Advertisement
অনার্স ২য় বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭) (History of South Asia (1526-1757)) সুপার সাজেশন Department of : History & Other Department Subject Code: 221501 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস, অনার্স ২য় বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭) ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭) সাজেশন
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
দক্ষিণ এশিয়ার ইতিহাস অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. দীন-ই-ইলাহী কতজন গ্রহণ করেছিলেন?
উত্তর : ১৮ জন।
২. ‘মনসব’ শব্দের অর্থ কী?
উত্তর : পদমর্যাদা।
৩. তাজমহল এর স্থপতি কে?
উত্তর : পারস্যের ওস্তাদ ঈসা।
৪. তল্লুক-ই-জাহাঙ্গীরী এর রচয়িতা কে?
উত্তর : সম্রাট জাহাঙ্গীর।
Advertisement
৫. নুরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর : মেহেরউন্নিসা।
৬. নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী?
উত্তর : জৈনুদ্দীন।
৭. আলীনগর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি ।
৮. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : জহিরুদ্দিন মুহাম্মাদ বাবর।
৯. “আকবরনামা”গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : শেখ আবুল ফজল।
১০. সম্রাট জাহাঙ্গীরের বাল্যনাম কী ছিল?
উত্তর : সেলিম।
১১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালের ৩১ ডিসেম্বর।
১২. সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
১৩. ডুপ্নে কে ছিলেন?
উত্তর : ১৭৩১ সালে চন্দননগরের ফরাসি শাসনকর্তা ছিলেন।
১৪. পলাশী প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
১৫. পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়?
উত্তর : ১৫২৬ সালের ২০ এপ্রিল।
১৬. বাবর কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : মধ্য এশিয়ার ফারগনা রাজ্যের অধিবাসী ছিলেন।
১৭. ‘জান্নাতাবাদ’ নামকরণ কে করেন?
উত্তর : সম্রাট হুমায়ুন।
১৮. কোন যুদ্ধে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হয়?
উত্তর : ১৫৪০ সালে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে।
১৯. কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন?
উত্তর : শেরশাহ।
২০. ‘আকবরনামার ‘ রচয়িতা কে?
উত্তর : শেখ আবুল ফজল।
২১. মানসিংহ কে ছিলেন?
উত্তর : সম্রাট আকবরের রাজপুত সেনাপতি।
২২. তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তর : পারস্যের ওস্তাদ ঈসা।
Advertisement 2
২৩. “দাক্ষিণাত্য একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল ”- উক্তিটি কার?
উত্তর : ঐতিহাসিক ভি.এ.স্মিথের উক্তি।
২৪. ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালের ৩১ ডিসেম্বর।
২৫. কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসী আধিপত্য নষ্ট হয়?
উত্তর : ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের মাধ্যমে।
২৬. মীর জাফর কে ছিলেন?
উত্তর : নবাব সিরাজউদ্দৌলার প্রধান সিপাহসালার ও বাংলার নবাব ছিলেন।
২৭. ১৫২৬ সালটি বিখ্যাত কেন?
উত্তর : পানিপথের প্রথম যুদ্ধের জন্য।
২৮. বাবরের পিতার নাম কী?
উত্তর : ওমর শেখ মীর্জা।
২৯. ‘হুমায়ুন’ শব্দের অর্থ কী?
উত্তর : ভাগ্যবান।
৩০. ‘কবুলিয়ত ও পাট্টা’ কে প্রবর্তন করেন?
উত্তর : শেরশাহ।
৩১. টোডরমল কে ছিলেন?
উত্তর : সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী বা প্রধান দিউয়ান ছিলেন।
৩২. ‘আকবরনামা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : শেখ আবুল ফজল।
৩৩. পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
৩৪. সর্বশেষ মোঘল সম্রাট কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
৩৫. ১৭৫৭ সালে কী ঘটেছিল?
উত্তর : পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
দক্ষিণ এশিয়ার ইতিহাস অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. হুমায়ুন ও শেরশাহের বিরোধের কারণ সংক্ষেপে আলোচনা কর।
২. আকবরের রাজপুত নীতি বলতে কি বুঝ?
৩. জাহাঙ্গীরের রাজত্বকালে নুরজাহানের ভূমিকা সম্পর্কে আলোচনা কর ।
৪. আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলাফল বর্ণনা কর।
৫. মুঘল সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখ।
৬. বারোভূঁইয়া কারা?
৭. ভারতে ইউরোপীয় বণিক সম্প্রদায়ের আগমনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮. পর্তুগিজ কারা?
৯. ‘তুযুক-ই-বাবর’ সম্পর্কে বর্ণনা দাও।
১০. পানিপথের যুদ্ধের ফলাফল লিখ।
১১. শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা আলোচনা কর।
১২. আকবরের রাজপুতনীতি বলতে কি বুঝ?
১৩. নূরজাহান চক্র কী ছিল?
Advertisement 4
১৪. মোগল সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখ
১৫. পর্তুগীজ কারা?
১৬. “বাবরনামা” সম্পর্কে একটি টীকা লিখ।
১৭. পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ ও তাৎপর্য কী?
১৮. হুমায়ুনের ব্যর্থতার কারণ কী?
১৯. মনসবদারী প্রথা বলতে কি বুঝ?
২০. ঈসা খানের পরিচয় দাও।
২১. নুরজাহান কে ছিলেন?
২২. ইঙ্গো- ফরাসী দ্বন্দ্বের কারণ সংক্ষেপে লিখ।
২৩. আলীবর্দী খানের পরিচয় দাও।
২৪. মোঘল ইতিহাসের উৎসসমূহ সংক্ষেপে লিখ।
২৫. আকবরের ধর্মনীতির উদ্দেশ্য কী ছিল?
২৬. শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের দুটি কারণ লিখ ।
২৭. মুঘল সাম্রাজের পতনের চারটি কারণ লিখ।
২৮. জিজিয়া কর কী?
PDF Download দক্ষিণ এশিয়ার ইতিহাস অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
Advertisement 2
১. শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা কর।
২. আকবরের বাংলা বিজয়ের একটি বিবরণ দাও।
৩. আকবরের ধর্মনীতি আলোচনা কর।
৪. সম্রাট আকবরের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ কর।
৫. সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্ব সম্পর্কে আলোচনা কর
৬. মুঘল কেন্দ্ৰীয় শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৭. পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর ।
৮. দাক্ষিণাত্যে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৯. শেরশাহের সংস্কারসমূহ আলোচনা কর।
১০. সম্রাট আকবরের মনসবদারি প্রথার বিবরণ দাও।
১১. শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের একটি বিবরণ দাও।
১২. শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসাবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৩. সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ কর।
১৪. নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৫. মোগল আমলে কেন্দ্রীয় শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৬. মুঘল ইতিহাসের উৎস সমূহের বিবরণ দাও।
১৭. শের শাহের প্রশাসনিক সংস্কার আলোচনা কর ।
১৮. সম্রাট আকবরের ধর্মনীতি পর্যালোচনা কর।
১৯. স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর।
২০. মোঘল কেন্দ্রীয় শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর ।
২১. নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর ।
২২. সম্রাট আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা কর।
২৩. সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে সাম্রাজ্য বিস্তারের বিবরণ দাও।
২৪. সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর।
২৫. সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণাত্যনীতি বিশ্লেষণ কর।
