জুনিয়র ফিল্ড অফিসারের কাজ কি, লোন অফিসার,জুনিয়র ফিল্ড অফিসারের এর কাজ করতে কি কি যোগ্যতা দরকার, জুনিয়র ফিল্ড অফিসারের কাজটি কি আপনার জন্য

একজন জুনিয়র ফিল্ড অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

জানা অজানা শিক্ষা

Google Adsense Ads

একজন ফিল্ড অফিসারকে বলা হয় একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। ফিল্ড অফিসারের সাফল্য ব্যর্থতার উপর নির্ভর করে একটি প্রতিষ্ঠান তীব্র প্রতিযোগতার বাজারে কত দিন টিকতে পারবে। তাই আমরা আজ আপনাদের জানানোর চেষ্টা করব জুনিয়র ফিল্ড অফিসার কাদের বলা হয় ও প্রতিষ্ঠান ভিত্তিতে এদের কাজ কেমন  হয় এবং দক্ষ জুনিয়র ফিল্ড অফিসারের কি কি গুন বা যোগ্যতা থাকতে হয়। 

একজন জুনিয়র ফিল্ড অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?, একজন জুনিয়র ফিল্ড অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

জুনিয়র ফিল্ড অফিসার কি

সাধারণত আমরা ফিল্ড অফিসার বলতে বুঝি যারা মাঠ পর্যায়ে কাজ করে থাকে। আর এই পেশায় যারা নবীন তাদের জুনিয়র ফিল্ড অফিসার বলে। যারা একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা মানুষের কাছে পৌছানোর জন্য প্রান্তিক পর্যায়ে কাজ করে তাদের ফিল্ড অফিসার বলে। আবার যারা সরকারি সংস্থার হয়ে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদেরও ফিল্ড অফিসার বলে থাকে।

বাংলাদেশের মত জনবহুল দেশে সবার নিকট সেবা পৌছানোর জন্য একবারে প্রান্তিক অঞ্চলে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে হয়। তাই ফিল্ড অফিসারদের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি খুব সহজেই এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। যারা সহজে মানুষের সাথে মিশতে পারেন ও নিজেকে মেলে ধরতে পারলে নিজের ক্যারিয়ার উজ্জ্বল করার অনেক সম্ভবনা রয়েছে। 

জুনিয়র ফিল্ড অফিসারের কাজ

প্রতিষ্ঠান ভেদে জুনিয়র ফিল্ড অফিসারের কাজ বিভিন্ন রকম হয়ে থাকে।একেক প্রতিষ্ঠানে ফিল্ড অফিসারদের একেক নামে ডাকা হয়। মানসিক চাপ সামলিয়ে যারা কাজ করতে পারে তারায় এই পেশায় সফল হয়ে থাকে। একেক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের কাজ একেক রকম। নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের জুনিয়র ফিল্ড অফিসারদের কাজ আলোচনা করা হলো। 

সরকারি প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের কাজ

সরকারি যে সব প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে তারা মূলত মানুষের নিকট সরকারি সেবা প্রদানের কাজ করে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এই সব প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের প্রধান কাজ। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় ফিল্ড অফিসারদের তেমন মানসিক চাপ নিতে হয় না। একজন সরকারি মাঠ কর্মী হিসেবে যে সব কাজ করতে হয় তা হলোঃ

  • নিজেকে পরিচিত করে তোলা
  • মাঠ পর্যায়ের জন গোষ্ঠীর সাথে সখ্যতা গড়ে তোলা
  • তথ্য সংগ্রহ করা
  • প্রতিবেদন তৈরি করা
  • বাজেট প্রণয়ন করা
  • প্রকল্প বাস্তবায়নের জন্য সঠিক পরিকল্পনা করা
  • কাজের মূল্যায়ন কর

বেসরকারি প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের কাজ

বেসরকারি প্রতিষ্ঠান বলতে বিভিন্ন এনজিওতে ফিল্ড অফিসারদের প্রচুর চাহিদা রয়েছে ও এই পেশায় কাজ করা খুবই চ্যালেঞ্জিং। প্রচন্ড মানসিক চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে এই পেশার জন্য। এই পেশায় আপনাকে কাজ করতে হবে স্বতঃস্ফূর্তভাবে। মানুষের কল্যাণের কথা চিন্তা করে সবার সাথে মিলে মিশে কাজ করতে হবে এবং দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

একটি এনজিওর মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। অনেক এনজিও কোনো মুনাফা আশা না করে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। আবার কিছু এনজিও অল্প মুনাফায় মানুষের কল্যাণে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আর এই সব এনজিওর সবচেয়ে সামনের সৈনিক বলা হয় ফিল্ড অফিসারদের। একটি এনজিওর সফলতা ব্যর্থতা নির্ভর করে একজন দক্ষ ফিল্ড অফিসারের উপর। 

কিছু কিছু এনজিও সুবিধা বঞ্চিত পথ শিশু ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে থাকে। তাই যারা অনেক ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় সব ঠিক রেখে কাজ করতে পারেন তাদের জন্য এই পেশায় কাজ করা সহজ। বিভিন্ন এনজিওতে একজন ফিল্ড অফিসারের যে সব কাজ করতে হয় তা নিচে উল্লেখ করা হলো।

আরো পড়ুন: লোন অফিসারের কাজ কি

  • প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা
  • নিজেকে একজন সৎ ও অভিজ্ঞ মানুষ হিসেবে পরিচিত করা
  • প্রান্তিক মানুষের চাহিদা নির্ধারণ করা
  • মানুষের সমস্যা চিহ্নিত করা
  • বিভিন্ন খাতে ঋণ প্রদানের জন্য সঠিক ব্যক্তি নির্বাচন করা
  • প্রতিষ্ঠানের নির্দিষ্ট টার্গেট পূরনের জন্য কাজ করা
  • বিতরণকৃত ঋণ আদায় করা
  • বিভিন্ন জন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা
  • গ্রামের অসচেতন ব্যক্তিদের জন্য সচতনতামূলক কার্যক্রম পরিচালনা করা

জাতীয় গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসারের কাজ

জাতীয় গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসারদের কাজ অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে একজন জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে প্রধাণ কাজ হলো নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। সকল ধরনের মানুষের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের কাছে থেকে সঠিক তথ্য বের করা আনায় একজন যোগ্য ও দক্ষ ফিল্ড অফিসারের পরিচয়।

Google Adsense Ads

একজন জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে যে ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন

একজন দক্ষ জুনিয়র ফিল্ড অফিসারের প্রধাণ কাজ হলো সে যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট পড়াশুনা করা। প্রতিষ্ঠান সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে সে ভালো ভাবে মানুষের কাছে তার প্রতিষ্ঠানের পণ্য বা সেবা পৌছে দিতে পারবে না। এছাড়া একজন যোগ্য ও দক্ষ জুনিয়র ফিল্ড অফিসারের যে সব গুন থাকা আবশ্যক তা হলোঃ 

আরো পড়ুন: স্টোর কিপার এর কাজ কি

  • তীব্র মানসিক চাপ সামলানোর ক্ষমতা
  • যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব পোষণ করা
  • ধৈর্য সহকারে সকল কাজ করা
  • সকল পরিস্থিতি ও পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা
  • মানুষের সাথে সহজে মেশার ক্ষমতা
  • সকল ধরনের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার ক্ষমতা
  • সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
  • নিজের কাজকে চ্যালেঞ্জিং হিসেবে গ্রহণ করা এবং
  • প্রতিষ্ঠানকে আপন মনে করা।

সবশেষে এই কথা বলতে চাই, যারা মানসিক চাপ সহ্য করে ও সকল পরিবেশের সাথে নিজেকে সহজে মানিয়ে নিয়ে কাজ করতে পারবে শুধুমাত্র তাদের জন্যই ফিল্ড অফিসার পেশাটি উপযুক্ত। এই পেশায় নিজেকে খাপ খাওয়াতে পারলে নিজের ক্যারিয়ার উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই চ্যালেঞ্জিং পেশা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে যে কেউ এই পেশায় আসতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *