Google Adsense Ads
চাকরির জন্য ইন্টারভিউ
-মোঃ ফিরোজ খান
জীবনের শেষ বয়সে এসে দাড়িয়েছি
কষ্টের করোনা কালীন কঠিন সময়ে
এমেয়েন্সি স্বাস্থ্য গবেষণা এনজিও অফিসে
আশার আলো দেখছি তবুও অসময়ে।
সত্যের মৃত্যু হয়না এ কথা চরম সত্য
মিথ্যার আশ্রয় নেইনি যোগ্যতা নিয়ে
সঠিক কথাগুলো বলেছি নিঃভয়ে
অপেক্ষায় থাকবো আমি ধৈর্য্য ধরে।
পরিশ্রম সততা সবসময় জয়ী হয়ে থাকে
শুধুমাত্র ক্ষণিকের কষ্ট জীবনে দেখা দেয়
তবুও নিজেকে লুকিয়ে রাখেনি অন্ধকারে
এভাবে হঠাৎ জীবনে আলো উদিত হয়।
বিগত ১৭ বছরের কর্মের কথাগুলো
ইন্টারভিউতে সত্য বলেছি খুব সহজে
জানিনা ফলাফল কি দাড়ায় অবশেষে
নিজেকে হারিয়ে ফেলিনি তবুও অকাজে।
জীবনের জন্য একটি কাজের প্রয়োজন
জানিনা কি লেখা আছে আমার কপালে
তবুও হার মানিনি আমি কষ্টের জীবনে
অন্ধকার দূর হয়ে সূর্য উঠবে সকালে।
পরিশ্রমী ব্যাক্তি বুঝতে পারে অন্যকে
বিচার বিবেচনা করবেন ন্যায় ও সততার
মূল্য পেয়েছি জীবনে মূল্যায়িত না হয়ে
সন্মান ভালোবাসা পেয়েছি তবু সকলের।
Google Adsense Ads
- কারা অধিদপ্তর (PSC) এর নার্স পদের লিখিত পরীক্ষার full প্রশ্ন সমাধানের pdf ২০২৫
- শ্রমিকদের প্রতি ন্যায়বিচার সমান সুযোগ প্রদান এবং দুর্নীতিমুক্ত ব্যবসা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড কী,বিয়ারিং প্যাড কি ভাবে কাজ করে
- দারিদ্র্য দূরীকরণে দান বা শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা
- ট্রিপটিন কি কাজ করে | Tryptin এর কাজ কি | Tryptin Side Effects
Google Adsense Ads