বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালাে-স্যামুয়েলসনের এই উক্তিটি ব্যাখ্যা কর, বাণিজ্য না হওয়ার চেয়ে কিছুটা বাণিজ্য সুপারিশ কর, প্রমাণ কর বাণিজ্য না হওয়ার চেয়ে কিছুটা বাণিজ্য ভালাে

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালাে-স্যামুয়েলসনের এই উক্তিটি ব্যাখ্যা কর, বাণিজ্য না হওয়ার চেয়ে কিছুটা বাণিজ্য সুপারিশ কর, প্রমাণ কর বাণিজ্য না হওয়ার চেয়ে কিছুটা বাণিজ্য ভালাে

‘The Gains from International Trade’ নিবন্ধে স্যামুয়েলসন আন্তর্জাতিক বাণিজ্য সম্বন্ধে যে যুক্তি তুলে ধরেন তা হলাে, বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালাে। স্যামুয়েলসন মনে করেন যে, বাণিজ্য হতে দেশ বা সমাজের কিছু না কিছু লাভবান হয়। তাঁর মতে বাণিজ্যের দ্বারা সমাজের সম্পদ এমনভাবে ব্যবহৃত হয় যে সমাজের ভােগ সম্ভাবনা সীমানা বা উপযােগ সম্ভাবনা সীমানা প্রসারিত হয় এবং সমাজের মােট কল্যাণ বাড়ে। অর্থাৎ, বাণিজ্যের দ্বারা একটি দেশ বা সমাজ লাভবান হতে পারে।

স্যামুয়েলসন, রােনাল্ড ফিলে, এম সি কেপসহ আরও কি অর্থনীতিবিদ পর্যালােচনা করে দেখিয়েছেন যে বাণিজ্য হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালাে।

যেসব অনুমিতির উপর ভিত্তি করে উক্ত তত্ত্বটি পর্যালােচনা করা হয়েছে তা নিম্নরূপ

১. অর্থনীতিতে পূর্ণপ্রতিযােগিতা বর্তমান।
২. উৎপাদন কৌশল স্থির।
৩. উৎপাদন ও ভােগের ক্ষেত্রে বাহ্যিক প্রভাব বিবেচনা ও করা হয় না।
৪. মাত্রাগত উৎপাদন হির।
৫. ক্ষুদ্র দেশ আন্তর্জাতিক দামের উপর কোনাে প্রভাব খাটাতে পারে না।


আরো ও সাজেশন:-

10

Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

এ দেশটি যদি IP আন্তর্জাতিক রেখার চেয়ে বেশি কল্যাণ নির্দেশ | করে। অর্থাৎ, অভ্যন্তরীণ ভােগের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করে এখানে EJ পরিমাণ তুলার ভােগ কমিয়ে দিয়ে IP মূল্যে রপ্তানি করলে দেশটি বাণিজ্য বিহীন অবস্থার চাইতে তার কল্যাণ বৃদ্ধি করতে পারে।উপরিউক্ত বিশ্লেষণ দেখা গেল যে, বাণিজ্য না হওয়ার চেয়ে | কিছু বাণিজ্য হওয়া লাভ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment