৫ম শ্রেণি – বাংলা কবিতা: ফেব্রুয়ারির গান সৃজনশীল প্রশ্ন ও উত্তর

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

কবিতা

ফেব্রুয়ারির গান

নিচের কবিতাংশটুকু পড়ে প্রশ্নের উত্তর লেখো :

  সাগর নদীর ঊর্মিমালা মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্দুর।

  ছড়ায় পাহাড় সুরের বাহার ঝরনা-প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম-বর্ষা-শীতে।

  বাংলা আমার মায়ের ভাষা শহিদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান।

ক)        কবি কোন ‘মন ভোলানো সুর’ সম্পর্কে বলেছেন?

খ)        গ্রীষ্ম-বর্ষা শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি ছড়ায়?

গ)        আমরা কোন ভাষায় আমাদের মনের কথা বলি?

ঘ)        শহীদ ছেলের দান হিসেবে আমরা কী পেয়েছি?

            উত্তর

ক)        আমাদের এই বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের দেশ। এ দেশের সৌন্দর্যের কোনো তুলনা নেই। এ দেশে রয়েছে কত শত নদ-নদী আর সমুদ্দুর। নদ-নদী আর ঊর্মিমালা যখন ঢেউ তুলে তখন সুরের আবেগে আমাদের মন কেড়ে নেয়। সাগর আর নদীর ঢেউয়ের মাঝে এই মন ভোলানো সুর সম্পর্কেই কবি বলেছেন।

খ)        আমাদের দেশের উত্তর ও পূর্বাঞ্চলে রয়েছে অসংখ্য পাহাড়। আর পাহাড়ঘেরা আমাদের এই বাংলায় রয়েছে অনেক ঝরনা। এ ঝরনার পানি ঝরে পড়ার শব্দ আমরা গ্রীষ্ম, বর্ষা ও শীতে শুনতে পাই। আমাদের মন তখন আনন্দে ভরে ওঠে। পাহাড় আর ঝরনা প্রকৃতিতে সুরের বাহার ছড়িয়ে দেয়। গ্রীষ্ম-বর্ষা-শীতে বাতাসে তারই প্রতিধ্বনি ছড়ায়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ)        মায়ের মুখের মধুর ভাষা বাংলায় আমরা আমাদের মনের কথা বলি। ১৯৫২ সালে বুকের তাজা রক্তের বিনিময়ে এবং অনেক ত্যাগের পর আমরা এ ভাষা পেয়েছি। ১৯৫২ সালে ভাষার দাবিতে ঢাকায় তীব্র আন্দোলন শুরু করে ছাত্রসমাজ। ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে পড়ে তাঁরা।  তাঁদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের আজকের বাংলা ভাষা।

ঘ)        শহীদ ছেলের দান হিসেবে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা। আমাদের এ মাতৃভাষার স্বীকৃতি এক দিনে আসেনি। এ জন্য করতে হয়েছে অনেক আন্দোলন এবং ঢেলে দিতে হয়েছে অনেক তাজা বুকের রক্ত। ১৯৫২ সালে ভাষার দাবিতে ঢাকায় তীব্র আন্দোলন শুরু করে ছাত্রসমাজ। ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে পড়েন তাঁরা। পাকিস্তান সরকারের মদদপুষ্ট পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন সালাম, বরকত, শফিক, জব্বারসহ আরো অনেকে। তাঁদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের আজকের বাংলা ভাষা।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমাদের YouTube এবং Like Page

Google Adsense Ads

  • ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

    Google Adsense Ads

    Leave a Comment