পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Palli Bidyut Samity Job Circular 2022 বের হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা পল্লী বিদ্যুৎ সমিতি জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে বিজ্ঞপ্তিটি উপস্থাপন করেছি। এই নিয়োগ সার্কুলারের মাধ্যমে আপনি সহজেই চাকরির আবেদন করতে পারবেন। চাকরির প্রার্থী হলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
এক নজরে গুরুত্বপূর্ণ ডাটা
- চাকরি দাতা প্রতিষ্ঠানঃ পল্লী বিদ্যুৎ সমিতি
- অফিসিয়াল সাইটঃ http://www.reb.gov.bd
- আবেদনযোগ্য জেলাঃ সব জেলা
- চাকরির ধরনঃ সরকারি স্বায়ত্তশাসিত
- পদের সংখ্যাঃ অসংখ্য
- বয়সের সীমাঃ ১৮-৩০ বছর
- আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি-স্নাতক পাশ
- আবেদনের শেষ সময়ঃ ০৯-০৬-২০২২ ইং
- আবেদন করা যাবেঃ ডাকযোগে
- আবেদনের ঠিকানাঃ নিচে বিজ্ঞপ্তি দেখুন
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
আপনি কি পল্লী বিদ্যুৎ সমিতি-এ চাকরি করতে চান বা আপনি যদি পল্লী বিদ্যুৎ সমিতি এর নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। আপনার যদি আবেদনের যোগ্যতা থাকে অথবা আপনি যদি এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার বাসিন্দা হোন, তাহলে এখনি বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা মোতাবেক আবেদন করে ফেলুন। আমরা বিজ্ঞপ্তিতে আবেদন করার সকল নিয়ম-কানুন, পদের নাম, পদের মোট সংখ্যা, বয়সসীমা, মাসিক বেতন স্কেল, আবেদনের মাধ্যমসহ আবেদন শুরু ও শেষ হওয়ার সময় উল্লেখ করে দিয়েছি। তারপরও অনাকাংখিত ভুল এড়ানোর জন্য নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখে নিন।












এখনি দেখুন-
- bbah school Job Circular 2022, bbah school Job Circular 2022 Today In Bangladesh, bbah school govt job circular 2022, bbah school job circular 2022, bbah school job apply
- বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় জব বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি 2022, নিয়োগ বিজ্ঞপ্তি 2022 বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় জব
- bsri Job Circular 2022, bsri Job Circular 2022 Today In Bangladesh, bsri govt job circular 2022, bsri job circular 2022, bsri job apply, bsri job circular apply 2022, job circular bsri 2022, bsri job circular apply 2022, job circular of bsri 2022, bsri job circular 2022
- বিএসআরআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বিএসআরআই জব বিজ্ঞপ্তি ২০২২, বিএসআরআই চাকরির বিজ্ঞপ্তি 2022, নিয়োগ বিজ্ঞপ্তি 2022 বিএসআরআই জব, বিএসআরআই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2022, বিএসআরআই চাকরির বিজ্ঞপ্তি ২০২২
- bangladesh sugarcrop research institute Job Circular 2022, bangladesh sugarcrop research institute Job Circular 2022 Today In Bangladesh, bangladesh sugarcrop research institute govt job circular 2022, bangladesh sugarcrop research institute job circular 2022, bangladesh sugarcrop research institute job apply
Palli Bidyut Samity Job Circular 2022
বর্ণিত পদে নিয়োগ লাভে আগ্রহী এবং সংশ্লিষ্ট নির্দেশিকার আলোকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড-এর ওয়েব সাইট (reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইট হতে (সমিতির ওয়েব ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে) ডাউনলােড করে সংগ্রহ করতে হবে (পূরণযােগ্য প্রবেশপত্রসহ)। আবেদন ফরম (A4) সাইজের কাগজে হতে হবে।
শুধু তাই নয়, আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সকল পল্লী বিদ্যুৎ সমিতি তে “কাজ নাই মজুরী নাই” পদে সার্কুলার প্রকাশ হচ্ছে। এ শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত করণের জন্য প্যানেল তৈরীর করা হয়েছে।
নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহবান করা যাচ্ছে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ বা নারী নাগরিকদের নিকট হতে। উপরে উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী ও সার্কুলারে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে খামের উপরে পদের নাম উল্লেখ করে সাদা কাগজে স্ব-হস্তে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম ও স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি উল্লেখ করতে হবে।
মনে রাখবেন, নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) ব্যতীত অন্য কোন আবেদন ফরম-এ আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোন গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ শারীরিক পরীক্ষা/লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।
যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোন অংশ প্রযােজ্য না হয় সেক্ষেত্রে প্রযােজ্য নয়’ উল্লেখ করতে হবে। লাইন লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদে চাকুরীতে যােগদানের সময় ১০,০০০ (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে সমিতি কর্তৃক নির্ধারিত হারে মুনাফাসহ
ফেরত দেওয়া হবে।
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদনপত্রের সংগে প্রার্থীর শিক্ষাগত যােগ্যতা এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহণযােগ্য নয়) এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্য তােলা ০২ (দুই) কপি, পাসপাের্ট আকারের ছবি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে
সেই সাথে ১০০ (একশত) টাকা মূল্যমানের ক্রসড পােস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার, (নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) -এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পােস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযােগ্য হবে না।
কেবলমাত্র শারীরিক যােগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। এ ধরনের চুক্তিভিত্তিক লাইন নিয়ােগের বিপরীতে বছর বছর চুক্তি সাপেক্ষে একটি পবিসে সর্বোচ্চ ০৯টি চুক্তির মেয়াদ পর্যন্ত চাকুরী করতে পারবেন এবং লাইনগণের চাকুরী কখনই কোন ক্রমেই নিয়মিত হবে না।
৯ম চুক্তি সমাপনান্তে অভিজ্ঞতা ও সন্তোষজনক কর্মমূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে অন্য পবিসে নিয়ােগ প্রদান করা যেতে পারে এবং চাকুরীতে বেতন ধাপ অক্ষুন্ন থাকবে। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
নিয়ােগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইনগণকে নিজ জেলা ও নিজ সমিতির ভৌগােলিক এলাকা ব্যতীত যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হবে। নিয়ােগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইনগণ সর্বোচ্চ ৪৫ (পয়তাল্লিশ) বছর বয়স পর্যন্ত চাকুরী করতে পারবেন। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে শিক্ষাগত যােগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে।
সকল পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে এবং আবেদনকারীদেরকে ডাকযোগে প্রেরিত প্রবেশ পত্রের মাধ্যমে তা জানানো হবে। আবেদনপত্র অফিস সময়ের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে
নির্ধারিত ছকে বর্ণিত যে সমিতিতে কাজ করতে ইচ্ছুক শুধুমাত্র সেই সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত ছকের আবেদনপত্র (শর্তাবলীর ক্রমিক নং-১-এ উল্লিখিত) স্বহস্তে পূরণ করে চাহিত কাগজ পত্রাদিসহ প্রেরণ করবেন। সরাসরি কোন আবেদনপত্র গৃহীত হবে না।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- bbah school Job Circular 2022, bbah school Job Circular 2022 Today In Bangladesh, bbah school govt job circular 2022, bbah school job circular 2022, bbah school job apply
- বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় জব বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি 2022, নিয়োগ বিজ্ঞপ্তি 2022 বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় জব
- bsri Job Circular 2022, bsri Job Circular 2022 Today In Bangladesh, bsri govt job circular 2022, bsri job circular 2022, bsri job apply, bsri job circular apply 2022, job circular bsri 2022, bsri job circular apply 2022, job circular of bsri 2022, bsri job circular 2022