Honors 4th Year Consumer Behavior Suggestion, Consumer Behavior Suggestion PDF, short suggestion Honors 4th year Consumer Behavior , Consumer Behavior suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Consumer Behavior ,
Honors 4th Year Consumer Behavior Suggestion 2024
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের ভোক্তা আচরণ, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন ভোক্তা আচরণ সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের ভোক্তা আচরণ সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ভোক্তা আচরণ (Consumer Behavior) সুপার সাজেশন Department of : Marketing & Other Department Subject Code: 242307 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
ভোক্তা আচরণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের ভোক্তা আচরণ, অনার্স ৪র্থ বর্ষের ভোক্তা আচরণ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন ভোক্তা আচরণ সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
Consumer Behavior Honors 4th Year Suggestion PDF 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. কৃতিত্বার্জন প্রেষণা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : Mccklland.
২. সিদ্ধান্ত গ্রহণ কী?
উত্তর : সিদ্ধান্ত গ্রহণ হলো একাধিক কর্মপন্থা বা বিকল্পসমূহের মধ্য হতে উত্তমটি বেছে নেওয়া বা পছন্দ করা।
৩. আঞ্চলিত উপসংস্কৃতি কী?
উত্তর : আঞ্চলিত উপসংস্কৃতি হচ্ছে দেশের একটি নির্দিষ্ট অংশ হতে আসা কিংবা কোনো একটি নির্দিষ্ট অংশে বসবাস করে এমন জনগণ নিয়ে গড়ে ওঠা উপসংস্কৃতি।
৪. সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ কী?
উত্তর : যখন প্রতিটি সমাজ ও সংস্কৃতিকে সেই সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটেই বিশ্লেষণ করা হয় তখন তাকে সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ বলে।
৫. ভোক্তা কে?
উত্তর : সাধারণত ভোক্তা বলতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে বুঝায় যারা স্বীয় কিংবা পরিবার বা দলের ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে।
৬. সামাজিক স্তরবিন্যাস কি?
উত্তর : যখন কোন ক্রমোচ্চ নীতিমালার ভিত্তিতে বিভাজন করা হয় তখন তাকে সামাজিক স্তরবিন্যাস বলে।
৭. একক উপাদান সূচক কী?
উত্তর : যে প্রক্রিয়ায় শুধুমাত্র একটি উপাদানের ভিত্তিতে ব্যক্তির সামাজিক শ্রেণি নির্ধারণ করা হয় তাকে একক উপাদান সূচক পদ্ধতি বলে।
৮. শুন্য নীড়- ১ Past Parental Stage কী?
উত্তর : পরিবারের সন্তানরা যখন পরিবার থেকে আলাদা হয়ে সসবাস করে, তখন পরিবারের স্তরকে শুন্য নীড়-১ স্তর বা Past Parental Stage বলে।
৯. সাধারণীকরণ কি?
উত্তর : এক পরিবেশ থেকে শিক্ষালব্দ প্রতিক্রিয়া অন্য পরিবেশে ব্যবহার করার প্রবনতাকে সাধারণীকরণ বলে।
১০. উদ্দীপক কী?
উত্তর : ব্যক্তির দ্বারা প্রত্যক্ষণকৃত বিষয়বস্তুটি যে যখন, যে বিষয় প্রত্যক্ষণ করবে, তখন সেটিই সেই ব্যক্তির জন্য হবে উদ্দীপক।
১১. সদ্য বিবাহিত দম্পত্তি কাকে বলে?
উত্তর : যুবক-যুবতী মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অথবা কোনো সন্তান জন্ম হয়নি এমন দম্পতিতের নিয়ে যে পরিবারিক চক্র তাকে সদ্য বিবাহিত দম্পত্তি বলে।
১২. সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর : সমাজের মৌলিক মূল্যাবোধ, প্রত্যক্ষণ, অগ্রাধিকার এবং আচরণের উপর বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য শক্তিগুলোর প্রভাব-বিস্তারের মাধ্যমে গঠিত পরিবেশকে সাংস্কৃতিক পরিবেশ বলে।
১৩. শপিং প্রত্যক্ষ দল কাকে বলে?
উত্তর : যে প্রত্যক্ষ দল সমাজে উচ্চ বিত্ত শ্রেণির ভোক্তাদের নিয়ে গঠিত তাকে শপিং প্রত্যক্ষ দল বলে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
Consumer Behavior Suggestion PDF 2024
১৪. শিক্ষণের পদ্ধতি বলতে কি বুঝ?
উত্তর : শিক্ষণের ক্ষেত্রে প্রয়োগকৃত কৌশল বা Techniques গুলোকে শিক্ষণ পদ্ধতি বলা হয়।
১৫. আর্থিক প্রেষণা কাকে বলে?
উত্তর : যে প্রেষণার সাথে অর্থ জড়িত থাকে তাকে আর্থিক প্রেষণা বলে।
১৬. তাড়না কাকে বলে?
উত্তর : যে অবস্থা একজন ব্যক্তির মনে কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি কে তাকে তাড়না বলে।
১৭. Vector H. Vroom এর সমীকরণটি লিখ।
উত্তর : p = f (A × M )
এখানে,
p = Performance
f = Function
A = Ability
M = Motivation.
১৮. শিল্পীসুলভ ব্যক্তিত্ব কী?
উত্তর : যে সকল ব্যক্তি কল্পনাপ্রবণ এবং আবেগের বশবর্তী হয়ে অনেক সময় বাস্তবতা বিবর্জিত কাজ করে, সে সকল ব্যক্তিত্বকে শিল্পীসুলভ বক্তিত্ব বলে।
১৯. ভূমিকা অভিনয় কি?
উত্তর : মনোভাব উন্নয়নের জন্য কারখানার সুপারভাইজারদেরকে, শ্রমিকের এবং শ্রমিকদেরকে সুপারভাইজারের ভূমিকায় অভিনয় এর মাধ্যমে বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা দেয়া হয়।
২০. আবেগ বলতে কী বুঝ?
উত্তর : বিশেষ কোনো অবস্থায় মানুষ যে ধরনের আচরণ করে তাকে আবেগ বলে।
২১. আঞ্চলিত উপসংস্কৃতি কী?
উত্তর : আঞ্চলিত উপসংস্কৃতি হচ্ছে দেশের একটি নির্দিষ্ট অংশ হতে আসা কিংবা কোনো একটি নির্দিষ্ট অংশে বসবাস করে এমন জনগণ নিয়ে গড়ে ওঠা উপসংস্কৃতি।
২২. সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ কী?
উত্তর : যখন প্রতিটি সমাজ ও সংস্কৃতিকে সেই সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটেই বিশ্লেষণ করা হয় তখন তাকে সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ বলে।
PDF Download ভোক্তা আচরণ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ভোক্তা আচরণ কি?
২. সংস্কৃতি বলতে কি বুঝায়?
৩. আদর্শের প্রকারভেদ বর্ণনা কর।
৪. সমাজ ও ভোক্তার ধারণাটি ব্যাখ্যা কর।
৫. “নির্দেশক দলের প্রভাবে ভোক্তার ভোগ প্রক্রিয়ার পরিবর্তন ঘটে”-সংক্ষেপে লেখ।
৬. ভোগ প্রক্রিয়ায় নির্দেশক দলের প্রভাব ব্যাখ্যা কর।
৭. সামাজিক শ্রেণি পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো ব্যাখ্যা কর।
৮. পরিবারের ৪টি কার্যাবলি সংক্ষেপে ব্যাখ্যা কর।
৯. নিরপেক্ষ রেখা বিশ্লেষণ কি?
১০. ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
১১. কৃতিত্বার্জন প্রেষণা তত্ত্ব বর্ণনা কর।
১২. কিভাবে রীতি ও অভ্যাস গড়ে উঠে?
১৩. “সংস্কৃতি স্বোপার্জিত”-কিভাবে?
১৪. শিক্ষণের শর্তসমূহ আলোচনা কর।
১৫. উপসংস্কৃতির প্রকৃতি বর্ণনা কর।
১৬. প্রত্যক্ষণ বিশ্লেষণের স্তর/পদক্ষেপসমূহ আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ভোক্তার প্রত্যক্ষণ নির্ধারণের উপাদানসমূহ বর্ণনা কর।
২. ম্যাকলিল্যান্ডের “কৃতিত্বার্জন প্রেষণাতত্ত্ব” বর্ণনা কর।
৩. (ক) নির্দেশক দলের বাজারজাতকরণ কৌশলের প্রভাব সংক্ষেপে লেখ।
(খ) প্রাথমিক নির্দেশক দলের বৈশিষ্ট্য ও কার্যাবলি সংক্ষেপে লিখ।
৪. (ক) সামাজিক শ্রেণি পরিমাপের “বহু উপাদান সূচক” পরিমাণ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
(খ) সামাজিক স্তরবিন্যাসের মৌলিক উপাদানগুলো ব্যখ্যা কর।
৫. বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কাঠামো পদ্ধতি সম্পর্কে যা জান লিখ।
৬. (ক) পরিবারে সংজ্ঞা দাও।
(খ) পরিবারের সিদ্ধান্ত ও বাজারজাতকরণ গবেষণা পদ্ধতি সম্পর্কে কি জান লেখ।
৭. (ক) শিক্ষণ প্রক্রিয়ার উপাদানসমূহ আলোচনা কর।
(খ) শিক্ষণের সাধারণ বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৮. ভ্রান্ত প্রত্যক্ষণের কারণ বর্ণনা কর।
৯. (ক) ভোক্তা প্রেষণার সংজ্ঞা দাও ।
(খ) প্রেষণা ও মনোবলের মধ্যে পার্থক্য দেখাও।
১০. শিক্ষণের মৌলনীতিসমূহ আলোচনা কর।
১১. প্রত্যক্ষণের উপর প্রভাববিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।
১২. (ক) “প্রেষণা মানুষের প্রয়োজনের সাথে জড়িত।” উক্তিটি ব্যাখ্যা কর।
(খ) প্রেষণার X ও Y তত্ত্ব বর্ণনা কর।
১৩. ব্যক্তিত্বের ধরন/শ্রেণিবিভাগ বর্ণনা কর।
১৪. মনোভাব গঠন ও পরিবর্তনে প্রভাব সৃষ্টিকারী যোগাযোগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৫. “মনোভাব শেখানো যায় না বরং গড়ে ওঠে”-ব্যাখ্যা কর।
১৬. (ক) মনোভাবের সংজ্ঞা দাও।
(খ) মনোভাবের বৈশিষ্ট্যগুলো লিখ।
2024 ভোক্তা আচরণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
অধ্যায় 1
ক বিভাগ
- মডেল কী?
- মনঃসমীক্ষণগত তও্বের প্রবক্তা কে?
- প্রেষণা গবেষণা বলতে কী বুঝায়?
খ বিভাগ
- ভোক্তা আচরণে মডেল ব্যবহার করা হয় কেন?
গ বিভাগ
- ভোক্তা আচরণের আওতা বর্ণনা কর?
- ভোক্তা আচরণের হাওয়ার্ড ও স্থ মডেল আলোচনা কর?
অধ্যায় 2
ক বিভাগ
- উপসংস্কৃতি কাকে বলে?
- মিশ্র সংস্কৃতি বলতে কী বুঝায়?
খ বিভাগ
- সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর?
- সাংস্কৃতিক পরিবর্তনের কারণ বর্ণনা কর৷
গ বিভাগ
- ক উপসংস্কৃতির প্রকৃতি বর্ণনা কর?
- খ উপসংস্কৃতির শ্রেণিবিভাগ বর্ণনা কর
অধ্যায় 3
ক বিভাগ
- ভোক্তা কে?
- সামাজীকীকরণ বলতে কি বুঝ?
খ বিভাগ
- কি কি বিষয়ে নিদের্শক দলের রীতিনীতি ও সাদৃশ্যের সাথে খাপ খাওয়ানোর মাএা নির্ধারণ করে?
গ বিভাগ
- ক নির্দেনক দল বলতে কী বুঝায়
- খ প্রাথমিক নির্দেশক দলের বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ?
অধ্যায় 4
ক বিভাগ
- সামাজিক স্তরবিন্যাস কি?
- সামাজিক শ্রেণি কী?
- সামাজিকীকরণ কী?
খ বিভাগ
- সামাজিক শ্রেণি পরিমাপের বহু উপাদান সূচক পরিমাণ পদ্ধতিটি ব্যাখ্যা কর?
- সামাজিক শ্রেণি সম্পর্কে অধ্যয়ন কীভাবে বাজারজাতকারীকে সহায়তা করে? ব্যাখ্যা কর?
গ বিভাগ
- সামাজিক স্তরবিন্যাসের মৌলীক উপাদানগুলো ব্যাখ্যা কর?
- সামাজিক স্তরবিন্যাস বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
অধ্যায় 5
ক বিভাগ
- পরিবার কী?
- Family শব্দটির Origin কী
- পরিবার জীবনচক্র কী?
খ বিভাগ
- পরিবার জীবনচক্র ব্যাখ্যা কর?
- পরিবারের ধরনগুলো আলোচনা কর?
গ বিভাগ
- বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কাঠামো পদ্ধতি সম্পর্কে যা জান লিখ?
- পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ পক্রিয়ার পরিবারের সদস্যদের ভূমিকা বর্ণনা কর?
অধ্যায় 6
ক বিভাগ
- প্রশিক্ষণ কি?
খ বিভাগ
- শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য লেখ?
- শিক্ষণের সমগ্রতা ও জ্ঞানগত মতবাদের মৌলিক পার্থক্যগুলো আলোচনা কর?
গ বিভাগ
- শিক্ষণের পদ্ধতিসমূহ আলোচনা কর?শিক্ষণের আচরণবাদী তও্ব বনাম জ্ঞানগত তও্বের মধ্যে পার্থক্য দেখাও?
অধ্যায় 7
ক বিভাগ
- প্রত্যক্ষণ কি?
- উদ্দীপক কী?
খ বিভাগ
- প্রত্যক্ষণের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর?
- প্রত্যক্ষণের পাস্হাগুলো আলোচনা কর?
গ বিভাগ
- প্রত্যক্ষণের তও্বসমূহ বর্ণনা কর?
- প্রত্যক্ষণের সমগ্রতা মতবাদ ও জ্ঞানগত মতবাদগুলো বর্ণনা কর?
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের ভোক্তা আচরণ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ ভোক্তা আচরণ সাজেশন
অধ্যায় 8
ক বিভাগ
- প্রেষণা বলতে কি বুঝায়?
- ভোক্তা প্রেষণা কী?
- ইতিবাচক প্রেষণা কাকে বলে?
- X তও্ব কি?
- অন্তর্মূখি ব্যক্তিত্ব কী?
- অহম কী?
- অংশগ্রহণের সংজ্ঞা দাও?
- উন্মুক্ত প্রশ্নপএ কী বুঝায়?
খ বিভাগ
- প্রেষণার অর্থের ভূমিকা বর্ণনা কর?
- ব্যক্তিত্বের চারিএিক বৈশিষ্ট্য তও্বটি আলোচনা কর?
- ব্যক্তিত্বের পাঁচটি উপাদান মডেলটি আলোচনা কর?
গ বিভাগ
- নিন্ম প্রেষণার কারণসমূহ বর্ণনা কর?
- হার্জবার্গের দ্বি উপাদান তও্ব বর্ণনা কর?
- বাজারজাত করণের প্রেষণাগত কৌশলগুলো আলোচনা কর?
Honors 4th year Common Suggestion 2024
অধ্যায় 9
ক বিভাগ
- মনোভাব পরিবর্তন বলতে কী বুঝায়?
- শিক্ষা বলতে কি বুঝ?
- রেফারেন্স গ্রুপ কি?
খ বিভাগ
- মনোভাব ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক দেখাও?
- মনোভাব পরিবর্তনের শর্তসমূহ বর্ণনা কর?
গ বিভাগ
- কীভাবে মনোভাব পরিমাপ করা হয়?
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের ভোক্তা আচরণ স্পেশাল সাজেশন 2024,Honors Consumer Behavior Suggestion 2024
PDF Download ভোক্তা আচরণ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, ভোক্তা আচরণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ভোক্তা আচরণ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ ভোক্তা আচরণ সাজেশন, ভোক্তা আচরণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,