Google Adsense Ads
বিস্তার পরিমাপ কি?,বিস্তার পরিমাপ কত প্রকার ও কি কি?,বিস্তার পরিমাপের ‘আদর্শ পরিমাপক কোনটি?
বিস্তার পরিমাপ কি?
উত্তর : কোন গণসংখ্যা নিরেশনের সংখ্যা তাদের মধ্যক মান হতে কতটুকু ছোট বা বড় তার পরিমাপকে বিস্তার পরিমাপ বলে।
বিস্তার পরিমাপ কত প্রকার ও কি কি?
উত্তর : বিস্তার পরিমাপ দুই প্রকার। কথা- আপেক্ষিক বিস্তার পরিমাপ এবং অন্যপক্ষ বিস্তার পরিমাপ
বিস্তার পরিমাপের ‘আদর্শ পরিমাপক কোনটি?
উত্তর: আদর্শ পরিমাপক হলো পরিচিত ব্যবধান।
বিস্তার পরিমাপকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় কেন?
উত্তর : বিস্তার পরিমাপ এমন একটি প্রক্রিয়া বা কোনো তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান থেকে বিভিন্ন তথ্য বিচ্যুতি পরিমাপ করে। এজন্য বিস্তার পরিমাপকে অনেক সময় দ্বিতীয় পর্যায়ের (Second order) গাড়ও বলা হয়।
চতুর্থক ব্যবধান কি?
উত্তর : তৃতীয় চতুর্থক থেকে প্রথন চতুর্থকের বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে চাতুর্থক ব্যবধান বলা হয়।
চতুর্থক ব্যবধানের সূত্রটি লিখ।
উত্তর: Q.D =(Q3-Q1)/2
পরিমিত ব্যবধানের ধারণা সর্বপ্রথম কে প্রদান করেন?
উত্তর : পরিমিত ব্যবধানের ধারণা সর্বপ্রথম প্রদান করেন কার্প পিয়ারসন।
পরিমিত ব্যবধান নির্ণয়ের ১টি সূত্র লিখ।
উত্তর : পরিমিত ব্যবধান নির্ণয়ের একটি সূত্র হলো; sd= 2fd2 (2fd
নমুনায়ন কাকে বলে? অথবা, নমুণারন কী?
উত্তর : যে পদ্ধতিতে নমুনা চরন করা হয় তারে বলা হয়।
পরিসরাংক নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : C. R. = (সবোচ্চ মান / সর্বনিম্ন)*100
ভেদাংক কি?
উত্তর : পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাংক বলে।
ভেদাংক নির্ণয়ের সূত্রটি কি?
উত্তর :
তথ্য বিশ্লেষণের দুটি উপায় লিখ। অথবা, তথ্য বিশ্লেষণের দুটি উপায় উল্লেখ কর।
উত্তর : তথ্য বিশ্লেষণের দুটি উপায় হলো- ১. সংগৃহীত তথ্য নিরীক্ষণ ७২. কার্যকর সম্পর্কের বিশ্লেষণ।
ব্যবধানাঙ্কের সূত্রটি লিখ।
উত্তর : ব্যবধানাঙ্ক =
Google Adsense Ads
Google Adsense Ads