Rajshahi University (RU) Admission Test 2020-21

২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নের আলোকে তিনটি ইউনিটে (এ, বি, সি) পরীক্ষায় অংশ নেবেন দেশের ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী।

এর আগে বহুনির্বাচনি প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্নের মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীদের মূল্যায়ন করেছিল বিশ্ববিদ্যালয়টি। তবে এবার নম্বর বণ্টনে কিছুটা পরিবর্তন এনে শুধু বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৮০টি। তিন শিফটে অনুষ্ঠিত ১ ঘন্টা সময়সীমার এই পরীক্ষায় পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। যেখানে প্রতিদিন তিনটি শিফটে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। তিনটি ইউনিটে যার মোট সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার।

নম্বর বণ্টন: ‘এ’ ইউনিট

এ- ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর প্রশ্নপত্রে ক, খ, গ ৩টি অংশ থাকবে। যেখানে-
ক. বাংলা- ৩০ নম্বর
খ. ইংরেজি- ৩০ নম্বর
গ. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর
মোট ১০০ নম্বর।

‘এ’ ইউনিট (মানবিক + বিভাগ পরিবর্তন)

১. বাংলা- ৩০ নাম্বার
২. ইংরেজি- ৩০ নাম্বার
৩. সাধারণ জ্ঞান- ৪০ নাম্বার।
মোট ১০০ নম্বর।

প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর মানবিক থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

নম্বর বণ্টন: ‘বি’ ইউনিট

‘বি’ ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। শুধু বাণিজ্য শাখা থেকে পরীক্ষার্থীদের নম্বর বণ্টন-

১. ইংরেজি- ২৫ নাম্বার
২. আইসিটি- ১৫ নাম্বার।
৩. হিসাববিজ্ঞান- ২৫ নাম্বার
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫ নাম্বার
৫. বাংলা- ১০ নাম্বার
মোট ১০০ নম্বর।

অ-বাণিজ্য শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন

১. ইংরেজি- ৩০ নাম্বার
২. বাংলা- ২০ নাম্বার।
৩. সাধারণ জ্ঞান- ২৫ নাম্বার।
৪. আইসিটি- ২৫ নাম্বার।
মোট ১০০ নম্বর।

বিঃদ্রঃ ব্যবসা প্রশাসন ইনিস্টিউট (আইবিএ) বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫-এর মধ্যে নূন্যতম ১০ এবং অ-বানিজ্য শাখায় ইংরেজি ৩০-এর মধ্যে নূন্যতম ১২ পেতে হবে।

প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর ব্যবসা থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

নম্বর বণ্টন: ‘সি’ ইউনিট

এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নম্বর বণ্টন

‘ক’ শাখার বাধ্যতামূলক অংশ: পাশ নম্বর- ২৫

১. পদার্থ ২৫টি প্রশ্ন
২. রসায়ন ২৫টি প্রশ্ন
৩. আইসিটি ৫টি প্রশ্ন

‘খ’ শাখা ঐচ্ছিক অংশ হতে যে কোন ১টি উত্তর করতে হবে। পাশ নম্বর ১০

১. গণিত ২৫টি প্রশ্ন
২. জীব বিজ্ঞান ২৫টি প্রশ্ন
৩. গণিত + জীব বিজ্ঞান ২ টি প্রশ্ন থাকবে।

(বিঃদ্রঃ যারা গনিত + জীব বিজ্ঞান উভয় থেকে উত্তর করবে তারা বিজ্ঞানের সকল বিভাগের জন্য বিবেচিত হবে।)

অ-বিজ্ঞান শিক্ষার্থীদের নম্বর বণ্টন

১. বাংলা ২৫টি প্রশ্ন
২. ইংরেজি ২৫টি প্রশ্ন
৩. সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান- ৩০টি প্রশ্ন.

(বিঃদ্রঃ সকল প্রশ্নের মান ১.২৫ করে মোট ৮০টি প্রশ্নে ১০০ নম্বর।)

প্রসঙ্গত, ৭ মার্চ থেকে অনলাইনে ২০২০-২১ সেশনের স্নতক প্রথম বর্ষের প্রাথমিক আবেদন শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনলাইনে ৫৫ টাকা পরিশোধের মাধ্যমে মানবিক, ব্যবসা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শুধু সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। যেখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা মোট জিপিএ-৭, ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের ৭.৫০ এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ-৮ থাকতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১

২০২১৯-২০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিটের সংখ্যা কমানোর পাশাপাশি ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয় । তাছাড়া ২০১৯ সাল থেকে দ্বিতীয়বার ভর্তি আবেদনের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে ।

তাই আজকে আমারা নতুন ভর্তি পদ্ধতি নিয়ে খুটিনাটি  আলোচনা করব । রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টি ‍ইউনিট রয়েছে , কোন ইউনিট কোন অনুষদের অর্ন্তভূক্ত, আবেদন যোগ্যতা এবং আসন সংখ্যা নিয়ে আলোচনা করব ।

 ভর্তি টাইমলাইন
প্রাথমিক  আবেদন শুরু : ০৭ মার্চ ২০২১ (দুপুর ১২ টা)
শেষ তারিখ : ১৮ মার্চ ২০২১ (রাত ১২ টা)
প্রাথমিক  আবেদন ফি : ৫৫ টাকা
চূড়ান্ত আবেদন শুরু : ২৩ মার্চ ২০২১ (দুপুর ১২ টা)
শেষ তারিখ : ৩১ মার্চ ২০২১ (রাত ১২ টা)
চূড়ান্ত আবেদন ফি : ১১০০ টাকা
আবেদনের ঠিকানা : www.admission.ru.ac.bd

ভর্তি পরীক্ষার সময়সূচী

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুুষ্ঠিত হবে । প্রতিটি ইউনিটে ১৫০০০ ভর্তিচ্ছু অংশগ্রহন করতে পারবেন ।

তারিখইউনিটসকাল ০৯.৩০ থেকে ১০.৩০দুপুর ১২ থেকে ১ টাবিকাল ৩ থেকে ৪ টা
১৪ জুন ২০২১সি ইউনিট (বিজ্ঞান)গ্রুপ ১গ্রুপ ২গ্রুপ ৩
১৫ জুন ২০২১এ ইউনিট (মানবিক)গ্রুপ ১গ্রুপ ২গ্রুপ ৩
১৬ জুন ২০২১বি ইউনিট (ব্যবসায়)গ্রুপ ১গ্রুপ ২গ্রুপ ৩

 আবেদনের যোগ্যতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ বর্ষ স্নাতক সম্মান ভর্তির প্রাথমিক আবেদনের সর্বনিম্ন জিপিএ দেওয়া হল।

(i) ২০২০ সালের এইচএসসি (HSC)/ সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A Level এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষ] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক)ও ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহনণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট/ সার্টিফিকেট থাকতে হবে।

(ii)

A ইউনিট (মানবিক বিভাগ) মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
B ইউনিট (বানিজ্য বিভাগ) বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র B ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
C ইউনিট (বিজ্ঞান বিভাগ)  বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র C ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ  ৮.০০ থাকতে হবে।
জিসিই O লেভেল  পরীক্ষায় ৫টি বিষয়ে এবং  A  লেভেল  পরীক্ষায় অন্ততঃ  ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে  ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড  পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজীতে অনুবাদ করা হবে। ইংরেজী প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে তাঁর Application ID ও মোবাইল নম্বর উল্লেখসহ ৩১ মার্চ ২০২১ তারিখের মধ্যে অবশ্যই ইমেইল (ru_admission@ru.ac.bd) -এর মাধ্যমে জানতে হবে।

পরীক্ষা পদ্ধতি ও নাম্বার বন্টন

১০০ নম্বরের  MCQ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় হবে ১ ঘন্টা। প্রতিটি ইউনিটে ৮০ টি প্রশ্ন থাকবে । তবে কোন ইউনিটে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে তা খুব শীঘ্রই জানানো হবে ।

এমসিকিউ পরীক্ষা১০০ নম্বর
পাশ নম্বর৪০ নম্বর
প্রতি ৫ টি ভুল উত্তরের জন্য নম্বর কর্তন১ নম্বর

এছাড়া ইউনিট/ বিভাগ/ ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। পরীক্ষার হলে কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইস যেমনঃ মোবাইল ফোন, হেডফোন, ক্যালকুলেটর, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না।

   ইউনিট পরিচিতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট সংখ্যা কমিয়ে ৩টিতে নামিয়ে আনা হয়েছে ।

ইউনিট- A :  কলা অনুষদ , আইন অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ: চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

ইউনিট- B : বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।

ইউনিট- C : বিজ্ঞান অনুষদ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদ

মেধাক্রম নির্বাচন

MCQ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের (আসন সংখ্যার ১০ গুন) MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযােগ পাবে।

রাবি ভর্তি বিজ্ঞপ্তি

রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে.
UTE6UtG

2aJlNZa

 সার্কুলার পিডিএফ

আবেদন লিংক

বিশেষ কোটায় আসন সংখ্যা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠি – ৫০ টি (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )

শারীরিক প্রতিবন্ধী – ৫০ টি  (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )

মুক্তিযোদ্ধা – প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %

পোষ্যকোটা – প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %

বি কে এস পি – শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যার ২০%

রাবি ভর্তি পরীক্ষার ফলাফল এবং এডমিট কার্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল ৫ দিনের মধ্যে প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত  হওয়ার সাথে সাথে ফলাফল দেখার লিংক সংযোজন করা হবে । আপনি উক্ত লিংক থেকে সহজেই ভর্তি রেজাল্ট দেখতে পারবেন ।  আপনি আমাদের ওয়েবসাইট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্ড ডাউনলোড করতে পারেন ।

শিক্ষা

1 thought on “Rajshahi University (RU) Admission Test 2020-21”

Leave a Comment