বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ ২০২১:বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটি (Bangladesh Navy Job Circular 2020) দৈনিক একটি প্রত্রিকায় প্রকাশ করা হয় । নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগের উদ্দেশে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিচে আমরা বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সার্কুলারে প্রতিষ্ঠানটি ১ টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি বিজ্ঞপ্তিটি নীচে দেওয়া হয়েছে।
এক নজরে গুরত্বপূর্ণ তথ্য সমুহ |
---|
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ নৌবাহিনীপদের নাম: নাবিক ও কমিশন্ড অফিসারপদ সংখ্যাঃ অনির্দিষ্টআবেদনের লিংকঃ www.joinnavy.mil.bd |
নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারী ২০২১
আবেদন ফি : ২০০ টাকা

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
১। ১ জুলাই ২০২১ তারিখে প্রাথীর বয়স ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা / শারিরীক প্রতিবন্ধি উক্ত কোটার ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩২। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহন যোগ্য হবে না।
২। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি বিধান এবং পরিবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধি বিধান অনুসরন করা হবে।
৩। প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
৪।এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোণায় APPLY NOW তে ক্লিক করে Apply করতে হবে।
৫।আবেদনকারী প্রার্থীগণ Trust Bank t-cash, VISA/Master Card, bKash, Rocket ইত্যাদির মাধ্যমে ৭০০ টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন।
৭। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে। প্রার্থীর কোন প্রকার তথ্য মিথ্যা বা ভুল প্রমানিত হলে বা পরীক্ষায় অসুদপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনানুগ বেবস্থ্যা নেয়া হবে।
৮। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৯। লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
চকুরি
- DMLC Job Circular 2021-সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
- চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা ২২ জানুয়ারি ২০২১
- Directorate General of Family Planning DGHSC Result Download 2021
- ১৪ তম সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- Department of Narcotics Control Exam Date 2021
- Chittagong Port Exam Result 2021
- Chittagong Port Authority Job Circular 2021
- Directorate of Technical Education DTEV job circular 2021
- Bangladesh National Museum BNM job circular 2021
- Renata Limited Job Circular 2021
2 thoughts on “নাবিক নিয়োগ- বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১”