ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিগ্রী কে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অধীনে নার্সিং এ স্নাতক ডিগ্রিতে রূপান্তর করা প্রসঙ্গে আবেদন পত্র,উচ্চ মাধ্যমিক (JSC) পাশের পর (৩ বছর মেয়াদী) “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী” ডিগ্রীর পরিবর্তে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অধীনে নার্সিং “নাতক ডিগ্রীতে রুপান্তর প্রসঙ্গে আবেদন

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

বিষয়: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিগ্রী কে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অধীনে নার্সিং এ স্নাতক ডিগ্রিতে রূপান্তর করা প্রসঙ্গে আবেদন পত্র,উচ্চ মাধ্যমিক (JSC) পাশের পর (৩ বছর মেয়াদী) “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী” ডিগ্রীর
পরিবর্তে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অধীনে নার্সিং “নাতক ডিগ্রীতে রুপান্তর প্রসঙ্গে আবেদন

তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০২২ ইং

বরাবর,
মাননীয় সচিব,
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় , বাংলাদেশ সচিবালয়, শাহবাগ, ঢাকা-১০০০।
মাননীয় মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর, আইপিএইচ ফুল রােড, মহাখালী, ঢাকা-১২১২।

বিষয়ঃ উচ্চ মাধ্যমিক (JSC) পাশের পর (৩ বছর মেয়াদী) “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী” ডিগ্রীর পরিবর্তে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অধীনে নার্সিং “নাতক ডিগ্রীতে রুপান্তর প্রসঙ্গে।

জনাব, যথাবিহীত সম্মান পূর্বক আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বর্তমানে বাংলাদেশে নার্সিং পেশায় প্রবেশের জন্য দুই ধরনের নার্সিং শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। একটি হল চার বছর মেয়াদি নার্সিং স্নাতক সম্মান ডিগ্রী যা উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে পাস করার পর ভর্তির সুযােগ রয়েছে। অপরটি হল তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এই কোর্সে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক যেকোনাে বিভাগ থেকে পাস করার পর ভর্তির সুযোগ রয়েছে। প্রিয় মহােদয় আপনি নিশ্চয়ই অবগত যে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এস.এস.সি বা সমমান (S.S.C) পাশের পর অন্যান্য সকল প্রকার “ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযােগ রয়েছে।

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীনে এস.এস.সি বা সমমান (S.S.C) পাশের পর ডিপ্লোমা-ইন-টেক্সটাইল/এগ্রিকালচার/ফিসারিজ/লাইভস্টক/ ফরেস্ট্রি/ ডিপ্লোমা-ইনইঞ্জিনিয়ারিং নেভাল/ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনােলজি। সার্টিফিকেট ইন মেরিন/ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজম/ চার বছর মেয়াদি বিভিন্ন স্পেশালাইজড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহে ভর্তির সুযােগ রয়েছে। শুধুমাত্র আমাদের নার্সিং পেশায় ব্যতিক্রম যা উচ্চমাধ্যমিক পাশের পর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অধ্যায়ন করতে হয়।

ফলে স্নাতক ডিগ্রির পূর্বে যে ডিপ্লোমা ডিগ্ৰী অর্জিত হয় তা এইচ.এস.সি (HSC) সমমানের এবং শিক্ষার্থদের নার্সিং পড়াশােনার জন্য পবল ইচ্ছা থাকার ফলে কর্তৃপক্ষের ভুল কার্যক্রমের কারনে উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি/সমমান) পাশ করে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সে ভর্তি হতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক কোর্স শেষে আবারও এইচ.এস.সি/সমমান এর একাডেমিক সনদ প্রদান করা হচ্ছে । আমাদের মৌলিক অধিকার ও জাতীয় শিক্ষানীতি লঙ্ঘন করে বৈষম্যমূলকভাবে একই মানের সনদ দেওয়া হচ্ছে। যার ফলে নতুন করে ০২ বছর হাসপাতালের অভিজ্ঞতা সহ ০২ বছর মেয়াদী বি.এস.সি নার্সিং পড়তে হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণােদিত ভাবে শিক্ষার্থীদের জীবন থেকে অতি মূল্যবান ০৪ (চার) বছর সময় নষ্ট করা হচ্ছে। উল্লেখ্য যে, উন্নত
বিশ্বের ন্যায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে বাংলাদেশেও আর্ন্তজাতিক শিক্ষা ব্যাবস্থার মত উচ্চ মাধ্যমিক (HSC)/ সমমানের পাশের পর একই মন্ত্রণালয় ও কাউন্সিলের অধিভুক্ত সরকারী ও বেসরকারী প্রায় ২০০ (দুইশত) টি প্রতিষ্ঠানে বি.এস.সি, লাতক সম্মান ডিী প্রদান করা হচ্ছে।


আরো ও সাজেশন:-

এখানে অত্যন্ত স্পষ্ট যে, উচ্চ মাধ্যমিক পাশের পর একটি এম্পকে বি.এস.সি. স্নাতক সম্মান নার্সিং ডিী দিচ্ছেন এবং অপর একটি গ্রুপ উচ্চ মাধ্যমিক/সমমানের (এইচ.এস.সি) পাশের পর ৩৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং নামে নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক একই সমমানের ডিগ্রী পাচ্ছেন এবং পরবর্তিতে ০৪ বছর সময় নষ্ট করে আমাদেরকে বিএসসি নার্সিং ডিী নিতে হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগ, মৌলিক অধিকার, ধারা ২৮ এর উপধারা (১),(২) ও (৩) ধর্ম, গােষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারেনে সকল নাগকিরে শিক্ষার ক্ষেত্রে সমান অধিকার লাভের সুযােগ থাকলেও আমাদেরকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় শিক্ষানীতির ১০ম অধ্যায় (শিক্ষা, সেবা ও স্বাস্থ্য শিক্ষা) কৌশল এর ধারা ০৬ অনুসারে নার্সিং কলেজে বি.এস.সি এবং এম.এস.সি কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হবে।

এই নীতি থাকার পরেও শিক্ষানীতি অবমাননা করে একটি স্বার্থন্বেষী মহল তাদের স্বার্থ রক্ষার্থে উদ্দেশ্যপ্রণােদিত একই উচ্চ মাধ্যমিক/সমমানের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ডিগ্রী চাপিয়ে দিচ্ছেন।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

অতএব হুজুর সমীপে , উপরােক্ত বিষয়টি বিবেচনা করে আমরা যারা উচ্চ মাধ্যমিক/সমমানের পাশের পর ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন নার্সিং এর পরিবর্তে ০৩ বছর মেয়াদী নার্সিং স্নাতক ডিগ্রী প্রদানের জন্য

Google Adsense Ads

বিনীত অনুরােধ করছি,
আপনার বিশ্বস্ত
খাঁন মোঃ গোলাম মােরশেদ
সভাপতি বাংলাদেশ নার্সের্স এসােসিয়েশন

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Google Adsense Ads

Leave a Comment