সিপ্যানেল লাইসেন্স চেক করার উপায়, সিপ্যানেল এর লাইসেন্স চেক করার উপায়, আসুন জেনে নিন আপনার cpanel আসল নাকি নকল, সিপ্যানেল Cpanel এর লাইসেন্স চেক করার সহজ উপায়, বাইপাস/ক্রাক/নাল সিস্টেম ব্যবহার করা খুবই বিপদজনক।,বিশ্বস্ত হোস্টিং কোম্পানি চেনার ৬টি উপায়

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

আজকের বিষয়: সিপ্যানেল লাইসেন্স চেক করার উপায়, সিপ্যানেল এর লাইসেন্স চেক করার উপায়, আসুন জেনে নিন আপনার cpanel আসল নাকি নকল, সিপ্যানেল Cpanel এর লাইসেন্স চেক করার সহজ উপায়, বাইপাস/ক্রাক/নাল সিস্টেম ব্যবহার করা খুবই বিপদজনক।,বিশ্বস্ত হোস্টিং কোম্পানি চেনার ৬টি উপায়

বাইপাস/ক্রাক/নাল সিস্টেম ব্যবহার করা খুবই বিপদজনক। এই ধরনের সিস্টেম ব্যাবহার করলে, যেকোনো সময় ক্ষতিগ্রস্থের শিকার হতে পারেন।
আমরা যারা বিভিন্ন কোম্পানির থেকে সিপ্যানেল কন্ট্রোলের ট্রেডিশনাল শেয়ার্ড হোস্টিং সার্ভিস ব্যবহার করছি, সেই সিপ্যানেলের লাইসেন্স চেক করার উপায়।


প্রথমে সিপ্যানেলে লগইন করুন। তার পর টার্মিনালে প্রবেশ করে, curl myip.cpanel.net এই কমান্ডটি দিয়ে ইন্টার করুন। তাহলে সার্ভার এর প্রাইমারি আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন।
এখন লাইসেন্স চেক করার জন্য   Verify   এই লিঙ্কে প্রবেশ করে, আইপি এড্রেসটি দিয়ে চেক করে দেখুন। যদি লাইসেন্স থাকে তাহলে তা দেখতে পাবেন।
যদি হোস্টিং প্রোভাইডার কোম্পানি আপনাকে টার্মিনাল এক্সেস না দেয়। তাহলে কোম্পানির সাপোর্টে গিয়ে আপনার ডোমেইন নামটি উল্লেখ করে, তাদেরকে বলুন সার্ভার এর যে আইপিতে সিপ্যানেলের লাইসেন্স করা রয়েছে, সেই আইপি এড্রেস আমাকে দিন।


কোম্পানির সাপোর্ট থেকে যে আইপি এড্রেসটি আপনাকে দিবে। সেই আইপি এড্রেস এর সাথে /cpanel যুক্ত করে, যে কোন একটি ব্রাউজারে ট্যাপ ওপেন করে ভিজিট করুন। এখন সিপ্যানেলে লগইন করার একটি ইন্টারফেস দেখতে পাবেন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কোম্পানিটি থেকে সিপ্যানেল কন্ট্রোলের শেয়ার্ড হোস্টিং নেওয়ার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিল, তা দিয়ে লগইন করুন। যদি লগইন হয় তাহলে বুঝবেন আপনাকে সঠিক আইপি এড্রেস দিয়েছে। আর যদি লগইন না হয় তাহলে বুঝবেন আপনাকে ভুল আইপি অ্যাড্রেস দিয়েছে।
এখন ঠিক আগের মতন সিপ্যানেল লাইসেন্স চেক করার লিঙ্কে প্রবেশ করুন এবং কোম্পানি থেকে যে আইপি এড্রেসটি আপনাকে দিবে, সেই আইপি এড্রেসটি দিয়ে লাইসেন্স চেক করুন।


দেশের যে কোম্পানিগুলো বাইপাস/ক্রাক ব্যাবহার করছে, তারা দেশ ও দশের ক্ষতি করছে এবং দেশের মার্কেটের ১২ টা বাজায় দিচ্ছে।
জেনুইন লাইসেন্স ব্যবহার করে, যে কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইড করছে। তাদের কাছ থেকেই সার্ভিস নিন। দাম একটু বেশী হলেও নিন।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment