পৌরনীতি ও সুশাসন পরিচিতি অধ্যায়-০১ MCQ
অধ্যায় ১
১. পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
২. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Civics খ. Civis
গ. Civies ঘ. Civitas
৩. সুন্দর নাগরিক জীবন গড়ে তোলা পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য। মিতব্যয়ী ও স্বাবলম্বী হতে শেখানো অর্থনীতির কাজ। জ্ঞানের এই দুটি শাখা তাই পরস্পরের কী?
ক. বিকল্প খ. প্রতিযোগী
গ. পরিপূরক ঘ. বিরোধী
৪. Civis ও Civitas কোন ভাষার শব্দ?
ক. লাতিন খ. গ্রিক
গ. ফরাসি ঘ. স্প্যানিশ
৫. ‘সিভিস’ ও ‘সিভিটাস’ শব্দের অর্থ যথাক্রমে কী কী?
ক. দেশ ও রাষ্ট্র
খ. রাষ্ট্র ও নগর
গ. নাগরিক ও নগররাষ্ট্র
ঘ. নগররাষ্ট্র ও নাগরিক
৬. জর্জ হ্যারিসন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কনসার্ট করেন। কনসার্ট থেকে অর্জিত অর্থ বাংলাদেশের অসহায় মানুষের জন্য দান করেছিলেন। এ সময় তার নাগরিকত্ব কোন প্রকৃতির ছিল?
ক. স্থানীয় খ. জাতীয়
গ. আন্তর্জাতিক ঘ. সামাজিক
৭. প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল?
ক. বিশ্বরাষ্ট্র খ. জাতীয় রাষ্ট্র
গ. নগররাষ্ট্র ঘ. যুক্তরাষ্ট্র
৮. প্রাচীনকালে কোথায় কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল?
ক. গ্রিসের এথেন্স ও স্পার্টায়
খ. গ্রেট ব্রিটেনের লন্ডন ও ব্রিস্টলে
গ. আমেরিকার নিউইয়র্ক ও ডালাসে
ঘ. মিসরের কায়রো ও আলেকজান্দ্রিয়ায়
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র পৌরনীতি ও সুশাসন পরিচিতি এমসিকিউ
পৌরনীতি ১ম পত্র এমসিকিউ সাজেশন ২০২৪
পৌরনীতি ১ম পত্র – ১ম অধ্যায়: পৌরনীতি ও সুশাসন পরিচিতি এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ২য় অধ্যায়: সুশাসন এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৩য় অধ্যায়: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৪র্থ অধ্যায়: ই-গভর্নেন্স ও সুশাসন এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৫ম অধ্যায়: নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৬ষ্ঠ অধ্যায়: রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৭ম অধ্যায়: সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৮ম অধ্যায়: জনমত ও রাজনৈতিক সংস্কৃতি এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ৯ম অধ্যায়: জনসেবা ও আমলাতন্ত্র এমসিকিউ সাজেশন
পৌরনীতি ১ম পত্র – ১০ম অধ্যায়: দেশ প্রেম ও জাতীয়তা এমসিকিউ সাজেশন
৯. ‘নাগরিকতার সঙ্গে জড়িত সব প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তা–ই পৌরনীতি।’ উক্তিটি কার?
ক. সক্রেটিস খ. এফ আই গ্রাউড
গ. অ্যারিস্টটল ঘ. ই এম হোয়াইট
১০. পৌরনীতি কোন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. ধর্মীয় ঘ. সাংস্কৃতিক
১১. পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে?
ক. গার্নার খ. লাস্কি
গ. ম্যাকাইভার ঘ. ই এম হোয়াইট
১২. জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. প্রাক্মধ্যযুগে ঘ. আধুনিক যুগে
১৩. নগররাষ্ট্রের স্কুলে আধুনিক যুগে কীরূপ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে?
ক. বিশ্বরাষ্ট্র খ. রাজতান্ত্রিক সাম্রাজ্য
গ. জাতীয় রাষ্ট্র ঘ. প্রকৃতির রাজ্য
১৪. নাগরিকতাবিষয়ক বিজ্ঞান কোনটি?
ক. অর্থনীতি
খ. সমাজবিজ্ঞান
গ. ইতিহাস
ঘ. পৌরনীতি ও সুশাসন
১৫. নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে জ্ঞানের যে শাখা, তার নাম কী?
ক. অর্থনীতি খ. পৌরনীতি ও সুশাসন
গ. ইতিহাস ঘ. নীতিশাস্ত্র
১৬. মানবসভ্যতা রক্ষার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের জনপ্রিয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন কে?
ক. ই এম হোয়াইট খ. এফ আই গ্রাউড
গ. জর্জ বার্নার্ড শ ঘ. জ্যা জ্যাক রুশো
১৭. পৌরনীতি ও সুশাসন পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়?
ক. আত্মস্বার্থে খ. রাজনীতিতে
গ. দেশপ্রেমে ঘ. সাহিত্যচর্চায়
১৮. Polites ও Polis শব্দ দুটির অর্থ যথাক্রমে কী কী?
ক. নাগরিক ও রাষ্ট্র
খ. জাতীয় রাষ্ট্র ও নাগরিক
গ. নগররাষ্ট্র ও নাগরিক
ঘ. নাগরিক ও নগররাষ্ট্র
১৯. Polites & polis শব্দের অর্থ কোন ভাষার?
ক. গ্রিক খ. লাতিন
গ. ইংরেজি ঘ. জার্মান
২০. বিশ্বব্যাংক সুশাসনের ধারণাটি কত সালে প্রথম ব্যবহার করে?
ক. ১৯৮৫ খ. ১৯৮৯
গ. ১৯৯০ ঘ. ১৯৯৫
অধ্যায় ১: ১.গ ২.ক ৩.গ ৪.ক ৫.গ ৬.গ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.ঘ ১২.ঘ ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.খ
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
নৈবিত্তিক প্রশ্নের উত্তর HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র পৌরনীতি ও সুশাসন পরিচিতি অধ্যায়-০১
২১. The Republic গ্রন্থের লেখক কে?
ক. প্লেটো খ. অধ্যাপক লাস্কি
গ. অধ্যাপক গার্নার ঘ. অধ্যাপক গেটেল
২২. ‘রাষ্ট্রবিজ্ঞানে এটা ধরে নেওয়া হয় যে মানুষ রাজনৈতিক জীব। কিন্তু মানুষ কীভাবে ও কেন রাজনৈতিক জীব, সমাজবিজ্ঞানে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়।’—এ উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার খ. অধ্যাপক গেটেল
গ. ই এম হোয়াইট ঘ. এফ আই গ্রাউড
২৩. ‘শাসক যদি ন্যায়বান হন, তাহলে আইন অনাবশ্যক। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন নিরর্থক।’—এ উক্তিটি কার?
ক. সক্রেটিস খ. প্লেটো
গ. অ্যারিস্টটল ঘ. ম্যাকাইভার
২৪. সুনাগরিক হওয়ার শিক্ষা দান করে জ্ঞানের কোন শাখা?
ক. ইতিহাস
খ. অর্থনীতি
গ. পৌরনীতি ও সুশাসন
ঘ. নীতিশাস্ত্র
২৫. ‘সমাজবিজ্ঞানের বিষয়গুলো পৌরনীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞানের সাহায্য ছাড়া আলোচনা করা সম্ভব নয়।’—এ উক্তিটি কার?
ক. মরগান ও গিডিংসের
খ. প্লেটো ও অ্যারিস্টটলের
গ. মরগান ও ম্যাকাইভারের
ঘ. গিডিংস ও গার্নারের
২৬. নাগরিকতার স্থানীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠানটি জড়িত?
ক. আইনসভা খ. রাজনৈতিক দল
গ. মন্ত্রিসভা ঘ. ইউনিয়ন পরিষদ
২৭. নাগরিকতার জাতীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত?
ক. আইনসভা খ. বিচার বিভাগ
গ. জেলা পরিষদ ঘ. রাষ্ট্র
২৮. মানুষ নিঃসঙ্গ জীবন যাপন করতে পারে না, কারণ কী?
ক. সৃষ্টির সেরা জীব বলে
খ. রাজনৈতিক জীব বলে
গ. সামাজিক জীব বলে
ঘ. অন্যের ওপর নির্ভরশীল জীব বলে
২৯. নাগরিক জীবনের সব বিষয় আলোচনা করে জ্ঞানের কোন শাখা?
ক. অর্থনীতি
খ. পৌরনীতি ও সুশাসন
গ. সমাজবিজ্ঞান
ঘ. ইতিহাস
৩০. নাগরিকের কোন ধরনের কার্যাবলি পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর ক্ষেত্রে প্রাধান্য লাভ করে?
ক. ধর্মীয় খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক
৩১. পৌরনীতি ও সুশাসন পাঠে কী দূর হয়?
ক. বুদ্ধি খ. বিবেক
গ. কর্তব্যবোধ ঘ. উদাসীনতা
৩২. কোন শাস্ত্র পাঠ করে নাগরিকতা, রাজনীতি ও রাষ্ট্র সম্পর্কে জ্ঞান লাভ করা যায়?
ক. সমাজবিজ্ঞান
খ. অর্থনীতি
গ. নীতিশাস্ত্র
ঘ. পৌরনীতি ও সুশাসন
৩৩. দেশের মাটি ও মানুষকে ভালোবাসার অনুভূতিকে কী বলা হয়?
ক. সামাজিক মূল্যবোধ
খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. দেশাত্মবোধ
ঘ. মানবতাবোধ
৩৪. মানবাত্মার অনুভূতিকে কী বলা হয়?
ক. দেশাত্মবোধ খ. মমত্ববোধ
গ. মূল্যবোধ ঘ. মানবতাবোধ
৩৫. ‘দেশ ঠিক মায়ের মতোই’—এ উপলব্ধিকে কী বলা যায়?
ক. মানবতাবোধ খ. ভ্রাতৃত্ববোধ
গ. দেশাত্মবোধ ঘ. মমত্ববোধ
৩৬. কোন গুণের কারণে বিশ্বের সব মানুষ ভালোবাসার সূক্ষ্ম ও নিবিড় বন্ধনে আবদ্ধ?
ক. জাতীয়তাবোধ খ. দেশাত্মবোধ
গ. স্বদেশপ্রেম ঘ. মানবতাবোধ
৩৭. উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি ও সুশাসনের সঙ্গে কোন বিষয়ের সম্পর্ক সর্বাপেক্ষা কাছাকাছি বা ঘনিষ্ঠতর?
ক. অর্থনীতি খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. সমাজবিজ্ঞান
৩৮. জ্ঞানের কোন শাখা মানুষের সমাজজীবন ও রাষ্ট্রীয় জীবনকে সুখী ও সুন্দর রূপে গড়ে তোলার শিক্ষা দান করে?
ক. অর্থনীতি খ. পৌরনীতি ও সুশাসন
গ. ইতিহাস ঘ. নীতিশাস্ত্র
৩৯. কোন বিষয়ের পাঠ নাগরিকদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে?
ক. পৌরনীতি ও সুশাসন
খ. অর্থনীতি
গ. ইতিহাস
ঘ. সমাজবিদ্যা
২১.ক ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.গ ৩১.ঘ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.ক
৪০. নিপু একজন চিকিৎসক। তিনি বাংলাদেশের সংবিধান ও সরকারব্যবস্থা সম্পর্কে জানতে চান। এ বিষয়ে তার কোন কোন বিষয়ে পড়াশোনা করা উচিত?
ক. পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান
খ. পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান
গ. পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস
ঘ. পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল
৪১. কবির মেডিকেলে পড়ছে। সে আসন্ন পৌরসভা নির্বাচনে ভোট প্রদান করবে। সে এ ধরনের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চায়। এ জন্য তাকে কী পাঠ করতে হবে?
ক. অর্থনীতি খ. ইতিহাস
বহুনির্বাচনী HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র পৌরনীতি ও সুশাসন পরিচিতি অধ্যায়-০১
গ. সমাজবিজ্ঞান ঘ. পৌরনীতি ও সুশাসন
৪২. পৌরনীতি ও সুশাসন পাঠ করে সুহাস সুনাগরিক হওয়ার শিক্ষা অর্জন করেছে। এবার সে নৈতিক গুণেরও অধিকারী হতে চায়। এ জন্য তাকে কী পাঠ করতে হবে?
ক. নীতিশাস্ত্র খ. ইতিহাস
গ. অর্থনীতি ঘ. ধর্মশাস্ত্র
৪৩. কোনটি ইতিহাসের আলোচ্য বিষয়?
ক. রাষ্ট্র খ. রাজনীতি
গ. সংবিধান ঘ. সভ্যতা ও সংস্কৃতি
৪৪. অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একই বিষয় হিসেবে বিবেচিত হতো। সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন কে?
ক. প্লেটো খ. জন মার্শাল
গ. অ্যাডাম স্মিথ ঘ. জেমস মিল
৪৫. সুশাসন শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. বারবার কোনাবল
খ. জন মার্শাল
গ. অ্যাডাম স্মিথ
ঘ. জেমস মিল
৪৬. আইন নিষ্প্রয়োজন হয় কখন?
ক. শাসক চরিত্রহীন হলে
খ. শাসক স্বৈরাচারী হলে
গ. কোনো শাসক না থাকলে
ঘ. শাসক ন্যাপয়রায়ণ হলে
৪৭. আইন নিরর্থক হয় কখন?
ক. শাসক চরিত্রবান হলে
খ. শাসক গণতন্ত্রমনস্ক হলে
গ. শাসক দুর্নীতিপরায়ণ হলে
ঘ. শাসক ন্যায়বান হলে
৪৮. পৌরনীতি ও সুশাসন কী পর্যালোচনা করে?
ক. নাগরিকের কার্যাবলি
খ. সরকারের কার্যাবলি
গ. রাষ্ট্রের কার্যাবলি
ঘ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যাবলি
৪৯. স্থানীয় পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা প্রদান বা সৃষ্টি করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন?
ক. পরিবারপ্রধান
খ. রাষ্ট্রীয় কর্তৃপক্ষ
গ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
ঘ. এনজিও
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৫০. জাতীয় পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন বা কর্তৃপক্ষ?
ক. রাষ্ট্রীয় কর্তৃপক্ষ খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ ঘ. ন্যায়পাল
সঠিক উত্তর
৪০.ক ৪১.ঘ ৪২.ক ৪৩.ঘ ৪৪.গ ৪৫.ক ৪৬.ঘ ৪৭.গ ৪৮.ক ৪৯.গ ৫০.ক
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র পৌরনীতি ও সুশাসন পরিচিতি অধ্যায়-০১ কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর
অধ্যায় ১
১. পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
২. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Civics খ. Civis
গ. Civies ঘ. Civitas
৩. সুন্দর নাগরিক জীবন গড়ে তোলা পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য। মিতব্যয়ী ও স্বাবলম্বী হতে শেখানো অর্থনীতির কাজ। জ্ঞানের এই দুটি শাখা তাই পরস্পরের কী?
ক. বিকল্প খ. প্রতিযোগী
গ. পরিপূরক ঘ. বিরোধী
৪. Civis ও Civitas কোন ভাষার শব্দ?
ক. লাতিন খ. গ্রিক
গ. ফরাসি ঘ. স্প্যানিশ
৫. ‘সিভিস’ ও ‘সিভিটাস’ শব্দের অর্থ যথাক্রমে কী কী?
ক. দেশ ও রাষ্ট্র
খ. রাষ্ট্র ও নগর
গ. নাগরিক ও নগররাষ্ট্র
ঘ. নগররাষ্ট্র ও নাগরিক
৬. জর্জ হ্যারিসন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কনসার্ট করেন। কনসার্ট থেকে অর্জিত অর্থ বাংলাদেশের অসহায় মানুষের জন্য দান করেছিলেন। এ সময় তার নাগরিকত্ব কোন প্রকৃতির ছিল?
ক. স্থানীয় খ. জাতীয়
গ. আন্তর্জাতিক ঘ. সামাজিক
৭. প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল?
ক. বিশ্বরাষ্ট্র খ. জাতীয় রাষ্ট্র
গ. নগররাষ্ট্র ঘ. যুক্তরাষ্ট্র
৮. প্রাচীনকালে কোথায় কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল?
ক. গ্রিসের এথেন্স ও স্পার্টায়
খ. গ্রেট ব্রিটেনের লন্ডন ও ব্রিস্টলে
গ. আমেরিকার নিউইয়র্ক ও ডালাসে
ঘ. মিসরের কায়রো ও আলেকজান্দ্রিয়ায়
৯. ‘নাগরিকতার সঙ্গে জড়িত সব প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তা–ই পৌরনীতি।’ উক্তিটি কার?
ক. সক্রেটিস খ. এফ আই গ্রাউড
গ. অ্যারিস্টটল ঘ. ই এম হোয়াইট
১০. পৌরনীতি কোন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. ধর্মীয় ঘ. সাংস্কৃতিক
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.গ ২.ক ৩.গ ৪.ক ৫.গ ৬.গ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.খ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৪
HSC /Alim Common Suggestion 2024
আজকের সাজেশস: HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র পৌরনীতি ও সুশাসন পরিচিতি অধ্যায়-০১ কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর
PDF Download HSC Civics & Good Governance 1st paper পৌরনীতি ও সুশাসন পরিচিতি অধ্যায়-০১ MCQ
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও