বিষয়: ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল ২০২২,41st bcs written exam result 2022, 41st bcs written exam result, ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল (41th bcs written exam result),৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ২০২২,41st bcs written exam result 2022
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল জুলাই মাসে প্রকাশিত হবে। এই ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষা ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। আজকের আর্টিকেলে আমরা ৪১ তম বিসিএস লিখিত রেজাল্ট নিয়ে আলোচনা করবো।
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল (41th bcs written exam result)
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের মোট আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০ টায় একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ৪১ বিসিএস লিখিত পরীক্ষা আরম্ভ হয়। লিখিত পরীক্ষা শেষ হবার প্রায় ৭ মাস হয়ে গেলেও এখনো এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়য় নি। মূলত কিছু সংখ্যক পরীক্ষকের ঠিক সময়ে খাতা জমা না দেয়ার কারণে রেজাল্ট দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছে পিএসসি।
৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২১ সালের আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল। প্রিলিতে আবেদন করেছিলেন প্রায় চার লাখের বেশী শিক্ষার্থী। এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ২১ হাজার ৫৬ জন। ফলে তারাই রিটেন এক্সামে অংশগ্রহণ করেছিলেন।
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল অনলাইনে যেভাবে দেখবেন
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল পিএসসি তাদের অফিশিয়াল সাইটে আগামী জুলাই মাসে প্রকাশ করবেন। রেজাল্ট প্রকাশের পর পিডিএফ আকারে পিএসসি সাইটে ও টেলিটক বিডি লিমিটেড সাইটে পাওয়া যাবে।
৪১ তম বিসিএস লিখিত ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
৪১ তম বিসিএস লিখিত ফলাফল এসএমেস এর মাধ্যমে যেভাবে দেখবেন
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট আপনি এসএমএস এর মাধ্যমেও জানতে পারবেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PSC <space> 41 <space> Registration number টাইপ করে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণঃ PSC 41 123456 send to 16222
৪১ তম বিসিএস লিখিত রেজাল্ট : কত জন কর্মকতা নিয়োগ দেয়া হবে?
৪১ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রায় সাড়ে তিন বছর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী,
শিক্ষা ক্যাডারে ৯১৫ | সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ | পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ |
প্রশাসনে ৩২৩ | সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ | পশু সম্পদে ৭৬ |
পুলিশে ১০০ | সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ | কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ |
স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ | সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ | বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ |
সহকারী ডেন্টাল সার্জন ৩০ | গবেষণা কর্মকর্তা ২২ | বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ |
সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ | সহকারী পরিচালক(অনুষ্ঠান) ১১ | খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক |
আনসারে ২৩ | সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ | সহকারী রক্ষণ প্রকৌশলী ২ |
সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ | সহকারী বেতার প্রকৌশলী ৯ | সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ |
সহকারী কর কমিশনার (কর) ৬০ | সহকারী প্রকৌশলী ৩৬ | সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ |
সহকারী নিবন্ধক হিসেবে ৮ | সহকারী বন সংরক্ষক ২০ | |
পরিসংখ্যান কর্মকর্তা ১২ | সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ | |
সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ | মৎস্যে ১৫ |
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার সম্মুখীন হতে হবে। ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হবে। ৪১ তম বিসিএস লিখিত ফলাফল প্রত্যাশী সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।
আরো ও সাজেশন:-
বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে পেরিয়ে গেছে দেড় বছর। লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ৭ ডিসেম্বর। পরীক্ষার্থীদের অপেক্ষা শেষ হচ্ছে না।
- লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি মূলত পরীক্ষার্থী বেশি হওয়ার কারণে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ২১ হাজার ৫৬, যা গত কয়েকটি বিসিএসের প্রায় দ্বিগুণ।
৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০১৯ সালের ২৭ নভেম্বর। এরপর পেরিয়ে যাচ্ছে এক বছর আট মাস। লিখিত পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। মৌখিক পরীক্ষা শেষে কবে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে, তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।
লিখিত পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে প্রথম আলোকে বলেন, লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন তাঁরা। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। অনিশ্চয়তায় মৌখিক পরীক্ষার প্রস্তুতি তাঁরা ঠিকমতো নিতে পারছেন না।
তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, তারা সব পরীক্ষারই ফলাফল দ্রুত দেওয়ার চেষ্টা করে। ৪১তম বিসিএসের ক্ষেত্রেও তাদের সেই চেষ্টা রয়েছে। এই বিসিএসের লিখিত পরীক্ষায় বেশিসংখ্যক প্রার্থী অংশ নেওয়ায় খাতা দেখতে একটু বেশি সময় লাগছে। আগামী মাসের যেকোনো সময় ফলাফল প্রকাশ করা হতে পারে।
- অনার্স ১ম বর্ষের মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন, মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন অনার্স ১ম বর্ষ ২০২২, honors 1st year Human Psychology and Social Work suggestion, অনার্স ১ম বর্ষের মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন 2022 PDF Download
- অনার্স ১ম বর্ষের সামাজিক সমস্যা সাজেশন, সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষ ২০২২, honors 1st year Social problems suggestion, অনার্স ১ম বর্ষের সামাজিক সমস্যা সাজেশন 2022 PDF Download,
- অনার্স ১ম বর্ষের লোক প্রশাসন পরিচিতি সাজেশন, লোক প্রশাসন পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ ২০২২, honors 1st year Introduction to Public Administration suggestion, অনার্স ১ম বর্ষের লোক প্রশাসন পরিচিতি সাজেশন 2022 PDF Download
‘অল্প কিছুদিনের মধ্যে ফলাফল দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ফলাফল প্রকাশের কাজ দ্রুত করতে ছুটির দিনেও পিএসসি কাজ করছে। আশা করি, সামনের মাসেই ফলাফল প্রকাশ করতে পারব।’
সোহরাব হোসাইন, পিএসসির চেয়ারম্যান
এই বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা গত বছরের ২৯ নভেম্বর শুরু হয়েছিল, শেষ হয় ৭ ডিসেম্বর।
একজন চাকরিপ্রার্থী বলেন, ‘দেড় বছর আগে আমরা ৪১তম বিসিএসের আবেদন করেছিলাম। এখনো লিখিত পরীক্ষার ফলাফলই প্রকাশিত হয়নি। ফলাফল প্রকাশিত হওয়ার পর মৌখিক পরীক্ষা। সেটি নিতেও পিএসসির অনেক সময় লেগে যাবে। এরপর আবার চূড়ান্ত ফলাফল। সেখানেও সময় চলে যাবে। সব মিলিয়ে যদি একটি বিসিএসে এত সময় লাগে, তাহলে আমাদের হতাশা বাড়তেই থাকে।’
বয়স বেড়ে যাচ্ছে উল্লেখ করে আরেক প্রার্থী বলেন, ‘সবারই কিছু প্রত্যাশা থাকে। বেশি বয়সে চাকরিতে যোগ দিলে সেই প্রত্যাশায় অনেকটাই ভাটা পড়ে যায়। আশা করব, পিএসসি দ্রুত এই বিসিএসের কার্যক্রম শেষ করবে।’
পিএসসির একাধিক সূত্র জানায়, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। লিখিত পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন অংশ নেন। আগের কয়েকটি বিসিএসের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ। এত প্রার্থীর খাতা দেখতে সময় বেশি লাগছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩৬তম বিএসসিতে লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১২ হাজার ৪৬৮ জন। ৩৭তম বিসিএসে ৮ হাজার ৫২৩ জন। ৩৮ ও ৪০তম বিসিএসে লিখিত পরীক্ষা দিয়েছিলেন যথাক্রমে ৯ হাজার ৮৬২ ও ১০ হাজার ৯৬৪ জন। ৩৯তম ছিল চিকিৎসকদের বিশেষ বিসিএস।
পিএসসির সূত্রগুলো বলছে, কোনো কোনো পরীক্ষক সময়মতো খাতা দেন না। এ ছাড়া লিখিত পরীক্ষার বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষক দেখছেন। সে জন্যও সময় বেশি লাগছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ৬ মাসে ১০০ খাতার মধ্যে মাত্র ১৫টি দেখেছেন দাবি করে পিএসসির একজন সদস্য বলেন, পরীক্ষক খাতা দেখতে বেশি সময় নিলে পিএসসি বারবার তাগাদা দেয়। কিন্তু তাতেও অনেক পরীক্ষক খাতা সময়মতো দেন না। তবে এখন পিএসসি এ ক্ষেত্রে কঠোর হচ্ছে। কোনো পরীক্ষক খাতা দেখতে বেশি সময় নিলে ভবিষ্যতে পিএসসির কোনো খাতা আর তাঁকে দেখতে দেওয়া হবে না।
পিএসসির ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত সময় লেগেছিল ৩ বছর ১১ মাস, ৩৮তম বিসিএসে তা ছিল ৩ বছর ৭ মাস ও ৩৭তম বিসিএসে লেগেছিল ৩ বছর ৮ মাস।
সার্বিক বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যে ফলাফল দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ফলাফল প্রকাশের কাজ দ্রুত করতে ছুটির দিনেও পিএসসি কাজ করছে। আশা করি, সামনের মাসেই ফলাফল প্রকাশ করতে পারব।’
২০২০ সালের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত আগস্টের শুরুতে প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করে পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা। সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় ৯০৫ জন ও কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল ২০২২,41st bcs written exam result 2022, 41st bcs written exam result, ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল (41th bcs written exam result),৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ২০২২,41st bcs written exam result 2022
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- অনার্স ১ম বর্ষের মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন, মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন অনার্স ১ম বর্ষ ২০২২, honors 1st year Human Psychology and Social Work suggestion, অনার্স ১ম বর্ষের মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন 2022 PDF Download
- অনার্স ১ম বর্ষের সামাজিক সমস্যা সাজেশন, সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষ ২০২২, honors 1st year Social problems suggestion, অনার্স ১ম বর্ষের সামাজিক সমস্যা সাজেশন 2022 PDF Download,
- অনার্স ১ম বর্ষের লোক প্রশাসন পরিচিতি সাজেশন, লোক প্রশাসন পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ ২০২২, honors 1st year Introduction to Public Administration suggestion, অনার্স ১ম বর্ষের লোক প্রশাসন পরিচিতি সাজেশন 2022 PDF Download