স্বাভাবিক সংখ্যা (Natural Number) কাকে বলে?,পূর্ণসংখ্যা (Integer) কাকে বলে?,ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) কাকে বলে?

স্বাভাবিক সংখ্যা (Natural Number) কাকে বলে?,পূর্ণসংখ্যা (Integer) কাকে বলে?,ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) কাকে বলে?

শিক্ষা প্রশ্ন সমাধান

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: স্বাভাবিক সংখ্যা (Natural Number) কাকে বলে?,পূর্ণসংখ্যা (Integer) কাকে বলে?,ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) কাকে বলে?

স্বাভাবিক সংখ্যা (Natural Number) : 1, 2, 3, 4, …….. ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। 2, 3, 5, 7, …… ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9, ……… ইত্যাদি যৌগিক সংখ্যা।

◈ পূর্ণসংখ্যা (Integer) : শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণসংখ্যা বলা হয়।

 অর্থাৎ …… -3, – 2, – 1, 0, 1, 2, 3, ……..ইত্যাদি পূর্ণসংখ্যা।

◈ ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) : p, q পরস্পর সহমৌলিক, q ≠ 0 এবং q ≠ 1 হলে, p÷q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। যেমন : 12, 32, -53 ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা। p < q হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং p > q হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়।

যেমনঃ 12, 13, 23, 14, ………. ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ এবং 32, 43, 53, 54, ………ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ।

◈ মূলদ সংখ্যা (Rational Number) : p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 হলে, p÷q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়।

যেমনঃ 31 = 3, 112 = 5.5, 53 = 1.666… ইত্যাদি মূলদ সংখ্যা।

◈ অমূলদ সংখ্যা (Irrational Number) : যে সংখ্যাকে p÷q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা।

যেমনঃ √2 = 1.414213 …., √3 = 1.732…., √5÷2 = 1.58113 ….. ইত্যাদি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না।


আরো ও সাজেশন:-

◈ দশমিক ভগ্নাংশ সংখ্যা : মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়।

যেমনঃ 3 = 3.0, 5÷2 = 2.5, 10÷3 = 3.3333 ……, √3 = 1.732 ….. ইত্যাদি দশমিক ভগ্নাংশ সংখ্যা।

◈ বাস্তব সংখ্যা (Real Number) : সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।

◈ ধনাত্মক সংখ্যা (Positive Number) : শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়।

যেমনঃ 1, 2, 1÷2, 3÷2, √2, 0.415, 0.6..2, 4.120345061, …… ইত্যাদি ধনাত্মক সংখ্যা।

◈ ঋণাত্মক সংখ্যা (Negative Number) : শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।

যেমনঃ -1, – 2, – 1÷2, – 3÷2, – 2, – 0.415, – 0.6..2, – 4.120345061 ইত্যাদি ঋণাত্মক সংখ্যা।

◈ অঋণাত্মক সংখ্যা (Non-negative Number) : শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।

যেমনঃ 0, 3, 1÷2, 0.612, 1.3., 2.120345……… ইত্যাদি অঋণাত্মক সংখ্যা।

রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র ও Application উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি Letter উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
ইমেলEmail উত্তর লিংক সারাংশ ও সারমর্ম উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
CVউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংক Completing Storyউত্তর লিংক
Dialog/সংলাপউত্তর লিংক Short Stories/Poems/খুদেগল্পউত্তর লিংক
অনুবাদউত্তর লিংক Sentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *