Google Adsense Ads
চাইনা দিতে এমন অঙ্গীকার কবি সৈকত চন্দ্র রায়
চাইনা দিতে এমন অঙ্গীকার
–আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন?
–না আমি আর চাইনা কাউকে জবান দিতে।
কারো কাছে প্রতিশ্রুতি দিলে নিজেকে
পরাজিত হতে হয়।
দিনশেষ ওই আবদ্ধ ঘরের জানালার
পাশে একাকীত্ব হয়ে বসে থাকতে হয়।
হয়তো, কথা দিলে মানুষ স্বপ্ন দেখে।
আর যখন কাউকে দেওয়া অঙ্গীকার
গুলো ভেঙ্গে যায়,
তখন স্বপ্নরা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
আরশি ভাঙলে যেমন আর কখনো
জোড়া দেওয়া সম্ভব হয় না।
তেমনি প্রতিশ্রুতি জোড়া দেয়া
অসাধ্য একেবারেই অসম্ভব।
Google Adsense Ads
Google Adsense Ads