অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন

Advertisement

অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সমাজবিজ্ঞান পরিচিতি/সমাজবিজ্ঞানের ভূমিকা
(Introduction to Sociology) সুপার সাজেশন
Department of : Social Work & Other Department
Subject Code: 222111
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন,সমাজবিজ্ঞান পরিচিতি অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি, অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন,

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

সমাজবিজ্ঞান পরিচিতি অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. আগস্ট কোঁৎ সর্বপ্রথম কত সালে ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: আগস্ট কোঁৎ ১৮৩৯ সালে ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন।

২. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর: সমাজবিজ্ঞানের জনক আগস্ট কোঁৎ।

৩. ‘‘সমাজবিজ্ঞান প্রাতষ্ঠানের বিজ্ঞান’’- উক্তিটি কার?
উত্তর: ‘‘সমাজবিজ্ঞান প্রাতষ্ঠানের বিজ্ঞান’’- উক্তিটি এমিল ডুর্খেইমের।

৪. ‘‘সমাজবিজ্ঞান সমাজের আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ।” – উক্তিটি কার?
উত্তর: ‘‘সমাজবিজ্ঞান সমাজের আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ।” – উক্তিটি আর. টি. শেফার এর।

৫. ‘‘সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান’’- উক্তিটি কার?
উত্তর: ‘‘সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান’’ উক্তিটি- লেস্টার ফ্রাঙ্ক ওর্য়ার্ড ও উইলিয়াম গ্রাহাম সামনারের।

Advertisement

৬. ‘যান্ত্রিক সংহতি’ প্রত্যয়টি কে প্রদান করেন?
উত্তর: ‘যান্ত্রিক সংহতি’ প্রত্যয়টি এমিল ডুর্খেইম প্রদান করেন।

৭. ‘সংস্কৃতি হলো আমরা যা এবং সভ্যতা হলো আমরা ব্যবহার করি বা আমাদের যা আছে।’- উক্তিটি কার?
উত্তর: ‘সংস্কৃতি হলো আমরা যা এবং সভ্যতা হলো আমরা ব্যবহার করি বা আমাদের যা আছে।’- উক্তিটি সমাজবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভার এর।

৮. ‘Verstehen’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘Verstehen’ শব্দটির অর্থ হলো অন্তদৃষ্টি বা জ্ঞানোপলব্ধি।

৯. উপসংস্কৃতি কী?
উত্তর: উপসংস্কৃতি হলো বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডলে অপেক্ষাকৃত ক্ষুদ্রতর সংস্কৃতি।

১০. বিপরীত সংস্কৃতি কী?
উত্তর: বৃহত্তর সমাজের মূল সংস্কিৃতির সাথে যখন উপসংস্কিৃতির দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয় তখন তাকে বিপরীত বা পাল্টা সংস্কৃতি বলে।

১১. ‘বিশ্বগ্রাম ধারণার’ প্রবক্তা কে?
উত্তর: ‘বিশ্বগ্রাম ধারণার’ প্রবক্তা মার্শাল র্মাকলোহান।

১২. ‘সাংস্কৃকির অসম অগ্রগতি’ তত্ত্বটি কার?
উত্তর: ‘সাংস্কৃকির অসম অগ্রগতি’ তত্ত্বের প্রবক্তা হলেন- W. F. Ogburn.

১৩. ‘Urbanism’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘Urbanism’ শব্দটি প্রথম Louis Wirth ব্যবহার করেন।

১৪. সাংস্কিৃতিক শূন্যতা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: সাংস্কিৃতিক শূন্যতা তত্ত্বের প্রবক্তা হলেন- W. F. Ogburn.

১৫. অতি নগরায়ণ কী?
উত্তর: অতি নগরায়ণ বলতে নগরের সংখ্যা বৃদ্ধিকে বুঝায় না, বরং নগরীর ধারণক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা এবং নিম্ন জীবনযাত্রাকে বুঝায়।

১৬. নগর মানসিকতা কী?
উত্তর: নগর মানসিকতা বলতে সমবেত আচরণে নানা প্রকার ব্যক্তিত্বের অংশগ্রহণ এবং সমাজ নিয়ন্ত্রণের বিশেষ কৌশলের ফলে গড়ে ওঠা মনোভাব ও আদর্শকে বুঝায়।

১৭. বস্তি কী?
উত্তর: কোনো প্রকারে মাথা গোঁজার উপযোগি বাসস্থানকে বস্তি বলে।

১৮. জেন্ডার অসমতা কী?
উত্তর: ক্ষমতা, মর্যাদা ও সম্পদে নারী-পুরুষের অসম অবস্থানকে জেন্ডার অসমতা বা লিঙ্গীয় বৈষম্য বলে।

১৯. WID এর পূর্ণরূপ কী?
উত্তর: WID এর পূর্ণরূপ Women In Development.

২০. কত তারিখে বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়?
উত্তর: প্রতি বছরের ৫ জুন বিশ্ব দিবস পালন করা হয়।

২১. ‘The Division of Labour’ গ্রন্থের লেখক কে
উত্তর: ‘The Division of Labour’ গ্রন্থের লেখক Emile Durkheim.

২২. ‘Stratification’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে
উত্তর: ‘Stratification’ শব্দটি Strata শব্দ থেকে এসেছে।

২৩. বিচ্যুত আচরণ কী?
উত্তর: ব্যক্তি যখন সমাজ স্বীকৃত পন্থায় আচরণ না করে সমাজের অস্বীকৃত পন্থায় আচরণ করে সামাজিক সংহতি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে তখন এ ধরণের আচরণকে বিচ্যুতি বা বিচ্যুত আচরণ বলে।

Advertisement 2

২৪. বৃত্তকলা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: বৃত্তকলা তত্ত্বের প্রবক্তা হলেন- Home Hoyt.

২৫. অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তর: অপরাধ বিজ্ঞানের জনক সিজার লমব্রোসো (Cesare Lombroso)।

২৬. সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন কী কী?
উত্তর: সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন হলোÑ ধর্ম, পরিবার, আইন, শিক্ষা, রাষ্ট্র, ভ্রভৃতি।

২৭. HIV এরপূর্ণ রূপ কী?
উত্তর: HIV এরপূর্ণ রূপ হল Human Immune Deficiency Virus.

২৮. AIDS এর পূর্ণরূপ কী?
উত্তর: AIDS এর পূর্ণরূপ হল Acquired Immune Deficiency Syndrome.

২৯. STD এরপূর্ণ রূপ কী?
উত্তর: STD এরপূর্ণ রূপ হল- Sexually Transmihed Disease.

৩০. হেপাটাইটিস- বি ভাইরাস দেহের কোন অংশকে আক্রমন করে?
উত্তর: হেপাটাইটিস- বি ভাইরাস দেহের লিভারকেআক্রান্ত করে ও কোষগুলো ধ্বংস করে লিভারকে অকেজো করে ফেলে।

আরো ও সাজেশন:-

Advertisement 2

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

সমাজবিজ্ঞান পরিচিতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. সমাজবিজ্ঞান বলতে কি বোঝ?
২. সমাজবিজ্ঞানের স্বরূপ উল্লেখ কর।
৩. সমাজবিজ্ঞানের মূল্যবোধ নিরপেক্ষতা কী?
৪. সাংস্কৃতিক কি?

৫. বিশ্বায়ন কি?
৬. বিশ্বায়নের নেতিবাচক প্রভাব বা কুফল উল্লেখ কর।
৭. সংস্কৃতির উপাদানসমূহ উল্লেখ কর।
৮. নগরায়ণ কী?

PDF Download সমাজবিজ্ঞান পরিচিতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

৯. জেন্ডার ও লিঙ্গের মধ্যে পার্থক্য কী?
১০. নারীর ক্ষমতায়ন কী?
১১. দুর্যোগ ব্যবস্থাপনা কী?
১২. বনশূন্যতার ফলাফল সম্পর্কে বর্ণনা কর।

১৩. সামাজিক অসমতার নির্ধারকসমূহ উল্লেখ কর।
১৪. সংক্ষেপে মহিলা-পুরুষ ভেদে ও বয়সভেদে সামাজিক অসমতা ব্যাখ্যা কর।
১৫. অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৬. সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বাহন সম্পর্কে লেখ।

১৭. সামাজিক নিয়ন্ত্রণের ধর্মের ভূমিকা কী?
১৮. ভদ্রবেশী অপরাধ কী?
১৯. স্বাস্থ্যহীনতার সামাজিক কারণসমূহ আলোচনা কর।
২০. HIV এর লক্ষণগুলো কী কী?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যা জানো লেখ।
২. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
৩. একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর।
৪. সংস্কৃতির সংজ্ঞা দাও সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

৫. বাংলাদেশের সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
৬. বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়নের সমস্যা সমূহ আলোচনা কর।
৭. বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়ন প্রক্রিয়া ও সামাজিক গঠন আলোচনা কর।
৮. বাংলাদেশ বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর জন্য কী কী পদক্ষেপ নেয়া যায়? আলোচনা কর।

2024 সমাজবিজ্ঞান পরিচিতি অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

৯. বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা কর।
১০. দুর্যোগ ব্যবস্থাপনা কী? দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ সমূহ আলোচনা কর।
১১. বনশূন্যতার কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১২. বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর।
১৩. জলবায়ু পরিবর্তন কী? জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব আলোচনা কর।

১৪. সামাজিক অসমতার সংজ্ঞা দাও। সামাজিক অসমতার নির্ধারকসমূহ আলোচনা কর।
১৫. সামাজিক অসমতা কী? সামাজিক অসমতার ধরনগুলো আলোচনা কর।
১৬. সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝ? সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরন আলোচনা কর।
১৭. বিচ্যুতি সংক্রান্ত মতবাদ আলোচনা কর।
১৮. অপরাধ সম্পর্কে সাদারল্যান্ডের ‘বিভিন্নমুখী মেলামেশা’ তত্ত্বটি আলোচনা কর।

Advertisement 4

১৯. স্বাস্থ্যহীনতা কাকে বলে? বাংলাদেশের আর্থসামাজিক জীবনে স্বাস্থ্যহীনতার প্রভাব আলোচনা কর।
২০. স্বাস্থ্য সমাজ, পরিবেশ ও আচরণের উপর কী প্রভাব ফেলে?

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন,

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Introduction to Sociology Honors 2nd Year Suggestion PDF 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment