Google Adsense Ads
💖💖হ্যামিলনের বাঁশিওয়ালা💖💖
ভুল ধরতে সবাই জানে স্বপ্ন দেখাতে ক’জন জানে
জীবনের শুরু থেকেই আজ অবধি আমার অভিভাবকের অভাব হয়নি। ভুল ধরার অভিভাবক।😠😠 এটা করা যাবেনা, ওটা করলে কেন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের শাসনসুলভ ভুল ধরা দেখতে দেখতে আমি অভ্যস্ত।
স্কুলের স্যাররাও মাঝে মাঝে বলতো তোর দ্বারা কিচ্ছু হবেনা। একজন স্যারের কথাতো আমি ভুলতেই পারিনা তিনি বলেছিলেন “আমাদের মাথায় ঘি মাখলেও নাকি আমাদের দিয়ে কিছুই করানো সম্ভব নয়”।
যারা শিক্ষক আমার এই পোষ্টটা পড়বেন দয়া করে এসব বলা থেকে বিরত থাকুন। ছাত্ররা হয়তো আপনার মুখের উপর উত্তর দিতে পারেনা।কিন্তু একজন ছাত্রের স্বপ্ন ভাঙার জন্য এ ধরনের দু একটা কথাই যথেষ্ট।
পেশায় আমি একজন শিক্ষক।আমি যেহেতু এইসব কথা শুনে বড় হয়েছি তাই আমি চেষ্টা করি আমার ছাত্ররা যেন আমার কথায় পিছিয়ে না গিয়ে যেন এগিয়ে যাবার স্বপ্ন দেখে।💦
আমাদের দেশের শিক্ষিত বেকারদের স্বপ্ন দেখার সময়সীমা ৩০বছর অবধি। এর মাঝে কিছু করতে না পারলে তারা যেন জীবনের কাছে হার মেনে নেন।খুব কম জনই এই সংকট কাটিয়ে ওঠতে পারে।নিজেকে মেলে ধরতে পারে।💦
উইতে জয়েন করার পরে আমি পড়েছিলাম মহা ফাপড়ে।
সবাই দেখতাম কি সুন্দর পোষ্ট করতো। কত তথ্যবহুল পোস্ট…..
তখন এইসব তথ্যবহুল পোষ্ট পড়তে ইচ্ছে হতো আমার। খুজে খুজে পোষ্ট পড়তাম। গুরুত্বপূর্ণ টপিক লিখে রাখতাম।💦
এর মাঝে রাজিব স্যার নিজের পোষ্টে যখন ‘রাজিব স্যারের ধান্দাবাজি” শব্দগুলি বলতো তখন সব কিছুই তালগোল পাকিয়ে যেত।💦
একদিন স্যার তাঁর পোষ্টে ডি এস বি তে লেখাপড়ার কথা বলেন। স্যারের বলার পরপরই ডি এস বি তে জয়েন হই।
বিশ্বাস করেন ডি এস বি জয়েন করে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। কারণ আমি এতোদিন যেসব পোষ্ট খুজতাম সেসব পোস্ট সব এখানে রয়েছে।💦
তারপর ধীরে ধীরে রাজিব স্যারের ধান্দাবাজিতে পরে গেলাম। আমার দেখা এই জীবনে রাজিব স্যারের মতো স্বপ্নদ্রষ্টা হয়না। 💦
বয়স বা অবস্থা কখনো প্রতিবন্ধকতা হতে পারেনা এটা রাজিব স্যারের থেকেই শেখা।
আগে যেসব কাজকে মানুষ বাকা ভাবে দেখতো আমি নিজেও লজ্জা পেতাম। আজ সেই কাজকেই সম্মান করতে শিখেছে।শুধুমাত্র রাজিব স্যারের অনুপ্রেরণায়।💦
আমরা যতই বড় হই না, বয়স যাই হোক না কেন অনুপ্ররেণা দিয়ে এখনো যা করানো সম্ভব হুকুম বা শাসন দিয়ে সেটা সম্ভব নয়।💦
রাজিব স্যার নিশ্চয়ই জোর করে কাউকে ডি এস বিতে আটকে রাখেন নাই।তাহলে কেন আছি??❓❓
স্যার আমাদের স্বপ্ন দেখিয়েছেন যা আর কেউ পারেনাই।শুধু স্বপ্ন নয়।স্যার প্রতিবন্ধকতা কাটানোর শক্তি জুগিয়েছেন।
স্যার আমার জীবনে হ্যামিলনের বাঁশিওয়ালা💖💖💖
আমি আপনাদের রিকা আপু।
জানা অজানা
Google Adsense Ads
- ফাইনাল পরিক্ষায় উত্তর উপস্থাপন, লেখার সময়, লেখার কায়দা।
- ৬-দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়নের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন বঙ্গবন্ধু। এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
- সর্বকালের সবচেয়ে দর্শকপ্রিয় ৭ ছবি
- পড়াশুনার কোন বয়স নাই চলো সবাই পড়তে যাই
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে ‘ধৈঞ্চা’
- কোন ইন্টারভিউ কীভাবে দেবেন?
- প্রেসিডেন্ট শিগগিরই ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
- স্বপ্ন বনাম দুঃস্বপ্ন
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের একাদশ অধ্যায় ‘রাজবংশী’র
- প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে?
Google Adsense Ads