ssc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৯ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, প্রাচীন মিসরের লিপিমালা লিখন পদ্ধতি কেমন ছিল?

Advertisement

শ্রেণি: SSC উন্মুক্ত-2021 বিষয়: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এসাইনমেন্টের 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02
বিষয় কোডঃ 1659
বিভাগ: মানবিক

এসাইনমেন্ট শিরোনামঃ প্রাচীন মিসরের লিপিমালা লিখন পদ্ধতি কেমন ছিল?

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়। প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।

ssc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৯ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, প্রাচীন মিসরের লিপিমালা লিখন পদ্ধতি কেমন ছিল? https://www.banglanewsexpress.com/

Advertisement 5

ssc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৯ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, প্রাচীন মিসরের লিপিমালা লিখন পদ্ধতি কেমন ছিল? https://www.banglanewsexpress.com/

এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের মন্ড থেকে কাগজ বানাতে শেখে। পরে এই কাগজের উপর তারা লিখতে শুরু করে। গ্রিকরা এই কাগজের নাম দেয় ‘প্যাপিরাস’।

যে শব্দ থেকে ইংরেজি ‘পেপার’ শব্দের উৎপত্তি। এখানে উল্লেখ্য নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয়, যা রসেটা স্টোন নামে পরিচিত। এতে গ্রিক এবং ‘হায়ারোগ্লিফিক’ ভাষায় অনেক লেখা ছিল; যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।

ফারাও যুগে মিসরে যে লিখন পদ্ধতি বা হায়ারোগ্লিফিক উদ্ভাবিত হয়, তা সাধারণত ডানদিক হতে লেখা হতো। তবে বামদিক হতে লেখা নিদর্শন কিছু কিছু পাওয়া গেছে। প্রাচীন মিসরীয় ভাষার সঙ্গে ওই লিপির বা হায়ারোগ্লিফিকের হুবহু মিল ছিল। প্রাচীন মিসরে আরও দুটি লিপির প্রবর্তন হয়েছিল বলে জানা গেছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Advertisement

এ লিপিদ্বয়ের একটি হেরাটিক লিপি এবং অপরটি ডেমোটিক লিপি নামে অভিহিত হয়। এরা অবশ্য হায়ারোগ্লিফিক লিপিরই অপভ্রংশ। লিখনের ক্ষেত্রে ডিমোটিক লিপি বিশেষ জনপ্রিয়তা লাভ করে। কিন্তু হিরাটিক লিপির ব্যবহার ক্রমশ লোপ পায়।

ডিমোটিক লিপি মিসরে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী হতে পঞ্চম শতাব্দী পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত ছিল। মিসরের লিখন পদ্ধতি প্রসঙ্গে রসেটা ফলকের উল্লেখ অবশ্যই করা দরকার। মিসরীয় লিপির পাঠোদ্ধারের কাজে ফলকটির বিশেষ ভূমিকা রয়েছে। প্রাচীন মিসরীয়রা তাদের লেখার কাজে ব্যবহার করার জন্য এক প্রকার কাগজ তৈরি করতে জানত। প্যাপিরাস নামক এক প্রকার ঘাস দ্বারা তারা কাগজ প্রস্তুত করত। তাদের তৈরিকৃত কাগজের নিদর্শন ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। কাগজ তৈরি করেই তারা ক্ষান্ত ছিল না, প্রাচীন মিসরবাসী লেখার জন্য দোয়াত এবং কলমও তৈরি করত।

এরা অবশ্য হায়ারোগ্লিফিক লিপিরই অপভ্রংশ। লিখনের ক্ষেত্রে ডিমোটিক লিপি বিশেষ জনপ্রিয়তা লাভ করে। কিন্তু হিরাটিক লিপির ব্যবহার ক্রমশ লোপ পায়। ডিমোটিক লিপি মিসরে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী হতে পঞ্চম শতাব্দী পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত ছিল।

মিসরের লিখন পদ্ধতি প্রসঙ্গে রসেটা ফলকের উল্লেখ অবশ্যই করা দরকার। মিসরীয় লিপির পাঠোদ্ধারের কাজে ফলকটির বিশেষ ভূমিকা রয়েছে। প্রাচীন মিসরীয়রা তাদের লেখার কাজে ব্যবহার করার জন্য এক প্রকার কাগজ তৈরি করতে জানত। প্যাপিরাস নামক এক প্রকার ঘাস দ্বারা তারা কাগজ প্রস্তুত করত। তাদের তৈরিকৃত কাগজের নিদর্শন ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। কাগজ তৈরি করেই তারা ক্ষান্ত ছিল না, প্রাচীন মিসরবাসী লেখার জন্য দোয়াত এবং কলমও তৈরি করত।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

Advertisement 5

Advertisement 2

Advertisement 2

Advertisement 3

1 thought on “ssc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৯ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, প্রাচীন মিসরের লিপিমালা লিখন পদ্ধতি কেমন ছিল?”

Leave a Comment