জাতীয় পরিচয়পত্র NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে

Google Adsense Ads

বর্তমান সময়ে মোবাইল ফোন চালাতে গেলে সর্বনিম্ন একটি সিম লাগবেই তবে এই সিম ক্রয় করার সময় অবশ্যই সেই সিম ক্রয়কারীকে তার জাতীয় পরিচয়পত্র ও আঙ্গুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে নিতে হয়। এক সময় এই পদ্ধতিটি না থাকলেও বর্তমানে এটি বাধ্যতামূলক করা হয়েছে, সিম ব্যবহার করে অপরাধমূলক ও অনৈতিক কর্মকান্ডে কেউ যাতে না জড়াতে পারে সেই লক্ষ্যেই এটি করা।

তবে এখন অনেক কুচক্র অন্যের এনআইডি কার্ড ব্যবহার করে সিম রেজিষ্ট্রেশন করে নানা রকম অনৈতিক কাজে সেটি ব্যবহার করছে।

এমনও হচ্ছে যে, একজন সাধারণ ব্যবহারকারী নিজেও জানে না যে তার এনআইডি কার্ড ব্যবহার করে অনেক খারাপ লোক সিম রেজিষ্টেশন করে নানান রকম অনৈতিক কাজে সেটি ব্যবহার করে তাকে বিপদের মুখে ফেলে দিচ্ছে।

এই ধরনের অপরাধ রুখে দিতেই এখন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিষ্টেশন করা রয়েছে সেটি ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যেই জানা যাবে তাও সম্পূর্ণ বিনা খরচে। তাহলে চলুন জেনে নেই কিভাবে চেক করবেন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা রয়েছে।

জাতীয় পরিচয়পত্র NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক কোড ২০২৫

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে চান? Sim Registration Check করার পদ্ধতি জানতে সম্পূর্ণ পড়ুন। আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম কার্ড রেজিস্টার করা হয়েছে জানার জন্য এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট জানা থাকলেই হবে। এছাড়া, আপনার এনআইডি দিয়ে রেজিস্টার করা যেকোনো একটি সিম কার্ড থাকতে হবে।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার জন্য মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে *16001# কোডটি ডায়াল করুন। এরপর, আপনার NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন এবং সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানিয়ে দেয়া হবে।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক ২০২৫

আপনার জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কতগুলি সিম নিবন্ধিত আছে তা জানতে, যেকোনো মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করুন অথবা আপনার NID কার্ডের শেষ ৪ সংখ্যা লিখে 16001 নম্বরে একটি SMS পাঠান। দুটি পদ্ধতিতেই আপনি আপনার নামে নিবন্ধিত সিমের একটি তালিকা ও মোট সংখ্যার তথ্য পাবেন। 

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

*16001# ডায়াল করে: 

  • যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করুন।
  • ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষের চারটি সংখ্যা লিখতে বলা হবে।
  • আপনার NID-এর শেষ ৪টি সংখ্যা টাইপ করে সেন্ড করুন।
  • একটি ফিরতি SMS-এর মাধ্যমে আপনি আপনার নামে নিবন্ধিত সব সিমের তালিকা দেখতে পাবেন। 

SMS পাঠিয়ে:

  • আপনার ফোনের মেসেজ অপশনে যান।
  • মেসেজের বডিতে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ ৪টি সংখ্যা লিখুন।
  • 16001 নম্বরে মেসেজটি পাঠিয়ে দিন।
  • কিছুক্ষণের মধ্যেই একটি ফিরতি মেসেজ পাবেন যেখানে আপনার NID দিয়ে নিবন্ধিত সিমের তালিকা থাকবে। 

আজকের বিষয়: জাতীয় পরিচয়পত্র NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক কোড, NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক, NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন চেক করুন,কতগুলো সিম নিবন্ধন করা আছে আপনার নামে?

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Google Adsense Ads

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Google Adsense Ads

Leave a Comment