নেইতো কোন গতি
শ্যামল বণিক অঞ্জন
ক্ষুধার আগুন
পোড়ায় যাদের
নিত্য বসত ঘর,
দারিদ্রতার দস্যু ধাওয়া
করে জীবনভর,
আয়েশ করার সুযোগ যাদের
নেই তো একরতি
কর্ম ছাড়া তাঁদের কি আর
আছে কোন গতি?
ঘুরালে হাত
জুটবেও ভাত
রোজই কাজে গেলে,
থাকলে ঘরে
উপোস করে
স্ত্রী কন্যা ও ছেলে।
জুটাবে কি আর
মুখের আহার
কোন সমাজপতি?
কর্ম ছাড়া তাঁদের তো হায়
নেই কোন আর গতি!
[] শুভ হোক আগামী[]
- ইজারা গ্রহীতার বইয়ের হিসাব সংরক্ষণের প্রক্রিয়া আলোচনা কর
- ইজারা দাতার প্রত্যক্ষ ইজারার অর্থায়ন পদ্ধতি ধারণা সহ আলোচনা কর
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- ডেঙ্গু জ্বরের ইতিহাস, ডেঙ্গু জ্বর উইকিপিডিয়া