Google Adsense Ads
প্রশ্ন সমাধান: উত্তল দর্পণ ও অবতল দর্পণ পার্থক্য, উত্তল দর্পণ vs অবতল দর্পণ পার্থক্য, উত্তল দর্পণ ও অবতল দর্পণ তুলনামূলক আলোচনা, অবতল দর্পণ ও উত্তল দর্পণ মধ্যে পার্থক্য, উত্তল দর্পণ ও অবতল দর্পণ কাকে বলে,তুলনা করি: উত্তল দর্পণ ও অবতল দর্পণ আলোচনা
উত্তল দর্পণ (Convex Mirror):
যদি কোন গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তবে তাকে উত্তল দর্পণ বলে। অর্থাৎ গোলকীয় দর্পণের বাইরের উত্তলপৃষ্ঠটি উত্তল দর্পণ হিসেবে কাজ করে। একে অপসারী দর্পণ বলে ।
আরো ও সাজেশন:-
অবতল দর্পণ (Concave Mirror):
কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয় তবে সে দর্পণকে অবতল দর্পণ বলে। অবতল দর্পণের বৈশিষ্ট্য নিম্নরূপ : অবতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উত্তল দর্পণের ব্যাবহার
টেলিস্কোপ তৈরিতে উত্তল দর্পণের ব্যাবহার করা হয় ।
মোটর বাইক এ সাইড মিরর হিসেবে ব্যাবহার করা হয় ।
রাস্তার আলোতে প্রতিফলক রূপে ব্যাবহার করা হয় ।
দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ এর ব্যাবহার করা হয় ।
অবতল দর্পণ এর ব্যাবহার
অবতল দর্পণের সাহায্যে আমরা আমাদের নিজেদের মুখ দেখে থাকি ।
অবতল দর্পণে আলোক রশ্মিগুচ্ছ কে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় বলে ডাক্তার রা চোখ, কান ও গলা পরীক্ষা করার সময় এ দর্পণের ব্যাবহার করে থাকেন ।
প্রতিফলক হিসেবে অবতল দর্পণ এর ব্যাবহার করা হয়
উত্তল ও অবতল দর্পণের মধ্যে পার্থক্যঃ
যদি কোন গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তবে তাকে উত্তল দর্পণ বলে। উত্তল ও অবতল দর্পণের পার্থক্য নিম্নে আলোচনা করা হয়েছে-
১। টেলিস্কোপ তৈরিতে উত্তল দর্পণের ব্যাবহার করা হয় । অন্যদিকে, প্রতিফলক হিসেবে অবতল দর্পণ এর ব্যাবহার করা হয় ।
২। উত্তল দর্পণ মোটর বাইক এ সাইড মিরর হিসেবে ব্যাবহার করা হয়। অন্যদিকে, অবতল দর্পণ অবতল দর্পণের সাহায্যে আমরা আমাদের নিজেদের মুখ দেখে থাকি।
৩। দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ এর ব্যাবহার করা হয় । অন্যদিকে, অবতল দর্পণে আলোক রশ্মিগুচ্ছ কে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় বলে ডাক্তার রা চোখ, কান ও গলা পরীক্ষা করার সময় এ দর্পণের ব্যাবহার করে থাকেন ।
৪। ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে উত্তল দর্পণ তৈরি হয়। অন্যদিকে ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে অবতল দর্পণ তৈরি হয়
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
উত্তল ও অবতল দর্পণের পার্থক্য
উত্তল দর্পণ | অবতল দর্পণ |
---|---|
কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে উত্তল দর্পণ তৈরি হয় | কোনো ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে অবতল দর্পণ তৈরি হয় |
উত্তল দর্পণ চেনার ক্ষেত্রে কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয় তবে দর্পণটি উত্তল | অবতল দর্পণ চেনার ক্ষেত্রে, কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তবে দর্পণটি অবতল |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Google Adsense Ads
- টেকসই উন্নয়নে কোম্পানি সামাজিক দায়বদ্ধতা প্রভাব আলোচনা কর
- একটি কোম্পানির সিএসআর পলিসি প্রস্তুতির পদ্ধতি ব্যাখ্যা কর
- স্বেচ্ছাসেবক সিএসআর রিপোর্ট এর বিতর্কসমূহ বর্ণনা কর
- সিএসআর এবং কর্পোরেট কৌশল বলতে কি বুঝায়
- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সূচক সমূহ কি কি
- ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়,কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ
Google Adsense Ads