২৬. মোঘল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
২৭. পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক বিভাগ
- বাবরের আত্মজীবনীর নাম কী
- আইন ই আকবরি গ্রন্হটির রচয়িতা কে
- লোদি বংশের প্রতিষ্ঠাতা কে
- বারব় কে ছিলেন
- সম্রাট বাবরের পূর্ণ নাম কী
- হুমায়ন শব্দের অর্থ কী
- শেরশাহের বাল্যনাম কী
- গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মান করেন
- শেরশাহকে কোথায় সমাহিত করা হয়
- মাহাম আনাগা কে ছিলেন
- বৈরাম খানের উপাধী কী ছিল
- বৈরাম খান কে ছিলেন
- কে জিজিয়া কর ও তীর্থ কর রহিত করেন
- জাহাঙ্গীরের বাল্যনাম কী ছিল
- নুরজাহান কে ছিলেন
- নুরজাহানের পূর্বনাম কী
- নুরজাহানের পিতার নাম কী
- তাজমহলের প্রধান স্হপতি কে ছিলেন
- সম্রাট শাহাজাহানের কন্যাদ্বয়ের নাম কী
- আওরঙ্গজেবের পূর্ণনাম কী
- শিবাজী কে ছিলেন
- কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়
- আরওঙ্গজেব কত খ্রিস্টাবে মৃত্যুবরণ করেন
- সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন
- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কত খ্রিস্টাব্দে গঠীত হয়
- কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
- আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়
- পলাশির প্রান্তরে কোন নদীর তীরে অবস্হিত
- ডুপ্লে কে ছিলেন
2024 দক্ষিণ এশিয়ার ইতিহাস অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
খ বিভাগ
- মুঘল ইতিহাসের উৎসসমূহ কী
- প্রাক মুঘল আমলে ভারতের আর্থসামাজিক অবস্হার বিবরণ দাও
- পানি পথের প্রথম যুদ্ধের গুরুত্ব কী ছিল
- কবুলিয়াত ও পাট্টা কী
- শেরশাহের ভূমি রাজস্ব সংস্কার আলোচনা কর
- দিন ই ইলাহির মূলকথা কী
- জাহাঙ্গিরের ওপর নুরজাহানের প্রভাব কী ছিল
- শাহাজাহানের পুএদের মধ্যে উওারাধিকীর দ্বন্ধের কারণ কী ছিল
- বারোভূঁইয়া কারা
- মুঘল আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্হা আলোচনা কর
- মুঘল সাম্রাজ্যেক পতনের চারটি কারণ লেখ
- ভারতে ইউরোপীয় বণিক সম্প্রাদায়ের আগমনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও
- পুঁর্তুগিজ কারা
- নবার সিরাজ উদ দৌল্লার পরিচয় দাও
- অন্ধকুপ হত্যা কাহিনী সম্পর্কে একটি টিকা লেখ
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭) পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭) সাজেশন
গ বিভাগ
- বাবরের আক্রমণের প্রাক্কালে উওর ভারতের রাজনৈতিক অবস্হার বিবরণ দাও
- মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হিসেবে বারবের কৃতিত্ব মূল্যায়ন কর
- হুমায়ন ও শেরশাহের মধ্যকার বিরোধ আলোচনা কর
- হুমায়ন ও শেরশাহের মধ্যকার বিরোধ আলোচনা কর৷ এতে হুমায়নের ব্যর্থতার কারন কী
- আকবরের বাংলা বিজয়ের একটি বিবরণ দাও
- আকবরের ধর্ম নীতি বর্ণনা কর
- জাহাঙ্গীরের রাজত্বকালে নুরজাহানের ভূমিকা সম্পর্কে আলোকপাত কর
- স্হাপত্যশিল্পের পৃষ্ঠুোষক হিসেবে সম্রাট শাহাজাহানের কৃতিত্ব বিচার কর
- সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ কর
- সম্রাট আওরঙ্গজেবের কৃতিত্ব মূল্যায়ন কর
- মুঘল সম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা কর
- বক্রারের যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর
- দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি দ্বন্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Honors History of South Asia (1526-1757) Suggestion 2024,দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭) চূড়ান্ত সাজেশন 2024
Advertisement 5
Advertisement 3