৪র্থ অধ্যায়: নম্বর সিস্টেম ও ডিজিটাল লজিক, সংখ্যা পদ্ধতি কি?

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

৪র্থ অধ্যায়: নম্বর সিস্টেম ও ডিজিটাল লজিক

ক) সংখ্যা পদ্ধতি কি?

উত্তর কোন প্রতিক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করার ও গণনা করার রীতি বা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।

আমরা দৈনন্দিন বিভিন্ন প্রকার হিসাব নিকাশ করার জন্য যেসকল কৌশল ও বিন্যাস দ্বারা ভিন্ন ভিন্ন মানের বা ক্ষেত্রের জন্য সংখ্যাকে যে ভাবে ব্যবহার করি তাও হচ্ছে এক প্রকার সংখ্যা পদ্ধতি।

পৃথিবীর উন্নত সভ্যতাগুলোর মাঝে অনেক প্রকার সংখ্যা পদ্ধতির উন্মেষ ঘটেছিল। তা সত্বেই প্রয়োজন ও সহজ প্রয়োগের ভিক্তিতে কোন পদ্ধতি বিলুপ্ত হয়ে গেছে কোন পদ্ধতি টিকে আছে।

বর্তমান যে সংখ্যা পদ্ধতিগুলো টিকে আছে তা প্রধানত দুই ভাবে ভাগ করা যায়। যেমনঃ-

১। নন-পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি।

২। পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি।


খ) ডেটা কোডিং এর নিয়ম লিখ?

উত্তর আমরা দৈনন্দিন জীবনে সব কিছুকে তাদের নাম দিয়ে বুঝাই, কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সাধারনত সংক্ষেপে কোডের সাহায্যে বিভিন্ন জিনিসকে বুঝানো হয়। ডেটা কোডিং হল কোন নির্দিস্ট নিয়ম অনুসারে কোন ডেটাকে সংক্ষেপে সংখ্যা, অক্ষর বা চিহ্ন দ্বারা ইউনিক সংকেত বা কোডের সাহায্যে বুঝনো।

কম্পিউটার প্রোগ্রামিংয়ে ডেটা কোডিং খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। এর দ্বারা অতি সহজেই বিভিন্ন জিনিসের শ্রেনীবিন্যাস ও বিরাট তালিকা থেকে কোন কিছু খুজে বের করতে সহজতর হয়। কোডিং কাজের দক্ষতা ও নির্ভুলতাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

  • কোড ইউনিক (Unique) এবং অর্থবোধক হওয়া উচিৎ।
  • কোড যথাসম্ভব সংক্ষিপ্ত, স্থির ও স্থায়ী হওয়া উচিৎ।
  • কোড ইউনিফর্ম হওয়া দরকার সাথে সাথে পরিবর্তন যোগ্য হওয়া উচিৎ।

বিভিন্ন শ্রেণীর ডেটা কোড (Different Types Of Data Code):


গ) ৯৯.২৭৫ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রুপান্তর কর?
উত্তর

৪র্থ অধ্যায় নম্বর সিস্টেম ও ডিজিটাল লজিক, সংখ্যা পদ্ধতি কি
৪র্থ অধ্যায় নম্বর সিস্টেম ও ডিজিটাল লজিক, সংখ্যা পদ্ধতি কি

H.S.C

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment