Google Adsense Ads
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল)
সেমিস্টারঃ ৬ষ্ঠ পর্ব
কোর্স টিচার :-মো:আশরাফুল আলম
বিষয়ঃ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এন্ড মেজারিং ইন্সট্রুমেন্ট -১
আলোচ্য বিষয় : অ্যামিটার ও ভোল্টমিটার এর ধারণা (৫ম অধ্যায়)
অ্যামিটার:-
► কোনো বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করার যন্ত্রকে অ্যামিটার বলে।
► কোনো বৈদ্যুতিক যন্ত্রের বিদ্যুৎ প্রবাহের পরিমাপ করতে অ্যামিটার সিরিজে সংযোগ করতে হয়।
► অ্যামিটারের সঙ্গে সমান্তরালে একটি কম মানের রোধ যুক্ত থাকে; একে সান্ট বলে।
► সান্টের রোধ কম হয়। কোনো কোনো ক্ষেত্রে অ্যামিটার গ্যালভানোমিটারের সঙ্গেও একটি রোধ যুক্ত থাকে সিরিজে, যা অ্যামিটারকে নষ্টের হাত থেকে রক্ষা করে।
► অ্যামিটার প্রবাহকে অ্যাম্পিয়ার এককে প্রদর্শন করে অর্থাৎ একক অ্যাম্পিয়ার। অ্যামিটারের গায়ে অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত থাকে।
ভোল্টমিটার:-
► কোনো বিদ্যুৎ উৎসের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করার যন্ত্রকে ভোল্টমিটার বলে।
► উৎসের ভোল্টের ক্ষেত্রে এর দুই প্রান্তের সঙ্গে যুক্ত করতে হয়। দেখতে সিরিজ সংযোগের মতোই, কিন্তু কোনো যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে এর দুই প্রান্তের সঙ্গে সমান্তরালে সংযোগ করতে হয়।
► ভোল্টমিটারের সঙ্গে সিরিজে একটি উচ্চমানের রোধ যুক্ত থাকে।
► ভোল্টমিটারে সান্ট থাকে না, তবে কোনো কোনো ক্ষেত্রে গ্যালভানোমিটার অংশে সান্ট থাকতে পারে, যা ভোল্টমিটার পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।
► ভোল্টমিটারের গায়ে ভোল্ট এককে দাগ কাটা থাকে অর্থাৎ ভোল্টমিটারের একক ভোল্ট।
অ্যামিটার সাধারণত তড়িৎ প্রবাহের মান নির্ণয়ে আর ভোল্টমিটার বিভব পার্থক্য নির্ণয়ে ব্যবহার করা হয়।
বর্তনীর যে অংশের তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে অ্যামিটারকে তার সাথে শ্রেণিতে যুক্ত করতে হয়। অ্যামিটার যুক্ত করায় বর্তনীতে তড়িৎ প্রবাহ যেন উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন না হয় সে লক্ষ্যে অ্যামিটারের রোধ একেবারেই কম রাখা হয়।
অপরদিকে বিভব পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে ভোল্টমিটারকে বর্তনীর প্রযোজ্য অংশের সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। একারণে ভোল্টমিটারের রোধ অনেক বেশি রাখা হয় যাতে বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়ে না যায়। তাই ভোল্টমিটার বর্তনীর কোনো অংশের সাথে শ্রেণিতে কানেক্ট করলে স্বাভাবিক তড়িৎ প্রবাহের (এবং সংশ্লিষ্ট অন্যান্য প্যারামিটারের) মান পরিবর্তন হয়ে যাবে। ফলে আমরা প্রকৃত মান পাব না।
এখন বর্তনীতে কেউ যদি ভুল করে অ্যামিটারের পরিবর্তে ভোল্টমিটার যুক্ত করে দেয় তবে সে ভুল পাঠ পাবে। তবে বর্তনীতে সংযুক্ত উপাদানের (circuit element) তেমন কোনো ক্ষতি হবে না।
তবে কেউ যদি উল্টোটা করে অর্থাৎ ভোল্টমিটারের পরিবর্তে অ্যামিটারকে বর্তনীর কোনো অংশের সাথে সমান্তরালে যুক্ত করে দেয় তবে ভুল পাঠ পাওয়ার পাশাপাশি অনেক বেশি তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে অ্যামিটারটি নষ্টও হয়ে যেতে পারে।
Google Adsense Ads
- জ্বর পর হাত পায়ের ব্যথা করনীয় কি, জ্বর পরবর্তী শরীরে ব্যথার চিকিৎসা
- বাংলাদেশে অনলাইন পর্নোগ্রাফি ও ব্যক্তিগত কনটেন্ট: সামাজিক প্রভাব ও আইনগত বাস্তবতা
- চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান নোবেল পুরস্কার ২০২৫
- ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখবে
- World ftp server, BDIX FTP SERVER LIST,Free FTP server, All BD Ftp Server List, ftp server bd
Google Adsense Ads