Google Adsense Ads
BBA (Honour’s) 2nd Year
Department of ACCOUNTING
Final Suggestion for “Taxation In Bangladesh”
১. বেতন খাতে আয় (সেকশন ২১) (খ+গ) ***
২. সিকিউরিটি সুদ খাতে আয় (সেকশন ২২-২৩) (খ) ***
৩. গৃহ সম্পত্তি খাতে আয় (সেকশন ২৪-২৫) (খ +গ) ***
৪. কৃষি খাতে আয় (সেকশন ২৬-২৭) (খ+গ) ***
৫. ব্যবসায় ও পেশা খাতে আয় (খ)
৬. মূলধনী লাভ খাতে আয় (সেকশন ৩১-৩২) (খ)
৭. অন্যান্য উৎস খাতে আয় (সেকশন ৩৩-৩৪) (খ) ***
৮. একক ব্যক্তির কর নির্ণয় (সমন্বিত) (গ) **** {যেমন: বেতন খাত + গৃহ সম্পত্তি খাত + কৃষি খাত + অন্যান্য }
৯. অংশীদার ফার্মের কর নির্ণয় (গ) ***
১০. কোম্পানির কর নির্ণয় (গ) ****
১১. মূল্য সংযোজন কর (মূসক) (গ) ****
- জ্বর পর হাত পায়ের ব্যথা করনীয় কি, জ্বর পরবর্তী শরীরে ব্যথার চিকিৎসা
- বাংলাদেশে অনলাইন পর্নোগ্রাফি ও ব্যক্তিগত কনটেন্ট: সামাজিক প্রভাব ও আইনগত বাস্তবতা
- চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান নোবেল পুরস্কার ২০২৫
- ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখবে
- World ftp server, BDIX FTP SERVER LIST,Free FTP server, All BD Ftp Server List, ftp server bd
খ বিভাগে সাধারণত ম্যাথ দেয় ৩ টা, বাকি ৫ টা থিউরি। ৩ থেকে ৩ টা ম্যাথ
দেয়া কষ্টসাধ্য। ২ টা ম্যাথ ইজিলি দিতে পারবেন। তাই এমন করে প্রস্তুতি নিন, যেন
খ বিভাগে ৩ টি থিউরি প্রশ্নের উত্তর করতে পারেন।
গ বিভাগে সাধারণত ম্যাথ দেয় ৪ টা, বাকি
৪ টা থিউরি। ৪ টা থেকে ৪ টা ম্যাথ দেয়া কষ্টসাধ্য। ৩ টা ম্যাথ ইজিলি দিতে
পারবেন। তাই এমন করে প্রস্তুতি নিন, যেন
গ বিভাগে ২ টি থিউরি প্রশ্নের উত্তরকরতে পারেন।
প্রতিটা অংকের সমাধানের ক্ষেত্রে
টীকা লেখাবেন যতটুকু পারেন। টীকা ছাড়া ট্যাক্সের ম্যাথে ফুল মার্কস দেয়না।
অর্থবছরের (২০১৯-২০) আইন দ্বারা সমাধান করবেন অংক।
Theoretical suggestion for Part B & C:
১. প্রত্যক্ষ ও পরোক্ষ করের পার্থক্য লিখ।
২. করদাতার শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৩. করবর্ষ ও আয়বর্ষ কোন পরিস্থিতিতে একই হতে পারে?
৪. আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো উপস্থাপন কর।
- জ্বর পর হাত পায়ের ব্যথা করনীয় কি, জ্বর পরবর্তী শরীরে ব্যথার চিকিৎসা
- বাংলাদেশে অনলাইন পর্নোগ্রাফি ও ব্যক্তিগত কনটেন্ট: সামাজিক প্রভাব ও আইনগত বাস্তবতা
- চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান নোবেল পুরস্কার ২০২৫
- ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখবে
- World ftp server, BDIX FTP SERVER LIST,Free FTP server, All BD Ftp Server List, ftp server bd
৫. কর ফাঁকি ও এড়ানোর পার্থক্য লিখ।
৬. কাস্টম ডিউটি হতে অব্যাহতির প্রক্রিয়া লিখ।
৭. কৃষি খাতে লোকসান পূরণের বিধান লিখ।
৮. অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের অত্যাবশকীয় শর্তাবলি লিখ।
৯. মূসক এর বৈশিষ্ট্য লিখ।
১০. করের উদ্দেশ্য লিখ।
১১. অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা লিখ।
১২. জাতীয় রাজস্ব বোর্ড কি? DCT এর ক্ষমতা ও কার্যাবলি লিখ।
১৩. মূসক কর্তৃপক্ষ কারা?
১৪. করঘাত ও করপাতের পার্থক্য লিখ।
১৫. অকরধার্য আয় ও রেয়াতযোগ্য আয়ের পার্থক্য লিখ।
Google Adsense Ads
১৬. বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নির্ণয় করবে?
১৭. কর নির্ণয়ে প্রভিডেন্ট ফান্ডের প্রভাব লিখ।
১৮. গৃহসম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি লিখ।
১৯. আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণিবিভাগ দেখাও। আয়কর নির্ধারণে
এদের প্রভাব দেখাও।
২০. কপট লেনদেন উদাহরণসহ ব্যাখা কর।
২১. কর অবকাশ সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলি লিখ।
২২. আয়করের দৃষ্টিতে আয়ের বৈশিষ্ট্য লিখ।
২৩. কর ফাঁকির পদ্ধতি আলোচনা কর।
২৪. সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে কিভাবে মূল্য নির্ধারণ করা হয়?
২৫. TDS বলতে কি বুঝায়? বেতন পূরক বলতেকি বুঝায়?
২৬. বেতনের উপাদান আলোচনা কর।
২৭. মূসক’র নিবন্ধন পদ্ধতি লিখ।
২৮. উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য লিখ।
২৯. আয়কর নির্ধারণে আয়বর্ষ ও করবর্ষের তাৎপর্য আলোচনা কর।
৩০. কী কী কারণে মূসক সরকার এবং করদাতা উভয়ের নিকটই সুবিধাজনক?
৩১. মূসক আদেশের বিরুদ্ধে আপিল পদ্ধতি লিখ।
৩২. নতুন করদাতার TIN প্রাপ্তির পদ্ধতি লিখ।
৩৩. অকরধার্য ও করমুক্ত আয়ের পার্থক্য লিখ।
৩৪. করদায়ের উপর করদাতার আবাসিক মর্যাদার প্রভাব লিখ।
৩৫. কর ধার্যের নীতিমালা লিখ।।
৩৬. বিভিন্ন প্রকার শুল্কের বিবরণ দাও।
৩৭. কোম্পানির করের হার লিখ। কোম্পানির বিনিয়োগ ভাতা সংক্রান্ত বিধিবিধান লিখ।
৩৮. সরকারি ও ব্যক্তিগত অর্থব্যবস্থারপার্থক্য লিখ।
৩৯. গৃহসম্পত্তি খাতে আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কি কী? বর্ণনা দাও।
- অনার্স ৩য় বর্ষের সাজেশন প্রশ্নব্যাংক, অনার্স ৩য় বর্ষের সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের চুড়ান্ত সাজেশন
- Honors 3rd year suggestion pdf
- Honors 2nd year suggestion
- অনার্স ২য় বর্ষের সাজেশন
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এন্ড মেজারিং ইন্সট্রুমেন্ট -১
Google Adsense Ads