বিষয়: বাউবি এইচএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩, এইচএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), ২০২২-২০২৩ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচ এস সি ভর্তি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। 2022-2023 শিক্ষাবর্ষে বাউবি এইচ এস সি কোর্সে ভর্তি চলছে। ভর্তির শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২২। নির্ধারিত সময়ের মধ্যে কিভাবে আবেদন করবেন বা আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে চলুন তা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ এর আলোকে জেনে নেই।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩
Bangladesh Open University বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি সংক্ষেপে বাউবি নামে পরিচিত। 2021-2022 শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি প্রোগ্রামে ভর্তি চলেছে।
Online এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ০১ আগস্ট ২০২২ তারিখ হতে। ভর্তি প্রক্রিয়া চলবে ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীগণ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী |
---|
প্রোগ্রাম: এইচএসসি (HSC) অনলাইনে আবেদন শুরু: ০১ আগস্ট ২০২২ আবেদন শেষ: ১৪ সেপ্টেম্বর ২০২২ অনলাইন আবেদন ফি: ১০০/- টাকা মোট ভর্তি ফি: (ন্যূনতম) ৪,৫২৩/- টাকা আবেদন লিঙ্ক: osaps.bou.edu.bd ই-মেইল: help.osaps@bou.edu.bd অফিসিয়াল ওয়েবসাইট: bou.edu.bd |
আরো ও সাজেশন:-
হেল্পলাইন নম্বর
নিচে OSAPS এর হেল্পলাইন নম্বর দেওয়া হলো। ভর্তিচ্ছু প্রার্থীগণ ভর্তি সম্পর্কিত যে কোন তথ্য জানতে নিম্নোক্ত হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। এছাড়াও Online এ আবেদন কালে কোন সমস্যা হলে হেল্পলাইন নম্বরে কল করলে OSAPS এর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিতে পারেন।
নম্বর | সময় | |
+8801635832845 | : | সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা |
+8801907451612 | : |
ভর্তির ন্যূনতম যোগ্যতা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচ এস সি ভর্তি যোগ্যতা হলো শুধুমাত্র এসএসসি/সমমানের পরীক্ষায় পাশ করলেই হবে।
উল্লেখ্য, আপনি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি/সমমানের পরীক্ষায় পাশ করেছেন সেই প্রতিষ্ঠানটি অবশ্যই সরকার কর্তৃক স্বীকৃত হতে হবে।
ভর্তি ফি
নিচে মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ভর্তি ফি এর পরিমাণ টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হলো।
বিভাগ | ভর্তি ফি |
মানবিক | ঐচ্ছিক কোর্স সহ ৫,২৩৬/- টাকা |
ঐচ্ছিক কোর্স ছাড়া ৫,৫২৩/- টাকা | |
ব্যবসায় শিক্ষা | ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি ছাড়া) ৫,১১১/- টাকা |
ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি সহ) ৫,২৩৬/- টাকা | |
এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪,৫২৩/- টাকা | |
বিজ্ঞান | ঐচ্ছিক কোর্স সহ ৫,৬১১/- টাকা |
ঐচ্ছিক কোর্স ছাড়া ৪,৮৯৮/- টাকা |
বিশেষ দ্রষ্টাব্যঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচ এস সি ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে, উল্লিখিত ভর্তি ফি প্রদানের সময় অতিরিক্ত কিছু চার্জ কাটা হবে।
যেমনঃ বিকাশের মাধ্যমে ফি প্রদান করলে অতিরিক্ত ১.৫%, শিউর ক্যাশের মাধ্যমে প্রদান করলে অতিরিক্ত ১% এবং ডিবিবিএল এর মাধ্যমে প্রদান করলে অতিরিক্ত ১৫ টাকা চার্জ হিসেবে কাটা হবে।
অনলাইনে আবেদন ও ভর্তি ফি জমাদান পদ্ধতি
এইচএসসি কোর্সে ভর্তির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন, ভর্তি ফি কিভাবে প্রদান করবেন এবং সব শেষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি লাগে তা নিচে বর্ণনা করা হলো।
- HSC Bangla 1st Paper চাষার দুক্ষু সৃজনশীল, HSC চাষার দুক্ষু গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর, Bangla 1st Paper চাষার দুক্ষু সৃজনশীল প্রশ্ন ও উত্তর,উচ্চ মাধ্যমিক বাংলা ১ম পত্রের চাষার দুক্ষু সৃজনশীল, চাষার দুক্ষু গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর, বিগত সালের HSC কমন সৃজনশীল চাষার দুক্ষু প্রবন্ধের থেকে
- ‘এন্ডি’ শব্দের অর্থ কী?,জমিরনকে তার মা রাজবাড়ীতে নিয়ে আসত কেন?,উদ্দীপকের সন্ধ্যারাণীর সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের সাদৃশ্য তুলে ধর,সভ্যতার বিবর্তনে এ হস্তশিল্প জাদুঘরে স্থান পাচ্ছে’- উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও
- আসাম এবং রংপুরে বিশেষ এক প্রকার রেশমকে স্থানীয় ভাষায় কী বলে?,সেকালে চাষা অন্ন-বস্ত্রে কাঙাল ছিল না কেন?,‘চাষার দুক্ষু’ রচনার কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর
১ম ধাপ: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে এই osapsnew.bou.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২য় ধাপ: Open School (OS) এ ক্লিক করুন।
৩য় ধাপ: যে পেজটি সামনে আসে উক্ত পেজ থেকে Higher Secondary Certificate (HSC) – Apply Now অপশনে ক্লিক করতে হবে।
৪র্থ ধাপ: এখন আপনার কাঙ্খিত আবেদন ফরমটি দেখতে পাবেন। আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। পূরণ করা শেষ হলে আপনাকে SMS এর মাধ্যমে একটি ক্ষণস্থায়ী User ID ও Password দেওয়া হবে।
৫ম ধাপ: এবার Proceed to Payment অপশনে ক্লিক করে bKash/SureCash/DBBL এর মাধ্যমে চার্জ সহ ভর্তি ফি পরিশোধ করুন। বিভিন্ন বিভাগের জন্য ভর্তি ফি কত নির্ধারণ করা হয়েছে তা উপরে দেওয়া হয়েছে।
৬ষ্ঠ ধাপ: Transaction ID এবং প্রার্থীর মোবাইল নম্বর সঠিক স্থানে প্রদান করে Submit করলেই SMS এর মাধ্যমে “Payment Successful” ম্যাসেজ পাবেন।
উল্লেখ্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য 2022-2023 এ দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী, যদি “Payment Successful” ম্যাসেজ পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হয় তাহলে প্রার্থীকে তাৎক্ষনিকভাবে OSAPS এর হেল্পলাইন নম্বরে কল করে যোগাযোগ করতে বলা হয়েছে। OSAPS এর হেল্পলাইন নম্বর উপরে দেওয়া হয়েছে।
“Pyament Successfull” হলে এবার ভর্তির শেষ ধাপ সম্পন্ন করার মধ্য দিয়ে ভর্তি হতে হবে।
শেষ ধাপ
- osapsnew.bou.ac.bd ওয়েবসাইট থেকে আবেদনের সময় পাওয়া User ID এবং Password ব্যবহার করে আবেদনপত্র প্রিন্ট ও Payment Slip করুন।
- তারপর আবেদনপত্র ও Payment Slip এর সাথে নিম্নে উল্লিখিত কাগজপত্রাদি যুক্ত করে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা করুন।
যেসব কাগজপত্রাদি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে তা হলোঃ
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (সত্যায়িত);
- জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ;
- ০২ কপি পাসপোর্ড সাইজের ছবি।
উল্লেখ্য, কাগজপত্রাদি অবশ্যই ভর্তির ভর্তির শেষ সময় এর আগে অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখের ভিতরে জমা করবেন।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- নিতুর ইতিহাস জানার আগ্রহ প্রচণ্ড। সে মাঝেমধ্যে লাইব্রেরি থেকে ইতিহাস বই নিয়ে পড়ে,আধুনিক ইতিহাসের জনক কে?,ঐতিহ্যের স্বরূপ ব্যাখ্যা করো, ইতিহাস জানতে নিতু ইতিহাসের কোন উপাদানের সহায়তা নিয়েছে? ব্যাখ্যা করো।,তুমি কি নিতুর বাবার মতামতকে সমর্থন করো? যুক্তি দাও
- পদার্থবিজ্ঞান ২ সাজেশন (pdf) ভোকেশনাল ২০২২ , suggestion physics 2 suggestion (pdf) 2022, ভোকেশনাল পদার্থবিজ্ঞান ২ সাজেশন,ভোকেশনাল ১০০% কমন পদার্থবিজ্ঞান ২ সাজেশন ২০২২
- রসায়ন বিজ্ঞান ২ সাজেশন (pdf) ভোকেশনাল ২০২২ , suggestion chemistry 2 suggestion (pdf) 2022,ভোকেশনাল রসায়ন বিজ্ঞান ২ সাজেশন, ভোকেশনাল ১০০% কমন রসায়ন বিজ্ঞান ২ সাজেশন ২০২২