Google Adsense Ads
কি দোষ ছিলো মাগো আমার?
-মোঃ ফিরোজ খান
অল্প সময়ের আবেগ মাগো
ক্ষণিক সময়ের সুখ,
এ কেমন বিচার তোমার মাগো
দেখতে দাওনি পৃথিবীর মুখ।
আমার ইচ্ছে আসিনি মাগো
তোর পেটেতে আমি,
পৃথিবীতে নাকি সবার চেয়ে
সন্তান মায়ের কাছে দামী?
সুখের জন্য বিবেক ভুলে
তোমার বুকে ঠাঁই দিলে,
আনন্দের শেষে হেসে খেলে
কেটে ছিড়ে ফেলে দিলে।
পরিশেষে একদিন তুমি
আসবে মাগো আমার কাছে,
তখন তুমি আল্লাহর কাছে
ভেবে রাখো কি বলবে?
মরে গিয়ে আমি বেঁচে গেছি
বাচিয়েছি মাগো তোর মান,
থাকতাম যদি পৃথিবীতে বেঁচে
পরিচয় হতাম অবৈধ সন্তান।
পতিতা হয়ে সুখ পেতে
কেনো আমায় পেটে নিলে?
কলঙ্কের ভয়ে অবশেষে
মাগো আমায় ডাস্টবিনে ফেললে।
তোমার সঙ্গে তোমার মাও
করতো যদি এমন,
বুঝতে পারতে সেদিন মাগো
মৃত্যু যন্ত্রণা হয় কেমন?
তবুও মাগো তোমার জন্য
আল্লাহর কাছে চাইবো দোয়া
হাশরের মাঠে তোমার যেনো
আগুনের না লাগে ছোঁয়া।
হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি ঈমান দাও কোনো মা যেনো আবেগের বশে কোনো সন্তানের প্রতি অবিচার না করেন।আমিন ইয়া রব্বুল আলামীন।
Google Adsense Ads
- বাংলাদেশে অনলাইন পর্নোগ্রাফি ও ব্যক্তিগত কনটেন্ট: সামাজিক প্রভাব ও আইনগত বাস্তবতা
- চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান নোবেল পুরস্কার ২০২৫
- ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখবে
- World ftp server, BDIX FTP SERVER LIST,Free FTP server, All BD Ftp Server List, ftp server bd
- “লা আদওয়া” সংক্রমণ নেই! হাদীসটি কী বোঝায়?, ইসলাম কি সংক্রামক ব্যাধি সমর্থন করে?,ইসলাম কি ছোঁয়াচে রোগের অস্তিত্ব অস্বীকার করে?
Google Adsense Ads