পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা কর

পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা কর

প্রশ্ন সমাধান

Google Adsense Ads

পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা কর

উত্তর : ভূমিকা : বিনিয়োগকারীর তহবিলের সর্বোত্তম ব্যবহার অর্থাৎ নির্দিষ্ট ঝুঁকিতে আয় সর্বোচ্চকরণ কিংবা নির্দিষ্ট আয়ের জন্য ঝুঁকি সর্বনিম্নকরণ পোর্টফোলিও ব্যবস্থাপনার অন্যতম কাজ।

এই উদ্দেশ্য সামনে রেখেই বিনিয়োগ পোর্টফোলিও গঠন করা হয়। নিম্নে পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করা হলো :-

১. প্রত্যাশিত আয় অর্জন : প্রত্যাশিত আয় অর্জনের ক্ষেত্রে পোর্টফোলিও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিকিউরিটিসমূহের আয় ঝুঁকি বৈশিষ্ট্য, সহসম্বন্ধ প্রভৃতি বিবেচনা করে পরিসংখানিক কৌশল প্রয়োগ করে এমনভাবে পোর্টফোলিও গঠন করা হয় যাতে করে প্রত্যাশিত আয় অর্জন সম্ভব হয়।

২. মূলধনের নিরাপত্তা : পোর্টফোলিও ব্যবস্থাপনার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকৃত তহবিল অর্থাৎ মূলধন অটুট থাকা কিংবা খোয়া না পাওয়া। মূলধনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই কেবল অন্যান্য উপাদান যেমন- আয় কিংবা সম্পদের মূল্যের প্রবৃদ্ধি বিবেচিত হতে পারে ।

৩. বাজারযোগ্যতা : পোর্টফোলিও ব্যবস্থাপনা বিনিয়োগের নমনীয়তা দান করে। একটি পোর্টফোলিও এমন সম্পদ বা সিকিউরিটি ধারণ করে যা বাজারে বিক্রয়যোগ্য। কোনো পোর্টফোলিওতে অতিরিক্ত তালিকাভুক্ত এবং সিকিউরিটির অন্তর্ভুক্ত করা হলে বিক্রয়ে ভোগান্তির পাশাপাশি পোর্টফোলিও সংশোধন দুরূহ হয়ে পড়ে ।

৪. পোর্টফোলিও বহুমুখীকরণ: পোর্টফোলিও ব্যবস্থাপনা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন সিকিউরিটিকে বিনিয়োগের মাধ্যমে মূলধন এবং অথবা আয় হারানোর ঝুঁকি হ্রাস করার জন্য ডিজাইন করা হয়। এতে কোন একটি সিকিউরিটি বাড়তি ঝুঁকি তথ্যগুলোর দ্বারা বাতিল করা যায়।

আরো পড়ুন: পোর্টফোলিও ব্যবস্থাপনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা কর।, পত্রকোষ তত্ত্ব কী?

এই সত্য সম্পর্কে বিনিয়োগকারীরা অবহিত যে প্রকৃত অর্থে ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলতে কিছু নেই। তাছাড়া কম ঝুঁকিসম্পন্ন বিনিয়োগের আয়ের হারও কম।

৫. তারল্য : পোর্টফোলিও ব্যবস্থাপনা এমনভাবে সম্পন্ন হয় যাতে বাজারে আসন্ন সুযোগগুলো থেকে সর্বোচ্চ সুবিধা গ্রহণ করা যায়। সহজ কথায় পোর্টফোলিও ব্যবস্থাপনা এমন পোর্টফোলিও নিশ্চয়তাদের যাতে পোর্টফোলিও সংশোধন কিংবা ব্যক্তিগত প্রয়োজনে স্বল্প সময়ের নোটিশ প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থাপ করা সম্ভব হয় ।

৬. মূলধনের প্রবৃদ্ধি : পোর্টফোলিও ব্যবস্থাপনা প্রবৃদ্ধিশীল কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ এবং পুন বিনিয়োগের মাধ্যমে মূলধনের প্রবৃদ্ধি নিশ্চিত করে। মূলধনের প্রবৃদ্ধিতে পোর্টফোলিওর মূল্যবৃদ্ধিও বলা যেতে পারে।

Google Adsense Ads

যা হোক পোর্টফোলিওর মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীদের ক্রয়ক্ষমতা হ্রাসের বিরুদ্ধে রক্ষাকবজ হিসেবে কাজ করে। এজন্য যে সমস্ত সিকিউরিটি নিয়ে একটি পোর্টফোলিও গঠন করা বাঞ্চনীয় সেগুলো মুদ্রাস্ফীতির দুষ্ট প্রভাব সমন্বয় করেও নিজের প্রকৃত মূল্য বাড়াতে সক্ষম ।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃপোর্টফোলিও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা কর

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *