এসএসসি বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: ২য় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

এসএসসি বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: ২য় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

শিক্ষা এসএসসি পরীক্ষা প্রস্তুতি

Google Adsense Ads

এসএসসি বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: ২য় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

দ্বিতীয় অধ্যায়

গতি

১।        স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক কী?

            ক) সমানুপাতিক              খ) বর্গের সমানুপাতিক গ) ব্যস্তানুপাতিক                      ঘ) বর্গের ব্যস্তানুপাতিক

২।         কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখায় সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে কী বলে?

            ক) রৈখিক গতি  খ) ঘূর্ণন গতি   গ) চলন গতি  ঘ) পর্যাবৃত্ত গতি

৩।        গাড়ির প্রকৃত অবস্থা জানতে হলে বেগের মানের মাপে কোনটি উল্লেখ করতে হবে?

            ক) আয়তন       খ) ভর     গ) দিক  ঘ) তাপমাত্রা

৪।        তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কত সময়ের অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়?

            ক) অনেক বেশি সময়ের            খ) মোট অতিক্রান্ত সময়ের

            গ) অতি অল্প সময়ের     ঘ) মোট সময়ের অর্ধেক পরিমাণ সময়ের

৫।        অভিকর্ষজ ত্বরণ ম-এর মান নির্ভর করে—

            i. পৃথিবীর ভরের ওপর

            ii. পৃথিবীর ব্যাসার্ধের ওপর

            iii. ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার ওপর

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) ii ও iii          গ) i ও iii           ঘ) i, ii ও iii

৬।        যে দৃঢ় বস্তুর সঙ্গে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?

            ক) প্রসঙ্গ বস্তু    

            খ) প্রসঙ্গ কাঠামো         গ) প্রসঙ্গ ক্ষেত্র        

            ঘ) প্রসঙ্গ অক্ষ

৭।        হিসাবের সুবিধার জন্য g-এর আদর্শ মান কত ধরা হয়?

            ক) ৯.৮১ ms-2

            খ) ৯.৭৯ ms-2  

            গ) ৯.৮ ms-2    

            ঘ) ৯.৭৮ ms-2

৮।       বেগ-সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুর কী নির্দেশ করে?

            ক) সরণ            খ) বেগ        গ) ত্বরণ     ঘ) দ্রুতি

৯।        একটি বস্তুর বেগ 7s-এ 3 ms-1 থেকে 31 ms-1-এ উন্নীত হলো। বস্তুটির ত্বরণ কত?

            ক) 4m              খ) 4ms-1       গ) 4ms-1             ঘ) 21ms-2

১০। কম্পমান স্প্রিংয়ের গতি কী ধরনের?

            i. পর্যাবৃত্ত গতি

            ii. ঘূর্ণন গতি

            iii. স্পন্দন গতি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii             খ) ii ও iii        গ) i ও iii           ঘ) i, ii ও iii

১১।      মিলন বাসা থেকে ১০ মিটার পশ্চিম দিকে গেল এটি—

            ক) দূরত্ব            খ) সরণ       গ) বেগ      ঘ) ত্বরণ

১২।      কোন ধরনের বেগে বস্তুর বেগের মান ও দিক উভয়েরই পরিবর্তন ঘটে?

            ক) সুষম বেগ   

            খ) অসমবেগ   

            গ) গড়বেগ 

            ঘ) তাৎক্ষণিক বেগ

১৩। সোহেলের বাসা স্কুলের ৩০ গজ পশ্চিমে। এখানে প্রসঙ্গ কাঠামো কোনটি?

            ক) সোহেলের বাসা    খ) স্কুল         গ) পশ্চিম     ঘ) ৩০ গজ

১৪। একটি বস্তুকে কত বেগে ওপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে ভূপৃষ্ঠে পতিত হবে?

            ক) 19.6 ms-1 খ) 20.2 ms-1 গ) 25.0 ms-1 ঘ) 29.4 ms-1

১৫।      i. বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব সরণের মান প্রকাশ করে

Google Adsense Ads

          ii. নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনই সরণ

          iii. বস্তুর সরণ আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii          খ) ii ও iii         

            গ) i ও iii         ঘ) i, ii ও iii

১৬। কোনটি ঘূর্ণন গতির উদাহরণ?

            ক) বৈদ্যুতিক পাখার গতি         খ) গিটারের তারের গতি

            গ) কম্পনশীল সুরশলাকার গতি        

            ঘ) সরল পথে ট্রাকের গতি

১৭। কোন অক্ষাংশে সমুদ্র অঞ্চলে g-এর মানকে আদর্শ মান ধরা হয়?

            ক) ৪০০            খ) ৪৫০         গ) ৬০০  ঘ) ৯০০

১৮। কোনটি ভেক্টর রাশি?

            ক) শক্তি            খ) ভরবেগ       গ) সময়       ঘ) তাপমাত্রা

১৯। পড়ন্ত বস্তুর সূত্রাবলি প্রদান করেন কে?

            ক) নিউটন      খ) কেপলার     গ) গ্যালিলিও    ঘ) আর্কিমিডিস

২০। এ মহাবিশ্বের সব—

            i. গতিই পরম

            ii. গতিই আপেক্ষিক

            iii. স্থিতিই আপেক্ষিক

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii          খ) ii ও iii         

            গ) i ও iii          ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : 

১. ২. ক ৩. ৪. গ ৫. ঘ ৬. খ  ৭. ক ৮. গ ৯. গ ১০. গ  ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ।

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *