অধ্যায় :৫ কাজ, শক্তি ও ক্ষমতা, শক্তির সূত্র অনুসারে বস্তুর ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব শক্তি বের করো

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

অধ্যায় :৫ কাজ, শক্তি ও ক্ষমতা

৪.৫০ মি. উচ্চতা বিশিষ্ট একটি বিল্ডিং এর ছাদ থেকে 500 গ্রাম ভরের একটি বস্তুর স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে নিচে পড়ল ক্রমান্বয় দ্বিগুণ,তিনগুণ, চারগুণ, এবং ৫ গুণ করা হয় তবে গতি শক্তিতে পরিবর্তন হবে তা লেখ চিত্রের মাধ্যমে উপস্থাপন করো।

ক) শক্তির সূত্র অনুসারে বস্তুর ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব শক্তি বের করো
খ) বিভিন্ন বস্তুর ভর এর ক্ষেত্রে গতি শক্তি বের করে
গ)একটি কাগজে বিভিন্ন ঘরের জন্য প্রাপ্ত গতিশক্তির সম্পর্ক স্থাপন করো

84

শিক্ষা

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment