা কর।
১৭. প্রস্তাবের সংজ্ঞা দাও।
অথবা, প্রস্তাব বলতে কি বুঝ?
১৮. কিভাবে প্রস্তাব প্রত্যাহার করা যায়? উদাহরণসহ উত্তর দাও।
অথবা, প্রস্তাব প্রত্যাহার করার উপায়সমূহ আলোচনা কর।

১৯. “শুধুমাত্র মানসিক স্বীকৃতিই স্বীকৃতি নয়” -ব্যাখ্যা কর।
২০. স্বীকৃতি জ্ঞাপন সংক্রান্ত নিয়মাবলি আলোচনা কর।
২১. প্রতিদান সংক্রান্ত চুক্তি আইনের বিধানগুলি আলোচনা কর।
২২. প্রতারণার অপরিহার্য উপাদানগুলো কী?
অথবা, প্রতারণার অপরিহার্য উপাদানগুলো বর্ণনা কর।
২৩. বল প্রয়োগের সংজ্ঞা দাও।
অথবা, বল প্রয়োগ বলতে কি বুঝ?

২৪. বল প্রয়োগের উপাদানগুলো কি কি?
২৫. বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য আলোচনা কর।
অথবা, বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের পার্থক্যগুলো কি কি লিখ।
২৬. প্রতারণা কাকে বলে?
২৭. প্রতারণা ও মিথ্যা বর্ণনার পার্থক্য দেখাও।
২৮. উপ-প্রতিনিধি ও সহ-প্রতিনিধির মধ্যে পার্থক্য কি?

অথবা, উপ-প্রতিনিধি ও সহ-প্রতিনিধির মধ্যে পার্থক্য লিখ।
২৯. প্রতিনিধিত্বের চুক্তি কি?
অথবা, প্রতিনিধিত্বের চুক্তির সংজ্ঞা দাও।
৩০. প্রতিনিধি কে নিয়োগ করতে পারে?
৩১. পণ্য বিক্রয় আইনের অপরিহার্য উপাদানগুলোর বর্ণনা দাও।

অনার্স ২য় বর্ষের ১০০% কমন ব্যবসায়ের আইনগত পরিবেশ সাজেশন 2024

অথবা, পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদানগুলোর বর্ণনা কর।
৩২. মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩৩. কখন ও কিভাবে মুখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয়?
অথবা, কখন ও কিভাবে মূখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয় বর্ণনা কর।

অথবা, কখন মুখ্য শর্তকে গৌণ শর্ত হিসেবে গণ্য করা হয়?
৩৪. বিক্রেতার অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা কর।
৩৫. “কোনো পণ্য বিক্রেতা পণ্যে তার নিজ অপেক্ষা ক্রেতাকে কোনো উত্তম স্বত্ব দিতে পারে না”—আলোচনা কর।
৩৬. “পণ্যের বিক্রেতা পণ্য তার নিজের যে স্বত্ব আছে তার বেশি ক্রেতার কাছে হস্তান্তরিত করতে পারে না” ব্যাখ্যা কর।
৩৭. অপরিশোধিত বিক্রেতা কে?

৩৮. পণ্য বিক্রয়তা আইনে অপরিশোধিত বিক্রেতা কে?
৩৯. অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ আলোচনা কর।
৪০. অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ কী?

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের ব্যবসায়ের আইনগত পরিবেশ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবসায়ের আইনগত পরিবেশ সাজেশন

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors 2nd Year Legal Environment of Business Suggestion 2024, Legal Environment of Business Honors 2nd Year Suggestion PDF 2024

Leave a Comment