স্কুল জীবনে ভালবাসা ভোলা যায়না কভু এটা যে আমার প্রথম শেখা জীবনের জন্য হৃদয়কে নাড়া দেয় দু বছর পর স্কুলে গিয়ে আমার ভালোবাসার স্মৃতি সব সেখানেই, মোঃ ফিরোজ খান এর কবিতা ফিরে এলাম স্কুলে, ফিরে এলাম স্কুলে কবিতা

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

ফিরে এলাম স্কুলে

মোঃ ফিরোজ খান

স্কুল জীবনে ভালবাসা ভোলা যায়না কভু
এটা যে আমার প্রথম শেখা জীবনের জন্য
হৃদয়কে নাড়া দেয় দু বছর পর স্কুলে গিয়ে
আমার ভালোবাসার স্মৃতি সব সেখানেই।

মনে পড়ে হারানো দু বছর আগের কথা
নিষ্পাপ সেই সম্পর্ক খুনসুটি সেই মুহূর্ত
বেশিরভাগ ক্ষেত্রে স্কুল জীবনের সব স্মৃতি
শেষ সময় খুব বেশী একটা মধুর ছিল না।

শুধু মনের এক কোনে দাগ কেটে চলে যায়,
যা বয়ে বেড়াতে হয় আমাদের দু বছর পরে
ভালোলাগার শিক্ষকদের কথা মনে হয়
শিক্ষকের তাকানো দৃশ্য ভেসে ওঠে মনে।

অনুভব করা যায় বিগত দু বছর পর
বৃষ্টির দিনগুলোর থমকে দাঁড়ায় কষ্টে
ভালোবাসার বন্ধুদের সাথে বাড়ি আসা,
কিছু কথা, কিছু স্মৃতির স্কুলের পাতা,।

বাঁচতে শেখায় স্কুল জীবনের শিক্ষা
স্কুল জীবনের শিক্ষা মানেই সবার অতীত,
আমাদের বর্তমান ,ভবিষ্যতের পথ চলা
স্কুল জীবনের শেখা মানেই আমার অস্তিত্ব।

স্কুল জীবন মানে সুখের অপেক্ষায় থাকা,
খুনসুটির মাঝখানে প্রিয় বন্ধুদের মনে পরা
শেষ ক্লাসের স্বপ্ন ভেসে ওঠে অতি কষ্টে
প্রফুল্লতা,মুখে হাসি, হৃদয়ে মিষ্টি সুর নেই

কোথায় সেই ভালোবাসা? স্কুল জীবনের?
অসমাপ্ত থেকে যায় জীবনের মূল্যবান সময়
অনেক সময় অপেক্ষা করে ফিরে এলাম
শিক্ষার ঘরে জীবনের লক্ষ্যে পৌছে যেতে।

যে কোনো প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : info@banglanewsexpress.com

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment