Honors 3rd Year History of West Asia (1560 -1914) Suggestion

Google Adsense Ads

Honors 3rd Year History of West Asia (1560 -1914) Suggestion, History of West Asia (1560 -1914) Suggestion PDF, short suggestion Honors 3rd year History of West Asia (1560 -1914), History of West Asia (1560 -1914) suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year History of West Asia (1560 -1914),

Honors 3rd Year History of West Asia (1560 -1914) Suggestion 2025

চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪), অনার্স ৩য় বর্ষের ১০০% কমন পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) সাজেশন

অনার্স ৩য় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) (History of West Asia (1560 -1914)) সুপার সাজেশন
Department of : History & Other Department
Subject Code: 231505
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) সাজেশন,পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪), অনার্স ৩য় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

History of West Asia (1560 -1914) Suggestion PDF 2025

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. অটোম্যান তুর্কি কারা?
উত্তর: গোবি মরুভূমি ও ইউরাল পর্বত মালার মধ্যবর্তী অঞ্চলে বসবাসকারী ওযু সম্পর্কে অটোম্যান তুর্কি বলা হয়।

২. অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ওসমান।

৩. জেনিসারী বাহিনী কে গঠন করেন?
উত্তর: জেনিসারী বাহিনী অটোমান সুলতান ওরখান গঠন করেন।

৪. মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হত?
উত্তর: মধ্যযুগের আলেকজান্ডার বলা হয় তৈমুর লংগোকে।

৫. অটোম্যানদের কোন সুলতান ‘মহান ভদ্রলোক’ উপাধি লাভ করেন?
উত্তর: অটোমান সুলতান প্রথম মোহাম্মদ ‘মহান ভদ্রলোক’ উপাধি লাভ করেন।

৬. ইউরোপের ইতিহাসে কে ‘গ্রিম সেলিম’ নামে অভিহিত?
উত্তর: ইউরোপের ইতিহাসে সুলতান প্রথম ‘গ্রিম সেলিম’ নামে অভিহিত ছিলেন।

৭. মহান সোলায়মান কে ছিলেন?
উত্তর: মহান সোলায়মান ছিলেন সুলতান দ্বিতীয় সেলিমের পিতা।

৮. সর্বশেষ্ঠ অটোমান সুলতান কে ছিলেন?
উত্তর: সর্বশেষ্ঠ অটোমান সুলতান ছিলেন মহামতি সোলায়মান।

৯. সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম কী?
উত্তর: সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম সুলায়মান।

১০. কাকে ‘Salim the sot’ উপাধি দেয়া হয়েছিল?
উত্তর: তুরস্কের সুলতান দ্বিতীয় সেলিম ‘Salim the sot’ নামে পরিচিত।

১১. ‘মাতাল সেলিম’ কার উপাধি ছিল?
উত্তর: ‘মাতাল সেলিম’ অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের উপাধি ছিল‌।

১২. দ্বিতীয় সেলিমের উজির কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় সেলিমের উজির এর নাম ছিল মোহাম্মদ সুকোল্লি।

১৩. কুচুক কাইনারজির সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: কুচুক কাইনারজির সন্ধি 1774 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

১৪. ‘ইরাদ ই জাদিদ’ কী?
উত্তর ‘ইরাত ই জাদিদ’ হলো সুলতান তৃতীয় সেলিম কর্তিক প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগার।

১৫. ‘নিজাম ই জাদিদ’ কী?
উত্তর: ‘নিজাম ই জাদিদ’ হলো অটোমান সুলতান তৃতীয় সেলিমের কর্তিক নবগঠিত একটি আধুনিক সামরিক বাহিনী।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

History of West Asia (1560 -1914) Honors 3rd Year Suggestion PDF 2025

১৬. তুরস্কের পিটার দ্যা গ্রেট বলা হয় কাকে
উত্তর: অটোমান সাম্রাজ্য পিটার দ্যা গ্রেট হলেন সুলতান দ্বিতীয় মাহমুদ।

১৭. ‘তানভিম ই ভিকায়ী’ কী?
উত্তর: ‘তানভির ই ভিকায়ী’ হলো একটি সংবাদপত্র।

১৮. কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়?
উত্তর: তুরস্কের ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়।

১৯. ইসলামী আন্দোলন কে শুরু করেন?
উত্তর: ইসলামী আন্দোলন সৈয়দ জামাল উদ্দিন আফগানি শুরু করেন।

২০. পাশা শব্দের অর্থ কী?
উত্তর: পাশা শব্দের অর্থ জেলা প্রশাশক।

২১. আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।

২২. ‘ওয়াকফ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ওয়াকফ’ শব্দের অর্থ অধিক উদ্দেশ্যে দান করা সম্পদ।

২৩. খেদিভ অর্থ কী?
উত্তর: খেদিভ শব্দের অর্থ স্বাধীন সুলতান।

২৪. সুয়েজ খাল কোথায় অবস্থিত?
উত্তর: সুয়েজ খাল মিশর অবস্থিত।

Google Adsense Ads

২৫. সুয়েজ খাল খননের স্থপতি কে ছিলেন?
উত্তর: সুয়েজ খাল খননের স্থপতি ছিলেন ফরাসি প্রকৌশলী ফার্ডিনান্ড ডি . লেসেপস।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২৬. মাহদী কে ছিলেন?
উত্তর: মাহদি ছিলেন সুদানের বিদ্রোহী নেতা।

২৭. খেদিভ কী?
উত্তর: খেদিভ হল ভাইসরয়।

২৮. সুদানের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর: সুদানের প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন মেজর জেনারেল চার্লস গর্ডন।

২৯. লর্ড ক্রোমার কে ছিলেন?
উত্তর: লর্ড ক্রোমার ছিলেন মিশরে নিযুক্ত বৃটিশ কনসাল জেনারেল।

৩০. পারস্যর কাজার বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: পারস্যর কাজার বংশের প্রতিষ্ঠাতা আগা মহাম্মদ খান।

৩১. ইরানের পাহলভী প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ইরানের প্রতিষ্ঠাতা ছিলেন রেজা শাহ পাহলভী।

PDF Download পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025

খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. অটোম্যানদের পরিচয় দাও।
২. জেনিসারী বাহিনীর সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
৩. মোহাম্মদ সুকোল্লি বিখ্যাত কেন?
৪. সংক্ষেপে লেপান্ট যুদ্ধের ফলাফল লেখ।

৫. কুচুক কাইনারজির সন্ধি সম্পর্কে সংক্ষেপে লেখ।
৬. জাসির সন্ধি কী?
৭. নব্য তুর্কিদের পরিচয় দাও।
৮. প্রাচ্য সমস্যা বলতে কী বোঝ?

৯. গ্রিক স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব সম্পর্কে লেখ।
১০. তানজিমাত কী?
১১. ক্যাপিচুলেশন প্রথা কী?
১২. হেরেম কী?

১৩. মিশরের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ।
১৪. নেপোলিয়ন বোনাপার্ট কেন মিশর আক্রমণ করেছিলেন?
১৫. খেদিভ মোহাম্মদ তৌফিক কে ছিলেন?
১৬. ওরাবি পাশার পরিচয় দাও।

১৭. মোস্তফা কামাল সম্পর্কে যা জানো লেখ।
১৮. কাজার বংশের পতন সম্পর্কে আলোকপাত কর।
১৯. ওসমান কে ছিলেন?

2025 পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. অটোম্যান সাম্রাজ্য পতন সম্পর্কে আলোচনা কর।
২. সুলতান সুলেমান এর মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের অবনতির কারণগুলো আলোচনা কর।
৩. সংস্কারক হিসেবে সুলতান তৃতীয় সেলিমের অবদান লেখ।
৪. প্রাচ্য সমস্যা কী? এর উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।

৫. গ্রিক স্বাধীনতা যুদ্ধের বিবরণ দাও।
৬. ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
৭. নব্য তুর্কি দলের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? তাদের ব্যর্থতার কারণ দর্শাও।
৮. নব্য তুর্কি আন্দোলন কেন শুরু হয়েছিল? এর ব্যর্থতার কারণগুলো কী?

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) সাজেশন

৯. অটোমান সুলতানদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল?
১০. মিশরকে আধুনিকীকরণে মোহাম্মদ আলী পাশার অবদান নিরূপণ কর।
১১. নেপোলিয়নের মিশর আক্রমণের উদ্দেশ্য আলোচনা কর।
১২. খেদিভ ইসমাইল পাশাকে মিশরের ইউরোপীয় করণবাদী হিসেবে অভিহিত করা হয় কেন?

১৩. ১৮৬৯ সাল পর্যন্ত সুয়েজ খাল খননের ইতিবৃত্ত বর্ণনা কর।
১৪. জাতীয়তাবাদী আন্দোলনে জামালউদ্দিন আফগানি অবদান আলোচনা কর।
১৫. মিশরের ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থার বিবরণ দাও।

Honors 3rd year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) স্পেশাল সাজেশন 2025,Honors History of West Asia (1560 -1914) Suggestion 2025

PDF Download পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) সাজেশন, পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪) অনার্স ৩য় বর্ষ সাজেশন,

Google Adsense Ads

Leave a Comment