Google Adsense Ads
কিছু উপদেশঃ
১। ড্রেস চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নিবেন। নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জ্বীনেরা আপনার সব দেখে ফেলবে (নাউজুবিল্লাহ)।
২। ওয়াশরুমে যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আপনার ও জ্বীনদের মধ্যে একটি পর্দা তৈরী করে দিবে এতে করে খবাইশ জ্বীন গুলো আপনাকে ইভটিজিং করতে পারবেনা।
৩। কোথাও কিছু ফেলার আগে যেমন গরম পানি, বিসমিল্লাহ বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবেনা।
৪। বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন।
যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতি তে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারো সালাম দিন।এটা ভদ্রতা।
৫। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন। তারা উৎসাহিত হবে।
৬। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদের কে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন।দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের,তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন। বসে খাবেন এটা সুন্নাহ।
৭। ডান কাত হয়ে ঘুমাবেন। এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পড়ে ঘুমাবেন এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জ্বীন থেকে হেফাজত করবে ইন শা আল্লাহ্।
৮। প্রতিরাতে অবশ্যই সুরা মুলক পড়ে ঘুমাবেন। এটা আপনার কবরের জীবনের সাথী,আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ্।
৯। ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব! অনুরূপ ভাবে কাপড় পড়ার আগে অবশ্যই একটু ঝেড়ে নিবেন এটা সুন্নাহ এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবেনা।
১০। পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন। মুচকি হাসবেন। এটা সুন্নাহ!
ধর্ম কম
Google Adsense Ads
- শবে মেরাজের গুরুত্ব ও আমাদের শিক্ষা ফজিলত
- গুনাহ দুই প্রকার। সগিরা গুনাহ ও কবিরা গুনাহ।
- কাতিবে ওহী কাকে বলা হয় ওহীর লেখক কারা ছিলেন?
- সহীহ নিয়ম ও দোয়া ফরজ গোসলের
- ওহির পরিচয়, প্রকার ও ওহি প্রেরণের পদ্ধতিসহ আল কুরআন সংকলনের ইতিহাস বর্ণনা কর
- যে স্ত্রীর স্বামী বিদেশে থাকে তার জন্য ১০টি দিকনির্দেশনা
- বৈধ স্ত্রীর স্তনের দুধ খাওয়া কি জায়েজ
- জান্নাত লাভের জন্য প্রয়োজনীয় ১০ টি জিকিরঃ-
- বাসর রাত ১০টি করণীয় ও বর্জনীয় কাজ হাদিস
- দাওয়াতে দ্বীন ও সমাজকল্যাণ
Google Adsense Ads
2 thoughts on “ড্রেস চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নিবেন। জ্বীনেরা আপনার সব দেখে ফেলবে”