ঢাকা মেট্রোরেল প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট dmtcl.gov.bd -এ। ঢাকা মেট্রোরেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এ অস্থায়ীভাবে মোট ১৪ টি শূন্যপদে জনবল নিয়োগ করা হবে। ডাকযোগ/কুরিয়ার সার্ভিসে আবেদন গ্রহণ চলছে। চলুন মেট্রোরেল জব সার্কুলার ২০২২ অনুযায়ী বিস্তারিত তথ্য জেনে নেই।
ঢাকা মেট্রোরেল প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
০৩ জুন ২০১৩ সালে মেট্রোরেল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিলো। এটি সংক্ষেপে ডিএমটিসিএল (DMTCL) নামে পরিচিত। এটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিলো ঢাকা মেট্রো রেল নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার করা।
এ কোম্পানির লক্ষ্য পূরণে আরো জনবল প্রয়োজন। যার জন্য কোম্পানিটি সম্প্রতি একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৭ টি পদের বিপরীতে মোট ১৪ জন লোক নিয়াগ করা হবে।
নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ অস্থায়ীভাবে। প্রকল্পের মেয়াদের সাথে চাকুরীও শেষ হয়ে যাবে।
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী |
---|
সংস্থা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিজ্ঞপ্তি প্রকাশ: ২২ জুন ২০২২ ক্যাটাগরি: ০৭ টি শূন্যপদ সংখ্যা: ১৪ টি চাকরি ধরণ: ফুল টাইম কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ আবেদন ফি: ১,০০০/- টাকা আবেদন মাধ্যম: ডাকযোগ/কুরিয়ার সার্ভিস ডাকযোগে আবেদন শুরু: ২৩ জুন ২০২২ আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২২ অফিসিয়াল ওয়েবসাইট: www.dmtcl.gov.bd |
শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস রেপিড ট্রানসিত ডেভলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) এর শূন্য পদ সমূহে প্রকল্পের মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে কোম্পানির আকর্ষণীয় বেতন স্কেলে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে ডাকযোগে/ কুরিয়ার এর মাধ্যমে দরখাস্ত আহবান করা হচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
প্রতিষ্ঠানঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
পদ সংখ্যাঃ ১৪ টি
আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে/ কুরিয়ার
অফিশিয়াল ওয়েবসাইটঃ dmtcl.gov.bd
আবেদন শুরুঃ ২৩ জুন ২০২২
আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০২২
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ
১। পদের নামঃ সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
যোগ্যতাঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতক ডিগ্রী।
২। পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতক ডিগ্রী।
৩। পদের নামঃ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
৪। পদের নামঃ সহকারী প্রকৌশলী (এএফসি, পিএসডি এন্ড বিই)
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
৫। পদের নামঃ সহকারী প্রকৌশলী (স্থাপত্য)
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
যোগ্যতাঃ আর্কিটেকচার এ ন্যূনতম স্নাতক ডিগ্রী।
৬। পদের নামঃ সহকারী প্রকৌশলী (আইসিটি)
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
যোগ্যতাঃ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতক ডিগ্রী।
৭। পদের নামঃ নিরীক্ষা ও হিসাব রক্ষন
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
প্রার্থীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ২৩ জুন ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদন করার সময়সীমা
আবেদন শুরু ২৩ জুন ২০২২ তারিখ এবং আবেদনের সময় শেষ হবে ২৪ জুলাই ২০২২ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র জমা দিতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ১০০০ টাকা ব্যাংক ড্রাফট/পে অর্ডার সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অনুকূলে প্রদান করতে হবে এবং এর মূলকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদন করার পদ্ধতি
প্রার্থীদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরম টি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট হতে ডাউনলোড করে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা কুরিয়ার এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
আবেদনপত্রের সাথে ১০ টাকা মূল্যের একটি ডাকটিকেট লাগানো পূর্ণ ঠিকানা সম্বলিত ফেরত খাম যুক্ত করে প্রেরণ করতে হবে।
আবেদন পত্র প্রেরণের ঠিকানা
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
প্রবাসী কল্যাণ ভবন, লেভেল- ১৪
৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন
ঢাকা- ১০০০।
আবেদন যেভাবে
- bbah school Job Circular 2022, bbah school Job Circular 2022 Today In Bangladesh, bbah school govt job circular 2022, bbah school job circular 2022, bbah school job apply
- বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় জব বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি 2022, নিয়োগ বিজ্ঞপ্তি 2022 বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় জব
- bsri Job Circular 2022, bsri Job Circular 2022 Today In Bangladesh, bsri govt job circular 2022, bsri job circular 2022, bsri job apply, bsri job circular apply 2022, job circular bsri 2022, bsri job circular apply 2022, job circular of bsri 2022, bsri job circular 2022
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য
বাংলাদেশ মেট্রোরেল নিয়োগ ২০২২ অনুযায়ী আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
আবেদন যোগ্যতা
বয়স: ২৩ জুন ২০২২ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ – ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ০২ বছর বাড়িয়ে ১৮ – ৩২ বছর রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রার্থীর বয়স এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার সনদপত্রে দেওয়া বয়স অনুযায়ী গণনা করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদ অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে উপর থেকে বিজ্ঞপ্তি দেখতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
আবেদনের সময়সীমা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এ চাকরি করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীগণ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৩ জুন ২০২২ তারিখ হতে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ জুলাই ২০২২ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
মেট্রোরেল আবেদন পদ্ধতি
ক) আবেদন করতে ইচ্ছুক সকল প্রার্থী প্রথমে Dhaka Mass Transit Company Limited (DMTCL) -এর অফিসিয়াল ওয়েবসাইট www.dmtcl.gov.bd ভিজিট করে আবেদন ফরম Download করে নিতে হবে।
আবেদন ফরমটি নিচেও দেওয়া হয়েছে। ফরমের সাথে ডাউনলোড লিঙ্কও যুক্ত করে দেওয়া হয়েছে। প্রার্থীগণ চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আবেদন ফরমটি ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন।
খ) আবেদন পত্র সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিম্নে উল্লিখিত কাগজপত্রগুলি এক যায়গায় করবেন।
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙিন ছবি।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
- অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের সনদপত্রের ফটোকপি।
- ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র (মূলকপি)।
- আবেদন ফি জমাদানের রশিদ (মূলকপি)।
উল্লেখ্য, ছবিসহ যে সকল ডকুমেন্টের ফটোকপি চাওয়া হয়ছে তা সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করতে হবে একজন ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মাধ্যমে।
গ) আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিম্নে লিখিত ঠিকানা বরাবর পৌঁছাতে হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এ যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেভাবে নিচে তুলে ধরা হলো।
ব্যবস্থাপনা পরিচালক,
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড,
প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪,
৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
ঘ) আবেদপনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি পাঠাতে হবে ৯” X ৪” সাইজের চিঠির খামে করে। চিঠির খামের উপর বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে।
তবে প্রার্থী চাইলে টাইপও করতে পারবেন। তারপর উক্ত চিঠিতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেট লাগিয়ে নিতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বা পরীক্ষার ফি হিসেবে অফেরতযোগ্য ১,০০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিঃ এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সোনালি ব্যাংকের যেকোন শাখা হতে পাঠাতে হবে।
অন্যান্য তথ্য
মেট্রোরেল চাকরির খবর ২০২২ -এ উল্লিখিত অন্যন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো-
- আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের প্রার্থীগণও।
- কোন প্রার্থী শিক্ষাক্ষেত্রের কোন স্তরে ৩য় শ্রেণী/সমমানের CGPA পেলে আবেদন করার প্রয়োজন নেই।
- আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরিক্ষার জন্য ডাকা হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
- মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় ও উত্তীর্ণ হতে হবে।
- আবেদনের সময় কোন ভুল তথ্য দিলে বা কোন তথ্য গোপন করলে যেকোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে।
- আবেদনপত্র অবশ্যই ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে হবে। আবেদনপত্র হাতে হাতে দিলে গ্রহণ করা হবে না।
বিঃদ্রঃ আগ্রহী প্রার্থীগণ আবেদনের পূর্বে অবশ্যই মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একবার ভাল করে পড়ে নিবেন।
কিন্তু আপনাকে বিজ্ঞপ্তি দেখে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। আপনি যদি প্রতিদিনের সকল নতুন চাকরির নিয়োগ সার্কুলার সবার আগে পেতে চান, তাহলে আমাদের সাইটে (https://www.banglanewsexpress.com) নিয়মিত ভিজিট করতে পারেন। আমাদের এই বিজ্ঞপ্তিগুলো আপনার আত্নীয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন, এতে তারাও উপকৃত হবে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- bbah school Job Circular 2022, bbah school Job Circular 2022 Today In Bangladesh, bbah school govt job circular 2022, bbah school job circular 2022, bbah school job apply
- বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় জব বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি 2022, নিয়োগ বিজ্ঞপ্তি 2022 বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় জব
- bsri Job Circular 2022, bsri Job Circular 2022 Today In Bangladesh, bsri govt job circular 2022, bsri job circular 2022, bsri job apply, bsri job circular apply 2022, job circular bsri 2022, bsri job circular apply 2022, job circular of bsri 2022, bsri job circular 2022