Google Adsense Ads
একাদশ-দ্বাদশ – ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, বীমা সম্পর্কে মৌলিক ধারণা
১০ অধ্যায়
২। মি. সিহাব একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। তিনি তাঁর শিল্পের সম্প্রসারণে এমন একটি নতুন প্রকল্প হাতে নিতে চাচ্ছেন, যেখানে মোটা অঙ্কের বিনিয়োগ প্রয়োজন; সেখানে ঝুঁকিও প্রচুর। তাঁর বিনিয়োগযোগ্য মূলধন হারানোর ভয়ে বীমা কম্পানির কাছে বীমা করতে গেলে কম্পানি বীমা করতে অপারগতা জানায়।
ক) বিশুদ্ধ ঝুঁকি কী? ১
খ) বীমা চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? ২
গ) উদ্দীপকে মি. সিহাবের বিনিয়োগযোগ্য মূলধন কী ধরনের ঝুঁকি? বীমা ব্যবসায়ের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে মি. সিহাবের নতুন প্রকল্প বীমা প্রতিষ্ঠান বীমা করতে অপারগতা জানানো কি ন্যায়সংগত হয়েছে বলে তুমি মনে করো? যুক্তি দাও। ৪
উত্তর
ক) যেসব সম্ভাব্য দুর্ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হয় তাকে বিশুদ্ধ ঝুঁকি বলে।
খ) মানুষের জীবন ও সম্পত্তির আর্থিক ঝুঁকির মোকাবেলায় ক্ষতিপূরণ ব্যবস্থাই হলো বীমা ব্যবস্থা।
বীমার ক্ষতিপূরণের নীতি অনুযায়ী চুক্তিতে উল্লেখ্য কোনো কারণে বীমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বীমা কম্পানি ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে। জীবনের ক্ষতিপূরণ করা যায় না বলে বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে মনোনীত ব্যক্তিকে মেয়াদ শেষে আর্থিক সুবিধা প্রদান করা হয়। সম্পত্তি বীমায় ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্যের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করা হয়। তাই বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।
গ) উদ্দীপকে মি. সিহাবের বিনিয়োগযোগ্য মূলধন আর্থিক ঝুঁকির অন্তর্গত।
কোনো দুর্ঘটনা, ঝুঁকি বা বিপদ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আর্থিক ক্ষতির আশঙ্কা লক্ষ করা যায় তাকে আর্থিক ঝুঁকি বলে। পরিমাপযোগ্য সব ঝুঁকিকেই আর্থিক ঝুঁকি হিসেবে গণ্য করা হয়।
উদ্দীপকে মি. সিহাব প্রতিষ্ঠিত শিল্পপতি। তিনি তাঁর শিল্পের সম্প্রসারণের জন্য নতুন প্রকল্প চালু করতে চাচ্ছেন। এ ক্ষেত্রে অধিক পরিমাণ বিনিয়োগ প্রয়োজন এবং ঝুঁকিও প্রচুর। এ ক্ষেত্রে তাঁর সর্বোচ্চ ঝুঁকি হলো বিনিয়োগযোগ্য মূলধনের ঝুঁকি। অর্থাৎ এ বিনিয়োগযোগ্য মূলধন পরিমাপযোগ্য। তাই এ ক্ষেত্রে মি. সিহাবের সর্বোচ্চ ঝুঁকি বিনিয়োগযোগ্য মূলধনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ছাড়া এই ঝুঁকি আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য হওয়ায় এটি আর্থিক ঝুঁকির অন্তর্গত।
ঘ) উদ্দীপকে মি. সিহাবের নতুন প্রকল্প বীমা প্রতিষ্ঠান কর্তৃক বীমা করতে অপারগতা প্রকাশ ন্যায়সংগত হয়েছে বলে আমি মনে করি।
বীমা ব্যবসায়ের সাফল্য নির্ভর করে কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণের ওপর। বীমা কম্পানি যদি নিজের সামর্থ্যের বেশি ঝুঁকি গ্রহণ করে তবে অধিক পরিমাণ ক্ষতিপূরণ দিতে গিয়ে কম্পানি আর্থিক সংকটে পড়ে।
উদ্দীপকে মি. সিহাব প্রতিষ্ঠিত শিল্পপতি। শিল্পের সম্প্রসারণে তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করতে চান। যেখানে বিনিয়োগযোগ্য মূলধনের পরিমাণ বেশি প্রয়োজন এবং ঝুঁকি প্রচুর। ঝুঁকির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় বীমা কম্পানি বীমা প্রস্তাব গ্রহণে অপারগতা জানায়।
বীমা কম্পানি মূলত তার সামর্থ্যমাফিক ঝুঁকি গ্রহণের নীতি মেনে চলায় এ ঝুঁকি বর্জন করেছে। তাই বৃহৎ ঝুঁকি মোকাবেলায় বীমা কম্পানি দেউলিয়া হওয়ার আশঙ্কা থেকে রক্ষা পায়। তাই সামর্থ্যমাফিক ঝুঁকি গ্রহণের নীতি অনুসরণ করায় মি. সিহাবের বীমা প্রস্তাবটি বীমা কম্পানি দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে।
Google Adsense Ads
H.S.C
- একাদশ-দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান ২য় পত্র, ৩য় অধ্যায়, নগদ প্রবাহ বিবরণী
- H.S.C – Preparation বিষয়: হিসাব বিজ্ঞান ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন
- ৭ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে
- SMS এইচএসসির ফলাফল জানা নিয়ম
- ‘SSC পরীক্ষা জুনে, HSC আগস্টে’
- নীতিমালা চূড়ান্ত, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে জানুয়ারিতে
- অধ্যাদেশ জারি হচ্ছে এইচএসসির ফল প্রকাশের আগে
- মার্কশীট ও নম্বরসহ এইচএসসি ও আলিম পরীক্ষার রেজাল্ট ২০২০
- স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- একাদশে ভর্তি শুরু ৯ আগস্ট
Google Adsense Ads