অনার্স ১ম বর্ষ প্রাণিবিদ্যা-১ ১০০% কমন সাজেশন ২০২১, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ প্রাণিবিদ্যা-১ সাজেশন ২০২১, nu super suggestion honors 1st year প্রাণিবিদ্যা-১ স্পেশাল শর্ট সাজেশন্স ২০২১

অনার্স ১ম বর্ষ প্রাণিবিদ্যা-১ ১০০% কমন সাজেশন ২০২১, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ প্রাণিবিদ্যা-১ সাজেশন ২০২১, nu super suggestion honors 1st year প্রাণিবিদ্যা-১ স্পেশাল শর্ট সাজেশন্স ২০২১

অনার্স ও মাস্টার্স পরীক্ষা প্রস্তুতি শিক্ষা সাজেশন
শেয়ার করুন:

বিষয়: প্রাণিবিদ্যা-১ সাজেশন অনার্স ১ম বর্ষ ২০২১

বিভাগঃ প্রাণিবিজ্ঞান,উদ্ভিদবিজ্ঞান,পদার্থবিজ্ঞান,গণিত
কোর্স শিরোনামঃ প্রাণিবিদ্যা-১

বিষয় কোড: 213105

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

খ বিভাগ

১. প্রাণীবিজ্ঞানের বিকাশে অষ্টাদশ শতাব্দির একজন বৈজ্ঞানিকের ভূমিকা আলোচনা কর।

২. মানব কল্যানে প্রাণীবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লিখ।

৩. প্রাণীবিজ্ঞানের ৪টি বিশুদ্ধ এবং ৪ টি আধুনিক/ফলিত শাখার বর্ণনা দাও।

৪. পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রানীকুলের গুরুত্ব লিখ।

৫. পৃথিবীতে জীবন সৃষ্টির আনবিক পর্যায় সম্পর্কে লিখ।
অথবা,
জীবন সৃষ্টির ” স্বতঃস্ফুর্ত জনন ” মতবাদ ব্যাখা কর।

৬. প্রানীবিজ্ঞানের প্রায়োগিক পরিধি বর্ণনা কর।

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

৭. স্বভোজী ও পরভোজী প্রানীদের তুলনা কর।

৮.পপুলেশন কি? এর বৈশিষ্ট্য উল্লেখ কর।

৯. সঙ্গা দাও – বাস্তুতন্ত্র, বায়োটা, ফনা, উপাঙ্গ, বায়োস্ফেয়ার।

১০. জাতিজনি কী? লিনিয়াস পদসোপান লিখ।

১১. সম্প্রদায় কী? এর বৈশিষ্ট্য উল্লেখ কর।

১২. চিত্রসহ মাইটোকন্ড্রিয়ারর গঠন ও কাজ লিখ।

১৩. একটি নিউরনের গঠন ও কাজ লিখ।

১৪. মাইটোসিস/মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ননা কর।

১৫. পার্থক্য লিখ-
(ক) অস্থি ও তরুণাস্থি
(খ) মাইটোসিস ও মিয়োসিস
(গ)ফ্লাজেলা ও সিলিয়া
(ঘ)মরফোমেট্রিক্স ও মেরিট্রিক্স
(ঙ) প্রটোস্টোম ও ডিউরোস্টোম
(চ) Radiata ও Bilateria
(ছ) নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড
(জ) অরীয় ক্লিভেজ ও সর্পিল ক্লিভেজ
(ঝ) ট্যাগিং ও মার্কিং

১৬.বিভিন্ন প্রকার RNA এর বিবরন দাও।

১৭. হৃদপেশীর বৈশিষ্ট্য ও কাজ লিখ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৮.কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল বর্ননা কর।

১৯. একটি প্রানীকোষের ইলেক্ট্রনিক অণুবীক্ষনিক চিত্র অংকন কর।

২০. দ্বিপদ নামকরনের নিয়মাবলী লিখ।

২১. উদাহরন সহ এন্টারোসিল ও সাইজোসিল এর সঙ্গা দাও।

২২.নমুনায়ন বলতে কি বোঝ? নমুনায়নের সুবিধাগুলো লিখ।

২৩. যেকোন ৪ ধরনের ট্যাগ বর্ননা কর।

২৪. সিলোম কী? সিলোমের উপর ভিত্তি করে প্রাণীজগতকে শ্রেণিবিন্যাস কর।

২৫.শ্রেণিবিভাগের বিভিন্ন স্তর বা ধাপসমুহের বর্ননা দাও।

২৬. Sphygmamanometer ও Microtome মেশিনের ব্যবহার লিখ।

২৭.৪টি Biological software এর নাম ও কাজ লিখ।

২৮. ক্যামেরা লুসিডা ও মাইক্রোমিটারের ব্যবহার লিখ।

২৯. হিমোসাইটোমিটার কি? হিমোসাইটোমিটারের ব্যবহার লিখ।

৩০. তথ্য প্রযুক্তির গুরুত্ব উল্লেখ কর।

গ বিভাগ

১.জীবনের উৎপত্তি সংক্রান্ত জীব রাসায়নিক মতবাদ বর্ণনা কর।

২. জীবনের উৎপত্তি সংক্রান্ত ‘ওপারিনের’ মতবাদ বর্ণনা কর।

৩. প্রানীদেহের সাংগঠনিক মাত্রার বিবরন দাও।

৪. জীববৈচিত্র হ্রাসের কারনসমুহ বর্ণনা কর।

৫. কোষ অঙ্গাণু কী?Lysosome এবং Endoplasomic reticulum এর গঠন ও কাজ লিখ।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

৬.কোষের সঙ্গা দাও। কোষ ঝিল্লীর একক পর্দা মতবাদ বর্ণনা কর ও কোষ ঝিল্লীর কাজ লিখ।

৭.DNA কী? DNA এর ভৌত গঠন বর্ণনা কর।

৮.মাইটোকন্ড্রিয়া কী? এর ভৌত ও রাসায়নিক গঠন ও কাজ বর্ণনা কর।

৯. মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো বর্ণনা কর।

১০.সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ক্রোমোজোমের বর্ণনা কর।

১১. DNA অনুর প্রতিলিপন পদ্ধতি বর্ণনা দাও।

১২.কোষ চক্র বলতে কী বোঝ? কোষ চক্রের বিবরন দাও।

১৩.স্নায়ু কলা কী? একটি নিউরনের গঠন ও কাজ লিখ।

১৪. ভ্রূনস্তর কী কী? এদের পরিনতি বর্ণনা কর।

১৫.প্রানী শ্রেণীবিন্যাসের ভিত্তি কী? প্রানীজগতে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো বর্ণনা কর।

১৬.প্রতিসাম্য ও প্রান্তিকতা বলতে কী বোঝ? প্রতিসাম্যতার ভিত্তিতে প্রানীজগতের শ্রেণীবিন্যাস কর।

১৭.দেহ গহ্বর কী? দেহ গহ্বরের উপর ভিত্তি করে প্রধান প্রানী পর্বগুলোকে বিভিন্ন দলে ভাগ কর।

১৮.শ্রেণীবিন্যাস কি? পাঁচ/ ছয় রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।

১৯. সংগ্রহ উপকরন কী? প্রকৃতি হতে প্রানী সংগ্রহের বিভিন্ন উপকরন সংক্ষেপে বর্ণনা কর।

২০.গবেষনা কী? কিভাবে একটি গবেষনা পত্র তৈরী করা হয় বর্ণনা কর।

২১.নমুনায়ন কী? নমুনায়ন পদ্ধতিগুলো কী কী? নমুনার তালিকা প্রনয়নে কী কী বিষয় গুরুত্বপূর্ণ?

২২.শনাক্তকরণ কী? শনাক্তকরণ পদ্ধতিগুলোর নাম উল্লেখ কর।যেকোন তিন ধরনের ট্যাগ- এর গঠন বর্ণনা কর।

২৩.বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিবেদন লেখার পদ্ধতি আলোচনা কর।
২৪. হিমোসাইটোমিটার কী? এর গঠন ও ব্যবহার বর্ণনা কর।

২৫.তথ্য বলতে কী বোঝ? তথ্য অনুসন্ধানে ব্যবহৃত নেটওয়ার্ক সম্বন্ধে আলোচনা কর।

২৬. তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝ? উদাহরণ সহ বিভিন্ন প্রকার প্রবন্ধের বর্ণনা দাও।

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *