কত সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে, কত সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়, ‘বঙ্গীয় নারীসমাজ’ কোন লক্ষ্যে গঠিত হয়

কত সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে, কত সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়, ‘বঙ্গীয় নারীসমাজ’ কোন লক্ষ্যে গঠিত হয়

শিক্ষা জানা অজানা

Google Adsense Ads

কত সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে, কত সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়, ‘বঙ্গীয় নারীসমাজ’ কোন লক্ষ্যে গঠিত হয়

কত সালে ‘সহবাস সম্মতি আইন’ জারি হয়?
উত্তর : ১৮৯১ সালে ‘সহবাস সম্মতি আইন’ জারি হয়।

বাংলার নারী আন্দোলনের প্রথম প্লাটফর্ম কোনটি?
উত্তর : বাংলার নারী আন্দোলনের প্রথম প্লাটফর্ম হলো ‘ভাগলপুর মহিলা সমিতি’।

‘ভাগলপুর মহিলা সমিতি’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘ভাগলপুর মহিলা সমিতি’ ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।

কোন সংগঠনকে নারীর নিজস্ব চাহিদা ও দাবি সম্পৃক্ত প্রথম সংস্কারধর্মী সংগঠন বলা যায়?
উত্তর : ‘বামা হিতৈষিণী সভা’ সংগঠনকে নারীর নিজস্ব চাহিদা ও দাবি সম্পৃক্ত প্রথম সংস্কারধর্মী সংগঠন বলা যায় ।

১৮৮৩ সালে কোন আন্দোলন গড়ে উঠে?
উত্তর : ১৮৮৩ সালে ‘ইলবার্ট বিল’ আন্দোলন গড়ে উঠে।

কামিনী রায় কোন স্কুলের ছাত্রী ছিলেন?
উত্তর : কামিনী রায় বেথুন স্কুলের ছাত্রী ছিলেন।

সরলা চৌধুরানী কার মেয়ে?
উত্তর : সরলা চৌধুরানী স্বর্ণকুমারী দেবীর মেয়ে।

কত সালে ‘সর্ব-ভারতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে ‘সর্ব-ভারতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়।

১৮৯০ সালে কংগ্রেসের সভায় মহিলারা কোন অধিকার পান?
উত্তর : ১৮৯০ সালে কংগ্রেসের সভায় মহিলারা প্রস্তাব উত্থাপনের অধিকার পান

মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়।
উত্তর : মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।

নারী আন্দোলনের সূচনা পর্বে নারীসমাজের স্লোগান কী ছিল?
উত্তর : নারী আন্দোলনের সূচনা পর্বে নারী সমাজের স্লোগান ছিল ‘নারীসমাজের শৃঙ্খল মোচনের জন্য দেশমাতার শৃঙ্খল মোচন প্রয়োজন’ ।

ব্রিটিশ আমলে পরিচালিত নারী আন্দোলনকে কয়টি ধারায় বিভক্ত করা যায়?
উত্তর : ব্রিটিশ আমলে পরিচালিত নারী আন্দোলনকে চারটি ধারায় বিভক্ত করা যায় ।

বাংলার নারী আন্দোলনের প্রথম নিদর্শন কোথায় রয়েছে?
উত্তর : বাংলার নারী আন্দোলনের প্রথম নিদর্শন রয়েছে স্বদেশী আন্দোলনে নারীর অংশগ্রহণ ঘটনায়।

ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে কে নারীদের মধ্যে গতি সঞ্চার করেন?
উত্তর : ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে মহাত্মা গান্ধী নারীদের মধ্যে গতি সঞ্চার করেন

আরো ও সাজেশন:-

কত সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর : ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়।

কে ‘লক্ষ্মীভাণ্ডার’ নামে একটি বিক্রয়কেন্দ্র খোলেন?
উত্তর : সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ নামে একটি বিক্রয়কেন্দ্র খোলেন।

কেন সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ বিক্রয়কেন্দ্রটি খোলেন?
উত্তর : জনগণকে স্বদেশী সামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ বিক্রয়কেন্দ্রটি খোলেন।

কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
উত্তর : মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

কত সালে অসহযোগ আন্দোলন হয়?
উত্তর : ১৯২০ সালে অসহযোগ আন্দোলন হয়।

কে ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেন?
উত্তর : ঊর্মিলা দেবী ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেন।

‘নারী কর্ম মন্দির’- এর কাজ কী ছিল?
উত্তর : ‘নারী কর্ম মন্দির’- এর কাজ ছিল মেয়েদের সত্যাগ্রহের শিক্ষা দেয়া

১৯৩০ সালে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩০ সালে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।

নারী সত্যাগ্রহ সমিতির লক্ষ্য কী ছিল?
উত্তর : নারী সত্যাগ্রহ সমিতির লক্ষ্য ছিল রাজনৈতিক সচেতনতা সম্পন্ন মহিলাদের সংগঠিত করা।

নারী সত্যাগ্রহ সমিতির কাজ কী ছিল?
উত্তর : নারী সত্যাগ্রহ সমিতির কাজ ছিল বিলাতি জিনিস বিক্রির কাজে বাধা দেয়া, মদ বিক্রি করতে না দেয়া এবং সভা ও শোভাযাত্রা করা।

১৯৩২ সালের জানুয়ারি মাসে কোন সমিতিকে বেআইনি ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৩২ সালের জানুয়ারি মাসে গেন্ডারিয়া মহিলা সমিতিকে বেআইনি ঘোষণা করা হয়।

মার্গারেট কাজিন্‌স কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : মার্গারেট কাজিন্‌স আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন।

কার উদ্যোগে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে?
উত্তর : মার্গারেট কাজিন্‌স- এর উদ্যোগে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে।

কত সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে?
উত্তর : ১৯১৭ সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে।

কত সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়?
উত্তর : ১৯২১ সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়।

‘বঙ্গীয় নারীসমাজ’ কোন লক্ষ্যে গঠিত হয়?
উত্তর : ‘বঙ্গীয় নারীসমাজ’ নারীদের ভোটাধিকারের লক্ষ্যে গঠিত হয়।

প্রথম কোথাকার নারীদের ভোটাধিকার দেয়া হয়?
উত্তর : প্রথম মাদ্রাজের নারীদের ভোটাধিকার দেয়া হয়।

কত সালে প্রথম নারীদের ভোটাধিকার দেয়া হয়?
উত্তর : ১৮৯৩ সালে প্রথম নারীদের ভোটাধিকার দেয়া হয়।

কত সালে ভারতের নারীসমাজ ভোটের অধিকার লাভ করেন?
উত্তর : ১৯৩৫ সালে ভারতের নারীসমাজ ভোটের অধিকার লাভ করেন।

১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক আইন পরিষদে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত করা হয়?
উত্তর : ১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক আইন পরিষদে নারীদের জন্য ৪১টি আসন সংরক্ষিত করা হয়

‘১৯১৮ সালে একমাত্র মহিলা রাজবন্দী কে ছিলেন?
উত্তর : ১৯১৮ সালে একমাত্র মহিলা রাজবন্দী ছিলেন ননীবালা দেবী।

১৯৩২ সালে ভারতে ইংরেজ গভর্নর কে ছিলেন।
উত্তর : ১৯৩২ সালে ভারতে ইংরেজ গভর্নর ছিলেন স্টানলি জ্যাকসন।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বিপ্লবী প্রীতিলতা কিভাবে আত্মহত্যা করেন?
উত্তর : বিপ্লবী প্রীতিলতা, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।

কে ‘শ্রমিক’ পত্রিকা প্রকাশ করেন?
উত্তর : সন্তোষ কুমারী দেবী ‘শ্রমিক’ পত্রিকা প্রকাশ করেন।

প্রভাবতী কে ছিলেন?
উত্তর : প্রভাবতী ছিলেন ‘দি স্ক্যাভেঞ্জার্য ইউনিয়ন অফ বেঙ্গল’ এর সভানেত্রী।

নাচোলের কৃষক আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উত্তর : নাচোলের কৃষক আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।

কার নেতৃত্বে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশ নিয়েছিল?
উত্তর : ‘দেবী চৌধুরানী’- এর নেতৃত্বে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশ নিয়েছিল।

১৭৮৩ সালের রংপুর কৃষক বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
উত্তর : ১৭৮৩ সালের রংপুর কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন জয়দুর্গা নামে একজন মহিলা জমিদার।

Google Adsense Ads

ভারত স্বাধীনতা লাভ করে কত সালে?
উত্তর : ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালে।

কত সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠিত হয়।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

কার নেতৃত্বে ১৯৪৮ সালে ‘মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উঠে?
উত্তর : বেগম রানা লিয়াকত আলী খানের নেতৃত্বে ১৯৪৮ সালে ‘মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা’ গড়ে উঠে।

কোন তিনটি মহিলা সংগঠনের মূল নিয়ন্ত্রক ছিল মুসলিম লীগ সরকার?
উত্তর : নিম্নোক্ত তিনটি মহিলা সংগঠনের মূল নিয়ন্ত্রক ছিল মুসলিম লীগ সরকার। যথা : ক. উইমেন্স ভলান্টারি
অ্যাসোসিয়েশন; খ. পাকিস্তান উইমেন্স ন্যাশনাল গার্ড এবং গ. পাকিস্তান উইমেন্স নেকাল রিজার্ভ।

‘APWA’ -এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘APWA’ – এর পূর্ণরূপ হচ্ছে, ‘All Pakistan Women Association’।

‘APWA’ সংগঠনের মূল সংগঠক কারা ছিলেন?
উত্তর : ‘APWA’ সংগঠনের মূল সংগঠক ছিলেন সরকারি উচ্চ পর্যায়ের অফিসারদের স্ত্রী।

‘APWA’ লক্ষ্য কী ছিল?
উত্তর : ‘APWA’ লক্ষ্য ছিল সমাজের দুঃস্থ এবং নিঃস্ব মহিলাদের সাহায্য দান।

‘APWA’ এর পূর্ব পাকিস্তান শাখার প্রথম সভানেত্রী কে ছিলেন?
উত্তর’ : ‘APWA’ এর পূর্ব পাকিস্তান শাখার প্রথম সভানেত্রী ছিলেন বেগম নুরুল আমীন খান।

বাংলাদেশের প্রথম মুসলমান মহিলা রাজনীতিবিদ কে?
উত্তর : বাংলাদেশের প্রথম মুসলমান মহিলা রাজনীতিবিদ হলেন জোবেদা খাতুন চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা রায় (নাগ)।

কার নেতৃত্বে পূর্ব পাকিস্তানে প্রথম মহিলারা প্রকাশ্য রাজপথে ঘেরাও আন্দোলন করেন?
উত্তর : কবি সুফিয়া কামালের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে প্রথম মহিলারা প্রকাশ্য রাজপথে ঘেরাও দালন করেন।

১৯৬৬ সালে কার উদ্যোগে ‘নারী কল্যাণ সমিতি’ গঠিত হয়?
উত্তর : ১৯৬৬ সালে আয়শা জাফরের উদ্যোগে ‘নারী কল্যাণ সমিতি’ গঠিত হয়।

কত সালে ‘পারিবারিক আইন প্রণীত’ হয়?
উত্তর : ১৯৬১ সালে ‘পারিবারিক আইন প্রণীত’ হয়।

কত সালে ৬৯-এর গণ-আন্দোলন হয়?
উত্তর : ১৯৬৯ সালে ৬৯-এর গণ-আন্দোলন হয়।

‘মহিলা সংগ্রাম পরিষদ’ -এর সভানেত্রী কে ছিলেন?
উত্তর : ‘মহিলা সংগ্রাম পরিষদ’ -এর সভানেত্রী ছিলেন কবি সুফিয়া কামাল ।

‘মহিলা সংগ্রাম পরিষদ’-এর আহবায়িকা কে ছিলেন?
উত্তর : ‘মহিলা সংগ্রাম পরিষদ’-এর আহবায়িকা ছিলেন মালেকা বেগম।

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *